![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ফ্লাগ হাতে এভারেষ্ট জয়ের দাবী করা ছবি, পাবেন মুহিতের ফেসবুকে :
Click This Link
ছবিটি আপনার পিসিতে সেভ করে একটু বড় করে দেখুন :
একটু বড় করে দেখুন :
কি বুঝা যায় ? চেহারাটা মুছে দেয়া ? কেন ?
আরো ভাল করে দেখুন :
মুহিত কি কোন দিন বলবেন ঐ পর্বতারোহীর নাম কি ?
এবার আর একটি ছবি দেখুন, Click This Link
কি বুঝা যায় ? চেহারাটা মুছে দেয়া ?
এবার আরেকটা ছবির লিন্ক :
Click This Link
বড় করে দেখুন :
আরো ভাল করে দেখুন :
কি বুঝা যায় ?
মুল ছবির এলবাম পাবেন এখানে :
Muhit 2011 Everest expedition album in FB
মুহিতকেও জিজ্ঞেস করতে পারেন । দেখা যাক উনি কি বলেন !
২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: সামনের লোকটা মুহিত, পিছনের লোকের চেহারাটা দেখুন, কয়েক দফা বড় করে দেখানো হয়েছে । লক্ষ করুন চেহারাটা ঢেকে দেওয়া বা ব্লার করে দেওয়া কি না, তার পর বলুন ।
২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: পোষ্টের শুরু থেকে ৩ নম্বর ছবিটা দেখুন । এই চেহারাটা ১ নম্বর ছবিকে জুম করে পাওয়া, লাল বর্ডার দিয়ে রেখেছি বুঝার সুবিধার জন্য।
২| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সাইবার অভিযত্রী বলেছেন: মুসা ইব্রাহীম একটা পোষ্টে উল্লেখ করেছিলেন যে পর্বত আরোহনের মিথ্যা সার্টিফিকেট তারও আছে, মুহিতেরও আছে!!
পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!
৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
বাগসবানি বলেছেন: না চেহারা ব্লার করা না বা ঢেকে দেওয়া না । ঠান্ডায় মুখ ঢেকে রাখার এমন দৃশ্য অপরিচিত না । আর কারও মিথ্যা যদি অন্য কোনো লোকের ক্ষতি না করে, তাহলে এর পিছনে যুক্তি তর্ক করে সময় নষ্ট করার মানে কি?
২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: আপনি কি ভাল করে ৩ নম্বর ছবিটা দেখেছেন ? চেহারার উপর সাদা দাগ কিন্তু ২টা, একটা না ! আর চেহারা ঢাকার জন্য আছে অক্ষিজেন মাস্ক । ছবিটা তো অক্সিজেন মাস্কের না।
এছাড়া আর চেহারা ঢাকার কি আছে ? আর অক্সিজেন মাস্ক দিয়ে চেহারা ঢাকলে কেমন লাগে তাও দেখতে পারেন :
মাস্ক পরা মুহিতকে চকোলেট অফার করা হচ্ছ !
৪| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিও বললেন : সার্টিফিকেট জয়ই এভারেস্ট জয় নয়!
৫| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
বাগসবানি বলেছেন: ছবিগুলা এমনিতেই নয়েজী । আর আপনি ইন্টারপোলেট করায় আরও নয়েজি হয়ে গেছে । সো আমি কিছুই বুঝতেছি না । এই ক্যামেরাতে প্রচুর আর্টইফেক্ট এড হইসে আর এত বেশি আলো যে ছবির কুয়ালিটি অনেকটাই ডিগ্রেড করছে । এরকম একটা ছবি প্রমাণের জন্য যথেষ্ট নয় । যদি বলতেন যে ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন আছে, তাহলে কিছুই বলার নাই । কারন এইসব বরফ ঢাকা অঞ্চল এত বেশি ডাইনামিক যে ...
যাই হোক, আপনার আসলে আগে মাউন্টেন হাইকিং আর ফটোগ্রাফী কোর্স করা উচিত ।
২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: ফেসবুকে মুহিতের এলবাম দেখেছেন?
আপনি যেমন বলছেন তেমনটা আদৌ নয় ।
মুহিতের চেহারা দেখুন খুবই ক্লিয়ার, মোটেও নয়েসী না !
