নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

হেফাজত বিরোধীদের কাছে প্রশ্ন :

১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:১৯

হেফাজত বিরোধীদের কাছে প্রশ্ন :



১ আপনারা কি মুসলমান ?

২ যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে ১৩ দফার কোন দাবীটি ইসলাম সম্মত নয় বলবেন কি ?

মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:২৬

যোগী বলেছেন:
আপাতত হেফাজতিদের একদফা একদাবি নিয়া আসতে বলেন যে "দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়"। বাকিটা পরে দেখব।

১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: যোগী সাহেব কি মুসলমান ?

২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৬

যোগী বলেছেন:
আমি মুসলমান না হিন্দু সেটা তোর বোনরে জিগা। সে সব কিছু জানে বা দেখছে।

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: পোস্টের শুরুটাই তো এই প্রশ্ন দিয়ে, এটাকে আপত্তিকর মনে হলে তো আরো আগেই প্রতিবাদ করা যেতো।

আর হিন্দু-মুসলমান যাই হোক, ভাষাটা ইতর শ্রেণীর, অভদ্র লোকের ।

৩| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:০২

জামান2021 বলেছেন: যোগী সাহেব এখন আর দুর্নীতি করেন না।

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:১২

সাইবার অভিযত্রী বলেছেন: !

৪| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:০৩

সাদা মনের মানুষ বলেছেন: এটা কোন ইসলামী রাষ্ট্র নয় যে, ইসলামের অনুশাসনে চলবে । এই দেশ ইসলামের কথা বলে স্বাধীন করা হয়নি । ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এই দেশের আপামর জনগণ যুদ্ধ করে স্বাধীনতা আনেনি । বরঞ্চ বলতে পারেন ইসলামের দোহাই দিয়া আমাদেরকে পরাধীনতার শৃংখলে আবদ্ধ রাখতে সর্বোচ্চ চেষ্ঠাটাই করা হয়েছে ।

হেফাজতিরা যদি ইসলামী রাষ্ট্র বানাতে চায়, তাদের এজেন্ডা নিয়ে সামনের ইলেকশানে ভোটে দাড়াক, জনতা যদি ওদের ভোট দিয়ে বিজয়ী করে তাহলে না হয় ওরা ইসলামী অনুশাসনের চিন্তা করবে । আমরাও মেনে নেবো ইহা জনগনের ম্যান্ডেট হিসাবে ।

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:১২

সাইবার অভিযত্রী বলেছেন: জনাব, আপনার বক্তব্য দিয়ে শত শত নয় , হাজারটা পোষ্টদেন।
আপনে চাইলে সেখানে গিয়ে বাতচিত চলবে ।

এই পোষ্টে প্রাসংগিক কিছু বলার মত সৎ সাহষ নেই ?

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: এটা কোন ইসলামী রাষ্ট্র নয় যে, ইসলামের অনুশাসনে চলবে ।

এটা কি নাস্তিক রাষ্ট্র, যে নাস্তিক রাষ্ট্র যে মহানবীর অবমাননায় প্রতিবাদ করা যাবে না ?

৫| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২৩

শামা বলেছেন: একটাও না....! হ্যা একজন মুসলমান হিসেবেই বলছি, মুসলমানের হিসেব হবে আখিরাতে, আমলনামার ভিত্তিতে, আল্লাহ নিজে তার বান্দার বিচার করবেন, !! তাই অন্য কারও কাছে কোন দাবি করা বা বিচার চাওয়া ইসলাম সম্মত নয়। এই দেশে কোন আইন ই ইসলামের মত চলে না। তাই আপনি নিজে যদি মনে করেন যে দেশে ইসলাম নেই, সেই দেশে থাকবোনা , তাহলে দয়া করে দেশ ছেড়ে চলে যান,,,!!! কারণ এই দেশটা তার সংবিধানে চলে, যেখানে ইসলামের অনুসারে আল্লাহর আইনে চলার কথা ছিল, তা যেহেতু চলে না , তাহলে এই ১৩ দফা যাদের কাছে জানানো হয়েছে, তারা ইসলাম সম্মত নয়।

