![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুলের টেক্সট বইগুলোতে দেশের সর্বোচ্চ চুড়া নিয়ে ভ্রান্তি আজো দূর হলো না । ছোটকাল থেকে কেওক্রাডং - তাজিংডং - বিজয় আরো কত কি শুনছি ! ১২৬০ মিটার !!
আমার কাছে এগুলো তথ্য আবর্জনা । শহরের আবর্জণা সাফ করার দায়িত্ব সিটি কর্পোরেশনের । সে না করলে আপনই সাফ করে ফেলুন সাধ্যের মাঝে । অন্তত চেষ্টা করুন ।
এই সব তথ্য আবর্জনা আমাদের দেশের সার্ভের জেনারেল সাফ করছেন না, দেশের ভূগোল সমিতিও করছেন না, বাংলা পিডিয়াও না, আর টেক্সট বুক বোর্ড তো তথ্য আবর্জনার দূর্গন্ধ বিস্তারের-ই দায়িত্ব নিয়েছে ।
মদক তং বা সাকাহাফং যে বাংলাদেশের সর্বোচ্চ পিক তা নিম্নের সবগুলো উপায়ে মিলিয়ে দেখা হয়েছে:
১ । US 1:250K Topo Map
২। Russian 1:200K topo Map
৩। SRTM data
৪। ASTER (Advanced Spaceborne Thermal Emission and Reflection Radiometer)
৫। Google Earth
৬। Data Recoarded by trekkers using
৭। handheld GPS receiver.
এছাড়াও maps.google.com – E টপগ্রফিক ম্যাপ আসে, কনটোর লাইন দেখা যায়, সেখানেও উচু একটা জায়গাই দেখা যায়। বিস্তারিত রেফারেন্স এর জন্য ” বাংলাট্রেক” এর সাইট ভিজিট করুন। http://www.banglatrek.org/
২| ২০ শে মে, ২০১৪ সকাল ১১:০০
লিরিকস বলেছেন: বেবি নাজনীনের এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আচঁল
লিখেছেন কে?
সুরকার কে?
২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: জানি না তো !
২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: পাপ্পু ভাই (কবি ও কাব্য) হয়ত বলতে পারবেন।
৩| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:২০
লিরিকস বলেছেন: তো পাপ্পু ভাই (কবি ও কাব্য) কে বলেন না কে লিখেছে ও সুর করেছে গানটা।
২২ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৫
সাইবার অভিযত্রী বলেছেন: ওনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছি, পারিনি!
৪| ২২ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৯
লিরিকস বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ দুপুর ১২:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: কেউ কেউ বলেন বাংলাদেশে দেশে নাকি মাউন্টেন নাই !
বাংলাদেশে দেশে নাকি মাউন্টেন নাই ?
আমার জানা মতে তো আছে !