![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই , আপনি কি রসুলের গায়েবানা জানাজা পড়েছেন ? মৌদুদী সাহেব তো কোন টাইম স্প্যান বেধে দেন নি, গায়েবানা জানাজার !
তাহলে রসুলের গায়েবানা জানাজাও তো এখন পড়া যাবে, কি বলেন ? না কি শুধু মৌদুদীর টাই পড়বেন ?
আর রসুল কোন কাজ জীবনে এক দুইবার করলে সেটা রসুলের আদর্শ হয় না। সহিহ হাদীসে আছে রসুল দাড়িয়ে পেশাব করেছেন ( একবারের কথাই এসেছে ), সেটা আদর্শ হয় নি । ইসলামী আন্দোলনের স্বার্থে কি দাড়িয়ে পেশাব করা চালু করতে হবে ?
সেটা রসুলের আদর্শ হবে না মউদুদীর আদর্শ হবে ?
রসুলের আদর্শ সেটাই যেটা সাহাবারা গ্রহণ করেছেন । কোন সাহাবী রসুলের গায়েবানা জানাজা পরেন নি, কোন সাহাবার গায়েবানা জানাজাও রসুল ও সাহাবারা পড়েন নি ।
গায়েবানা জানাজা জায়েজ না না জায়েজ তা থেকে বড় কথা এটা রসুলের আদর্শ না । আজান দেওয়া রসুলের আদর্শ । আজান ছাড়া নামাজ পড়লে নামাজ হবে, জায়েজ না নাজায়েয সেটা অন্য বিষয় ।
রসুলের উম্মত রসুলের আদর্শকেই গ্রহণ করবে, অনুসরণ করবে, যদিও মউদুদীর উম্মতের তা জন্য কষ্টকর !
গায়েবানা জানাযা হালাল করতে যারা ফাতওয়া উদগীরণ করছেন? আপনাদের উদ্দেশ্য কী? ইসলাম কায়েম করা ? না রসুলের আদর্শ ধংস করা ? ইসলাম কায়েম করতে কি রসুলের আদর্শ ধংস করা ফরজ ? মৌদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে হলে অবশ্য রসুলের আদর্শ ধংস করা ফরজ !
রসুলের ইন্তেকাল হয় মদীনায়, অথচ মক্কায় কোন গায়েবানা জানাজা হয়নি, অথচ মৌদুদীর গায়েবানা জানাজা নাকি মক্কাতে হয়েছে ! সুবহানাল্লাহ !
সম্ভবত এত সুউচ্চ মর্যাদার কারণেই আমাদের জামাতি ভাইয়া নবীদের সমালোচনা সহ্য করলেও নেতাদের সমালোচনা সহ্য করেন না ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: জী আপনার কাছেও যুক্তি তর্কের কোন দাম নেই ..
আপনি ও জামাত দুটাই সাম্প্রদায়িক বিদ্বেষী ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
নতুন বলেছেন: ভাই আপনি কিসের সাথে কির তুলনা করতেছেন... আপনি কাপের হইয়া গেছেন...
বাংলাদেশের একমাত্র বীরশ্রেস্ঠ হজরত আ: কাদের মোল্যা রহ: বিদুদ্ধে যে কথা বলে সে মুমিন মোসলমান হইতে পারেনা...
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: ওনাদের কাছে নবী মানে নেতা!
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২
মুহামমদ মিনহাজ বলেছেন: সব গায়েব কইরা দিমু
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
সাইবার অভিযত্রী বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
দিশার বলেছেন:
জামাতিরা ব্রেন ধোলাই হওয়া . এদের কাসে যুক্তি তর্কের কোন দাম নাই .