একটা উদাহরণ দেই আমাদের দেশে রাস্তার বাম পাশ দিয়ে চলতে হয়, যা ইসলামের বিরোধী। তাই এই যে শফী ১৩ দফা দিয়েছেন, তিনিও রাস্তার বাম পাশ দিয়ে এসেই দিয়েছেন, যা মোটেও মোসলমানের কাজ নয়। উনি বা হেফাজত কেউ ইসলাম সম্মত কাজ করেনি। তাই তাদেরটার মধ্যে কোন ইসলাম নেই!!!!!

ফলে ১৩ দফার কোনটাই ইসলাম সম্মত হয়নি!!!!!

আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যদি কুরআন হাদিস বিশ্বাস করেন, তাহলে এই ১৩ দপার কথা ইসলামের কোথায় আছে?????

যদিও আপনার মত ছাগলকে বুঝাইয়া লাভ নাই, কারণ আপনার বু্দ্ধি থাকলে এই প্রশ্ন করতেন না!!!!!

কারণ মুসলমান হাদিস কুরআন মানেন, হযরত মোহাম্মদ স: কে নবী মানেন,, । এই খানে শফীও যেমন আমিও তেমন,,!! আল্লাহর কাছে সকলেই সমান!! তাই কারও তথাকথিত দাবি মানার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই!!!

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০১

সাইবার অভিযত্রী বলেছেন: প্রথম প্রশ্নের উত্তরটা সরাসরি দিয়েছেন, ধন্যবাদ ।

এখন বলেন তো ১৩ দফার কোনটি আপনার বিশ্বাসের বিরোধী?

৬| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৫

সেফানুয়েল বলেছেন: It is a ছাগু post.

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: আপনি কি ? হনু ? না মুসলমান ?

৭| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৬

এন ইউ এমিল বলেছেন: এইটা গনতান্ত্রীক দেশ এইটামানেন? তাইলে জোর করে কেন ইসলাম চাপাইতে চাইতাছেন? অন্য কোন ধর্মা যদি কেই চাপাইয়া দিতে চায় আপনার কাছে কেমন লাগবে?
রাগ কইরেন্না ভাই
গনতান্ত্রীক দেশে আপনারো নীর্বাচনে অংশ নেয়ার অধিকার আছে, জনগন যদি চায় ক্ষমতায় এসে ইস্লামী রাস্ট্র কায়েম করবেন, একজন মোসল্মান হিসাবে সাপোর্ট করবো,

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: গনতান্ত্রিক দেশ! সুবহান আল্লাহ!

যেদেশে সমাবেশ করার অভিযোগে গণ হত্যা জায়েজ !

৮| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১১

এন ইউ এমিল বলেছেন: তাহলে আপনি জোর করেই ক্ষমতা আসতে চান মনে হচ্ছে? যে জোর করে ক্ষমতায় আসতে চায় তার ধর্ম নিয়ে সন্দেহ আছে।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: আমার ধর্ম এই পোষ্টের আলোচ্য বিষয় না, আমার ধর্ম কি, সেটা ভাল না খারাপ না গণতান্ত্রীক সেটা নিয়ে পোষ্ট দেই নাই । আমি ধার্মিক অথবা অধার্মিক কিছু একটা তো হব ।

এই পোষ্টে ৩ লাইনে ১৭টার মত শব্দ আছে, (২টা প্রশ্নের আকারে ) এর জবাব মন চাইলে দেন ।

এর বাইরে পিছলা পিছলীতে আগ্রহ নাই ।

৯| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬

মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো প্রশ্ন। ১ নং এর উত্তর হাঁ।
২ নং প্রশ্নের উত্তর এর জন্য হেফাজতের ১৩ দফা একটু পোস্ট এ সংযুক্ত করেন। বিষয় টা তো আর এমন না যে মুসলমান হতে হলে হেফাজতের ১৩ দিফা মুখস্ত করে রাখতে হবে।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: মুসলমান হতে হলে হেফাজতের ১৩ দফা মুখস্ত করতে হবে এমন কোন কথা নেই ।

