![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামিট দাবী করার স্ক্রীণশট
কাভার ফটো এলবামে পাবেন আরেকটি ছবি :
প্রথম ছবিতে দুটা ক্রস রয়েছে । কিন্তু ক্রস দুটি একেবারেই আলাদা । ওয়াসফিয়ার দাবী অনুসারে দুটাই সামিটের ছবি । আর সামিটে ক্রস আছে একটাই । কিন্তু ওয়াসফিয়ার ছবিতে ক্রস গুলো দুরকম ।
- প্রোফাইল পিকচারে যে ক্রসটা দেখা যাচ্ছে সেটার চারপাশের বরফ। আর অন্যান্য ছবিতে যে ক্রস সেখানে ক্রসের আশে পাশে বরফ নেই !
- একটা চারকোনা প্লেট লাগানো আছে ক্রসের গায়ে । কিন্তু একটা আছে নীচে, আরেকটা উপরে ।
- ক্রসের ডিজাইটাও আলাদা
এই চুড়ায় যে ক্রসটি আছে সেটা ওয়াসফিয়ার অন্য ছবিতে দেখা যায় এমন:
কিছু লিন্কে গিয়ে সরাসরি আপনি দেখতে পারেন ছবিগুলো :
view this link
ডেইলীস্টারে এবং বিডি নিউজ -এ পাবেন নীচের ছবিটি :
ভাল করে লক্ষ্য করুন ছবি গুলোতে দুরকম ক্রস দেখা যাচ্ছে এবং ভিন্নরকম । কেন?
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই ব্রজেনদাস -কে কেউ খারাপ বলে না । কিন্তু মুসার ছবি যখন নৌকায় করে সাগর পারি দিতে দেখা যায় তখনই সমালোচনা শুরু হয় !
২| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সে তাইলে যায়নাই। এখন আপনি যান, গিয়া একটার সাথে আরেকটা মিল রেখে ছবি তুলে আসেন।
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: হুম তাই করতে হবে ভাবছি !
৩| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
বেকুবেরা সবকিছু ঠিকভাবে দেখে না, যা দেখে তা বুঝে না
৪| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫২
এম. মাসুদ আলম. বলেছেন: এই দেশে কেউ খারাপ করলে সেটা নিয়া আমরা কথা বলিনা, কেউ ভালো করলে তার ভালোকে কালো করার জন্য আমরা উঠে পড়ে লাগি,,,,,,,,,,মুসা ইব্রাহিম ওয়াসফিয়া কিংবা ডঃ ইউনুসকে নিয়া সমালোচনার অন্ত নাই। সত্যিই সেলুকাস!!!!!!!!!!!!!!!!
view this link
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: ইউনুস সাহেব নিয়ে বিতর্ক তখনই হয়, যখন তিনি দারিদ্র বিমোচনের কথা বলে দারিদ্র ব্যাবসা করেন ।
পর্বতেও বিতর্ক তখনই হয় যখন প্রমাণ পাওয়া যায় আরোহীরা চুড়ায় না উঠেই সার্টিফিকেট ম্যানেজ করেন !
৫| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৮
রাতুলবিডি৪ বলেছেন: এভারেষ্টের নীচে ওয়াসফিয়ার বিখ্যাত সেলফিতে আলো ছায়ার হিসাব বুঝে আসছে না। কেউ একটি সাহায্য করবেন ?
ওয়াসফিয়ার কিছু বিষয়ে একেবারে কনফিউসড হয়ে আছি! কেউ সাহায্য করবেন প্লীজ?
৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৬
তানভীরএফওয়ান বলেছেন: বেকুবেরা সবকিছু ঠিকভাবে দেখে না, যা দেখে তা বুঝে না
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১
সাইবার অভিযত্রী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: এই দেশে কেউ খারাপ করলে সেটা নিয়া আমরা কথা বলিনা, কেউ ভালো করলে তার ভালোকে কালো করার জন্য আমরা উঠে পড়ে লাগি,,,,,,,,,,মুসা ইব্রাহিম ওয়াসফিয়া কিংবা ডঃ ইউনুসকে নিয়া সমালোচনার অন্ত নাই। সত্যিই সেলুকাস!!!!!!!!!!!!!!!!