![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..'কামাচার বা মিথুনাত্মক যোগসাধনাই বাউল পদ্ধতি। বাউল সাধনায় পরকীয়া প্রেম এবং গাঁজা সেবন প্রচলিত। বাউলরা বিশ্বাস করে যে, কুমারী মেয়ের রজঃপান করলে শরীরে রোগ প্রতিরোধক তৈরি হয়। তাই বাউলদের মধ্যে রজঃপান একটি সাধারণ ঘটনা। এছাড়াও তারা রোগমুক্তির জন্য স্বীয় মূত্র ও স্তনদুগ্ধ পান করে। সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল, মূত্র, রজঃ ও বীর্য মিশ্রণে প্রেমভাজা নামক একপ্রকার পদার্থ তৈরি করে তা ভক্ষণ করে। একজন বাউলের একাধিক সেবাদাসী থাকে। এদের অধিকাংশই কমবয়সী মেয়ে। (বাংলাদেশের বাউল : পৃষ্ঠা ৩৫০, ৩৮২)
লেখক: ডক্টর আহমদ শরীফ
Click This Link পোষ্টে পেলাম, আসলেই কি তথ্য সঠিক ?
বাংলাদেশের বাউল বইটা কারো কাছে আছে ?
বইটা কোথায় পাওয়া যাবে কেউ বলতে পারেন ?
এছাড়া কারো কাছে কি নির্ভরযোগ্য তথ্য বা সরাসরি কোন রেফারেন্স আছে ?
পরকীয়া প্রেম, সেবাদাসী এবং গাঁজা সেবন এগুলো তো সম্ভব, কিন্তু মল-মুত্রের বিষয়টা মানতে পারছি না ।
বাউল সাধকরা গাজা খায় জানতাম, বাউলরা গু খায়- এটাও বিশ্বাস করতে হবে ?
এসবের মানে কি ?
?
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: সাত সকালে কিছু অরুচীকর বস্তু সবার সামনে আনাতে দু:খিত, একই সাথে ক্ষমাপ্রার্থী ।
দেখি কোন মন ভাল করার মত রুচীকর পোষ্ট দেওয়া যায় কিনা!
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: আর Click This Link : এখানেও যেতে পারেন, মন ভাল হতে পারে ।
২| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০
হেডস্যার বলেছেন:
বাউলরা আসলেই ফাউল।
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
সাইবার অভিযত্রী বলেছেন: আসলেই
৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০
লোডশেডিং বলেছেন: জেনে ভালো লাগল
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
সাইবার অভিযত্রী বলেছেন: ভাল লাগল ?
৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
বিডি আমিনুর বলেছেন: ইন্টারেস্টিং
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: রিয়েলী !
৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: লেখক আহমদ শরীফের "বাউল তত্ত্ব"
ডক্টর আনোয়ারুল করিমের "বাংলাদেশের বাউল- সমাজ, সাহিত্য ও সংগীত"
বাংলাবাজারের বই এর দোকানে খোঁজ করুন ।
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই, বইটা সংগ্রহে রাখা দরকার রেফারেন্স হিসেবে ।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
বেকার সব ০০৭ বলেছেন: বাউলরা আসলেই ফাউল(৯৯%)
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
সাইবার অভিযত্রী বলেছেন: ১০০% না?
৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
প্রীতম ব্লগ বলেছেন: একই সঙ্গে আপনাকে মূত্রপায়ী প্রেসিডেন্ট মোরার দেশাই এর কথা স্মরণ করিয়ে দিচ্ছি।
২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: খাইসে, পাবলিকে এই হারে মুত খাইতে থাকলে যাই কৈ ?
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
আরজু পনি বলেছেন:
মল, মুত্র তো শরীরের জন্যে উপকারী নয় বলেই জানি...বর্জ্য পদার্থই তো মল , মুত্র হয়ে শরীর থেকে বেরিয়ে যায় !
আজকে সকালটা শুরু হয়েছিল একজনের স্ট্যাটসে কেতুরের মতো ভালোবাসা পড়ে...
এখন মল, মুত্র ভক্ষণ পড়তে হচ্ছে ...জানি না সারাদিন কি এইসব তথ্য দেখেই পার হবে না কি !