![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগলের একটি দৈহিক বৈশিষ্ট আছে, যা অন্য প্রাণীর নেই । সেটা হচ্ছে দাড়ি । দাড়ি অন্য প্রাণীর আছে বা নেই সেটা কনফার্ম করবেন প্রাণী বিজ্ঞানীরা, তবে সাধারণ মানুষকে জিগেস করলে মানুষ আর ছাগল ছাড়া আর কারো দাড়ি আছে, এমনটা বলতে পারবে না ।
মহান স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছিল, নিরীহ নিরস্ত্র মানুষের উপর ঝাপিয়ে পড়েছিল, একদল হিংস্র হায়না । তাদের স হযোগিতা করেছিল এ দেশেরর স্হানীয় কিছু ঘাতক - দালাল - ধর্ম ব্যবসায়ীরা।
হানাদার বাহিনীকে ও দালালদের শুরু থেকে হায়না হিসেবে আক্ষা দেয়া যেতো, তবে ঘাতক-দালাল বিরোধীদের মাঝে এক দল ধর্ম বিরোধী, তথা ইসলাম বিরোধীও ছিল । তাদের দেশপ্রেমের প্রচারণাগুলো রাজাকার বিরোধী হওয়ার সাথে সাথে অনেক সময় ধর্ম তথা ধর্মীয় প্রতীক বিরোধীও হয়ে যায় ।
যাইহোক অনলাইনেই ছাগু শব্দের প্রচলণ । অনলাইনে বাংলা লেখালেখি শুরুর আগে এ শব্দটার অস্তিত্ব পাওয়া যাবে না । আগে রাজাকার চিত্রণে ধর্মীয় প্রতীক আনা হত নাটকে - পবই - এ, অনলাইনে এক কথায় সেই চিত্রায়ণ হয়ে যায় 'ছাগু' শব্দে।
স্বাধীনতার পর থেকে এক শ্রেণীর ধর্ম বিদ্বেষীরা দেশপ্রেমের নামে, স্বাধীনতার চেতনার নামে কৌশলে ধর্ম অবমাননার চর্চা শুরু করে । তারা রাজাকার চিন্হিত করে দাড়ি -টুপি দিয়ে , যদিও জা-শি নেতা কমীদের অধিকাংশের-ই দাড়ি -টুপি নেই।
তাই আপনি ধর্মীয় কোন বিষয় নিয়ে সোচ্চার হলেই ছাগু শব্দে ট্যাগ পাবেন । আপনি সহশিক্ষার বিরোধীতা করলে ছাগু, হেফাজত সমর্থণ করলে ছাগু, ধর্ম অবমানণাকারী ব্লগারদের শাস্তি চাইলে ছাগু।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০০
সাইবার অভিযত্রী বলেছেন: why they are using so bad words?
ভাই আমারও জানা নেই, তবে যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি।
২| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:২০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সংগে আমি সম্পূর্ণ একমত।
৩| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৩
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: পোস্টে +++++
পুরোপুরি সহমত। দাড়ি আমাদের রাসুল (সা) এর সুন্নাহ। এটা নিয়ে কটাক্ষ করা কতটুকু নৈতিক?
কেউ আমাকে ছাগু বললে বলি ----- "" হ্যা ভাই আমি আসলেই ছাগু, আর কিছু বলবা?""
১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:০২
সাইবার অভিযত্রী বলেছেন: দাড়ি আমাদের রাসুল (সা) এর সুন্নাহ, সেটাই মুল বিষয় ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫১
বেলা শেষে বলেছেন: Excuse me brother, i am very new in blog- i do not understand what happend in blog- why they are using so bad words?