নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মধ্যদুপুরে হাটছি … একা … নিজের ছায়ার খোজে …

Contact info: facebook.com/ahoysmile twitter.com/ahoysmile

এবং অভ্র

… বাঙালী! একজন গর্বিত বাঙালি।

এবং অভ্র › বিস্তারিত পোস্টঃ

এই লেখা টি তাদের উৎসর্গ করা হল, যারা ভাবে ইন্ডিয়া ১৯৭১ এ মুক্তিযুদ্ধের শেষদিকে আমাদের সাহায্য করেছিল তাদের মহানুভবতার জন্য। এবং যারা ভাবে ইন্ডিয়া আমাদের যুদ্ধ শিখিয়েছে, তাদের জন্যই আজ আমরা স্বাধীন বাংলাদেশ!!

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৯

লেখকঃ জয়নাল আবেদিন



ইতিহাস ঘাটলে দেখা যাবে ভারত আমাদের "create" করেনি,আমরাই ভারত সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করেছি।

আমাদের সূর্যসেনের দুইদিনের চট্টগ্রাম দখল ছিল ভারত সৃষ্টির বীজ।আমাদের প্রীতিলতাদের মতো অদম্য নারীরা বুকে বোমা বেঁধেছিল বলেই ভারতমাতা মুক্তি পেয়েছেন।



আমাদের তিমুমীর,তিতুমীরের সেনাপতি মাসুম....কাপিঁয়ে দিয়েছিলেন বৃটিশ রাজদের।



আমাদের শরীয়তউল্লাহ-দুদু মিয়াদের আত্মত্যাগের মাঝেই লেখা ছিল "জনগণ মন " নামক জাতীয় সংগীত।



ভুলে যাবেন না ভাই...



ভারতীয় বিপ্লবীদের চেয়ে বাংলার বিপ্লবীদের প্রতিই ব্রিটিশদের ভয় বেশি ছিল।



বাংলাদেশের একটা অংশ তারা কোনদিন দখল করতে পারেনি।



তোমরা যারা বলো ভারত আমাদের স্বাধীনতা দিয়েছে তাদেরকে বলছি,বারো ভুইয়ারা যখন দিল্লীর শাসন না মেনে এদেশ স্বাধীন রেখেছিল তখন ভারত কই ছিল?



ইতিহাস দেখো,ভারত যুদ্ধে সহযোগীতার করার অনেক আগেই জাতিসংঘে পাকিস্থান যুদ্ধবিরতি প্রস্তাব করে।তাদের কাপড় চোপড় এর আগেই নষ্ট হয়ে গেছে।রাশিয়া সেখানে ভেটো দেয়।কারণ তখনই মুক্তি বাহিনীর বিজয় নিশ্চিত হয়ে গেছে।



নয় মাস পর মার খেয়ে নেতিয়ে পড়া একটা বাহিনীকে ধরে বলছো "আইন নিজের হাতে তুলে নেবেন না!"



....তোমরা জানো না ওয়াডারল্যান্ড নামক এক বিদেশী জানবাজি রেখে যুদ্ধ করে এই যুদ্ধে বীর প্রতীক উপাধী পান।

তোমরা জানো না ফ্রান্সের এক ভদ্রলোক তার নিজের সোফা বিক্রি করে অর্থ সাহায্য পাঠান।



তোমরা জানো না এই যুদ্ধের সপক্ষে মার্কিন নৌ ঘাটিতে শ্রমিকদের বিদ্রোহ হয়েছিল।

তোমরা জানো না এই যুদ্ধের জন্যই এক মাূকিন সেনাকে কারাবরণ করতে হয়েছিল।



তোমরা আরো জানোনা সোভিয়েত যুদ্ধজাহাজ মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য বঙ্গোপসাগরে যাত্রা শুরু করেছিল।



এই যুদ্ধটা তোমাদের মতো স্বার্থপরদের ছিলনা।

এই যুদ্ধটা ছিল এদেশের মাটির আর সারা পৃথিবীর অসংখ্য নিঃস্বার্থ ওয়াডারল্যান্ডের মতো মানবিক মানুষদের।



.....তোমরা কেন সাহায্য করেছো?

একপাশে চীন আর আরেকপাশে পাকিস্থান রেখে তোমাদের শান্তির ঘুম হয়নি।বিষকাঁটাটা সরানোর দরকার ছিল।সেটাই করেছো।

আর অনেকে ভাবে পাকিস্তান বাহিনী ভারতের সেনাপ্রধানের কাছে আত্মসমর্পণ করেছিল কারণ ভারতীয়দের সহায়তায়ই আমরা জিতেছিলাম। কিন্তু আসল সত্য হল, পাকিস্তানী বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছিল। মুক্তিযোদ্ধারা কোন 'অফিসিয়াল' সেনাবাহিনীর ছিলেন না। আর তাছাড়া মুক্তিযোদ্ধারা তখন পাগলের মত খেপে ছিল। তাই পাকিস্তানিরা ভেবেছিল, মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলে তারা আত্মসমর্পণের চুক্তি ভাংতে পারে এবং পাকিস্তানি সৈন্যদের মেরে ফেলতে পারে। এই ভয় থেকেই পাকিস্তানিরা কোন 'অফিসিয়াল বাহিনীর' কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিল। তার প্রেক্ষিতেই ভারতীয় বাহিনীর সাহায্য নেয়া হয়।



তোমাদের বীরত্বে আমরা জিতেছি,না?



