![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭১ টিভির একটা প্রোগম নিয়ে তোলপাড় বাংলাদেশ, বিশেষ করে ফেসবুক -ব্লগ । সেখানে খুব সপ্রতিভ ভাবে নিশাত মজুমদার মুসা ইব্রাহীম সম্পর্কে বললেন : মুসাকে নিয়ে সমস্যা তার 'গল্পে' । মুসার এভারেষ্ট বিজয়ের 'গল্প'টা নাকি অসম্পূর্ণ ।
আমরা বিনীত ভাবে নিশাত মজুমদারের কাছে জানতে চাইব আপনার এভারেষট বিজয়ের 'গল্প'টা কি আমাদের শোনাবেন ?
আপনি সামিট করেছেন কয়টায় ?
এরপর ক্যাম্প -৪ এ ফিরেছেন কয়টায় ?
রাত কি ক্যাম্প -৪ এ ছিলেন ? না আরো নেমে এসেছেন ?
হিলারী ষ্টেপ , সাউথ সামিট, ব্যালকনি এসব স্হানে ছিলেন কয়টায় কয়টায় ? ( যাওয়া ও আসা উভয় সময় -ই )
এসব জায়গার ছবি তুলেছেন ?
আপনার পেইড শেরপা ছাড়া , আর আপনাকে নিয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান পাহাড় চড়িয়েছে তারা ছাড়া বিশ্বের আর কোন কোন পর্বতারোহীডের আপনি দেখেন ?
আপনাকে কে কে দেখেছে ?
আপনি কাডের ছবি তুলেছেন ?
আপনার ছবি কে কে তুলেছে ?
' সামিট ডে ' এট কিন্তু একটা বিশাল দিন, ২৪ ঘন্টার ! এত লম্বা দিনে আপনি প্রায় ১৮ ঘন্টা হাটাহাটি করেছেন । আশা পাশে শ খানেক লোক ও ক্যামের থাকার কথা !
আর এভারেষ্ট বিজয়ী হিসেবে আপনার কাছে এ দিন টা সবচেয়ে স্মরণীয় হওয়ার কথা । সেই দিনের কি কি স্মৃতি আপনার মনে রক্ষিত আছে, ক্যামেরায় আবদ্ধ আছে, দয়া করে জানাবেন কি ?
এভারেষ্টর আগেও তো বেশ কিছু পাহাড়ের সামিট অভিজ্ঞতা আপনার আছে, তাই না ? সিং গা চুলি , মেরা পিক এগুলো সামিট করেছেন ?
এগুলোর 'গল্প' কি কখনও প্রকাশ করেছেন ?
আমরা কিন্তু সেসব গল্পও শুনতে আগ্রহী, এডভেন্চার ফ্যান হিসেবে !
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩
মাইন রানা বলেছেন: আপনার সব পোস্ট হল মুহিতের বিরুদ্ধে!!!! সাব্বাস!!!!! চালিয়ে চান
'
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৬
সাইবার অভিযত্রী বলেছেন: আচ্ছা।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩
পথহারা নাবিক বলেছেন: তোর লজ্জা শরম নাই তাই তোর এক বিষয় নিয়া এতো মানা মাতি। রাস্তার মাগীদেরও লজ্জা আছে কিন্তু তোর নাই। তরে থাপ্পর দিয়া তোর বিচি গালাইয়া দিতে হবে!!
৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০
রাতুলবিডি৪ বলেছেন: লজ্জা ইমানের অংগ।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের সাথে আপনার করা সামিটের 'গল্প' কিন্তু মিলছেনা সংবাদ মাধ্যম আর ডজন খানেক ব্লগের সাথে !
Click This Link