নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলা ২০১৩ (ফটোব্লগ)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭



বাসা থেকে বের হলাম বইমেলায় যাবো বলে। দোয়েল চত্ত্বরের রোডে ঢুকতেই একটু খটকা লাগলো, সবাই কেমন জানি সারিবদ্ধ হয়ে রাস্তার দুইধারে দাঁড়িয়ে আছে। যেন প্রিয়ো নেতার জন্য অপেক্ষা করছেন। আর পুলিশ, র‌্যাব পর্যাপ্তের চেয়ে কয়েক গুন বেশি। রিক্সা দোয়েল পর্যন্ত পৌছে গেলো কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে। ঢুকতে পারছেনা। পুলিশের ব্যারিকেড দিয়ে রেখেছে। বুঝতে পারলাম, মাননীয় প্রধানমন্ত্রী এখন অবধি মেলাতেই আছেন। তিনি যাবেন, তারপর সবাই ঢুকতে পারবে। ঘড়িতে ৫.০০টা বাজে। প্রায় ১৫-২০ মিনিট পর আমরা বইমেলার প্রাঙ্গনের দিকে রওনা দিতে পারলাম।





- এটা কোনো মিছিল নয়, বইমেলায় যাচ্ছে মানুষ।



এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত হুমায়ূন আহমেদকে।





- হুমায়ূন আহমেদ।



ঢোকার মুহূর্তেই বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠলো। প্রিয়ো হুমায়ূন আহমেদ আর নেই। তিনি এখন কেবল স্মৃতি। ফের মনে পড়ে গেল, ইমদাদুল হক মিলনের কথা। তিনি ছিলেন আমাদের মেলা কাত করা লেখক। প্রতি বইমেলা কেবল হুমায়ূন আহমেদের দিকে ঝুঁকে পড়ত। যার বই পাঁচ দশ নয়, পঞ্চাশ হাজার কপি ও বিক্রী হয়েছে এক বইমেলায়।



মেলায় ঢুকতেই বুঝতে পারলাম টিভি চ্যানেল গুলো লাইভ টেলিকাস্ট করছে। এখন যতগুলো টিভি চ্যানেল, তাতে মেলায় মানুষ না হলেও সব সময় জমজমাট থাকবে। চ্যানেল আইতো একটা স্টলই নিয়ে বসে আছে।



স্বাধীনভাবে হাটার উপায় নেই। 'ভাই সামনে দিয়ে যাবেন না', মুখ তুলে তাকাতেই বুঝতে পারলাম ভিডিও চলছে কোনো চ্যানেল থেকে।



একটু এগিয়েই দেখি ভাষা সৈনিকদের চত্ত্বর।











এর পাশেই রয়েছে সরাসরি বইমেলা।







এর পাশেই চ্যানেল আইয়ের ব্যানারে (ছাতার নীচে, যে ছাতা তিনি নিজেই ধরে রয়েছেন) এক বংশীবাদকে দেখা গেল।



-বংশীবাদক।



আসুন দেখা যাক, কিছু দৃষ্টি নন্দন বইয়ের স্টল। দৃষ্টি নন্দন বইয়ের দোকান খুব একটা চোখে পড়ল না। যে কটা ভালো লাগলো দিয়ে দিলাম।



-জাগৃতি প্রকাশনীর স্টল



-পাঠক সমাবেশ এর স্টল।



-অন্য প্রকাশ।



অন্য প্রকাশের স্টলটি ছবি তোলার সময় বন্ধ ছিলো। তাদের স্টলের উপর হুমায়ূন আহমেদ কে স্মরণ করে এই পোস্টারটি সত্যি মন ছুঁয়ে গেল।



-আগামী প্রকাশনীর স্টল।



-রোদেলা প্রকাশনীর স্টল।



এইবারের বইমেলায় একটা ব্যাপার সুন্দর লাগলো। বেশ কয়েকটা চত্ত্বর করা হয়েছে। আসুন দেখা যাক।



-রবীন্দ্র চত্ত্বর।



-ধীরেন্দ্রনাথ চত্ত্বর।



-সাহিত্য বিশারদ চত্ত্বর।



-সোমেন চন্দ চত্ত্বর। (দুঃখিত, ছবিটি ভালো আসেনি।)



-শহীদুল্লাহ চত্ত্বর।



-নজরুল চত্ত্বর।



-সুফিয়া কামাল চত্ত্বর।



এবার অল্প কিছু কথা বলে নেই। প্রথম দিনে বইমেলায় এসে যা দেখলাম-



১. বইমেলার বাইরে রাস্তায় কোনো বইয়ের স্টল নেই।



২. ভেতরে কেবল খাওয়ার ক্যান্টিন একটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত।



৩. অন্যবারের তুলনায় এবারের বইমেলায় ফুল বেশি চোখে পড়ল। ফুলের সমারোহ কার না ভালো লাগে।



৪. প্রতিবারের মতো উন্মাদের স্টল নেই, তবে বসুন্ধরার স্টল আছে।



৫. প্রথম দিন এসে দেখা গেলো অনেক স্টল এখনো বানানো শেষ হয়নি।



৬. অনেক দোকানের ঝাপি খোলা হয়নি।



৭. প্রতি বছরের মতো এবার ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনীর স্টল নেই। (গতবার এই ফাউন্ডশনের ব্যানারে লেখা ছিলো- বঙ্গবন্ধু কর্তৃক প্রতিষ্ঠিত।)



আর বই দেখতে দেখতে কিনেও ফেললাম তিনটা বই। গত বছর আমার লেখা 'নীল আগুন' কবিতার বইটা শুভ্র প্রকাশনীতে পাওয়া যাওয়ার কথা। এ বছর কিছু বের হলো না। তবে সামনে বছর ইচ্ছা রইলো, একটা বই সম্পাদনা করার।



আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আর বেশি বেশি বইমেলায় আসুন, ঘুরুন, দেখুন আর মনের মতো বইটি কিনুন। বই কিনলে প্রকশকেরা বই ছাপাতে কার্পণ্য করবেন না। নয়তো, আমরা ভালো লেখকদের ভালো বই আর বেশি পাবো না। প্রয়াত হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন এর মতো জনপ্রিয়ো লেখকরা ছিলেন বা আছেন দেখেই প্রকাশনী অনেক গবেষণা ধর্মী বই ছাপাতে সাহস করে। আমাদের ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমার তো প্রতি মাসে বেতনের পর একটা বই না কিনলে ভালোই লাগেনা। সে যত কমটাকা বা বেশি টাকার ই হোক। আসুন আমরাও বই পড়ার অভ্যাস গড়ে তুলি। প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখি, সুরক্ষিত করি।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

শূন্য পথিক বলেছেন: ২-১ দিনের ভেতর যাব।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শূন্য পথিক অবশ্যই যাবেন। শুভ কামনা রইলো।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

অস্তিত্বহীন বলেছেন: Click This Link

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: এবারের বইমেলা নিয়ে সম্ভবত এটাই প্রথম ছবি ব্লগ । প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম । :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও তাই নাকি? ধন্যবাদ মামুন ভাই। ভালোলাগা নিরন্তর রইলো। নিশ্চয়ই যাবেন বইমেলায় সময় করে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

রুদ্র মানব বলেছেন: ভাললাগলো , তাই ভাওললাগা দিয়ে গেলাম ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুদ্র মানব ভাই।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

নিষ্পাপ কয়েদি বলেছেন: সেবা প্রকাশনিতে যাব।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুধু সেবা প্রকাশনী? হোক, তবু যাবেন কিন্তু।

আমার ব্লগে স্বাগতম নিষ্পাপ কয়েদি।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

কালো ঘোড়ার আরোহী বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ব্লগ পড়া আর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ কালো ঘোড়ার আরোহী ভাইয়া।

আমার ব্লগে স্বাগতম। হ্যাপী ব্লগিং।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: সুন্দর হইছে, আমি কিছু মোবাইল দিয়ে তুলেছিলাম। আরো ছবি দিয়েন প্লিজ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দিবো, আবার যাবো সামনে সপ্তাহে।

ধন্যবাদ এহসান সাবির ভাই। ভালো থাকুন।

হ্যাপী ব্লগিং।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনার লেখা বই গত বইমেলায় বের হয়েছে অথচ আমি জানতে পারলাম এক বছর পর।

'নীল আগুন' কবিতার বই, শুভ্র প্রকাশনী। রাইট???

দেখি কিনব।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ এইটা আর এমন কী বন্ধু!

এমন তো কতই হয়।

আপনি ভালো থাকুন। আমি হিটলার/ ২য় বিশ্ব যুদ্ধের এর আরো কত অজানা কাহিনী জানার অপেক্ষায় আছি।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। এইবারের বই মেলা নিয়ে এটাই প্রথম ছবি ব্লগ। আমিও প্রিপারেশ নিচ্ছিলাম বই মেলা নিয়ে একটি ছবি ব্লগ দিব বলে। :)

আরো কিছু বই এর দোকান আর বই এর ছবি দিলে মনে হয় আরো বেশি ভালো লাগত। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: রাতে ভালো ছবি আসেনা। মনে হচ্ছিলো কুয়াশা পড়ছে। তাই বেশি ছবি দেয়া হলো না। তবে আবার যাবো এই শুক্রবার। সেদিন দেখি ছবি তোলা যায় কিনা?

ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।

আমার ইচ্ছা আছে এই বার যে বইগুলো কিনলাম, সেগুলো নিয়ে একটা ব্লগ দেয়া যায় কিনা? (নাহ আর না, ব্লগিংয়ের সবাইকে বলা যাবেনা। হাঃ হাঃ হাঃ)

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগল ছবিতে বইমেলা দেখতে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নীল-দর্পণ ভাই, অনেক দিন পর আমার ব্লগে এলেন। ধন্যবাদ।

ব্লগের মেলাকে ধরতে চেয়ে এটা ছোট্ট প্রয়াস। ঘুরে আসুন। ভালো লাগবে।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

আরজু পনি বলেছেন:

আমি জানি না, এবারের বইমেলা কেমন যেন প্রাণহীন মনে হলো, অন্যান্যবার আমি প্রচুর ছবি তুলি, এবার আমার বাচ্চা পর্যন্ত আমাকে মনে করিয়ে দিল, ছবি তুলতে, তবু্ও ইচ্ছে করছিলো না ছবি তুলতে! অন্যান্যবার প্রথমদিন থেকেই প্রায় দিনই যাই কিন্তু এবার কেন যে মেলা টানছে না, নাকি আমার ব্যস্ততা ...বুঝতে পাচ্ছি না :(


আপনার পোস্টটা অনেক ভালো লাগলো।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পনি আপু, ধন্যবাদ। কী আর বলবো? সময় যেমন কালো চুল রূপালী করে দেয়, তেমনি সময় বইমেলাকেও ফ্যাকাসে করে দেয় কিনা বলতে পারবোনা। তবে হুমায়ূন ছাড়া অমর একুশে বইমেলা কতটা রঙ ছড়াবে তা সময়ই বলে দিবে।

আপনার পুচকির জন্য একটা বই অনুবাদ করেছিলাম, এবার বের হলো না। মনটা আমারো খারাপ। :( :( :(

তবু বইমেলায় যাবো, বই কিনবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.