![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড: ইউনুস সার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন বাংলাদেশী । এদেশের মাটিতে জন্ম নেওয়া কোন মানব সন্তান এত উচ্চ পর্যায়ের পুরষ্কার-পদক- স্বীকৃতি পান নাই । হাজার বছরের ইতিহাসে নেই । কিন্তু তিনি একজন 'প্রগতিশীল' ব্যক্তিত্ব, আর তাই এদেশের সেকেলে মন মানষিকতার লোকদের সাথে ওনার চিন্তা ভাবনা কিছুটা ফারাক থাকতেই পারে । তবে বিশ্ব মানের আধুনিক বাংলাদেশ গঠনে ওনাকেই রোল মডেল ধরা যেতে পারে ।
উনি যে একজন বিশ্বমানের আধুনিক মনষ্ক প্রগতিশীল মানুষ তা তিনি সমকামীদের পক্ষে সোচ্চার কন্ঠে আওয়াজ তুলে ইতিমধ্যেই প্রমাণ করতে সক্ষম হয়েছেন । আমাদের দেশের অলিখিত 'প্রভু ' আম্রিকার রষ্ট্রপতিও স্বয়ং সমকামীদের পক্ষে বলায় বিষয়টি এখন বিশ্বায়নের অংশ হতে চলেছে ! অধুনিকায়ণ ও প্রগতিশীলতায় বিশ্বের সাথে তাল মিলাতে হলে প্রভুদের পথ অনুসরণই হবে প্রকৃত স্মার্টনেস। স্মার্ট ইউনুস তাই ওবামার কন্ঠে কন্ঠ মিলালেন সবার আগেই ।
এখন বিষয়টাকে দেশের মাটিতে প্রতিষ্ঠা করতে একটা " গ্রামীন সমকাম" জাতীয় কিছু বিদেশী লোন এনে খাড়া করতে হবে । যারা ছেলে ছেলে যৌন মিলনে আগ্রহীদের কনডম বিলাবে, ট্রেনিংও গিলাবে । কেয়া আছ্ছা বাত হ্যায় ! ইতিমধ্যে বিষয়টা অন্যরা শুরু করলেও তারা ইউনুস সারের মত স্মার্ট নয়। তাই অদুর ভবিষ্যতে সমকামীদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে একটা 'গে ফেষ্টিভাল' হলে হতেও পারে । বিদেশী এক্সপার্টরা আসতে পারেন, কনসালট্যান্ট - ইন্টেলেক্চুয়ালদের পদধুলিতে ধন্য হতে পারে দেশের মাটি ! আল্লাহু আয়'লাম ।
এদিক থেকে দেশের শীর্ষ বুকার প্রত্যাশী মাজফুজ আনাম তনয় এর সাথে একটা কাব্যিক ও কনসেপ্চুয়াল মিল পাওয়া যাচ্ছে ।
১. একজন উদ্দোক্তা নবেল বিজয়ী, অন্য জন বুকার প্রত্যাশী ।
২. অপূর্ব ছন্দমিল হে - গে
৩. গে অধিকারের ধারণা আর হে উৎসবের প্রেরণা দুটাই বিদেশী, ফরেন মাল, ইম্পোর্ট করা ।
৪. দেশের মাটিতে - দেশের মানুষের কাছে এগুলোর অবদান ততটা নেই যতটা আছে প্রভুদের কাছে, প্রভু রাষ্ট্রের মাটিতে ।
কত ভাল মিল দেখেন তো !
বাংলা একাডেমী আয়োজিত বিলেতী হে ফেষ্টভেল নিয়ে আলাদা করে কিছু বলবার দরকার দেখছিনা, যেহেতু রেজা ঘটক যা বলার বলে দিয়েছেন মাত্র ২টি পোষ্ট - এ :
বাংলা একাডেমি'র লজ্বা নেই!!! আবারো বাংলা একাডেমিতে সেই কথিত হে উৎসব!!!
হে উৎসব প্রমান করলো বাংলা একাডেমি'র নৈতিক অবক্ষয় ঘটেছে!!
তবে হে ফেস্টিভেলের মেহমাণ, তারিক আলীর কথা না বললেই নয়, প্রথম আলোতে ওনার সাক্ষাৎকার থেকে কিছু দেখতে পারেন নীচে :
প্রথম আলো : হে ফেস্টিভ্যাল নিয়ে বলেন। অনেকেই তো এর সমালোচনা করছে। কী বিবেচনায় আপনি এতে অংশ নিয়েছেন?