পোষ্ট হেফাজত বিরোধী মুসলমানদের উদ্দেশ্যে, যারা বিরোধীতা করেন তাদের অন্তত জানার কথা, ১৩ দফা কেন খারাপ, এতে কি কি অসুবিধা ।

১০| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩২

এন ইউ এমিল বলেছেন: আমি সবার ধর্ম জানবো নিজের ধর্ম জানবোনা কাউকে বলবো না B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) ভালইতো

ঘটে কিছু থাকলেতো আগ্রহ থাকবে

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন: আমার ঘটে কিছু নেই ।

তবে আপনার পইছলামী দেখার আগ্রহও নেই ।

পোষ্টের ২টা সরল প্রশ্নের জবাব ঘটে থেকে দিয়েন দয়া করে, অন্য কোথা থেকে ধার কর্জও করতে পারেন।

১১| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৯

মাহাবুব১৯৭৪ বলেছেন: আপনার ১৩ দফা নিয়ে সামনে আসেন। আজ মনেহয় একজন যুক্তিবাদী শিক্ষিত হেফাজত সমর্থক পাওয়া গেছে।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৪

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই , আপনার মাঝে আলোচনার সদিচ্ছা আছে । আপনাকে তাই ধন্যবাদ, সালাম, শুভেচ্ছা ।

এই পোষ্ট কিন্তু ১৩ দফার সমর্থন আদায়ের লক্ষে না ! হেফাজতের প্রচারণা বা জনসমর্থন জোগাড়ের উদ্দেশ্যেও না ।

পোষ্টের উদ্দেশ্য হেফাজত বিরোধী মুসলমানদের ডাবল ষ্ট্যান্ডার্ড তুলে ধরা । বেশ কয়েকজন পোষ্ট পড়ার পরও কেউ-ই এখন পর্যন্ত প্রশ্ন দুটির যৌক্তিক উত্তর দেন নি । এতে পোষ্টের উদ্দেশ্য সফল হয়েছে বলেই মনে করছি । কেননা ভাল কাউন্টার থাকলে এতক্ষণে আসার কথা ছিল।
যাই হোক এখনও সময় আছে, দেখ যাক কি হয়!

আমি নিজ থেকে ১৩ দফা আলোচনায় আনতে যাচ্ছিনা । বিরোধীরা আনুক । আমি যত বেশী বিষয় আলোচনায় আনব, আলোচনার ফোকাস ততবেশী সরে যাবে । আর এি পোষ্টে আলোচনার ফোকাস সরে গেলে পোষ্টের উদ্দেশ্যই ব্যর্থ হবে।

তবে ১৩ দফা নিয়ে আলাপ করতে চাইলে তা আপনার বা আমার বা অন্য কারো পোষ্টে করা যেতে পারে । আমার আপট্তি নেই । এই পোষ্ট শুধু বিরোধীদের আক্রমণ ঠেকাতে।

১২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

ইকবাল১৫০২ বলেছেন: একজন মুসলিম হিসেবে আমি জানি সব কিছুই আল্লাহর নির্দসেই ঘটবে। সুতরাং বিজয় তাদেরই ঘটবে যাদের দিকে আল্লাহর সমর্থন আছে। দুঃশ্চিন্তার কারণ নাই।

১৩| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: হেফাজতের শান্তিপূর্ণ ভাংচুরে সরকার বাধা দিছে ,............


এই দুঃখ এখনো মনে হয় যায় নাই ......

