![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইটা কি পড়লাম ? সময়ের সাক্ষী অনুসন্ধানঃ বাসে আগুনের পেছনে নানক-আজম, যুবলীগ কর্মী মাসুদ - আসলেই কি তাই ? যদি মিথ্যা হয় তবে এই সাইটের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নেওয়া হোক
সময়ের সাক্ষী দাবী করছে :বাসে বোমা মেরে মানুষ পুড়িয়ে বিরোধীদলকে শায়েস্তা করার নৃশংস কৌশল নিয়ে আবারো মাঠে সক্রিয় নানক-আজম বাহিনী। গত ২৬ নভেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে ঢাকা শিশুপার্কের কাছে যাত্রীবাহী বাসে বোমা মেরেছে মাসুদ নামের এক ব্যক্তি। মাসুদ আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বিশ্বস্ত কর্মী। ঐ বাসের একজন যাত্রী রাশেদা ঘটনার প্রত্যক্ষদর্শী।
জানা গেছে আদাবর ১৬ নং বস্তির বাসিন্দা রাশেদা একটি প্যাথলজিক্যাল ল্যাবে ক্লিনারের কাজ করেন। রাশেদার ফোন নাম্বার ০১৮১৮০৬৯০২৬ . রাশেদা গোটা ঘটনা শাহবাগ পুলিশকে জানায় এবং আরো জানায়, মাসুদ তার পুর্ব পরিচিত এবং সে মাসুদকে পেট্রোল বোমা মারতে দেখেছে। পুলিশ দ্রুত তদন্তে নেমে ঘটনার সাথে নানকের সংশ্লিষ্টতা পেয়ে তদন্ত থামিয়ে দেয়। পরদিন থেকে রাশেদাকে খুজে পাওয়া যাচ্ছে না। একটি জনপ্রিয় টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন একই বস্তিতে বসবাসকারী রাশেদার সহকর্মী সালমা। এ ঘটনা নিয়ে গোয়েন্দা বিভাগে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ ।
খবরের লিন্ক : Click This Link
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
আশমএরশাদ বলেছেন: ব্লেইম গেম হিসাবে গল্পটি ভালো তবে পুরনো।
মানুষ হাসবে।
হরতাল ডাকবে বিএনপি আর সফল করবে আওয়ামীলীগ তেমন বোকা আওয়ামীলীগ নয়।
পেট্রোল বোমাতো জঙ্গিরাও মারতে পারে। সেটা বলছেনা কেউ।
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
মুদ্দাকির বলেছেন: তাই তো কই এই গুলাতো আওয়ামী পোলাপাইনের করার কথা বি এন পি করতাছে কেন ???? !!!!
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
আশমএরশাদ বলেছেন: আরো কয়েকবার পোস্টান গোয়েবলসের মতো তখন মানুষ খাবে।
আমি বুঝতে পারছি বিএনপি এক ধরনের অপরাধ বোধে ভুগছে। তাই অন্যের ঘাড়ে চাপানোর জন্য গত কয়েকদিন কৌশল বের করেছে এবং পুরানো অস্ত্রটি আবার চালানো হয়েছে।
এখন মনের মাধুরী মিশিয়ে লিখার অভাব নেই। শুধু বাংলাদেশের পত্রিকা নয় বিদেশী পত্রিকায়ও এখন মনের মধুরীর জয়জয়কার।
পুলিশ ধরতে পারে নাই এটাই কি একমাত্র ক্লো যে আওয়ামীলীগ করার পিছনে?
তাহলে শেরাটনের সামনেরটির জন্যও তৎকালীন সরকারী দল বিএনপি দায়ী।
বুঝলাম সেটা আওয়ামীলীগ করেছে - কিন্তু যাবতীয় ককটেল ট্রেন লাইন ওপডানো সে গুলাও কি আওয়ামীলীগ করেছে?
যদি করে তাহলে অবরোধকারীরা কি করেছে ? ঘরে বসে ছিল?
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ
৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরাই তারা যারা শেরাটনে বিআরটিসিতে গান পাউডার দিয়ে ১১ জনকে পুড়িয়ে মেরেছিল!!!
বি্নেপি কখনো সংহিংসতা পছন্দ করে না।
রেন্টুর আমার ফাসি চাই বই যাদের পড়া সবাই জানে-এইসব গেম প্লান কেবল তিনার মাথা থেকেই আসে!!!
