![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাদের মোল্লার সন্মানে ও ভালবাসায় এত এত গায়েবানা জানাজা, এত লোক ! ওমর - ওসমান -আলী কেউই পান নি!!
কসাই কাদের আর কাদের মোল্লা এক ব্যাক্তি না ! ভুল লোকের ফাসি হল ?
সাঈদীর চেহারা চাদে দেখা যাবার পর আবারও আল্লাহর কুদরত প্রকাশ, কাদের মোল্লার বিচার কার্যে !
দুই মোল্লা ! একজনের উপর জাতিসংঘ খোশ , আমেরিকা খোশ, সবাই খোশ,অপর জনের উপর নাখোশ !
ভাই , আপনি কি রসুলের গায়েবানা জানাজা পড়েছেন ? পড়বেন ?? না শুধু কাদের মোল্লা আর মৌদুদীর জানাজাই গায়েবানা তরীকায় পড়বেন ??
গায়েবানা জানাজা রসুলের আদর্শে নেই, মৌদুদীর আদর্শে আছে !
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: হুম
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
রানার ব্লগ বলেছেন: চিত ছিল কাদের পিচাশ এর পাছায় বাশ দিয়া ৪ রাস্তার মরে খাম্বার সাথে ঝুলিয়ে রাখা, তাইলে ওগো গায়বানা জানাজ পরার দরকার হত না মাঝে মাঝে আইসা সত্যি কারের জানাজা পড়ে জেতে পারত।
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: খুনির মৃত্যুদন্ড চাই, তবে লাশের উপর বর্বরতাকেও ঘৃণা করি ।
যা করেছিল লগিু বৈঠার লোকেরা ।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১
বিতর্কিত মুফরাদ বলেছেন: দরকারীসব লিংক দেওয়ার জন্য ধন্যবাদ
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। আপনি বিতর্কিত কেন ? ক্যাচাল করেন নাকি ? আমিও ক্যাচালবাজ !
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ঈদের জামাতের ছবি জালিয়াতি কইরা কশাইয়ের জানাজা!
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
সাইবার অভিযত্রী বলেছেন: জালিয়াতি জামাত ভালই করে । আর আওয়ামীলীগও খারাপ করে না । হেফাজতের সমাবেশে কেউ হতাহত হয়নি, গুলিই হয় নি, কি বলেন ?
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
নিজাম বলেছেন: কসাই কাদের আর কাদের মোল্লা যদি এক ব্যক্তি না-ই হন তাহলে পাকিস্তানের সংসদে কার জন্য সহানুভূতি প্রকাশ করা হলো? পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কাকে পাকিস্তানের একান্ত অনুগত বলে সার্টিফাই করলেন? ইমরান খান কার জন্য সাফাই গাইলেন?
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সত্যিই