নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় ব্লগ সামহয়ারইন ব্লগ ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

সামহয়ারইন ব্লগ আমার মনের এত গভীরে স্হান করে নিয়েছে, যে এর কথা ভাবলেই চোখে জল এসে যায় । কি অনবদ্য একটা স্হান । কি অভিনব এর অবস্হান । কি অতুলনীয় এর মডারেটর, কতৃপক্ষ, লেখক - পাঠক সবাই ! সবাই একে আদর করে সামু ডাকে ।



জানিনা কতদিন বেচে থাকব, জানিনা সামু থাকবে কতদিন, সময় তো এমন এক ঘাতক যা পৃথিবীর কাউকেই ছেড়ে দেয় না । কালের গহব্বের নি:শেষ হয় সব কিছু ।



সব পাখি ঘরে ফেরে, সব নদী, ফুরায় এ জীবনের সব লেনদেন ..



সামু আছে আমি নাই, বা আমি আছি সামু নাই,

সামুতে বারবার ফিরিবারে চাই!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: সামুর প্রতি এত ভালবাসার একটা অনবদ্য প্রমান প্রায় হাফ ডজন নিক আর অগণিত পোষ্ট হারিয়েও এখনও সামুতেই আছি!

সত্যই সামু একটা অসাধারণ স্হান, অনন্য অবস্হান !

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সামু রে ভালোবাসেন আপনে, অথচ এই সামু আপনার সাথে অভিমান কইরা আপনার পুরোনো কতগুলো নিকরে ব্যান মারছে আল্লাহ মালুম।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: হা হা ভাই ভাল না বাসলে কি এভাবে ফিরে ফিরে আসি ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: ভার্সিটিতে একবার একত্রে ১৬ জনের শোকজ হয়ে ছিল, তা থেকে ১১ জনের শাস্তি, কিছুদিন পর পর প্রশাসন ঠেকে বিশেষ চিঠি আসত, শোকজ, তদন্তএ উপস্হিতি ইত্যাদী , আমার সে চিঠি গুলোকে বলতাম প্রেম পত্র!

এমন - ই গভীর প্রেম আমার সামুর সাথে!

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

সাইবার অভিযত্রী বলেছেন: মন্তব্যটাও খুব ভাল লাগল !

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: সামুর সবচেয়ে অনবদ্য বৈশিষ্ট হচ্ছে 'মত প্রকাশের স্বাধীনতা ' সত্যি অনন্য -অনবদ্য -অসাধারণ !

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

পাঠক১৯৭১ বলেছেন: সামু ব্যবসা করছে, বাংগালী তরুণরা লিখতে শিখছে: খারাপ নয়!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন: না ভাই, আমার জানা মতে সামু ব্যাবসা করছে না, এর আয় থেকে ব্যায় অনেক বেশী !

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

মামুন রশিদ বলেছেন: ছাগুর ম্যা ম্যা ম্যাতকারকে যদি আপনি মত প্রকাশের স্বাধীনতা বলেন, তাহলে কিছু বলার নাই ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

দূষ্ট বালক বলেছেন: সামু মত প্রকাশে স্বাধীন? আজ ও গতকাল শহীদ কাদের মোল্লাকে নিয়ে আমার দুটি পোস্ট গুমের শীকার হল। বিরোধী মত সহ্য করতে না পারলে মত প্রকাশে স্বাধীন কিসের এত ধাপ্পাবাজী?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: হুম , মডারেটর ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: এ আর এমন কি , এমন কত্ত পোষ্ট গায়েব হল, এর পরও তো পোষ্টানোর সুযোগ পাচ্ছি, ভাল তো, ভালো না ?

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

তামিম ইবনে আমান বলেছেন: হাহাহাহা । আপ্নিই মিয়া সত্যিকারের ব্লগ প্রেমিক

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন: আমি সত্যিকারের ব্লগ প্রেমিক. হাহাহাহা

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সামুর প্রেমে সবাই পাগল, তাইত সবাই এর দিওয়ানা।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.