নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

ফটো ব্লগ- বাণিজ্যমেলা ২০১৩

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আজ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলাম। আমি আর আমার মা। উহঃ যেতেই যে ঝক্কি হলো সে আর কী বলবো। যা হোক আজ বাণিজ্য মেলায় যে স্থাপনাগুলো ভালো লাগলো সেই গুলো নিয়েই আজকের এই পোস্ট।



দেখুন তো আপনাদের কেমন লাগে।





- মার্কস দুধের প্রতিষ্ঠান। চমৎকার একটা স্থাপনা। এখানে বাচ্চাদের জন্য রেল গাড়িও আছে। সাধুবাদ পাওয়ার মতো স্থাপনা।





- এশিয়ান টেক্সটাইল এর এই স্থাপনাটা বেশ লাগলো। এর সামনের ফোয়ারাটাও চমৎকার। লাল রঙের পানির ফোয়ারা।





- বি আর বি ক্যাবলস এর ব্যাতিক্রমী স্থাপনা। পুরোটাই কাঁচের, ট্রান্সপারেন্ট।





- সাধারণ স্থাপনার মাঝে এই রিকো নামের দোকানটি একটু ব্যতিক্রমী লাগলো। এরা কাগজের টি পট, প্লেট মানে অস্থায়ী ব্যবহার উপযোগী জিনিস গুলোর উৎপাদন আর বিতরণ করছেন। (কেউ আবার মনে করেন না, আমি এই প্রতিষ্ঠানের মার্কেটিং করছি।)





- এস,টি,বি এশিয়া ইমপ্লেক্স এর বাঁশ আর ছন দিয়ে তৈরি একটি ব্যতিক্রমী স্থাপনা। এরা চা, কফি বিক্রী করছেন।





- ওয়ালটন এর স্থাপনাটাও ভালোই লেগেছে।





- গোল্ডেন হারভেস্ট এর চারদিক উন্মুক্ত স্থাপনা আমার কাছে বেশ লেগেছে।





- স্পীড এর এই স্থাপনাটাও কৃতিত্বের দাবী রাখে। বেশ যত্ন নিয়ের ভাঙ্গা-চোরা একটা স্থাপনা গড়া হয়েছে।





- ঈগলু এর স্থাপনাটা বাচ্চাদের কাছে শুধু নয় সকলের কাছেই বেশ পছন্দের। সব বয়সের মানুষরাই এসে কিনছেন, খাচ্ছেন আইসক্রীম।





- সনি এর গড়া এই ফোয়ারাটা দেখতে বেশ।





- দ্বীন ফার্নিচারের সামনে এই রকম একটি পরিবেশ আমাকে অভিভূত করেছে। বাচ্চারা বেশ আগ্রহ নিয়ে দেখছে রাজহাস, বানানো হরিণ।





- থাইল্যান্ড এর উষা ফ্লোরা লিমিটেড এর স্থাপনাটা সত্যি সমীহ জাগানো। সন্ধ্যার মুহূর্তে তোলা তার আলো কম পড়েছে।





- বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন। ভেতরে ঢোকা হয়নি সময়ের অভাবে।





- হাতিল এর এই স্থাপনাটা রাতে বাত্বি জালানোতে বেশ লাগছিলো।



আর যেটা অনেক অনেক ভালো লাগলো তা হলো, এই বাণিজ্য মেলার মধ্যে একটু খানি সুন্দরবন। তবে এইবার বিদেশীদের পদচারণা একটু বেশি চোখে পড়ল। এটা বেশ ভালোই লাগলো। মেলাটাকে আন্তর্জাতিক আন্তর্জাতিক মনে হলো।





- সুন্দরবন ইকো পার্ক।















































অবশেষে আমার মায়ের দুটি ছবি।





- আখতার ফার্নিচারের একটি টিভি ট্রলির সামনে।





- মেলা থেকে বের হয়ে তোলা।



আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। সুন্দর থাকুন। দেশের পণ্য কিনুন, দেশের শিল্পকে সমৃদ্ধ করুন।

মন্তব্য ৬২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল B-)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ স্বর্ণা। গতকালই উত্তর দিয়েছিলাম, কিন্তু কি যে হলো। সেখানে বলেছিলাম, বাংলাদেশে এসে একবার বাণিজ্য মেলা দেখে যেয়েন। ভালো লাগবে, আরো অনেক বেশি। আমরা নতুন কিছু পেলেই ঝাপিয়ে পরি। বাণিজ্য মেলা পুরনো হয়ে গেছে, কিন্তু প্রতি বছর আসে নতুন রূপে, আর আমরা ঝাপিয়ে পরি। কিন্তু এতেই যে অনেক অনেক আনন্দ!