আর এতটা আলোকিত ব্যকগ্রাউন্ডের ছবিতে মুহিতের চেহারার এতটা ডিটেইল আসাও সম্ভব না, যদি না শুধু ফেস কিছুটা ব্রাইট করা হয়, ফটোশপের মাধ্যমে।
৬| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: এভারেষ্ট জয় বিতর্কিত কেন, বিস্তারিত জানতে Click This Link
৭| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
শাদমান সাকিব বলেছেন: অত্যন্ত জ্ঞানী পোস্ট। পড়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। এই আনন্দে একটা কৌতুক শেয়ার করি।
একবার এক লোক নরক পরিদর্শন করতে গেলো। সেখানে গিয়ে দেখে পৃথিবীর প্রতিটা দেশের মানুষের জন্য বড় বড় চুলার উপর আলাদা আলাদা বিশাল হাড়ি বসানো আছে। সেসব হাড়ির ভেতরে পাপী মানুষেরা সিদ্ধ হচ্ছে। আর প্রতিটা হাড়ির বাইরে একজন করে পাহারাদার বসে আছে, যেন কেউ পালাতে না পারে। কিন্তু একটা হাড়ির জন্য কোন পাহারাদার নেই। পরিদর্শক নরকের গাইডকে জিজ্ঞেস করায় গাইড বললো, "এটা বাঙালীদের হাড়ি। এখান থেকে কেউ পালানোর চেষ্টা করলে অন্যরা ধরে তার হাড্ডি গুঁড়া করে দেয়। তাই এখানে আলাদা পাহারাদার লাগে না।"
অত্যন্ত নিম্নমানের কৌতুক। কিন্তু আলাদা ভাবগাম্ভীর্য আছে। সবাই না বুঝলেও যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝবে।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: এখান থেকে কেউ পালানোর চেষ্টা করলে অন্যরা ধরে তার হাড্ডি গুঁড়া করে দেয়। তাই ..মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
আমারে গাইল দেওয়ার আগে ওনারা কি করছে সেইটা দেখেন ।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: আর অত্যন্ত জ্ঞানী পোস্ট, পড়ে পড়ে জ্ঞান অর্জণ করেন, জ্ঞানের আঁনন্দে আনন্দিত হন ।
৮| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সাইবার অভিযত্রী বলেছেন: এভারেস্ট জয়ের নিয়ম কড়াকড়ি হচ্ছে ! এগুলো কি মুসা মুহিতের কেরামতি ?
৯| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: হুম
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০০
সাইবার অভিযত্রী বলেছেন: হাম
১০| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০
বেকার সব ০০৭ বলেছেন: মুহিতরে নিয়া আর কত ক্যাচাল করবেন
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
সাইবার অভিযত্রী বলেছেন: মুসারে নিয়াও করি তো ।
ইউনুস - তসলিমা - বাউল - কোয়ান্টাম সবাইরে নিয়াই করি।
ক্যাচাল ভাল পাই তো, তাই ।
১১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
নতুন বলেছেন: শাদমান সাকিব বলেছেন: অত্যন্ত জ্ঞানী পোস্ট। পড়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। এই আনন্দে একটা কৌতুক শেয়ার করি।
একবার এক লোক নরক পরিদর্শন করতে গেলো। সেখানে গিয়ে দেখে পৃথিবীর প্রতিটা দেশের মানুষের জন্য বড় বড় চুলার উপর আলাদা আলাদা বিশাল হাড়ি বসানো আছে। সেসব হাড়ির ভেতরে পাপী মানুষেরা সিদ্ধ হচ্ছে। আর প্রতিটা হাড়ির বাইরে একজন করে পাহারাদার বসে আছে, যেন কেউ পালাতে না পারে। কিন্তু একটা হাড়ির জন্য কোন পাহারাদার নেই। পরিদর্শক নরকের গাইডকে জিজ্ঞেস করায় গাইড বললো, "এটা বাঙালীদের হাড়ি। এখান থেকে কেউ পালানোর চেষ্টা করলে অন্যরা ধরে তার হাড্ডি গুঁড়া করে দেয়। তাই এখানে আলাদা পাহারাদার লাগে না।
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: ..মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
কে কারে টাইনা নামায় ? আমি ? না ওনারাই ?
আমারে গাইল দেওয়ার আগে ওনারা কি করছে সেইটা দেখেন।
১২| ২৩ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৯
দুষ্টু ছোড়া বলেছেন: এই আবাল সুদীর্ঘকাল ধরে প্রমান করার চেষ্টা করছেন যে মুহিতের এভারেষ্ট জয় ভুয়া। একটা মানুষের কতটা কুট-ধৈর্য থাকলে তা সম্ভব -এই আবালরে দেখে তাই ভাবি।
আপনি কি মুসা?
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৩
সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
বাগসবানি বলেছেন: ভাই, আমি জীবনে কোনোদিন মুহিতের চেহারা দেখি নাই । তাই, এত ছবির মাঝে যে কেউই আমার কাছে মুহিত মনে হইতেছে । আর চেহারা মুছে দেয়া বলতে কি বুঝাতে চাইলেন ? আমার কাছে বক্তব্য পরিষ্কার না ।