![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link পোষ্টে দেখলাম শিশু একাডেমী নিয়ে হাইকোর্টের দন্দ্ব। ভাই প্রতিষ্ঠানের নাম বংগবন্ধু শিশু একাডেমী বা শেখ রাসেল একাডেমী করে দেন, টিকে যাবে, কারো বাবাও এর কিছু করতে পারবেনা !
আরো কিছু করণীয় :
শিশু একাডেমীর পরিচালক -প্রধান পত্রিকায় সরকারী খরচে জন নেত্রীকে অভিনন্দন জানাবেন ।
আর প্রতি বছর ১৫ই অগাষ্ট একদল শিশু নিয়ে বংগবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিবেন, পরিচালকের নেতৃত্বে ।
প্রধান মন্ত্রীর বিদেশ সফরের আগে পরে লািন ধরে শিশুদের দার করিয়ে রাখবেন ।
কোন টিভি শোতে একাডেমীকে জাতির পিতার স্বপ্ন বলে আবেগঘন বক্ত্বতা দিবেন ।
ভাল উপডেশ দেবার বিনিময়ে আমার মোবাইলে ২০ টাকা পাঠিয়ে দিবেন, বিফলে মূল্য ফেরত।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: এই সীজনটা টিকে গেলেই হবে, আর নেত্রী তো বলছেন ২০২১ এর কথা ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
সোহানী বলেছেন: জানি না ভাই.... প্রতিস্ঠানটি রক্ষা পেলেই হলো..........
ধন্যবাদ দিয়ে দায়িত্ব শেষ করবো না তারপরও বিষয়টি নিয়ে এগিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।
আর পোস্টটি লিংক দিবার জন্যও আরেকবার ধন্যবাদ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: এই আর কি ...
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন। আরে নিদেনপক্ষে মুহিত কামরুল হানিফের নাম দিলেও চলবে। এদের একেকজনের যা ব্যাংক ব্যালেন্স হয়েছে গত কয়েক বছরে!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিত কামরুল হানিফের নাম দিলে চলবেনা,
এক নেতার এক দেশ ...
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
ইউরো-বাংলা বলেছেন: ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন। আরে নিদেনপক্ষে মুহিত কামরুল হানিফের নাম দিলেও চলবে। এদের একেকজনের যা ব্যাংক ব্যালেন্স হয়েছে গত কয়েক বছরে!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
লেখক বলেছেন: মুহিত কামরুল হানিফের নাম দিলে চলবেনা,
এক নেতার এক দেশ ...
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
সাইবার অভিযত্রী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
ইউরো-বাংলা বলেছেন: নাম পরিবর্তন করে লীগের সময়কাল বড় জোড় ৩-৫ মাস না হয় থাকল, তারপর ?