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

মদন বলেছেন: +

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মদন ভাই।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

ইভা_110 বলেছেন: +++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ইভা_110 ভাইয়া। ভালো থাকুন।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: চমৎকার। শেয়ারের জন্য ধন্যবাদ। +++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মাহমুদুল হাসান কায়রো ভাইয়া। ভালো থাকুন।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

আরজু পনি বলেছেন:

আপনিতো সব ফটো তুলে ফেলছেন! আমার জন্যে কিছুই বাকী রাখলেন না :((


হাহাহাহা বেশ লাগলো সজীব। এখনো বাণিজ্য মেলায় যাইনি, আপনার পোস্টই সেই দাবী পূরণ করলো। ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পনি আপু, আপনার কমেন্টস পড়ে হাসতে হাসতে গড়িয়ে পরছি। ছবি তুলেছি যে কী যুদ্ধ করে সে কেবল আমিই জানি। যেখানে যাই, আম্মা একটা না একটা কিছু পছন্দ হয়। বিশেষ করে হাড়ি, ফ্রাই প্যান, প্লাস্টিকের জিনিস। সারা বাণিজ্য মেলা কাপ-পিরিচ নিয়ে ঘুরেছি। হাত আর হাত নেই। ব্যথায় কলা গাছ হয়ে গেছে।

যেখানে যাই, যে স্থাপনা ভালো লাগে আম্মার কাছে রেখে ছবি তুলতে হয়েছে। এইবার চিন্তা করেন! তবে ভাগ্য ভালোই বলতে হবে, কোনো কিছু হারায়নি।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল। আমি সাধারনত বানিজ্য মেলায় যাই না, এখন মনে হচ্ছে এগুলো দেখতে যাওয়া উচিত

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: তানিম ভাই, তাড়াতাড়ি চলে যান, না গেলেই কিছু মিস হয়ে গেল। ছবি দেখে কী আর মন ভরে? দুধের স্বাদ কী আর ঘোলে মেটে? তাই সরাসরি বাণিজ্য মেলায় যেয়ে স্বচক্ষে দেখে আসুন, আমাদের এই অস্থায়ী স্থাপনা নির্মানেও কতটা উন্নতি করেছে। চিন্তায়, কর্মে আর ঐতিহ্যে।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

-- আখতার ফার্নিচারের একটি টিভি ট্রলির সামনে আম্মার ছবিটা ভালোই লাগলো !! সুন্দর হইছে ছবি খান !! :)

+++++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ বিকারগ্রস্থ। তুই গেলে ভালো হতো, কিছু বোঝা তোর কাছে গছিয়ে দেয়া যেত! :P :P

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

এ্যাংগরী বার্ড বলেছেন: যাওয়া হল না এবার মেলাতে। তাই আপনার তোলা ছবি দেখে ভাল লেগেছে।
ধন্যবাদ। +++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কেন কেন এ্যাংগরী বার্ড? যাওয়া হবে না কেন? সময় করে ঘুরে আসুন। এই বারের ব্যবস্থা আগের বারের চেয়ে ভালোই লেগেছে। তবে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কোথা দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হবো কিছুই বোঝা যায় না। পুরো ম্যাপটা একটু হিজিবিজি হয়ে গেছে।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

বিষন্ন একা বলেছেন: +++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বিষন্ন একা ভাই, বিষন্নতা ঝেড়ে ফেলে, ঘুরে আসুন। ভালো লাগবে।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২২

ফেলুদার চারমিনার বলেছেন: দারুন ফটোব্লগ :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ফেলুদার চারমিনার, এই আইডিয়াটা কিন্তু পনি আপু (আরজুপনি) কে দেখে হয়েছে। পনি আপু কয়েক দিন আগে বাংলা একাডেমীতে দেয়াল পত্রিকার মেলার সংবাদ নিয়ে ব্লগ দেন। আমার ও মনে হলো, বাণিজ্য মেলা নিয়ে এতো দিনেও কিছু চোখে পড়ল না। তাই উৎসাহ নিয়ে ছবি তুলে দিলাম ব্লগে পোস্ট করে। এর অনেক খানি কৃতিত্ব আমার আম্মুরও। ছবি তুলতে চাইলেই আম্মু, সমস্ত টোপলা-টাপলি একা সমলে রেখেছিলেন। তাই সবাইকে ধন্যবাদ।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

হাবিব০৪২০০২ বলেছেন: মাহমুদুল হাসান কায়রো বলেছেন: চমৎকার। শেয়ারের জন্য ধন্যবাদ। +++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাবিব০৪২০০২ ভাই, ধন্যবাদ। ঘুরে আসুন। ভালো লাগবে।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