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬

সাইবার অভিযত্রী বলেছেন: ইন্না কাফাইনা কাল মুসতাহযীঈন।

১৪| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

মাহাবুব১৯৭৪ বলেছেন: আপনি প্রশ্ন না দিয়ে উত্তর চাইলে কি হবে? আপনি হেফাজতের ১৩ দফা দাবিনামা দেন। তা না হলে তো আলোচনা করা যাবে না। মার্কেটে অনেক রকম দাবিনামা আছে। সহীহ শুদ্ধ দাবিনামা ছাড়া কথা বলবো না। এর আগে অনেক হেফাজতী বলেছে এই টা আসল না। আসল ১৩ দফায় এইটা নাই। এগুলা নাস্তিক্ রা বানিয়েছে। এইসব থেকে বাচতে শুদ্ধ ১৩ দফা প্রকাশ করেন। আছি।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন: মার্কেটে কি কি দাবী নামা পেয়েছেন, বলবেন কি ?

১৫| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮

ভরযুক্ত অপদার্থ বলেছেন: @ মাহাবুব ,

স হমত

১৬| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৬

এবার তোরা মানুষ হ বলেছেন: মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো প্রশ্ন। ১ নং এর উত্তর হাঁ।
২ নং প্রশ্নের উত্তর এর জন্য হেফাজতের ১৩ দফা একটু পোস্ট এ সংযুক্ত করেন। বিষয় টা তো আর এমন না যে মুসলমান হতে হলে হেফাজতের ১৩ দিফা মুখস্ত করে রাখতে হবে।

১৭| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩

মাহাবুব১৯৭৪ বলেছেন: বুঝা গেল যে আপনি নিজেও হেফাজতের ১৩ দফা ইসলাম সম্মত কিনা এ ব্যাপারে নিশ্চিত না। আপনার দুর্বলতা এড়ানোর জন্য ১৩ দফা প্রকাশ না করে পিছলানোর চেস্টা করছেন । আল্লাহ আপনাকে প্রকৃত ইসলাম বুঝার তৌফিক দান করুন। এর আগে ২৫০০ লাশ নিয়ে কথা বলেছিলেন। তালিকা করতে গিয়ে তো আর কাজ আগানো যায়নি, কারন ২৫০০ মানুষ না ২৫০০ জিন মারা গেছে হয়তো।

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: আমার দুর্বলতা প্রমাণ করার জন্য আপনি যথেষ্ট সবল। আর পোষ্ট আমার বল জাহির করার জন্য নয়।

পোষ্টের প্রশ্নদুটার উত্তর কি দিবেন ?

১৮| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮

শোয়াইব আহেমদ বলেছেন: যোগীর ব্যাবহারে হতাশ হলাম। ব্লগটা ধীরে ধীরে বস্তির টোকাইদের দখলে যাচ্ছে।
তার কমেন্টটার বিরুদ্ধে রিপোর্ট করলাম দেখি মডারেট কি ব্যাবস্থা নেয়।

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: দেখেন ....

১৯| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩

নিষ্‌কর্মা বলেছেন: হেফাজতিদের পক্ষে প্রচারনা চালানোর শিবিরীয় পদ্ধতি। যখন যুক্তিতে মাইর খাবে, তখনই বলবে, আপনি কি মুসলমান না? বলেন তো ইসলামে কোন ব্যাপারটা আপনার খারাপ লাগে? টিপিক্যাল শিবিরিয়ান ওয়ে অফ ছাগ্লামি!! B:-) B:-/ :-& :-0

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: যুক্তি কখন দিলাম ?
যে মাইর খাইয়া শিবিরিয়ান পদ্ধতি নিব?
মাত্র ২টা প্রশ্ণ,
জবাব দিতে বাধা কৈ?

২০| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৪

নামহীন যুবক বলেছেন: জামাত এ পিস্লামী র সাথে মিলে ঢাকা র ১২ টা বাজানোর পর ,হেপাজতরে সমর্থন দিলে আল্লাহ নারায হবেন /:) /:)

''তোমারা সীমা লঙ্ঘন করো না,আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের কে পছন্দ করেন না" :| :|

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: পোষ্টে শব্দ মোটে ২১ টা,
২টা প্রশ্ন
উত্তর কেউ দিচ্ছে না কেন ?