তারিক আলি: আমি সাধারণত কোথাও হে ফেস্টিভ্যালে বক্তৃতা করি না। কারণ, তারা বৈশ্বিক করপোরেট কালচারের অংশ। কিন্তু এবার আমি তাদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছি। কারণ, আমি ঢাকায় আসতে চেয়েছি। স্বাধীনতার পর আমার আর তো আসা হয়নি। ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের কাছেও অভিযোগ করেছি, কেন এটা ঢাকা ফেস্টিভ্যাল হবে না? কেন হে ফেস্টিভ্যাল? এই করপোরেটাইজেশনের সমালোচনা করি।
তারিক আলি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকার। নিউ লেফট পত্রিকার সম্পাদকীয় কমিটির সদস্য। জন্ম ১৯৪৩ সালে, পাকিস্তানের পাঞ্জাবে। বাল্যকালেই তিনি সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভে জড়িত হন। গ্রেপ্তারের আশঙ্কায় চলে যান ব্রিটেনের অক্সফোর্ডে। সেখানে রাজনীতি, অর্থনীতি ও দর্শন বিষয়ে অধ্যয়ন করেন। অক্সফোর্ডের স্টুডেন্ট ইউনিয়নের সম্পাদক নির্বাচিত হন। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বার্ট্রান্ড রাসেলের নেতৃত্বে গঠিত ভিয়েতনাম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ১৯৬৮ সালে লন্ডনের মার্কিন দূতাবাস ঘেরাও মিছিলে নেতৃত্ব দেন। তারিক আলির গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, পাকিস্তান: মিলিটারি রুল অ্যান্ড পিপলস পাওয়ার, বুশ ইন ব্যাবিলন, স্ট্রিট ফাইটিং ইয়ারস, ক্ল্যাশ অব ফান্ডামেন্টালিজমস। তাঁর ইসলাম চতুষ্টয় সিরিজের প্রথম উপন্যাস শ্যাডোজ আন্ডার পমেগ্রানাটে ট্রি জার্মানিতে বেস্ট সেলার হয়। সম্প্রতি শেষ করেছেন রুশ বিপ্লবের ওপর নির্মিতব্যচলচ্চিত্রের চিত্রনাট্য। সম্প্রতি তিনি বাংলাদেশ সফরে আসেন।
সাক্ষাৎকার নিয়েছেন ফারুক ওয়াসিফ ।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচাল ভাল পাইলে দেখতে পারেন :
ড: ইউনুস ক্যাচাল সমগ্র !
সাইবার অভিযাত্রীর ক্যাচাল সমগ্র ! ( এভারেষ্ট, ড: ইউনুস, তসলিমা, কোয়ান্টাম সহ বিষয় ভিত্তিক ডজন ডজন ক্যাচাল লিন্ক ) ২য় সংস্করণ
Click This Link
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
জনাব মাহাবুব বলেছেন: চরম পোষ্ট দিয়েছেন।
হে আর গে এবার আমাদের গিলিয়েই ছাড়বে।
না গিলতে চাইলেও, জবরদস্তি গিলানো হবে
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
সাইবার অভিযত্রী বলেছেন: ভাইজান, বিদেশীরা ইতিমধ্যে কোটি টাকা অনুদান দিচ্ছেন, সমকামীদের কন্ডম বিতরণ ও প্রশিক্ষণের জন্য, এই খবর রাখেন ?
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: সব বেখাপ্পা
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: হুম সব।
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১২
দিশার বলেছেন: মাদ্রাসায় কোন পরিচিত, বা আত্তীয় পড়াশোনা করে থাকলে, প্লিজ তাদের একবার হুজুর দের সমকাম এর অভ্ভাশ এর কথা জিজ্ঞাসা করবেন। সমকাম দশের কিছু না , যার যার বেক্তিগত বেপার,
ক্কিন্তু যখন একটা শিশুর উপর আপনি যৌন অত্যাচার করবেন তখন তা মারাত্মক অপরাধ।
বুকে হাত দিয়া বলেন, মাদ্রাসায় শিশু দের উপর বলতকার হয় এটা অস্বিকার করতে পারবেন ?
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
সাইবার অভিযত্রী বলেছেন: জনাব কি সমকামকে সমর্থন করেন ?
করলে নিজে নিজেই ইউনুস স্টাইলে ঘোষণা দেন ।
মাদ্রাসা টানছেন কেন ?
মাদ্রসা কোন কিছু হালাল করলে তা হালাল বলে গ্রহণ করবেন ? দোররা মারতে বললে মারবেন ?
মাদ্রসায় সমকাম হয় তা আপনার মত কিছু চুলকানী মার্কা লোকের কাছেই শুনেছি, মাদ্রসায় প[ড়ুয়া কারো কাছে শুনিনি !
তবে স্কুলের বন্ধুদের কাছে, নিজেদের ও তাদের ঘনিষ্ট জনদের ভিকটিম / আক্রন্ট হবার কথা শনেছি, ভুড়ি ভুড়ি । এবং তা সংস্কৃতিমনা ও কথিত আলোকিত স্কুল শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক - কর্মকর্তার মাধ্যমেই !
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
সুস্মিতা শ্যামা বলেছেন: চিন্তার খোরাক আছে লেখাটায়।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
সাইবার অভিযত্রী বলেছেন: বেশীর ভাগই অন্যের লেখা, আমার কপি পেষ্ট।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
সাইবার অভিযত্রী বলেছেন: রেজা ঘটক http://somewhereinblog.net/blog/rezaghatokblog মৌলিক লেখগুলো লিখেছেন ।
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
সুস্মিতা শ্যামা বলেছেন: এটা তো তথ্যমূলক লেখা, কল্পকাহিনী নয়। তথ্য তো কপিপেস্টই হবে, তাই না? ভাল থাকবেন। শুভ কামনা।
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: ভাল থাকবেন। আপনাকেও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন:
হে ফেস্টিভেলের কর্পোরেটাইজেশনের ইজ্জত মেরে দিলেন 'হে' এর-ই পাক মেহমাণ তারিক আলী !