![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে দেশ আজ বিভক্ত ?
না, কখনই না।
দেশের সংখ্যা গড়িষ্ঠ জনতা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে, তাই এই ইসুতে জাতি বিভক্ত হয়নি, নিযামী - গো আজমদের এ পরিমান জনসমর্থনও নেই যে তাদের কথায় জাতি বিভক্ত হয়ে যাবে ।
যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি যেমন এদেশের সংখ্যা গড়িষ্ঠ মানুষের প্রাণের দাবী, তেমনি ধর্মকে কুৎসিত ভাবে আক্রমণ কারীদের বিচার ও শাস্তি -ও এ দেশের মানুষের প্রাণের দাবী ।
জাতি বিভক্ত হয়েছে তখন এ দুটি সম্পূর্ন ভিন্ন ইসুকে মুখামুখি দাড় করানো হয়েছে । আর সরকার নির্লজ্জ ভাবে বিষয়টিকে রাজনৈতিকীকরণের পাশাপাশি পক্ষপাতিত্ব করেছে । দেশের সংখ্যা গড়িষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসকে আঘত করে ঐক্য কিভাবে সম্ভব ?
©somewhere in net ltd.