২১| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: হেফাজটি ছাগু মরস নাই! ;) ল্যাঞ্জা সাম্লা।

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: ভাষাটা তো ভদ্র লোকের না !

২২| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুর লগে ভদ্র ভাষায় কতা কইতে হইব? কী দিন আইলো! তোগো স্ট্যাটাস কবে চেঞ্জ হইল?

২৩| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

মাহাবুব১৯৭৪ বলেছেন: আপনার সাথে আলোচনা করতেই চেয়েছিলাম। আপনি যদি আলোচনা করতে চান, ১৩ দফা পোস্ট এ সংযুক্ত করতে আপত্তি কেন? আর আমি কেন আপনার কাছে থেকে ১৩ দফা জানতে চেয়েছি তার কারন ও বলেছি। যাই হোক আপনার প্রতি আহবান ১৩ দফা না কোরান সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করুন।

২৪| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬

মাহাবুব১৯৭৪ বলেছেন: ১। এই সংবিধান ইসলাম সম্মত না। সংবিধানের অনেক মুলনীতি ইসলাম বিরোধী। এই অনইসলামিক সংবিধানে বিসমিল্লাহ দিলেই ইসলামিক হয়ে যাবে এমন টা প্রচার পাবে।
২। সাথে অন্য ধর্ম গুলাও যোগ করতে হবে।
৩। মিথ্যা কথা। শাহবাগে হিন্দু মুসলিম, আস্তিক নাস্তিক সবাই গেছে। আর নেতৃত্ব যাদের হাতে ছিল বা আছে তারা নিজেরাই তাদের কথা ও কাজে আস্তিকতার পরিচয় দিয়েছেন। সারা দেশে হাতে গোনা ৪/৫ জন ধর্ম বিদ্বেষী নাস্তিকের লেখা হয়তো ১০০/২০০ জনের কাছে পৌঁছাত। কিন্তু তাদের এই লেখা প্রচার করে হেফাজতীরা কোটি কোটি মুসলমানের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে সহযোগীতা করেছে। হেফাজতী আর ধর্ম বিদ্বেষী একে অপরের পরিপূরক এবং সহযোগী।
৪। অবাস্তব ঘোলাটে দাবি। হয় এই দাবি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিবে অথবা শরীয়া আইনের এক দফা দাবি করবে। আর হেফাজত যখন খালেদা জিয়ার সাথে মিটিং করে তখন কি পুরুষ- পুরুষ মেলামেশা হয়?
৫। আগে মুসলিম বিবাহ আইন ঠিক করতে বলেন।
৬। সরকার পরিচালনা করে মানুষ। তাদের পক্ষে কাউকে মুসলিম, অমুসলিম, মোনাফেক এসব ঘোষণা ঝুঁকিপূর্ণ। সরকার ব্যাক্তির ঘোষণা অনুযায়ী আদম শুমারীতে তথ্য সংগ্রহ করবেন।
৭। মূর্তি আর ভাস্কর্য এর পার্থক্য বোঝার চেস্টা করেন। আর মূর্তি পূজারিদের মূর্তি ভাংতে পারেনা কোন ধর্ম নিরপেক্ষ গনতান্ত্রিক সরকার।
৮। অযথা প্যাচাল, মিথ্যা দাবি। সব মসজিদেই নামাজের সুষ্ঠু পরিবেশ আছে। আমি নিজে বাইতুল মোকাররমে নামাজ পড়ে দেখেছি।
৯। মানে রাজাকার চরিত্র দেখিয়ে কোন নাটক সিনেমা বানানো যাবেনা। দাড়ি টুপি ছাড়া মানুষদের নিয়ে নাটক সিনেমা বানানো যাবে? ৪ নং এ কি দাবি করেছেন মনে করেন? রাজাকার চরিত্র বাদ দিয়ে আইটেম গান এর সিনেমা গুলি বানানো যাবে?
১০। অযথা প্যাচাল। আর উপজাতিরা অনেকে ইসলাম গ্রহন করছে, অনেকে খ্রিস্টান হচ্ছে। এখানে রাস্ট্রের কি বলার আছে?
১১। সহিংসতার জন্য অপরাধীকে শাস্তি পেতে হবে। সে মাদ্রাসার ছাত্র হোক বা বিশ্ববিদ্যালয়ের।
১২। আইন সবার জন্যই সমান। কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিব ছাড়া আর যারা এই দেশে বাস করে তাদের হুমকি-ধমকি, ভয়ভীতি দানসহ তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র করা যাবে?
১৩। আইন তার নিজস্ব গতিতে চলবে।কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিব দের জন্য যে আইন এর বাইরে যারা আছে তাদের জন্য ও এক ই আইন।


