নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

যারাই অপারেশন ফ্লাশ আউট দেখেছে, তারাই বলেছে এটা না দেখলে বিশ্বাস করা সম্ভব না ! সময় টিভির রিপোর্টার বলেন গুলিবিদ্ধ লোকদের পিটিয়েছে পুলিশ!

১০ ই মে, ২০১৩ রাত ১০:২৪

সমাবেশ থেকে যারা উর্ধশ্বাসে দৌড়ে পালিয়েছে, তারাও কিছু দেখতে পারেনি ।



আহত হয়ে যারা পরেছিল তাদের প্রত্যেকেই বলেছে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। যারা চিপায় চাপায় পালিয়ে ছিল আবার সেখান থেকে দেখছিলও, তারা প্রত্যেকেই বলেছে না দেখলে বিশ্বাস করা সম্ভব না ।



এটিঁএন এর এক সাংবাদিকের ক্যামেরা ভেংগে ফেলে পুলিশ! অপারেশনের ছবি তুলছিল সে! তার পেটে বন্দুক ঠেকায় পুলিশ ! পরে অবশ্য জানে মারে নি, পিটিয়ে আহত করে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে।



সময় টিভির রিপোর্টার এক টক শোতে বলেন, শত শত গুলি বিদ্ধ লোক পড়েছিল, পুলিশ তাদের লাঠি দিয়ে পিটিয়েছে।



আরেক জন প্রত্যক্ষ দর্শীর বক্তব্য শুনলাম সমাবেশ ভেংগে গেছে ৩টায়, পরে দেড় ঘন্টা আহতদের গুলি করে করে মারা হয়েছে। গুলি হয়েছে ৪টা-৫টা পর্যন্ত, এই গুলি কাদেরকে করা হয়েছে ?একজনের কথা শুনলাম, সে বলছিল ভাই আমি সারাদিন চোখ বন্ধ করতে পারি নাই, চোখ বন্ধ করলেই সে দৃশ্য চোখে ভাসছে ।

না দেখলে বিশ্বাস করা যাবে না।



অবশ্য সরকার বাহাদুররের বক্তব্য কেউ মরে নাকি মরেনি, গুলি হয়নি , আগ্নেয়াস্ত্র ব্যবহারই হয় নি !



হতে পারে হাজার হাজার প্রত্যক্ষদর্শী, রিপোর্টার সবাই মিথ্যা বলছে, হতেও পারে !

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ১০:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: ৫ই মে তে সবকিছু লাইভ দেখানো হলেও অভিযানের ক্লিপগুলো 20-25 মিনিট পরে কাস্ট হয়েছে, এটা লাইভ না দেখিয়ে 20-25 মিনিট পরে কাস্ট করবার কারণ কি?

২| ১০ ই মে, ২০১৩ রাত ১০:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: কাউকে হতাহত না করে হেপাজতের মত একটা জংগী সংগঠনের লাখ লাখ কর্মীকে হটান নি:সন্দেহে বাংলার ইতিহাসে একটি বিরাট সাফল্য ।

৩| ১০ ই মে, ২০১৩ রাত ১০:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: প্রায় সব মিডিয়া বলছে, হেপাজতীরা কুরান শরীফে আগুন দিয়েছে, কিন্তু হেপাজতীরা আগুন দিলে তো অভিসার-জোনাকীতে দিবে,
কুরান শরীফে ক্যান ? বুঝে আসছে না ।

আর বিল্ডিং আগুন দিলে এ্যালিকো - সোনালী বা বাংলাদেশ ব্যংকে দিবে, এগুলো তো ওদের দখলেই ছিল, লীগের অফিসের কাছে, সমাবেশের বাইরে অন্যদের দখলে থাকা জায়গায় কেন? কিভাবে?

বায়তুল মোকাররমের দক্ষিণ গেট , আওয়ামীলীগের অফিসের কাছের জায়গা, সারাদিন এই জায়গা ছিল পুলিশ আর লীগের দখলে ।

সেখানে হেফাজতীদের অবস্হা ছিল বরই করুণ ।

৪| ১০ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

শহীদুল্লাহ খান বলেছেন: পুলিশ কমিশনার বললেন, মৃত মানুষদের আত্মীয় স্বজনরা কোথায় ?


এ বিষয়ে আপনার বক্তব্য কী?

১০ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন: ৬টার পর সমাবেশ ছিল বে আইনী, যারা তার সংগী ছিল, কেউই এখন পুলিশের কাছে গিয়ে সমাবেশে থাকার দাবী করবে না।

অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর যদি শুনা যায় কোন মাদ্রাসার ছাত্র মারা গেছে, তবে তার শিক্ষক - ছাত্ররা কি রেহাই পাবে ?

৫| ১০ ই মে, ২০১৩ রাত ১০:৪১

সাইবার অভিযত্রী বলেছেন: হাউজ বিল্ডিং - এ আগুন দিয়েছে কারা ? গাড়ী পুড়ানোর ভিডিও : Click This Link

৬| ১০ ই মে, ২০১৩ রাত ১০:৪৬

সাদা পাখি বলেছেন: শহীদুল্লাহ খান বলেছেন: পুলিশ কমিশনার বললেন, মৃত মানুষদের আত্মীয় স্বজনরা কোথায় ?


এ বিষয়ে আপনার বক্তব্য কী?




agreeeeeeeeeee

১০ ই মে, ২০১৩ রাত ১০:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: ৬টার পর সমাবেশ ছিল বেআইনী, যারা তার সংগী ছিল, কেউই এখন পুলিশের কাছে গিয়ে সমাবেশে থাকার দাবী করবে না।

অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর যদি শুনা যায় কোন মাদ্রাসার ছাত্র মারা গেছে, তবে তার শিক্ষক - ছাত্ররা কি রেহাই পাবে ?

৭| ১০ ই মে, ২০১৩ রাত ১১:০০

সাইবার অভিযত্রী বলেছেন: দয়া করে কেউ অশ্লীল মন্তব্য করবেন না।

৮| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে দেখুন -
Click This Link

৯| ১১ ই মে, ২০১৩ রাত ১:২৬

ইকবাল_ আহমেদ বলেছেন: @ শহীদুল্লাহ খান: এত মামলা হয়েছে যে আত্মীয় স্বজনরা এখন পালিয়ে বেরাচ্ছে। বাংলাদেশের পুলিশ কি চীজ জানেন না ?

১১ ই মে, ২০১৩ সকাল ৭:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: ৬টার পর সমাবেশ ছিল বেআইনী, যারা তার সংগী ছিল, কেউই এখন পুলিশের কাছে গিয়ে সমাবেশে থাকার দাবী করবে না।

অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর যদি শুনা যায় কোন মাদ্রাসার ছাত্র মারা গেছে, তবে তার শিক্ষক - ছাত্ররা কি রেহাই পাবে ?

১০| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:৫০

রিফাত উকিল বলেছেন: পাগলের সুখ মনে মনে ....... =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.