প্রিয়তমেষূ বলেছেন: একটু খানি সুন্ডর বন দেখিনি আবার যাতে ইচ্ছে করছে!!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায় হায়! আপনিতো তাহলে কিছুই দেখেন নি। সত্যি বলছি, এই অংশটুকুই সবচেয়ে আকর্ষণীয় আর সুন্দর। যেই পরিকল্পনা করুক তাকে অনেক অনেক ধন্যবাদ। এর মাধ্যমে সুন্দরবনকে সবার সামনে তুলে ধরা হলো। বিদেশী যারা এসেছেন, তারাও সুন্দরবন নিয়ে আগ্রহ পকাশ করবেন।

আমি বলবো, বাসা কাছাকাছি হলে আরেকবার ঘুরে আসুন।
ধন্যবাদ।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... বেশ ভাল হয়েছে ছবিব্লগ... বাণিজ্য মেলায় গিয়েছিলাম, কিন্তু সুন্দর বন তো চোখে পড়ল না !!! :( :(

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম ভাই, চোখটা আসলে কিসের উপর ছিলো বলেন তো!? রসিকতা করছিলাম, সিরিয়াসলী নিয়েন না। এইটা ঢুকে একটু ভেতরের দিকে বায়ে। তবে আসলেই এইটা দোকানের পেছনে থাকায় অনেকেই হয়তো খেয়াল করেন নি। আর এতো বড় মেলা, আমিই কী পুরোটা ঘুরতে পেরেছি? তার উপর আবার আম্মু ছিলো। টোপলা-টুপলি নিয়ে হাটাও মুশকিল। এরমধ্যেই কিছু ভালো লাগা স্থাপনার ছবিগুলো ফ্রেম বন্দী করেছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন। পারলে আরেক ঘুরে আসুন।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

সুফিয়া বলেছেন: মেলায় যাওয়া হবে কি না জানিনা। তবু কিছুটা দেখার সুযোগ হলো আপনার সৌজন্যে। সেজন্য ধন্যবাদ।

আর মাকে অনেক অনেক সালাম।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কেন কেন? সুযোগ তৈরি করে নিন। আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যেও আমার মাকে নিয়ে ঘুরে আসলাম। এটা আসলে না করলেই হতো না। আসলে সময় আসে না, করে নিতে হয়। যদিও পরিস্থিতি বলেও একটা কথা আছে। ভালো থাকুন, সুফিয়া ভাইয়া।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পিকচার

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: গতকাল আমার কী হয়েছিলো!? বেশ কয়েকটা মন্তব্যের উত্তর দেয়া হয়নি মনে হচ্ছে। অথচ আমি গতকার সবগুলোর উত্তরই দিয়েছে মনে পড়ছে। তবে এগুলো বাদ পড়ল কিভাবে?

মাসুম আহমদ ১৪ ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

কাউসার রুশো বলেছেন: দারুন ছবিব্লগ
+++ :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কাউসার রুশো ভাই, ক্যামন আছেন? আপনার কাছে ভালো লেগেছে এটা শুনতেও তো ভালো লাগে।

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভাই, সবসময়।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

জুন বলেছেন: সব ছবিগুলোই অপুর্ব হয়েছে সজীব। তোমার মার ছবিটা অনেক প্রানবন্ত।
সুন্দরবন বোধহয় নতুন সংযোজন । এশিয়ান টেক্সটাইল প্রতিবছর একই জায়গায় একই ডিজাইনে ষ্টল বানায় । ষ্টলের ডিজাইনগুলো সত্যি সুন্দর , বিশেষ করে স্পীডের।
+

ঢাকায় যে বছর থেকে এক্সপোর্ট ফেয়ার শুরু তখন থেকেই একাধিক বার যাওয়া আমার একটা রোগ ছিল। এখন যখন দেখি প্রায় অধিকাংশ দোকানই নিউমার্কেট অথবা গুলশান ১নং মার্কেটের তখন থেকে যাওয়া বন্ধ। আর হাতেগোনা যে দুয়েকটা বিদেশী দোকান বলে তারা, তাদেরও ঢাকার বিভিন্ন শপিং মলে দোকান আছে। দোকানের অনেকে বিক্রেতাই পরিচিত কেনাকাটার সুবাদে। যদি বলি এত দাম চাচ্ছেন কেন এখানে ? বলে স্টল বানানোর খরচ আছে না আপা।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপু, একদম সত্যি কথা। বিদেশী দোকানের স্টলে তাই এবার ঢুকিনি একবারও। আর পত্রিকাতেও পড়লাম বিদেশী স্টলের নাম করে এরা দোকান নিয়ে দেশের লোকজনের কাছে পজিশন বিক্রী করে দেয়। এতে আমরা আসল বিদেশী পন্য মনে ধোকা খাচ্ছি। এবার এমন প্রতিষ্ঠান একটু কম। এই ব্যাপারটা ভালো লেগেছে। তবে দোকান অনেক বেশি মনে হলো এবার।

আপু এবারের মেলার নতুন সংযোজন সুন্দরবন। আমিতো দেখে বাকরুদ্ধ!
এতো সুন্দর! এবার সময় করে ঘুরে আসুন। ভালো লাগবে।

