নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

সামুর ইতিহাসের শ্রেষ্ঠ কয়জন ব্লগার!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

সামুতে হেভিওয়াট ব্লগার, হিট-সুপারহিট ব্লাগার, সিন্ডিকেট ব্লগার, দলীয় অন্ধ সমর্থক ব্লগার, আরো কত ব্লগার ! দুর্ভাগ্যজনক ভাবে এদের বেশীর ভাগকেই খুব ইম্প্রেসিভ মনে হয়নি, তাই তাদের বেশীরভাগেরই ভক্ত হতে পারিনি ।



এসব ব্লগারদের নিয়ে আবার বিভিন্ন পোষ্ট হয় , আলোচনা - তালিকার শীর্ষেও অনেকে থাকেন, কিন্তু সেসব তালিকাতেও আলোচনা করতে কখনও সাচ্ছন্দ বোধ করিনি । তাই নিজ থেকে একান্তই আমার পছন্দের কয়জনের নাম দিচ্ছি, যাদের ভক্ত আমি, আমার দৃষ্টিতে তারা সামুর শ্রেষ্ঠ :



কবি ও কাব্যওনার ব্লগ হঠাৎ দেখে মনে হতে পারে বাংলা সিনেমার ধারা ভাষ্যকার, তবে বাংলা ব্যান্ড নিয়ে ওনার মত এত জানা-শুনা লোক ব্লগে আর নেই ! অথচ খুবই গভীর ওনার লেখা -অনুভব-অনুভুতি, সমাজিক - রাজনৈতিক বিষয়ে ওনার উপস্হিতি । নিজেই একটা পোষ্টে বলেছেন : ২০১৩ এর শুরু থেকে কিছু রাজনৈতিক পোস্ট দেয়ার কারনে আমি হয়েছি অনেকের কাছে সমালোচিত , ঘৃণিত যা আমাকে কোন কষ্ট দেয় না বরং দুঃশাসন , নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ও প্রেরণা যোগায় ।



ওনার কয়েকটি পোষ্ট :

অসাধারন সাহসিকতার জন্য ' নোভা' ও সাহসী ফজল ভাইকে স্যালুট



৭১ এর রাজাকারনামা ২ (শেষ পর্ব) ঃ রাজাকারদের কর্মকাণ্ড নিয়ে মেগাপোস্ট



জুলভার্ন ওনার কথা আর কি বলব, ওনার পরিচয় তো উনিই ।



রাজনিতিক দলকে সরাসরি সমর্থন করে লেখা ব্লগারদের মধ্যে আমার দেখা শ্রেষ্ঠ ব্লগার : দাসত্ব



ওনার লেখা : মুক্তিযুদ্ধের সেই কিংবদন্তী গুলো : ইয়াহিয়া খানের সেক্স অর্গি , বোরকা পরা গেরিলা আর রাজাকারদের দ্বিচরিত্র





হেভী ওয়েট ব্লগার না, লিখেছেন মুলত ইতিহাসের উপরেই, এরপরও যুক্তি তথ্য উপাস্হাপনায় অসাধারণ, যার ভক্ত আমি :

উৎকৃষ্টতম বন্ধু



রাজনৈতিক দর্শন আমার সাথে মিলে না তবুও যার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছি :

রেজা ঘটক





কাউসার রুশো , একটা পোষ্টের জন্যই আমি ওনার ভক্ত : আমার যত ভ্রমণ ও ছবিব্লগ , ওনার লেখাগুলো উপরের অনেকের অনেক লেখা থেকে ভাল, কিন্তু ওনার পোষ্টে রাজনৈতিক - সামাজিক বিষয়গুলো আসেনা, তাই ওনার স্হান আমার কাছে উপরের সবার মত না ! ( ক্যাচাল ভাল পাই, আর উনি ক্যাচালে নাই, তাই )











মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

সিটিজি৪বিডি বলেছেন: আমি অনেক পুরাতন ব্লগার। কয়েকমাস ধরে আমার লিখা প্রথম পাতায় আসছেনা। যোগাযোগ করেও কোন উত্তর পাইনি।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

সাইবার অভিযত্রী বলেছেন: হুম, ক্যাচাল লাগাইছিলেন ?
আমি প্রায়ই ব্যান খাই,
আবার সামুর দয়ায় ছাড়াও পাই !
আপাতত জেনারেল হয়ে আছি!

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: সিটিজি৪বিডি :
ব্লগার পরিসংখ্যান•পোস্ট করেছেন: ৩৬৫টি
•মন্তব্য করেছেন: ১১৫৪৭টি
•মন্তব্য পেয়েছেন: ৫৭৭৭টি
•ব্লগ লিখেছেন: ৫ বছর ৫ মাস
•ব্লগটি মোট ২৯৭২১৩ বার দেখা হয়েছে

ভাই আপনে তো হেভীওয়েট ব্লগার, এই অবস্হা কেন ?

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ ভাই যতদিন থেইক্যা আমি ব্লগ পড়ি তত দিন থেইক্যা হ্যাগো আমি চিনি। হ্যারা ভালা ল্যাখে।





ধন্যবাদ। ভালো থাকেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: হুম

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

সিটিজি৪বিডি বলেছেন: কি জানি কেন প্রথম পাতায় আসতে দিচ্ছে না। আমার সাথে কারো শত্রুতা নাই। আমি কারো সাথে খুব বেশী ক্যাচালও করি না। তারপরেও এই নিরপাধ ব্লগারকে প্রথম পাতা থেকে বিদায় জানানো হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: দ:খজনক।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

সিটিজি৪বিডি বলেছেন: Click This Link
আজকে একটা পোষ্ট দিয়েছি। প্রথম পাতায় আসছে না।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: সবাই অসম্ভব ভাল লেখেন ...

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ, ভাল লেখার পাশাপাশি ওনারা সামাজিক -রাজনৈতিক বিষয়গুলোতেও মুখ খোলেন, এখানেই তাদের শ্রেষ্ঠত্ব ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

সুমন কর বলেছেন: জানলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আপনি তো আমার চেয়ে ভাল জানার কথা, আপনারা ইনফ্লুয়েন্সিয়াল ও হেভীওয়েট !

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

হেডস্যার বলেছেন:
সাইবার ভাই, খালি পোষ্ট দিয়া ব্লগ ভইরা ফালাইলেই হেভিওয়েট ব্লগার হয় না। আলতু ফালতু লেখা প্রথম পাতায় না আসাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.