![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোয়ান্টাম প্রতারণা আর শোষণের একটি হাতিয়ার হ’ল ‘মাটির ব্যাংক’। যে নিয়তে এখানে টাকা রাখবেন, সে নিয়ত পূরণ হবে। প্রথমবারে পূরণ না হ’লে বুঝতে হবে মাটির ব্যাংক এখনো সন্তুষ্ট হয়নি। এভাবে টাকা ফেলতেই থাকবেন। কোন মানত করলে মাটির ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। পূরণ না হলে অর্থের পরিমাণ বাড়াতে হবে। এখানে খাঁটি সোনার চেইন বা হীরার আংটি দিতে পারেন। ইমিটেশন দিলে মানত পূরণ হবে না (প্রশ্নোত্তর)। এর জন্য একটা গল্প ফাঁদা হয়েছে। যেমন, ‘মধ্যরাতে উঠে মাটির ব্যাংকে পাঁচশত টাকা রাখার সাথে সাথে মুমূর্ষু ছেলে সুস্থ হয়ে গেল’ (দুঃসময়ের বন্ধু..)। মাটির ব্যাংকের উপকারিতা সম্পকে কোয়ান্টাম প্রপাগান্ডা হচ্ছেঃ (১) আপনার টাকা হালাল করে (২) পাপ মুক্ত করে আপনার অন্তরে শান্তি আনবে! (৩)রোগ মুক্তিসহ আপনার সকল সমস্যার সমাধান করবে! (৪) আপনার মানসিক চাপ এবং দুশ্চিন্তা দূর করবে! (৫) আপনার জীবনে বয়ে আনবে সুখ, সাচ্ছন্দ এবং সুন্দর ভবিষ্যত!
মাজার ব্যবসা কে আধুনিক করার ডিগিটাল উপায় !
সুত্র : http://suprovatsydney.com.au/-p422-110.htm
২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
সাইবার অভিযত্রী বলেছেন: কোয়ান্টাম ক্যচাল : লিন্ক সমগ্র
Click This Link
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
মদন বলেছেন: মজা তো
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: মজা না !
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
পুংটা বলেছেন: আল্লার নামে এদেশে সবই হালাল.. কবে শুনবেন "ইসলামিয়া ওয়াইন হাউজ" খুলে বসেছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা, যেখানে ১০০% হালাল মদ পাওয়া যাবে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: কোয়ান্টাম পীর কিন্তু সেকুলার, ইসলামিষ্ট না!
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
পাকাচুল বলেছেন: তারা চিন্তা চেতনায় অনেক উন্নত, অনেক ডিজিটাল।
দোয়া করার জন্য মাউসই যথেষ্ট, ডিজিটাল পদ্ধতিতে দোয়া করুন মাউস দিয়ে
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: ডিজিটাল প্রতারণা, হায়রে বাংলাদেশ!
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
ড. জেকিল বলেছেন: হুদাই এইসব, কোন কামের না, পুরাই ভন্ডামি।
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: পুরাই ...
কোয়ান্টামের সেকুলার পীর এককালে হাত দেইখা পেট চালাইত, এখন নতুন মডেলের ভন্ডামীর লাইন ধরছে !
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
সাইবার অভিযত্রী বলেছেন: কোয়ান্টাম মেথড > মেডিটেসনের সাথে আধুনিক শব্দ যোগ করে আধুনিক প্রতারনা?
Click This Link