![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কসাই কাদের আর কাদের মোল্লা আসলেই এক ব্যাক্তি কিনা? এ প্রশ্ন আজ উঠছে বিভিন্ন ব্যক্তি আর মিডিয়ার মাধ্যমে । আওয়ামী লীগ এম পি গোলাম মাওলা রনি তার ফেসবুক ষ্টেটাসে জানান, কসাই কাদের আর কাদের মোল্লা এক ব্যাক্তি না ।
একই বিষয় শুনা গেছে জামাতের এম পি, দেলওয়ার হোসেন সাঈদী আর দেলু রাজাকার- দেইল্লা রাজাকার - এক না ! সেটারও কোন সুরাহা হয় নি !
জামাতে ইসলামী বাংলাদেশের প্রিয় ভাইদের প্রতি আমার আবেদন, সেক্ষেত্রে আপনাদেরই দায়িত্ব হয়ে যায় না দেইল্লা রাজাকার ও কসাি কাদেরকে ধরিয়ে দেওয়া ?
কাঈদীর রায় আর কাদেরের ফাসীর পর আপনাদের নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমগুলো থেকে জানা গেল সব দোষ কাসাই কাদেরের আর দেইল্যা রাজাকারের । ভাল কথা । প্রশ্ন হল, আপনার কাসাই আর দেইল্যাকে দোষী মনে করেন কি না ? যদি দোষী মনে করেই থাকেন, তবে কেন তাদের ধরিয়ে দিচ্ছেন না ?
আপনারা, আপনাদের ণেতারা , আপনাডের দল কখনই ৭১ এর ভুমিকার জন্য নিজেদের দোষী মনে করেন নি । অনুশোচনাও করেন নি, ক্ষমাও চান নি ( লোক দেখাবার জন্য হলেও ) . অনেক অনেক চতুর রাজনৈতিক কৌশল আমরা দেখেছি আপনাদের কাছ থেকে, কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবেও কোনদিন দু:খটুকুও ( কথার কথা হিসেবে) প্রকাশ করেন নি । ভাল কথা, আপনারাই আপনাদের কাজ ও নীতি ভাল বুঝেন, আমার তা বুঝার আগ্রহ বা প্রয়োজন কোনটিই নেই।
প্রশ্ন হচ্ছে আপনারা যেমন আপানদের ৭১ এর ভুমিকা নির্ভুল মনে করেন, সঠিক বলে কর্মঈদের যুক্তি দেখান, কাসাই কাদেরের কাজ কেও সঠিক মনে করেন কিনা ? কথিত + আলোচিত কসাই- এর ভুমিকা তো জামাতে-ইসলামীর নেতা কর্মী থেকে ব্যতিক্ড়ম কিছউ ছিল মনে হয় না!
আর সঠিক যদি মনে না-ই করে থাকেন কেন একজন কসাই -কে গত ৪০ বছরে ধরিয়ে দেন নি ?নাকি আপনাদের 'ইসলামী আন্দোলনের' পবিত্র কর্মে একজন কসাইকে পালন + রক্ষআ প্রয়োজন ???
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: শতাব্দীর ব্যতক্রম ধর্মী মাওলানা মউদুদী সাহেব নিয়ে যতটুকু পড়েছি, তাতে দেখেছি তিনিু 'হেকমতে আমালী' এর সমর্থক । অর্থাৎ কোশলের কারণে মিথ্যা-অন্যায় ও গুনাহ জায়েজ হওয়া ।
যেমন আপনি প্রতিপক্ষের কূৎসা রটালেন ভোটে জিতার জন্য সেটা কবীরা গুনাহ, কিন্তু জামতের কেউ এটা করলে তা সওয়াবের কাজ, পবিত্র ইসলামী জিহাদ ।
সুতরাং মিথ্যার আশ্রয় নেয়াতে কোথায় সমস্যা দেখলেন ?
