![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
… বাঙালী! একজন গর্বিত বাঙালি।
এভাবে আর কত দিন আমাদের সান্ত্বনা খুজতে হবে এই ভেবে যে, যাক অন্তত ২০০১ সালের চেয়ে এবার কম মানুষ মারা গেছে! বা এই ভেবে যে, আজ অন্তত কোন মানুষ মারা যায় নি! কেন, আমাদের দেশ কি পরাধীন নাকি দেশে গৃহ যুদ্ধ চলছে? কেন এত লাশ?
গনতন্ত্র রক্ষার জন্য জীবন দিতে দেখেছি! দেখেছি স্বৈরতন্ত্র রক্ষার জন্য জীবন নিতে। কিন্তু বর্তমান খুনোখুনি যে কোন পর্যায়ে পরে তা ভেবে কুল পাচ্ছি না!
আমার দেশ টা অসাধারণ।কবি তো বলেছেন,
"পৃথিবী অবাক তাকিয়ে রয়,
জ্বলে পুড়ে মরে ছাড়খার,
তবু মাথা নোয়াবার নয়!"
হ্যা , আমরা মাথা নোয়াতে শিখি নি। হাজারো প্রতিকূলতা আর মানুষরূপি জানোয়ারদের অত্যাচার সত্ত্বেও তাই দেশ এগিয়ে যায়! কিন্তু এভাবে কতদিন জ্বলতে থাকব? ক্ষমতার পরিবর্তন হয় ,কিন্তু দেশের অবস্থার পরিবর্তন কই? এখনো কেন আমাদের এই ভেবে সান্ত্বনা পেতে হয় যে, অন্তত মধ্যম আয়ের দেশের মধ্যে আমাদের জিডিপি প্রথম দিকে! আমাদের কি সারা জীবন মধ্যম আয়ের দেশ, মূলত 'ভিক্ষুক' নামের তকমা টা মাথায় নিয়ে ঘুরতে হবে? না, দেশের জণগণ তো উন্নতি চায়। যে আগে রিকশা চালাত সে ধীরে ধীরে উন্নতি করে আজ হয়ত সিএনজি চালায়, তার উন্নতি সে নিজেই করছে! কিন্তু তাদের কি , যারা অন্যের সম্পত্তি নিজের মনে করে ধ্বংস করছে?
আজ মানুষ মরছে। কিছুদিন পর হয়ত আবার সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু সেটা ক্ষনিকের জন্য, কারণ হয়ত আওয়ামী লীগ নির্বাচনের নামে যে কাপুরুষতা করেছে সেটা কিছুটা আঁচ করতে পারবে। আর না হলে শিকারি বাঘের মত শিকারের উপর সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পরার জন্য বিএনপি হয়ত আন্দোলন স্থগিত করে শেষ বারের মত শক্তি সঞ্চয় করবে। এই সামান্য সময়ে আমরা যখন আবার সামনে এগোতে যাব তখনই হয়ত শুরু হবে সেই ধ্বংসযজ্ঞ। হয়ত ক্ষমতা দিক পরিবর্তন করবে, হয়ত না। ক্ষমতায় যেই থাকুক ঘটনা একই।
যে দেশের মানুষ এত কিউট, সে দেশে এরকম জানোয়ার কীভাবে জন্মে? এরা কি আসলেই বাঙালি? নাকি .........।।
আমি আর কোন লাশ দেখতে চাই না।
আমি চাই না , কোন বৃদ্ধ চাচা যিনি তার সর্বস্ব দিয়ে সিএনজি কিনেছেন সেটা কোন পশুর হাতে ধ্বংস হোক।
চাই না, সারা বিশ্ব আমাদের ভিক্ষুক, সন্ত্রাসবাদী বলুক!
আমি দেশের উন্নতি চাই, এটা শুধু আমার চাওয়া না। এটা প্রত্যেক বাঙালীর চাওয়া।
জণগন পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে সময়ের প্রয়োজনে, ক্ষমতার জন্য নয়।
এই পরিবর্তন দরকার আমাদের চিন্তা চেতনায়, দেশের পরিবর্তন নয়!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১
এবং অভ্র বলেছেন: thanks
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬
নিলু বলেছেন: ভালো কথা , লিখতে থাকুন