![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন পোষ্টে দেখা যায় পাঠক ১৯৭১ আল্লাহ ও রসুলের নামে বিদ্রুপকরে একের পর এক মন্তব্য করেই চলছে ! সামুর কাছে অনুরোধ ব্লগের পরিবেশ সুস্হ ও সুন্দর রাখার স্বার্থে এসব বিষয় থেকে ব্লগকে মুক্ত করবেন । ভিন্নমতকে অশিষ্ট আক্রমন করে কোন শিষ্ট অর্জন সম্ভব নয় ।
একটা পোষ্ট দেখুন : Click This Link
দয়া করে যথাযথ ব্যবস্হা গ্রহণ করবেন এই কামনা করি।
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমাদের চেষ্টা তো আমাদের করতেই হবে।
মুসলমানদের অন্তর আহত করে ধর্মবিদ্বেষীরা কি অর্জন করে বুঝিনা ।
একটা সুস্হ পরিবেশ সবাইকেই ভাল থাকতে সাহায্য করে।
২| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪১
নয়ন01 বলেছেন: ভাই সামুর এই সব ক্ষেত্রে চোখে টিনের চশমা পরে থাকে। তাই বলে লাভ নাই
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: আমাদের চেষ্টা তো আমাদের করতেই হবে।
৩| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০১
দালাল০০৭০০৭ বলেছেন: কিছু বলার নেই জনাব পাঠক ১৯৭১, ১৯৭১ নাম নিয়ে আমাদেরকে কুলষিৎ করেছেন।
আমি জানিনা তার ধর্ম পরিচয় কি? তবে সাথে এটাও বোধগম্য নয় তিনি যে ধর্মই পালন করুন না কেন অন্যের ধর্মের প্রতি তার সম্মান বোধ থাকা উচিৎ।
সর্বপরি সম্ভত তিনি ভদ্রলোক নন।
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: পাঠক ১৯৭১, ১৯৭১ নাম নিয়ে আমাদেরকে কুলষিৎ করেছে, ৭১ এর চেতনা মানে কি ধর্মকে বিদ্রুপ করা ?
যে লোক নামে ১৯৭১ যোগ করে, অন্যের ধর্মের প্রতি তার সম্মান বোধ থাকা উচিৎ।
৪| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯
শোয়াইব আহেমদ বলেছেন: ভাই এদের কথা বাদ দেন। এমন অনেক হনুরেই সামুতে আইতে আর যাইতে দেখছি। এদের পাত্তাদিয়ে সময় নষ্ট করার কোন মানে হয়না।
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৮
সাইবার অভিযত্রী বলেছেন: অনেক সময় পাত্তা দিলে বিপদ, এগুলো আরো গুরুত্ব পায়, আবার অনেক সময় চুপ থাকলে বিপদ, এগুলো বেড়েই চলে , কি করি বলেন তো!
আর মুসলমান কি এসব দেখে চুপ থাকতে পারে ?
৫| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৮
বেকার সব ০০৭ বলেছেন: ভাই সবচেয়ে ভাল হয় আমরা নিজেরা সামুতে কয়েকটা করে ফিডব্যাক দিলে। তখন সামু পাঠক ১৯৭১ কে ১০০% ব্যান করবে
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮
সাইবার অভিযত্রী বলেছেন: হুম, আমাদের ফিডব্যাক - রিপোর্ট করা উচিত, এটা অনেক কাজের।
৬| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
এম এ কাশেম বলেছেন: পাঠক ১৯৭১ এর চেতনা কি ধর্ম বিদ্বেষ?
সামুর টিনের চষমা কোলে দেখা উচিৎ।
৭| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬
নবীউল করিম বলেছেন: আমি আপনার সাথে একমত। তবে আমাদেরও কিছু করার আছে মনে হয়।
অর্থাৎ আমি অকে ব্লক করে দিয়েছি, সে আর আমার কনও লেখায় মন্তব্য কোরতে পারে না। আপনারাও ভেবে দেখতে পারেন বিষয়টা।
৮| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪
নিশাত তাসনিম বলেছেন: পাঠক সাহেব কি ব্যান হয়েছেন নাকি? তাকে তো দেখিনা এখন আর।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮
একাকী বাংলাদেশি বলেছেন: হাঃ হ্ হাঃ সামুর কাছে আপনি আবেদন জানাইছেন??? বাকিটা আর কইলাম না। ব্যান খাইতে পারি