নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

এ দেশের জন্মের যারা বিরোধিতা করেছে, তাদের কোন নৈতিক অধিকার নেই এদেশের মাটিতে থেকে এদেশের মাটি পানি আলো বাতাস ভোগ করার । আমাদের দূর্ভাগ্য আমাদের জতীয় নেতৃত্ব তাদের এদেশে মেনে নিয়েছে ! এর মাঝে আবার যারা সরাসরি হত্যা লুন্ঠন ধর্ষন জাতীয় জঘন্য কর্মে নিয়োজিত ছিল, তাদের জন্য তো ধর্মীয় আইনেই রয়েছ কিসাস । হত্যার বদলা হত্যা । দাতের বদলে দাত, হাতের বদলে হাত ।



একই সাথে এদেশের জন্মের পর থেকে যারা এ দেশে দাংগা লাগিয়ে জাতিকে বিভক্ত করতে চায়, বিশ্বের বুকে ব্যার্থ রাষ্ট্র হিসেবে প্রমান করে দেশের সার্বভৌমত্বকে বিকলাংগ করতে চায়, বিশ্বের বুকে এ দেশের শান্তি প্রিয় মানুষদের জংগী প্রমান করে - নিরীহ নারী শিশুদের ড্রোন হামলার শিকার করতে চায়, সাম্প্রদায়িক দাংগা বা বিদেশী আক্রমণে মরে থাকা লাশের মিছিল দেখে ৭১ এর হানাদারদের মত উল্লসিত হতে চায়, তাদেরও নৈতিক কোন অধিকার নেই এদেশের হাওয়া পানি ভোগ করার ।



ধর্মীয় বিশ্বাস যার, যার । কিন্তু ভিন্ন বিশ্বাসে বিশ্বাসীদের কুৎসিত ভাবে আক্রমণ করে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে, বিভিন্ণ সম্প্রদায় বিশেষ করে সংখা লঘুদের সুস্হ জীবন যারা বিপন্ন করতে চায় তার সমাজের দুষ্টু ক্ষত । এরা একেক সময় একেক ভেক ধরে কখনও নাস্তিক মুরতাদ সেজে, কখনও মত প্রকাশের স্বাধীনতার নাম করে, দেশে অনিষ্ট সৃষ্টি করাই এদের কাজ ।



দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।



আমাদের জাতীয় দূর্ভাগ্য এটা যে আমরা এট যৌক্তিক দুটা দাবীকে নিয়েও রাজনীতির কুট খেলায় লিপ্ত । অথচ এখানে রাজনীতির কিছু নাই । শাপলা আর শাহাবাগে লাখো মানুষের ঢল প্রমাণ করেছে দুটাই এদেশের মানুষের প্রাণের দাবী ।



অথচ নষ্ট কিছু লোক আছে এ দুটোকে মুখোমুখি দাড় করাতে চায়, এবং তারা পেরেছেও অনেকাংশে, এদেশের মানুষের বোকামী আর ভুল বুঝার সুযোগ নিয়ে । কিন্তু এই ভুল না শুধরাতে পারলে আমরা কোনদিনই জাতীয় ঐক্য স্হাপন করে সুস্হ পথে এগুতে পারব না ।



তাই সময় এখন আওয়াজ তুলার সাম্প্রদায়িক ও ধর্ম বিদ্বেষীদের ফাসি চাই, যুদ্ধাপরাধীদের ফাসি চাই, এদের কোন ক্ষমা নাই, সংসদে আইন চাই । জনতার দাবীতে যুদ্ধাপরাধীদের বিচারের আইনও পরিবর্তন হয়েছে, একই ভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষে ধর্মীয় উষ্কানীদাতাদের বিরুদ্ধেও ব্লাসফেমীর মত কঠোর আইন চাই, আর তা এদেশের নিরীহ দূর্বল লোকদের রক্ষার স্বার্থেই ।











মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

উপপাদ্য বলেছেন: আপনার পোস্টে ভালোলাগা দিয়ে গেলাম।

ধন্যবাদ

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

যোগী বলেছেন:
ধর্ম বিদ্বেষীদের ফাঁসি হওয়া উচিৎ,
কিন্তু ধর্ম ব্যাবসায়ীদের কি হওয়া উচিৎ সেটা নিয়ে ভাবতেছি। :|| :||

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: ধর্ম ব্যবসায়ীদেরও কঠোর শাস্তি চাই ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

সকাল>সন্ধা বলেছেন: @যোগী বলেছেন: কিন্তু ধর্ম ব্যাবসায়ীদের কি হওয়া উচিৎ সেটা নিয়ে ভাবতেছি।


আল্লাহ্ পাক উনার নবী বলেছেন ধর্ম ব্যবসায়ী সবচাইতে নিকৃষ্ট প্রানি এবং তাদের সব চাইতে কঠিন শাস্তি হবে।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: যোগী বলেছেন:
ধর্ম বিদ্বেষীদের ফাঁসি হওয়া উচিৎ,
কিন্তু ধর্ম ব্যাবসায়ীদের কি হওয়া উচিৎ সেটা নিয়ে ভাবতেছি।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

রাজীব দে সরকার বলেছেন:
দাবী ২টা না, দাবী একটাই
যুদ্ধাপরাধীদের ফাঁসী চাই
বাকি সব কিছু পরে

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: জী ভাই, দাংগা পিপাষু, সাম্প্রদায়িক বিদ্বেষীদের দাবী এমনটাই হয়, আপনার পরিচয় জনসমক্ষে নিজ থেকে ফ্রী ফ্রী তুলে ধরায় অনেক ধন্যবাদ ।

১০ জন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হতে লাগল ৩৫ বছর, বিচার কাজ চলছে ৫ বছর ধরে । তাহলে ১০০ জন যুদ্ধাপরাঢীদের বিচার ও শাস্তি হতে মোটামুটি জীবন পার ।

এর মাঝে রামু - পাবনার সাথিয়া যে কয়টা লাগান যায়, কি বলেন ? নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে এসো উল্লাস করি , কি বলেন ?

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

রাজীব দে সরকার বলেছেন:
ছাগলটা বলে কি?
আরে ছাগল আমি কোথায় রামু-সাঁথিয়ার ঘটনা সমর্থন করলাম?
আর রামু-সাঁথিয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে কোন সম্প্রদায়?
কিসব বলো ছাগলের মতো?

মন্তব্য বুঝে প্রতিমন্তব্য করো।

সামুতে আমি কে সেটা তোমার ইন্ট্রোডিউস করে দেওয়া লাগবেনা

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি ডেয় বেশী

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

উযায়র বলেছেন: শাহাবাগে ছিলাম, ছিলাম শাপলাতেও, দাবী একটাই না, দাবী দুইটা !

যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সরলপাঠ বলেছেন: ভাল লাগল। আপনার সাথে সহমত।

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই, দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

রাজীব দে সরকার বলেছেন:
যাদের উত্তর দেবার মুরদ নাই, তারাই ম্যাঁ ম্যাঁ করে
লেখক, ম্যাঁ ম্যাঁ করার জন্য ব্লগ না!

১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আলোকন বলেছেন: @ রাজীব দে সরকার,
লেখক বলতেসেন, "যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই"
আর আপনি বলতেসেন, "যুদ্ধাপরাধীদের ফাঁসী চাই"
ধর্ম অবমাননা কারীদের বিচারে আপনার এত আপত্তি কেন?
ব্লগে ধর্ম অবমাননা কারীদের বেশির ভাগই যে আপনার সম্প্রদায়ের, এতদিন সেটা শুধু শুনসিলাম।
আপনি তো প্রমান করে দিয়ে গেলেন। ;)
লেঞ্জা দেখা যায় তো!! :>

