নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের এভারেষ্ট কেলেংকারী + দু পক্ষে কাদা ছোড়া ছুড়ি : আদালতে, আর খবর বিবিসিতে !

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

সোমবার, 15 অক্টোবর, 2012, বিবিসি বাংলা : " ১২৫ জন লেখকের প্রবন্ধ নিয়ে প্রকাশিত সকালবেলার পাখি নামের এই গ্রন্থটিতে ভারত ও বাংলাদেশের লেখকদের লেখা সংকলিত হয়েছে যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জাআমান, হায়াত মামুদ, সুনীল গঙ্গোপাধ্যায়সহ অনেকেই।" - আর এই গ্রন্হেই দাবী করা হয় মুসা ইব্রাহীম প্রথম এভারেষ্ট জয়ী না, ( মুসা এভারেষ্ট জয় করে নি ) প্রথম জয়ী মুহিত !



বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম এক প্রকাশনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে সোমবার আদালতের দ্বারস্থ হয়েছেন। ( সম্ভবত আগের সোমবার, অক্টোবর ৮ )



গ্রন্থটির একজেন সম্পাদক রহিম শাহ বলছেন, পুরা বিষয়টি সচেতনভাবেই ছাপানো হয়েছে এবং তিনি প্রথম এভারেস্ট জয়ী হিসেবে মুসা ইব্রাহীমের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শিগগিরই তা জনসমক্ষে তুলে ধরা হবে। একই সঙ্গে আইনি লড়াইও চালিয়ে যাওয়ার কথা বলেন মি. শাহ।



বিবিসির লিন্ক : Click This Link



পেশায় সাংবাদিক মুসা ইব্রাহীম এসব অভিযোগকে ভিত্তীহীন এবং দু:খজনক বলে মন্তব্য করেন এবং এতে তার নিজের ও দেশের সম্মানহানির আশঙ্কা প্রকাশ করেন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.