এই ১৩ দফা যদি সরকার মেনে নিত তবে কি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে যেত? তাহলে কি বাংলাদেশে সকল মুসলমানের জন্য নামাজ কায়েম হয়ে যেত? সারা দেশের মুসলমানেরা সুদ থেকে মুক্ত হয়ে যেত? হেফাজতে যেসব সরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান এর কর্মকর্তা আছেন তারা কি জিবি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্র এসব সুদ বাদ দিয়ে এসেছেন কিনা তা কি জেনেছেন নাকি এ ব্যাপারে সতর্কতা জারি করেছেন? সারা দেশের অধিকাংশ পুরুষ টাখনুর নিচে পোশাক পরেন, এ পাপ থেকে ১৩ দফা সবাইকে মুক্তি দিয়ে দিবে? ১৩ দফা কি যাকাত সম্পর্কে কিছু বলেছে?



এখন যদি সত্য স্বীকার করেন যে হেফাজত ইসলাম হচ্ছে হেফাজত রাজাকার। ঈমানের সঙ্গে যদি সত্য কথা স্বীকার করে হেফাজত মাঠে নামতো তবে হয়তো আরো ভালো ফল পেত।

২৫| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

নিষ্‌কর্মা বলেছেন: মাহাবুব১৯৭৪-এর উত্তরের পরে ছাগু-এ-হেপাজোটটা গেল কৈ?

প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ।
দ্বিতীয়টার উত্তর হল, ১৩ দফার কোন দফাই ইসলাম সম্মত না। [কারন ২৪নং কমেন্টেই তা বলা আছে]


মাহাবুব১৯৭৪-এর কথাটা মনে রাইখেনঃ আপনার প্রতি আহবান ১৩ দফা না, কোরান সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করুন। ঐ ১৩ দফা জান্নাতে দাখিল করবে না, কুরান-সুন্নাহভিত্তিক জীবনই শুধু জান্নাতের গ্যারান্টি দেয়।

২৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: এটা কোন ইসলামী রাষ্ট্র নয় যে, ইসলামের অনুশাসনে চলবে ।

এটা কি নাস্তিক রাষ্ট্র, যে নাস্তিক রাষ্ট্র যে মহানবীর অবমাননায় প্রতিবাদ করা যাবে না ?


.............................................................................................

নাস্তিক রাষ্ট্রের প্রশ্ন তো এখানে আসে নাই, এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আপনার ১৩ দাফা আপ্নে পালন করেন, অন্যের উপর চাপিয়ে দিতে চান কেনো ? আর আপনি বলেছেন আমি প্রাসঙ্গিক কথা বলিনি । আপনার পোষ্টের বাইরে তো আমি কোন আলোচনা করিনি ।

২৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩২

পিওর গাধা বলেছেন: হেফাযতের কথা ভুইলা যান, এখন ইম্রানী চেতনার কথা বলেন ;)