দু:খ- পাপা চাপা থাকে না। স্বাক্ষী গুম করলেও স্বক্ষ্য গুম হয়না। সত্য ধামাচাপা থাকে না।
ছি: ।
!@ saed...আমি বিশ্বাস করি বাংলাদেশের পুলিশ চাইলে অবস্যই ওদের ধরতে পারে তারপরও ওরা ধরবে না তবে কি ওদের ধরলে থলের বিড়াল বেরিয়ে আসবে ? সরকার মাটির তল থেকে হলে বি এন পি এর সব নেতা কর্মী কে গ্রেপ্তার করতে পারে । তবে কি সরকার নিজে বাসে আগুন দিয়ে অবরুধের বিরুদ্ধে মানুষের সহানুভুতি আদায় করার চেষ্টা করসে ?
সহমত।
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ইউটিউবে ঢুকে নিচের শব্দগুলো দিয়ে সার্স দিনঃ
AWAMI SCANDAL LEAKED: Nanak-Azam's Jubo League Burned Commuters Dead (Sheikh Selim)
দুধ কা দুধ, পানি কা পানি। আলাদা হয়ে যাবে।
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
নানাভাই বলেছেন: মতিউর রহমান রেন্টুর "আমার ফাঁসি চাই" পড়েন, অজানা কাহিনী জানবেন।View this link
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
আখিলিস বলেছেন: গান্জার কেজি কত আজকে ? মগবাজারের অফিস বন্ধ হবার পর থেকে টেকা-টুকা সময় মত পাওয়া যায় না শুনছি; তবে কাইল মনে হয় কিছু পুরান বিল পেমেন্ট দিছে; তাই ফ্রেশ গান্জার চালান কিন্না ফেলছ, তাই না ?
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২
সাইবার অভিযত্রী বলেছেন: যদি মিথ্যা হয় তবে এই সাইটের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নেওয়া হোক
৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ নানা ভাই.. ঐটার পিডিএর বা ক্লীয়ার ভার্সন নাই??????
১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লেইম গেম ছাগুদের বহু পুরনো টেকনিক।
একটি বানোয়াট স্টোরি তৈরি করে প্রথমে ফেবুতে পরে একটি ভুয়া ওয়েবসাইটে দিয়ে - গোয়েবলস স্টাইলে ঘন্টায় ঘন্টায় রিপোষ্ট চালানো ...
এগুলো পরে মোবাইলে সেভ করে গ্রামেগঞ্জে সহজ সরল গ্রামবাসিদের দেখানো ...
এভাবেই হেফাজতের ৩০,০০০ গুম তত্ত্ব গেলানো হয়েছে নিরিহ গ্রামবসিদের।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২
সাইবার অভিযত্রী বলেছেন: যদি মিথ্যা হয় তবে এই সাইটের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নেওয়া হোক
১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯
আল ইফরান বলেছেন: প্রথম কথা এইটা পেট্রোল বোমা ছিলো না।
আজকে চ্যানেল ২৪ এর রিপোর্টটা দেখলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
এই ধরনের সফিস্টিক্যাটেড মলোটোভ ককটেল মনে হয় না বিএনপির জ্ঞানের মধ্যে আছে।
এই দল পারে কেবল জর্দার কৌটা ফুটাইতে।
কেউ জানতে চাইলে বুঝায়া দিবো।
কিন্তু কেউ বালবৈশাখির মত ব্লেইম গেমের কথা বললে তারে ডাইরেক্ট কিক দেয়া হইবেক
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
সাঈদ ২৬ বলেছেন: বাসে আগুন দিয়ে যারা মানুষ পুরাস্সে পুলিশ/গুএনদা কেন তাদের ধরতে পারে না ? আমি বিশ্বাস করি বাংলাদেশের পুলিশ চাইলে অবস্যই ওদের ধরতে পারে তারপরও ওরা ধরবে না তবে কি ওদের ধরলে থলের বিড়াল বেরিয়ে আসবে ? সরকার মাটির তল থেকে হলে বি এন পি এর সব নেতা কর্মী কে গ্রেপ্তার করতে পারে । তবে কি সরকার নিজে বাসে আগুন দিয়ে অবরুধের বিরুদ্ধে মানুষের সহানুভুতি আদায় করার চেষ্টা করসে ?