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: শিয়ারাও এ জাতীয় নিয়মে বিশ্বাসী । তাদের এ নীতিকে তাকিয়া বলে । আর তাকিয়া ছাড়া ইমানই পূর্ন হয় না ( শিয়াডের )
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২
ৈতয়ব খান বলেছেন: ভাই আমার,
আপনার লেখা আমার খুব ভাল লেগেছে। কথাগুলোতে যুক্তি আছে। সত্যিই তো, জামায়াত ইসলাম যদি মনে করে যে কসাই কাদের মোল্লা আর আব্দুল কাদের মোল্লা একব্যক্তি নন, তবে তাদের উচিত কসাই কাদের সম্পর্কে অনুসন্ধান করা। এক্ষেত্রে তারা প্রশাসনের সহায়তা চাইতে পারে। কিন্তু সে ধরনের কোন কার্যক্রম আমাদের চোখে পড়েনি। আমি আপনার এ লেখার মন্তব্য হয়তো করতাম না; করলাম এজন্য যে, গতকাল (১৩/১২/১৩) আমি আমার ব্লগে এ সংক্রান্ত একটি লেখা লিখেছি। লিখেছি; ঐ সন্দেহের কথাটিই।
কেন লিখেছি; বলছি: আমি গত ১২ ডিসেম্বরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এমপি রনির একটি লেখা পড়েছি। লেখাটায় উনি কাদের মোল্লার একটি চিঠির বিষয় উল্লেখ করেছেন। চিঠিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত আব্দুল কাদের মোল্লা বলেছেন যে, উনি আর কসাই কাদের মোল্লা এক ব্যক্তি নন। তখন আমার খুব খারাপ লেগেছে। সত্যিই তো, উনি যদি কসাই কাদের মোল্লা না হয়ে থাকেন, তবে উনাকে ফাঁসি দিয়ে ভুল লোকের বিচার করা হলো।
এখন আপনার লেখা পড়ে আমার চিন্তার সুত্রটি একটি নতুন দিক উম্মোচন করলো।
ভাই আপনাকে অজস্র ধন্যবাদ।
তৈয়ব খান
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
সাইবার অভিযত্রী বলেছেন: জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা ও কসাই কাদের মোল্লা এ দুজন সম্পর্কে তথ্য জানতে চাই -আমিও
আর দায়িত্বটা কি জামাতের উপর বর্তায় না ? ওরা তো অনেক শক্টিশালী দল ! ওরা তো চািলেই এটা করতে পারে !
আপনার পোষ্ট দেখলাম, ভাল লাগল ।আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
দখিনা বাতাস বলেছেন: আসল কসাই কাদের আর সাইদি চান্দে আছে ভাই। মাঝে মাঝে দেখা যায়, ধরবো ক্যামনে
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
সাইবার অভিযত্রী বলেছেন: দখিনা বাতাস বলেছেন: আসল কসাই কাদের আর সাইদি চান্দে আছে ভাই। মাঝে মাঝে দেখা যায়,
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
দিশার বলেছেন: পাকিস্তান জামাত , পাকিস্তান এর প্রাত্তন রাষ্ট্রপতির ছেলে কারেন্ট এমপি , কারেন্ট মন্ত্রী, থেকে ধরে সবাই যখন কষায় রে পাকিস্তান এর জাতীয় বীর , একনিষ্ট বদর কর্মী, অভিবক্ত পাকিস্তান এর সমর্থক বলে দাবি করতেসে। তখন কিসু বাংলাদেশী জারজ সন্তান, এই কাদের সেই কাদের না বলে ম্যাতকার করতেসে।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশী জারজ সন্তান কি পাকি বীর্যের ? ৭১ এর ধর্ষণের ফসল ? তবে তো এদের ও এদের মাকে সন্মান করতে হয়. আপনি তো মনে হচ্চে এদের ঘৃণা করেন !
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: জামাতকে ঘৃণা আমিও করি । তবে কূৎসিত গালি দেয়া ছাড়া ঘৃণা প্রকাশ করটে পারে না, তাদের ঘৃণাকে অপরিণত মনে হয়, আর এমন লোকদের মানষিক রোগী মনে হয়।
@ দিশার , আর সাম্প্রদায়িক ও জাতিগত বিদ্বেস প্রকাশে আপনি জামাত থেকে কোন অংশেই কম না !