২৮| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১

আলতামাশ বলেছেন: Click This Link

হেফাজতের তের দফা এই পোস্টে রয়েছে

২৯| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মুক্ত কাহন বলেছেন: আস্তিক ও নাস্তিক বিষয়টা পুরোপুরি একটা মানুষের নিজস্ব ব্যাপার। আমি এখন পর্যন্ত কোথাও পাইনি যে আল্লাহ অথবা তার নবী রাসুল অথবা সাহাবাগন কখনও বলেছেন অপরের বিশ্বাসের উপর আঘাত কর। জোর করে কাউকে আপনি মুসলিম বানালেন কিন্তু মনে প্রাণে সে যদি ঈমান না আনে তাহলে ত সেই লোক নাস্তিকের চেয়েও অধম। আমার নিজস্ব মতামত প্রথমে নিজেকে ভালো হতে হবে নিজের আত্মা কে পাক পবিত্র রাখতে হবে তবেই না ইসলাম প্রতিষ্ঠিত হবে।

হেফাজতের লোকেরা অনেকে অনেক কথা বলেন। ২৫০০ লোক মারা যাওয়ার দাবি করেন মানলাম আপনাদের কথা কিন্তু ২৫০০ লোকের আত্মীয় কিন্তু একদিন ও বের হয়নি। সরকার প্রভাব খাটিয়েছে প্লিজ মজা নিবেন না বেগম খালেদা জিয়া যদি বলতে পারেন হেফাজতের পাশে দাড়াও তাহলে নিজের স্বার্থ উদ্ধারে ২৫০০ মানুষের লাশ বের করতে পারলে ত উনি এখনি প্রধানমন্ত্রী হয়ে যেতেন। আর দয়া করে ঘরে বসে ফেবু ব্লগ দেখে মন্তব্য করবেন না ওইদিন সকাল ৬ টায় আমি মালিবাগ থেকে বসুন্ধারা গিয়েছি আমি জানি রাস্তার অবস্থা কি ছিল।

যাদের নিজেদের বেবস্থায় গলদ আছে যতই তারা ১৩ দফা দাবি তুলুক না কেন। অনেক দাবির সাথে আমি এক মত কিন্তু প্রথমেই একটা কথা বলা ভালো আগে নিজে ভালো হন পড়ে অন্যকে ভালো করার চেষ্টা করুন।

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: ২। যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে ১৩ দফার কোন দাবীটি ইসলাম সম্মত নয় বলবেন কি ?

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মাইন রানা বলেছেন: জনগন (বাংলাদেশে মুসলিমরা) ইসলাম না চাইলে তাকে ভয় দেখিয়ে জোড় করে রাষ্ট্রে ইসলাম কায়েম করা যায়না। মুসলিম জনগন যেদিন ইসলাম মেনে নেবার মতো যোগ্যতা অর্জন ক্করবে সেদিন এমনিতেই ইসলাম প্রতিষ্ঠা পাবে। ভয় দেখিয়ে বা সংঘর্ষ করে ইসলাম প্রতিষ্ঠা কোনদিনও সম্ভব নয়।

তাই আগে জনগনকে প্রস্তুত করতে হবে যাতে তারা ইসলাম পছন্দ করে। ক্ষমতার সার্থে ধর্মকে অপব্যবহার করে ইসলাম প্রতিষ্ঠা হবেনা।

তবে বর্তমানে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে। যেসব মুসলিমরা ইসলাম ভালবাসে, ইসলামের মতো জীবন যাপন করে, সুন্নতের আমল করে তাদেরকে মিডিয়ায় ঢালাওভাবে জঙ্গী, তালেবান, মৌলবাদী, রাজাকার, সন্ত্রাস ইত্যাদি বলে অপপ্রচার করছে। হিজাব নিয়ে টিভিতে অপমানজনক কথা প্রচার করছে, হিজাব পরা মেয়েদের জামা কেটে দিচ্ছে, জানাজার নামাজ বিকৃত করছে, ইসলাম ও নবী করিম (সঃ) এর বিরুদ্ধে অপমানজনক ব্লগ লেখাকে বাক স্বাধীনতা বলছে।

মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আজ ভুলণ্ঠিত হচ্ছে তাই ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

বেলা শেষে বলেছেন: ... I try to avoid all kinds of fighting....
....I try study ownself...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.