নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

কোয়ান-১। (পানি ধীরে ধীরে গরম হয়, তবে হঠাৎ ফুটে উঠে)

১১ ই মে, ২০১৩ সকাল ১০:৩৯

ইমন জুবায়ের ভাইয়ের পোস্ট ঘাটতে যেয়েই প্রথম পরিচয় হয় 'জেন' সম্পর্কে। জেন (Zen) হলো বুদ্ধের অনুসারী জাপানি সন্ন্যাসীদের দর্শণ। আর এই দর্শণের কিছু অনুশীলন (Practice) আছে। সেগুলো কে বলে কোয়ান (Koan)। কোয়ান হলো এক ধরনের গল্প, প্রশ্ন বা বিবৃতি।



জাপানে কোয়ান (Koan) বলা হলেও চীনে এর উচ্চারণ গোয়ান (Goan)। আসুন আজ একটি কোয়ান জানা যাক।



কোয়ান-১ঃ পানি ধীরে ধীরে গরম হয়, তবে হঠাৎ ফুটে উঠে।



আমরা প্রাকৃতিক ঘটনা গুলোর উপর প্রভাব খাটাতে পারি না। প্রতিটি ঘটনাই ঘটছে তার নিজস্ব 'সঠিক' সময়ে। এই প্রক্রিয়াটি ঘটে অত্যন্ত ধীরে ধীরে, মাঝে মাঝে আমরা অধৈর্য্য হয়ে পরি কেননা তা আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় নিয়ে নিতে পারে। তবে পরিবর্তন ঘটে হঠাৎ।



তাই কাউকে জোর করে জাগানো যায় না। তবে সব সময় তাকে উৎসাহ দেয়া যায়। যেমন বীজ বপনের পর তার নিজস্ব সময়েই সে বের হয়ে আসে।



এই কোয়ান গুলো অনুশীলন করেই একজন বৌদ্ধ জেন সন্ন্যাসী হতে পারেন।



সবাই কে শুভেচ্ছা। ভালো থাকুন। সুখী থাকুন।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: মর‍্যাল অফ দ্য স্টোরী তাহলে কি দাড়ালো ভাই?

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কাউকে জোর করে জাগানো যায় না। তবে সব সময় তাকে উৎসাহ দেয়া যায়। যেমন বীজ বপনের পর তার নিজস্ব সময়েই সে বের হয়ে আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.