![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর শ্লোগাণে শ্লোগাণে মুখরিত রাজপথে এ দুটো শ্লোগান-ই শোনা গেছে ! একজন জামাতিকে জিগেস করুণ, কোন ভাবেই শিকার করাতে পারবেন না, রাজাকারের ফাসি চাই ! অনেক কিছু বলবে, এটা সেটা বোঝাবে, আসল কথাটা বলতে পারবেনা । সব রাজাকার খারাপ ছিল না, মানুষ মারেনি ইত্যাদী ।
আবার ব্লগারদের শাস্তি ফাসী চাওয়ার ব্যাপারটাও হাস্যকর । ব্লগে তো আমার মত কওমী - হেফাজতীরাও আছে! অনেকে আবার নাস্তিক ব্লগারদের ফাসী চায় । কিন্তু সব নাস্তিক তো আর ইসলামের কঠিনতম ব্যক্ষা - বিশ্লেষণেও শাস্তিযোগ্য না ! তবে ?
তবে যারা ধর্ম অবমানণা করে সমাজে বিশৃংখলা তৈরী করে, তারা তো দেশের প্রচলিত আইনেই শাস্তি যোগ্য । ডিজিটাল সরকারের আগের আইনে ১০ বছর, আর নতুন ডিজিটাল আইনে ৫৭ ধারায় ২০ বছর ! ভাল কথা !
তাহলে সমস্যাটা কোথায় ?
১৬ কোটির এইদেশে কতজন যুদ্ধাপরাধী ? ১%? ১৬ লাখ ? না।
১৬ হাজার ? তাহলে .০১% ।
১৬ কোটির এইদেশে কতজন ধর্ম অবমাননাকারী ? ১%? ১৬ লাখ ? না।
১৬ হাজার ? তাহলে .০১% ।
এদের লতা পাতা - দোষ্ত বন্ধু কতজন? সব মিলিয়ে ১% ও হবে না ।
এদের জন্য ৯৯% লোক সাফার করবে কেন ? এদের কাছে জিম্মি থাকবে বাকী লোকগুলো কেন ?
এর একমাত্র জবাব হচ্ছে জাতি হিসেবে এই যৌক্তিক দাবীগুলোর বিষয়ে আমরা ঐক্যমটে পৌছাতে পারিনি ।
দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: জী , পাওয়া গেছে ।
নিজে থেকে ধরা দেওয়ায় ধন্যবাদ
২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একজনের মতামত , মনের কথা, আর ভাল লাগা না লাগা এরকম হাজার ইচ্ছা প্রকাশ করতে পাড়া না পাড়ার মধ্যে যে মাধ্যম সহায়ক তা হল ব্লগ। আর এই ব্লগ হল স্বাধীন ।এখানে যে যার মতে লিখছেন, ভাবছেন। সংগত নিজেকে নিজের বিবেক বিসর্জিত কিছু লোক ও আবার নিজের তাল গাছ ধাবী করতে পিছুপা হচ্ছেন না।
কারুর আবার ভাল কথা কানে গেলেই ছন করে মাথা টুটে। তাদেরকে আমার মতে কেমন জানি বিকৃত সত্তার মনে হয়। কেহ গালি দিলে পাগল ই বলবেন।
তবে আপনা ইচ্ছা আর মতের প্রাধান্যটাই হবে আজকে ব্লগ। অনেক ভাল লাগা রইল।
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
সাইবার অভিযত্রী বলেছেন: অনেক ভাল লাগা : আপনাকেও।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
ক্যাচালবাজ বলেছেন: কি বলতে চান?
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
সাইবার অভিযত্রী বলেছেন: দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
রাজীব দে সরকার বলেছেন:
এক ছাগইল্যা পোস্ট কতোবার দিবি?
আগে জামাতি অমানুষ গুলার ফাঁসী হোক না,
তারপর সব বিচার হোক
১৯৭১ এর সাথে অন্য কোন কিছু মিলাইয়া রাজনীতি করবি আর কতোদিন?