কাদের সিদ্দিকীর নাম শুনেছো?



এক সিভিলিয়ান হয়ে যে বৃহত্তর টাঙ্গাইল মুক্ত করে ফেলেছিল।



এম এ জি ওসমানীর নাম শুনেছো?



৬৫ এর পাক-ভারত যুদ্ধে যে তোমাদের বিরাট ক্ষতির কারণ ছিল।যুদ্ধ যুদ্ধ করে যার জীবনে বিয়ে করাই হলো না।



জুয়েলের নাম শুনেছো?



পাকিস্থানের সবচেয়ে সম্ভবনাময় ওপেনার ক্রিকেট ব্যাট ছেড়ে রাইফেল ধরে শহীদ হয়েছিল।



রুমীদের নাম শুনেছো?



এদেশের ড্যাশিং তরুণের দল চোখে সানগ্লাস লাগিয়ে ঘোরাঘুরি করার বদলে বোমা ব্যাগে নিয়ে ঘুরত।



রক্তে আগুন জ্বলা এ জাতিকে তোমরা স্বাধীনতা দিয়েছো?



হাউ ফানি!



তোমরা সাহায্য না করলে এ জাতি স্বাধীনতা পেত না?



হয়তো দেরী হতো।

একমাস কিংবা এক বছর।



কিন্তু এ জাতিকে দাবাইয়া রাখার মতো ক্ষমতা কারো ছিল না,হবেও না।



৬৫ এর মার খাওয়ার বদলা এবং ৭১ এর বিমান হামলার প্রতিশোধ নিতে তোমরা যুদ্ধ করেছো।



ইতিহাস শেখাও আমাদের?



আমরা তোমাদের ফ্রি টানজিট দিচ্ছি আর তোমরা আমাদেন ন্যায্য পানিটাও দিচ্ছো না।



তোমরা আজীবনই স্বার্থপর।



.....শাসক গোষ্টীর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় যা খুশি তা করেছো।

আর বেশিদিন নাই।



ওয়েট,এদেশের রাষ্ট্রক্ষমতা একদিন মাশরাফিদের হাতে উঠবে।



স্ট্রেইট উস্টার উপর রাখবো তোমাদের...উস্টার উপর।



মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৫

এম এ কাশেম বলেছেন: সহমত জানিয়ে গেলাম

শুভেচ্ছা.......

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫১

এবং অভ্র বলেছেন: ধন্যবাদ :)

২| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২১

সরদার হারুন বলেছেন: " ওরে ছাগলের দল" বলে গালি দিচ্ছেন কাদের ? এ খানেতো সবা ব্লগ ভাই ।

যা হোক আপনার মত পন্ডিত ব্যক্তি আমাদের মাঝে আছেন বলেই আমরা

ধন্য ।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৭

এবং অভ্র বলেছেন: ছাগল বলা হয়েছে তাদের যারা ইতিহাস না জেনে বলে ভারতের জন্যই আমাদের আজকের বাংলাদেশ। এইখানে অন্য কাউকে অপমান করা হয় নি। :) আর 'পন্ডিত' বলে কি আমাকে গালি দিলেন? দয়া করে লেখা টা ভালো ভাবে পড়ুন।

৩| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: @ সরদার হারুন
ভাই এখানে সবাই ব্লগার ঠিকাছে , কিন্তু সামুতে প্রচুর কোলকাতার ব্লগার আছে তাদের এই ইতিহাসটা জানা উচিত ।
কারন তারাই ফেসবুকে আমাদের অসন্মান করে পেইজ খুলে ।

পোস্টের লেখার অনেত তথ্য বহুল এসব তথ্য বার বার প্রচার হওয়া উচিত ।

প্রথম ভালোলাগা ।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১০

এবং অভ্র বলেছেন: হ্যা ভাই, সঠিক ইতিহাস সবার জানা দরকার। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। :)

৪| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৮

ভ্রমন কারী বলেছেন: সহমত, ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১১

এবং অভ্র বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। :)

৫| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৮

দ্য েস্লভ বলেছেন: আমরা তোমাদের ফ্রি টানজিট দিচ্ছি আর তোমরা আমাদেন ন্যায্য পানিটাও দিচ্ছো না।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৫

এবং অভ্র বলেছেন: অকৃতজ্ঞ জাতি.....। ওদের গেরিলা যুদ্ধ শেখাইছে কারা?? আমাদের 'ক্রাক প্লটুন'

৩ ডিসেম্বর বাংলাদেশে আইসা যুদ্ধ শিখে গেল আর বলে আমাদের দেশ নাকি ওরা স্বাধীন করছে!!!

