![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামের প্রথম চার খলিফার মাঝে শহীদ হয়েছিলেন ৩জন, ওমর- ওসমান-আলী। কিন্তু এদের কারোই গায়েবানা জানাজা হয়নি ! অথচ কাদের মোল্লার সন্মান ও মর্যাদা কত বেশী ! এত এত গায়েবানা জানাজা ইসলামের ইতিহাসে কোন সাহাবীর হয়নি, কোন মুহাদ্দিস, ফক্কিহ ইমাম আবু হানিফা, শাফেয়ী, আহমাদ ইবনে হাম্বল কারো !
সাহাবাদের কারোই গায়েবানা জানাজা হয়নি!
রসুলের ইন্তেকাল হয় মদীনায়, অথচ মক্কায় কোন গায়েবানা জানাজা হয়নি, অথচ মৌদুদীর গায়েবানা জানাজা নাকি মক্কাতে হয়েছে ! সুবহানাল্লাহ !
সম্ভবত এত সুউচ্চ মর্যাদার কারণেই আমাদের জামাতি ভাইয়া নবীদের সমালোচনা সহ্য করলেও নেতাদের সমালোচনা সহ্য করেন না ।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: রিউমার ছড়াইতে ওস্তাত ? Who ??
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
অগ্নি সারথি বলেছেন: যেই সব ছাগুরা সাইদীরে নীল আর্মস্ট্রং বানায় তারা।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
সাইবার অভিযত্রী বলেছেন: কাদের মোল্লার গায়েবানা জানাজা আসলেই হয়েছে ! রিউমার না!
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
পথহারা নাবিক বলেছেন: ধর্ম নিয়া ব্যাবসার ফল ইহকাল ও পরকাল দুই যায়গায় পাবি!!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮
সাইবার অভিযত্রী বলেছেন: কে?
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
সুজাহায়দার বলেছেন: Click This Link
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আল ইফরান বলেছেন: জামাতিদের অপপ্রচার দেখলে মনে হয় মাঝে মধ্যে কচুবনে গিয়া কাপঝাপ করি
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯
সাইবার অভিযত্রী বলেছেন: কচুবনে না কাটা বনে।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
দূর আকাশের নীল তারা বলেছেন: ভাই, কার সাথে কার তুলনা করলেন, বুঝে করলেন তো? জামাতের লোকরা কি ইসলামের ইজারা নিয়েছে যে জামাতী ছাড়া আর কেউ ইসলাম ও ইসলামের ইতিহাস জানে না বা বোঝে না?
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: দূর আকাশের নীল তারা বলেছেন: ভাই, কার সাথে কার তুলনা করলেন, বুঝে করলেন তো?
ভাই আমি খুবই কম বুঝি, শুধু ইতিহাস বললাম, ভুল হলে দয়া করে শুধরে দিবেন।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
তামিম ইবনে আমান বলেছেন: বিরাট কমেডি
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: , শুধু ইতিহাস বললাম, ভুল হলে দয়া করে শুধরে দিবেন।
শরীয়তে গায়েবানা জানাজা রসুলের আদর্শ হিসেবে নেই । রসুলের চাচাত ভাই হযরত জাফর ও পালিত ছেলে যায়েদ এর মৃত্যুর পরও তিনি গায়েবানা জানাজা আদায় করেন নি !
কোন সাহাবাদেরও গায়াবানা জানাজা হয় নি!
জামাট নেতাদের হয় !
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪০
দূর আকাশের নীল তারা বলেছেন: ইতিহাস জানা এক জিনিষ, আর ইতিহাসের কোন ঘটনাকে টেনে এনে বর্তমানের সাথে তুলনা করা আরেক জিনিষ। আমি জামাত করি না, জামাতীদের মতে হয়ত, আমার ইসলাম জ্ঞান নাই। তবু বলি, যে তুলনা করলেন, অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ তুলনা। দয়া করে খলিফাদের সাথে বর্তমান যুগের যে কোন মানুষের কোন কিছু নিয়ে তুলনা করবেন না।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
সাইবার অভিযত্রী বলেছেন: রসুলের ইন্তেকাল হয় মদীনায়, অথচ মক্কায় কোন গায়েবানা জানাজা হয়নি, অথচ মৌদুদীর গায়েবানা জানাজা নাকি মক্কাতে হয়েছে ! সুবহানাল্লাহ !
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৫
মুহাম্মদ তাইফ বলেছেন: ঠিক বলেছেন ।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
সাইবার অভিযত্রী বলেছেন: হুম
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: হাঃ হাঃ হাঃ, ভোর ভেলা ব্যাপক বিনোদিত হইলাম, দিনটা মনে হয় ভালো কাটবে
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
সাইবার অভিযত্রী বলেছেন: দিনটা ভালো কাটবে
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
অগ্নি সারথি বলেছেন: রিউমার ছড়াইতে ওস্তাত গাঁধার বাচ্চারা। অথচ এতটুকু বোঝে না যে, রিউমার ছড়িয়ে আমরা যে ইসলাম ইস্টাব্লিশ করতে চাচ্ছি সেটাতে আসলে নিজেরাই কাফের, মুশরিকদের দলে সামিল হচ্ছি। শত ধিক এই মিথ্যাবাদী ব্যাভিচারীদের।