![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়ার ৫টি প্রশ্ন /
এক এলাকা বা রুটের বাস এই হরতালের মধ্যে কিভাবে এবং কেন সম্পূর্ণ বিপরীত এলাকায় যাচ্ছে /
নাটকীয়ভাবে সেই বাসগুলোতেই কেন অগ্নিসংযোগ ঘটছে /
সারা শহরে এত হাজার হাজার পুলিশর্যাব থাকলেও সেসব অগ্নিসংযোগের সময়ে ঘটনাস্থলে তাদের টিকিরও দেখা পাওয়া যায় না কেন /
হাজার হাজার পুলিশের একজনও যে অগ্নিসংযোগের ঘটনাস্থলে থাকতে পারছে না / সেখানে বলা কওয়া ছাড়া রাশি রাশি সাংবাদিক তাদের ক্যামেরাম্যান আর গাড়ি কি করে থাকছে /
বিএনপি নেতাকর্মীদেরকে পারলে পাতাল থেকেও খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু অগ্নিসংযোগকারী একজনকেও কেন পুলিশ ধরতে পারে না /
মাই প্রশ্ন ইজ / বাসে আগুন আগুন খেলা শুরু করছিল কেডা / ? /
২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১
সাইবার অভিযত্রী বলেছেন: অবশ্য জালাও পোড়াওতে বি এন পি , লীগের কাছে শিশু, লীগ ও ব্যাংক ও পুড়িয়ে দিয়েছিল !
৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
বিম্পি ও ছাগুরা এরকমই বলে।
বলে ....
মালালার ঘটনা সাজানো ....
বিডিআরের হত্যা সাজানো .. নিজেরাই করেছে।
৭১ এ বুদ্ধিজিবী হত্যা সাজানো .. ভারতের সাহায্যে ..
লাদেন হত্যাও সাজানো ...
৯-১১ র ঘটনা আমরিকান্দের সাজানো ....
বাসে আগুন দিয়ে মানুষ হত্যা আম্লিগের সাজানো ..
সুধু সায়েদির চান্দে যাওয়ার ঘটনা সত্য!
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
সাইবার অভিযত্রী বলেছেন:
সারা শহরে এত হাজার হাজার পুলিশর্যাব থাকলেও সেসব অগ্নিসংযোগের সময়ে ঘটনাস্থলে তাদের টিকিরও দেখা পাওয়া যায় না কেন?
হনুরা এ বিষয়ে কি বলে ????????????????????
৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
ক্যাচালবাজ বলেছেন: জানিনা আপনি ঢাকা শহরে থাকেন কিনা, থাকলে পাবলিক বাসে যাতায়ত করেন কিনা।
যদি দুটোই হ্যা হয়, তাহলে আপনার জানার কথা হরতালের সময় বিআরটিসির কটা বাস নিয়মিত রুটে চলাচল করে।
কদিন ধরেই দেখছি একই কপচানি........।আজব
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: জানিনা আপনি ঢাকা শহরে থাকেন কিনা, থাকলে পাবলিক বাসে যাতায়ত করেন কিনা।
যদি দুটোই হ্যা হয়, তাহলে আপনার জানার কথা হরতালের সময় বিআরটিসির কটা বাস নিয়মিত রুটে চলাচল করে
নিয়মিত রুটেই যখন বাসগুলো ঠিকমত চলে না, তখন অনিয়মিত রুটে যায় কি করে, সেটাই তো জানতে চাচ্ছি !
৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৪
এই আমি সেই আমি বলেছেন: খালেদা জিয়ার আরও একটি পর্যবেক্ষণ ২১ শে আগস্টের গ্রেনেড গুলি শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগেই ছিল ।
কিবরিয়া ,আহসান উল্লাহ মাস্টার , ম্নজুরুল ইমাম এরা দলীয় কোন্দলে মারা গেছে ।
১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
সাইবার অভিযত্রী বলেছেন: খালেদা জিয়ার আরও একটি পর্যবেক্ষণ ২১ শে আগস্টের গ্রেনেড গুলি শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগেই ছিল ।
তাই নাকি ? আওয়ামী লীগ মিথ্যা বলায় কতটা নির্লজ্জ তা আপনার মন্তব্যে বুঝা যায় । হেফাজতের সমাবেশে অপারেশন ফ্লাশ আউটেও তো কেউ মরেনি, কি বলেন ? কোন গুলি হয়নি তাই না ? আর কোরাণ শরীফ ও হুজুর রা পুড়ি্যেছে, সুবহান্নাল্লাহ !
৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনারা কাকস্য নীতিতে চলছেনতো। তাই বুঝেও বোঝৈন না!
সিটি সিগনালে সবই বুঝে আবার কিসুই বোঝেন না!!!
তবে মাথার আউলানি দেইখা পাবলিক হাসে
ঐ গপ্পের মতোন-
এক বোকারে সবাই তার বোকামীর জন্য বেক্কল ডাকত।
সে বিরক্ত হইয়া ভাবল অনেক দূরে চলৈ যাবে! ব্যস চলে এলো অনেক দূরে!
ওখানে তার আচরন দেখে কিছুক্ষনের মধ্যেই আওয়াজ আসল -এই বেক্কল এনে কি করস?
সেতো মহা তাজ্জব!!!
আরে এই এতদূরেও ওরা আমার নাম জানল কেমতে????
তিনারা তেমনি তাজ্জাব তাজ্জবের খেলায় আছেন এখন!!!!
তার উপ্রে আবার ইসমার্ট ভাব - ভাব ধরে দূর আমারে ডাকেনাই মনে হয় !!!
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
সাইবার অভিযত্রী বলেছেন: মাথার আউলানি দেইখা পাবলিক হাসে:
চরম বলেছেন ভাই!
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: খালেদা জিয়াকে বিপাকে ফেলার জন্য, কে বা কাহারা ফোন সংলাপ প্রকাশ করে, যা বে আইনী ও অনৈতিক । সরকার কোন ব্যবস্হা না নেওয়ায় সরকারের সমর্থন প্রকাশ হয়ে যায় । ইনু সাহেব ও নাকি এর সমর্থনে গলাবাজি করেছেন !
শেষে এটা আওয়ামী লীগের জন্যই বিব্ড়তকর হয়ে যায় , বাস পুড়ানো ব্যাপারটাও কি এরকম হয়ে যাচ্ছে ?