১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

রাজীব দে সরকার বলেছেন:
@আলোকন
প্রশ্ন করার জন্য ধন্যবাদ
আমি ধর্ম অবমাননা কারীদের বিচারের বিপক্ষে নই
কারন ৩৫০ হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে এ বছরই
সেটা বিএনপি ভাঙ্গুক-লীগ ভাঙ্গুক মুসলমানরাই ভেঙ্গেছে
এটা আশা করি মনে আছে
আপনিও একজন মুসলমান,
হয়তো আপনাদের ধর্ম এগুলা অ্যালাও করে!! :P

আমি বলতে চেয়েছি
দুটো বিচারকে এক সাথে মেলানো যাবে না
প্রথমে যুদ্ধাপরাধীদের ফাঁসীর রায় কার্যকর হবে
তারপর সব কিছু

আর ভাই, ধর্ম নিয়ে ল্যাদায়েন না
আপনার কোন মুসলমান ভাই যখন মন্দির ভাঙ্গে
তখন আপনার অন্য ধর্ম নিয়ে মন্তব্য করা মানায় না।
সাবধানে!

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: গুজরাটে প্রায় ২০০০ মুসলমান পড়িয়ে মেরেছে হিন্দুরা , তাই সব হিন্দুই এর জন্য দোষী, দায়ী ?

একেবারে সাম্পদায়িক - ঘাতক দালাল রাজাকারের মত যুক্তি দিলেন !

আপনার যুক্তিতে তো বাংলাদেশের হিন্দুর বাড়ীঘর জালানোও হালাল !

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

রাফা বলেছেন: সর্বপরি যুদ্ধাপরাধীদের বিচারের শেষ চাই।তারপর সেকেন্ডারি সব অপরাধির বিচার চাই।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: কেন?

আসিফ - রাজীবদের ফ্রী লাইসেন্স দেবার জন্য ?

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৬

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।

যারা সকল ধরণের বিচারের মধ্যে একটা সামঞ্জস্য না এনে শুধু মাত্র একটি বিচারকে সামনে আনতে চায় এবং অন্য বিচারকে ঢেকে রাখতে চায়, তারা অবশ্যই নিজ উদ্দেশ্যে কোনো অপরাধকে সমর্থন করে।

তাই যারা ধর্ম অবমাননা কারীদের বিচার কৌশলে বন্ধ করতে চায়, তারাই অন্য কিছু বলে।

"রাজীব দে সরকার" নিজেই দাংগা পিপাষু, তাই সে সাম্প্রদায়িক সম্প্রিতি বিশ্বাস করে না।

ভাল লাগল। আপনার সাথে সহমত।


১৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
@ রাজীব দে সরকার :

"আপনার কোন মুসলমান ভাই যখন মন্দির ভাঙ্গে
তখন আপনার অন্য ধর্ম নিয়ে মন্তব্য করা মানায় না।"

আপনার ধর্মের লোকেরা মুসলিমদের উপর সবচেয়ে বেশী নির্যাতন চালায়, আর আপনারাই তাদের সাহায্য করেন। কাজেই আপনাকে সকলে চিনে গেছে।

রাজনৈতিক দলের আদর্শ অবশ্যই ইসলাম থেকে আলাদা।
কাজেই রাজনৈতিক কারণে কেউ কিছু করলে সেটার দায় অন্য নাগরিকদের উপর বা ইসলামের উপর পড়ে না।
কারণ সেটা হলে A বা B যে কোনো একটি দল চুরি করলেও সেটার দায় গোটা দেশের লোকদের উপরই পরতো। বাস্তবে কিন্তু এমনটা হয় না।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭

রাজীব দে সরকার বলেছেন:
@মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ
তুমি তো ছাগু, ছাগুদের গদামের উপর রাখা হচ্ছে
দৌড়ের উপরে থাকো

তোমার ম্যা ম্যা রাস্তায় করো যাও

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
@ রাজীব দে সরকার :

তুমি তো বিবেকহিন ছাগু, ছাগুদের গদামের উপর রাখা হচ্ছে
দৌড়ের উপরে থাকো

তোমার ম্যা ম্যা রাস্তায় করো যাও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.