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
দূষ্ট বালক বলেছেন: শেখ হাসিনার নির্দেশে এই কাদের মোল্লা ও তোফায়েল আহমেদ যখন আত্মগোপনে একসঙ্গেই ছিলেন । তখন কি 'কাদের কসাঈ' জানতো না আওয়ামী লীগ? এই কাদের মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিষয়ে স্নাতক করে কিভাবে গোল্ড মেডেল পেয়েছিলেন ? এবং দেশ স্বাধীন হবার পরও দেশের সর্বোচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলেন কিভাবে ? ‘এতো বড় যুদ্ধাপরাধী হয়ে কিভাবে তৎকালীন রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ( বর্তমান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ) সিনিয়র শিক্ষক, পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উদয়ন স্কুলেও শিক্ষকতার সুযোগ পেলেন? এত বড় যুদ্ধাপরাধীকে কেন সাংবাদিকরা ( জাতির বিবেক) ভোট দিয়ে সাংবাদিক ইউনিয়নে পরপর দুবার নির্বাচিত প্রতিনিধি করে ছিলেন ? কেন সেই সময়কার সাংবাদিকরা সেই নির্বাচন প্রত্যাখান করলেন না? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি স্বচ্ছ , নিরপেক্ষ, এবং এখানে কি সত্যিকারের ন্যায়বিচার হচ্ছে ? জানিনা এই উত্তর কবে মিলবে?????........
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: শেখ হাসিনার নির্দেশে এই কাদের মোল্লা ও তোফায়েল আহমেদ যখন আত্মগোপনে একসঙ্গেই ছিলেন
জামাত আর আওয়ামীলীগ দুজনেই ধর্ম ব্যবসায়ী ।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: তো ৭১ এ কাদেরের ভূমিকা নিয়ে আলোচনা করুন শুনি ......
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
পাজল্ড বলেছেন:
এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলাম।
Click This Link
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০
পাজল্ড বলেছেন: দূষ্ট বালক@আপনি কি এই প্রশ্ন টার উত্তর দিবেন , আল বদর প্রধান, মন্ত্রী হন কি করে!!!!
(যেই দেশে নিজামীরা মন্ত্রী হয় সেই খানে আপনি জিগ্গেস করছেন শিক্ষক হলো কেমনে ,সাংবাদিক হলো কেমনে!!!ব্লা ব্লা ব্লা কৈথ্থেকা যে আসে!!!!!)
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২
এই আমি সেই আমি বলেছেন: দূষ্ট বালক@ এবং অন্যান্যদের এমনকি রনিকেও কাদের মোল্লার সহপাঠী কানাডা প্রবাসী মোজাম্মেল হকের একটি লেখা পড়ার অনুরোধ করছি । এম্ পি রনির লেখাটি পড়ে আমিও কনফিউজড হয়েছিলাম । লেখাটি পড়ে আমার ভুল ভাঙল । তাহলে পড়ুন
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
এই আমি সেই আমি বলেছেন: লিংটি কাজ করছে না । এখন দেখুন ।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: মানলাম এই কাদের সেই কাদের না। মানলাম এই দেলোয়ার সেই দেলোয়ার না।
তা হলে কেন বলে না, এই জামায়াতে ইসলামী সেই জামায়াতে ইসলামী না। কেন তারা স্বাধীনতা পূর্বের জামায়াতের কর্মফল এখনো মনে করে ঠিক ?
কেন বলে না নতুন দেশে নতুন জামায়াত। আগের নীতি আগের বিশ্বাস সব বাদ??
ঘুঘু ???
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: জামায়াতে ইসলামী সেই জামায়াতে ইসলামী না। কেন তারা স্বাধীনতা পূর্বের জামায়াতের কর্মফল এখনো মনে করে ঠিক ?
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
সাইবার অভিযত্রী বলেছেন: আপনার মন্তব্য ভালো লেগেছে।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
নতুন বলেছেন: Click This Link
এই ভিডিওটা দেখুন... পাকি টিভির রিপোট...তাদের পেয়ারের কাদের মোল্যা পাকিস্তানকে ২টুকরা হইতে বাধা দেবার জন্যই নাকি তার ফাসি হইছে...
এই ভিডিও দেখার পরে কচি ছাগুদের ফতোয়া শুনতে মুন্চায়..
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: পাকি টিভির রিপোট...তাদের পেয়ারের কাদের মোল্যা পাকিস্তানকে ২টুকরা হইতে বাধা দেবার জন্যই নাকি তার ফাসি হইছে...
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
নতুন বলেছেন: এই ভিডিওই প্রমান দেয় >> বীরশ্রস্ট রাজাকার হজরত কাদের মোল্যা রহ: কত পবিত্র ছিলেন...
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১
সাইবার অভিযত্রী বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: ধরা পড়লে জামাতী শিবিরেরা সব ধরণের মিথ্যার আশ্রয় নেয়।