৬| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩

নেক্সাস বলেছেন: দারুন লিখেছেন। আমাদের সবার এই কথা গুলো জানা উচিৎ

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৯

এবং অভ্র বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। :) কিন্তু আপনি মনে হয় লেখার হেডিং টা মিস করেছেন। এটা জয়নাল ভাই এর লেখা। কয়েকটা জায়গায় আমি অতিরিক্ত কিছু জিনিস লাগাইছি মাত্র। ধন্যবাদ দিতে হলে তাকে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দিন, লিঙ্ক দেয়া আছে। :)

৭| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০

যোগী বলেছেন:
অসাধারন ঝাঝা+++++

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

এবং অভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৮| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫

আবু জাকারিয়া বলেছেন: ঠিক লিখেছেন জয়নাল ভাই। সহমত। আপনার মাধ্যমে ধন্যবাদ প্রদান করলাম তাকে।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

এবং অভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

৯| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

হাসানুর বলেছেন: ভালো লাগলো...

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭

এবং অভ্র বলেছেন: ধন্যবাদ। :)

১০| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৫

বাঘা তেঁতুল বলেছেন: সাহায্য করছে নাকি দেশ ছেড়ে যাওয়ার সময় যা পাইছে লুট করে গেছে । চাচাদের মুখে শুনেছিলাম পাকিস্থানীরা ২৩ বছরে যা লুট করেছে , ভারতীয়রা একমাসে বা দুইমাসে তার চেয়ে বেশী নিয়ে গেছে ।

হ্যা কোলকাতার কিছু পোলাপান আমাদের অনলাইন স্পেস এসে কমেন্ট করছে ভালো মানুষের মতো পরে বাংলাদেশীদের নিয়ে বাজে মন্তব্য বা পেইজ খোলা হচেছ , এদের কমেন্ট কে ইগনোর করুন , বা তারা কিছু লিখলে তার জবাব যে দিতে হবে এমনটা না ।

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭

এবং অভ্র বলেছেন: :)

১১| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫

রামন বলেছেন:
বেশ ভালই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন। মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের পিছনে স্বার্থ জড়িত ছিল সেটা ঢাক ঢোল পিটিয়ে বলার দরকার নেই কারণ সেই ইতিহাস সবাই জানে। কিন্তু যাদের কারণে মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্য নিতে হয়েছিল সেই মোনাফেক বেইমান জারজ রাজাকার আলবদরদের নাম আপনার লেখায় আসেনি কেন? যদি সেই সময় গণিকার সন্তান রাজাকার, বদরবাহিনীর জন্ম না হত তাহলে আমাদেরকে স্বাধীনতার জন্য দীর্ঘ ৯ মাস যুদ্ধ করতে হত না, মুক্তিবাহিনীর ছদ্মবেশে ভারতীয় সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধে অংশ নিতে হত না৷ এই দেশে এত বড় গণহত্যা সংঘটিত হত না৷ সেদিন আমাদেরকে ভারতের কাছে পাহাড়সম ঋণী করার পেছনে যতটুকু না দায়ী ছিল পাকিস্তানিরা তারচেয়ে বহুলাংশে দায়ী এদেশেরই হারামখোর রাজাকার, আলশামস ও গোলাম আজমের বংশধররা। ভারত বন্ধু হোক বা শত্রু হোক তারা প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু ঘরের শত্রু বিভীষণ সেই হায়েনার দল রাজাকার ও তার বংশধরেরা এ দেশের মাটিতে এখন টিকে আছে৷ তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রের জাল বুনছে দেশের বিরুদ্ধে , দেশের মানুষের বিরুদ্ধে। ৭১ এর মত দেশের মেধা ও বুদ্ধিজীবিদের নিশ্চিন্হ করার নীলনকশা করছে অহনির্শী। সেদিনের পরাজয়ের গ্লানি কুড়ে কুড়ে খাচ্ছে নপুংশুকদের। প্রতিশোধের নেশা তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ নরপশুদের। কাজেই সাধু সাবধান।

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

এবং অভ্র বলেছেন: আপনি মনে হয় পোস্ট টা ভাল ভাবে বোঝেন নি। এটা তাদের নিয়ে লেখা যারা ইতিহাসের ভুল ব্যাখা দেয় এবং ভাবে আমরা দেশ স্বাধীন করি নাই বরং ইন্ডিয়া আমাদের দেশ স্বাধীন করে দিছে। পাকস্তানিরা কি করছে না করছে সেটা এই লেখার বিষয় ছিল না।

১২| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৩

কিং ফাহিম বলেছেন: @এবং অভ্র
আমার ১ম সেমিস্টার পরীক্ষা ভাই আপনি বুঝার চেষ্টা করেন তাও আমি সময় বের করে আপনার প্রশ্নের অ্যানসার লিখেছি ক্লিক করুন।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

এবং অভ্র বলেছেন: i have given my answers in this post of yours Click This Link
hope next time i will get a satisfactory answer

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.