নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের এভারেষ্ট জয় নিয়ে কেলেংকারী এখন আদালতে, আর খবর হলো বিবিসিতে !

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

প্রকাশিত সকালবেলার পাখি নামের একটি গ্রন্হে দাবী করা হয় " বাংলাদেশের প্রথম জয়ী মুহিত ! মুসা ইব্রাহীম প্রথম এভারেষ্ট জয়ী না, (বা মুসা এভারেষ্ট জয় করেন নি, বা মুসার দাবী মিথ্যা ) অন্য দিকে ব্লগে মুসা দাবী করেন, পর্বতারোহণের মিথ্যা সার্টিফিকেট মুসারও আছে, মুহিতেরও আছে !



বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম এই প্রকাশনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।



১২৫ জন লেখকের প্রবন্ধ নিয়ে প্রকাশিত সকালবেলার পাখি নামের এই গ্রন্থটিতে ভারত ও বাংলাদেশের লেখকদের লেখা সংকলিত হয়েছে যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জাআমান, হায়াত মামুদ, সুনীল গঙ্গোপাধ্যায়সহ অনেকেই।



গ্রন্থটির একজেন সম্পাদক রহিম শাহ বলছেন, পুরা বিষয়টি সচেতনভাবেই ছাপানো হয়েছে এবং তিনি প্রথম এভারেস্ট জয়ী হিসেবে মুসা ইব্রাহীমের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শিগগিরই তা জনসমক্ষে তুলে ধরা হবে। একই সঙ্গে আইনি লড়াইও চালিয়ে যাওয়ার কথা বলেন মি. শাহ।



বিবিসির লিন্ক : Click This Link



পেশায় সাংবাদিক মুসা ইব্রাহীম এসব অভিযোগকে ভিত্তীহীন এবং দু:খজনক বলে মন্তব্য করেন এবং এতে তার নিজের ও দেশের সম্মানহানির আশঙ্কা প্রকাশ করেন।



আমরা দেশের স্বার্থে পুরা বিষয়টার একটা সুন্দর সমাধান চাই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: এভারেস্ট জয়ের নিয়ম কড়াকড়ি হচ্ছে ! এগুলো কি মুসা মুহিতের কেরামতি ?

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: এভারেষ্ট জয় বিতর্কিত কেন, বিস্তারিত জানতে :
Click This Link

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০২

নতুন বলেছেন: আপনাদের কাদা ছোড়াছুড়ি দেখে বিশ্ব হাসবে... :)

কারন এভারেস্ট জয়ের ইতিহাসে এইটাই প্রথম মামলা ;)

আপনারা পারেন ও ভাই...

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: পারলাম আর কৈ ?
এখনও তো সত্য আর মিথ্যার পার্থক্য প্রতিষ্ঠা করতে পারলাম না!

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

শাহরিয়ার নীল বলেছেন: হায়রে আমাদের পাগলামি

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

নতুন বলেছেন: আপনি নিজে হিমালয় জয় করতে যাবেন না... কিন্তু আরেক জন জয়ীকে মেনে নিতে সমস্যা কই?

আপনার কাছে প্রমান নাই... করছেন কিছু ছবি নিয়া লাফালাফি...

মুহিত/মুসা তো চেস্টা করছে... আর আপনাদের মতন গুগুল আথে এভারেরেস্ট জয় করে তাদের সমালোচনা করছেন... :(

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: দোয়া করেন যাতে এভারেষ্ট জয় করতে পারি। আল্লাহ ভরসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.