নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আল্লামা শফী রাজাকার !

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

অবশেষে আবিষ্কার আল্লামা শফী রাজাকার !

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

শিক্ষানবিস বলেছেন: আমার ছোট ছেলেটা খুব মেধাবী। কয়েকদিন আগে সমাপনী পরীক্ষা দিল। আমার ইচ্ছা তাকে মাদরাসায় পড়াবো। কিন্তু সে মাদরাসায় পড়তে রাজী নয়। আমার সাথে এ নিয়ে বেশ তর্ক করে। আমি তাকে কোনভাবে বুঝাতে পারছি না। তর্কে সে জিতেই যায়। একটা যুক্তি দিলে তা খন্ডাতে তিনটি যুক্তি দেয়। ওর মা এ দেখে খুব আনন্দ পায়।
সে এই বয়সে দেশের খোজ খবরও রাখে। পেপার পত্রিকা পড়ে। টকশো দেখে। আমি তাকে বললাম, তুমি তো ই.সি প্রধান রকীবুদ্দীন, মন্ত্রী ইনু, সুরঞ্জিত, হাসিনা, নাসিম, মায়া, কামরুল, আশরাফুল, হাসিনার ছেলে জয়, তোফায়েলসহ অনেককেই চেনো। টিভিতো তাদের কথা-বার্তা শুনে থাকো। আচ্ছা এরা কেমন লোক মনে হয় তোমার কাছে?
বলল, আব্বু এদের চেয়ে খারাপ-বদমাইশ কি দুনিয়াতে কোন জানোয়ার আছে? কি মিথ্যা কথা কয়! আমি বললাম, তুমি কি চাও এদের কারো মত হও? এ সকল দুষ্ট লোক যাদের কারণে আজ দেশে আজ বিশৃংলা চলছে, শত শত মানুষ মারা যাচ্ছে। এই যে পুলিশ র্যাজব চোখ বুঝে সাধারণ মানুষের উপর গুলি করছে। এরা সবাই কোথায় পড়াশুনা করছে জানো? আমার সীমাহীন মেধাবী, যুক্তিবাদী, তার্কিক এগারো বছরের ছোট ছেলেটা কোন উত্তর দিল না। তার নিরুত্তর ভাব দেখে আমার করুণা হল। যদিও সে আগ বাড়িয়ে সব প্রশ্নের উত্তর দিতে চায়। মাথা নীচু করে বলল, আব্বু তাহলে মাদরাসায় ভর্তির ব্যাপারে চিন্তা করো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.