![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো আসছে দুদিক থেকে ! মুহিতের গায়ে আলো আসছে ছবির বাম দিক থেকে, আর পাশের কালো জ্যাকেট পরা লোকটার গায়ে আলো আসছে ছবির ডান দিক থেকে !
- ভাল করে দেখুন মুহিতের বাম পাশ ছবিতে মুহিতের ডান পাশ অন্ধকার, কিন্তু কাল জ্যাকেট পড়া একটি লোকের একই পাশ আলোকিত! কিভাবে ?
- মুহিতের সামনের দিকে ( ক্যামেরার কাছে ) ছবির বাম পাশে একটি বস্ততে আলো পড়ছে যে দিক থেকে, পিছনের লাল জ্যাকেট পড়া একটা লোকের গায়ে সেই পাশই অন্ধকার!
- মুহিতের কথা মত তিনি চুড়ায় উঠেছেন সকাল ৭টায়, ছিলেন ৭:৩০ পর্যন্ত। কিন্তু আশে পাশের বস্তুগুলোর ছায়া বলছে এটা কমপক্ষে বেলা ১০টা -১২টার ছবি ! যদিও মুহিতের গায়ে আলো পড়ছে অনেকটা তীর্যক ভাবে, মানে সকাল ৭-৮ টার ছবি!
- আরো দেখুন ৩টি পয়েন্ট চিন্হিত করা হয়েছে ১- ২ -৩ ( হলুদ অক্ষরে )
আলো আসছে মুহিতের পিছন দইক থেকে, সকাল ৭ টায়। সেক্ষেত্রে ১-২-৩ এই ৩ পয়েন্টে কখনই আলো আশার কথা না!
এবার নীচের ছবিতে দেখুন পিছনের লোকটির মুখ মুছে দেয়া!
আমার আমাদের জাতীয় অর্জন নি্যে গর্ব করতে চাই। আর তারই স্বার্থে চাই বিষয়গুলো প্রশ্নমুক্ত হোক।
এ নিয়ে পোষ্ট আগেও দেয়া হয়েছিল, মুহিতের ছবির ব্যাপারে তেমন কোন মতামত পাওয়া যাচ্ছে না, তাই আবার পোষ্ট করলাম!
২| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের কিছু ছবিতে রয়েছে ফটো-এডিট করার জোড়াল অভিযোগ
Click This Link
ছবিটি দেখুন, খুবই বিখ্যাত ছবি :
Click This Link
একটু বড় করে দেখুন :
কি বুঝা যায় ? চেহারাটা মুছে দেয়া ? কেন ?
আরো ভাল করে দেখুন :
৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২
দালাল০০৭০০৭ বলেছেন: কি তার বিষয়ে লিখে বালছালে পরিপূর্ণ করেছেন । সে যে আসলেই চোর এটা বলার আর কি আছে। চুরি করে ধরা পড়েছে , সে যদি চোর না হত তাহলে সংবাদ সম্মিলন করত ?? কিন্তু তা করে নি । চোর তাই কিছুই করছে না কারণ সে জানে আমি চোর ।
বিঃ দ্রঃ ডোন্ট মাইন্ড ভাষা খারাপ করার জন্য।
৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭
দালাল০০৭০০৭ বলেছেন: ভাইয়া আপনি আমার পছন্দের ব্লগার।
কিন্তু সব জায়গায় আপনার লিংক দিলে ত মান থাকছে না ।
একটু সতর্ক না হলে চলবে।
৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
সাইবার অভিযত্রী বলেছেন: হুম।
তাহলে লিন্ক বিতরণ কমিয়ে দেব,
আসলে ক্যাচালের চান্স পেলে চুপ থাকতে পারি না তো, তাই।
৫| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:১৬
অদ্ভূত একজন বলেছেন: আর কারো এভারেষ্ট এ ওঠার দরকার নাই। অনেক জনই তো উঠলো। আর দরকার কি। তার চেয়ে দেশের অতি দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের পেছনে ওই সময়, শ্রম, মেধা, অর্থ ব্যয় করুক।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের বক্তব্য মিলছে না, সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক ব্লগের সাথে !
Click This Link