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার ভাইয়া। ভালো থাকুন।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

সোহানী বলেছেন: ++++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সোহানী ভাইয়া।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ফটো ব্লগ, বিশেষ করে আপনার মা কে দেখতে পেয়ে ।

ভালো থাকবেন ।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আমার মা! একজন মহীয়সী নারী, আমার কাছে।

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: দারূণ পোস্ট......+++++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আহমেদ সাব্বির পল্লব ভাই। ঘুরে আসুন ভালো লাগবে।

২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

টেকনিসিয়ান বলেছেন: সব ছবিগুলোই চমৎকার। চট্টগ্রামে বসে ঢাকার বানিজ্য মেলায় কিছুটা দেখা হলো।


দেশের পণ্য কিনুন, দেশের শিল্পকে সমৃদ্ধ করুন। __________সহমত।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাই টেকনিসিয়ান, ঢাকায় এসে একবার ঘুরে যান, ভালো লাগবে নিশ্চিত।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর। আমি অবশ্য বাণিজ্য মেলায় যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটা ঘুরতে।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বস, একুশে বইমেলায় (বাংলা একাডেমীর প্রাঙ্গনে) বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল থাকে, বাণিজ্য মেলাতেও থাকে আগে জানতাম না। আপনি ভুল করছেন, না আমি ভুল করছি বুঝতে পারছি না।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

বাঙাল শিক্ষক বলেছেন: এবার একটু অন্য রকম মনে হচ্ছে আপনার ছবি গুলো দেখে। ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বাঙাল শিক্ষক ভাই, একটু অন্যরকম কী রকম? ভালো নিশ্চয়ই!? তবে দেরী করে লাভ নেই, ঘুরে আসুন।

ভালো থাকুন, মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সজীব ভাই, আমি জানতাম আপনি এই প্রশ্নটা আমাকে করবেন।

আসলে হচ্ছে কি, আমাদের চট্রগ্রামে কোনো একুশের বইমেলা হয় না। যার কারনে আমরা চট্রগ্রামবাসী একটা চমৎকার উপলক্ষ থেকে বঞ্চিত হই। ঢাকায় যখন বইমেলা চলে তখন চট্রগ্রামে বাণিজ্যমেলা শুরু হয়।

দুধের সাধ ঘলে মিটানোর জন্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্রগ্রাম বাণিজ্য মেলাতে একটি স্টল দেয়।

আমি সাধারণত মেলাতে তেমন যাই না। কিন্তু এই মেলাতে যাই আমার আম্মার কারণে। মেলাতে গিয়েই আমি বইয়ের স্টলে ঢুকে পড়ি, আর আম্মা শপিং করতে থাকে। ফিরার সময় একসাথে ফিরি।

আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম।

আশা করি কারও কোনো ভুল হয়নি।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও আচ্ছা, এই ব্যাপার! কী করে বুঝি বলুন? আমি তো আর চট্টগ্রামের বাণিজ্য মেলায় যাই নি। কোনো দিন সময় হলে হয়তো যাবো। ঢাকার বাণিজ্যমেলা আর বইমেলা এই দুটোই ঘুরে দেখার আমন্ত্রণ রইল, বন্ধু।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শান্তা273 ভাইয়া, ধন্যবাদ। এখনো না যেয়ে থাকলে ঘুরে আসুন। ভালো লাগবে।

ভালো থাকুন।

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

নীল-দর্পণ বলেছেন: এবারের মেলাটা বেশ সুন্দর করে সাজানো দেখা যাচ্ছে। ১৯তারিখ আম্মার সাথে যাওয়ার পথে কোন এক কারনে মনোমালিন্য হওয়ায় অর্ধেক পথ যেয়ে বাসায় ফিরে এসেছি..... :(

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায় হায়, বলে কী? বুঝতেই পারছেন, কী মিস হলো। এখনো সময় আছে, ঘুরে আসুন, ভালো লাগবে। সত্যি বলছি, সুন্দরবন এর জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছে।

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

দেবদাস. বলেছেন: ভাল লাগল :) । +++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দেবদাস. ভাইয়া, ধন্যবাদ।

ভালো থাকুন।

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

আমি সুফিয়ান বলেছেন: ভালো লাগলো

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি সুফিয়ান ভাই, ধন্যবাদ।

ভালো থাকুন।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

জুন বলেছেন: তোমার পোষ্ট পড়ে আমিও ঘুরে এসেছি সজীব
আর কি সুন্দর পোষ্ট দিয়েছি দেখো :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এক্ষুনি যাচ্ছি জুনাপু।

৩১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

অহন_৮০ বলেছেন: চমৎকার হইছে

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এতো দিন পর! তবু ধন্যবাদ অহন_৮০।

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.