![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত
কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা
কিংবা প্রেম বলা যায়।
একদিন সুরভী আমার দু’হাতের করতল এক করে
দেখিয়েছিলো দু’হাতের শিরোরেখা মিলে কি সুন্দর অর্ধচন্দ্র হয়,
বলেছিলো, ‘তোর বউ হবে চাঁদের মতো সুন্দর!’
সেই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায়
রমনীর ভালোবাসা পাওয়া, হঠাৎ যৌবণ ছোঁয়া
কিশোরীর প্রথম প্রণয়। আর কোনো স্মৃতি নেই।
খেলাধূলায় বরাবরই আমি কাঁচা, তবু আগ্রহ ছিলো সবচেয়ে বেশি
মায়ের শাসন এড়িয়ে ভর দুপুরেই পৌছে যেতাম খেলার মাঠে সবার আগে।
পাচিলে বসে একদিন অপেক্ষা করছি বন্ধুদের জন্য, হঠাৎ শুনি
কেউ একজন ডাকছে- ‘এই যে শুনুন’, ঘুরে তাকাতেই দেখি
বারান্দায় এক কিশোরী একটি লাল গোলাপ হাতে দাঁড়িয়ে
‘গোলাপটা কি সুন্দর না! এটা আপনার জন্য’। নাম ভুলে যাওয়া
সেই কিশোরীর গোলাপের কাঁটা আজো আমার হৃদয়ে গেঁথে আছে।
আমার এ ছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি
আর কোনো স্মৃতি নেই, সেই আমার প্রেম,
অদ্যবধি সেই আমার পূণ্য ভালোবাসা!
আমার একাকী যাত্রা, জীবনের নিঃসঙ্গতা জেনে
বান্দরবনে বসবাসরত এক সময়ের সহপাঠিনী
হঠাৎ একদিন মুঠো ফোনে ফোন দিয়েছিলো-
‘বিয়ে থা কিছুইতো করলে না, কেনো বলোতো?
আমি নীরব থাকি। এ প্রশ্নের উত্তর কী আমারো জানা আছে?
'চলে এসো না আমাদের শহরে, ক’দিন ঘুরে যাও
আশেপাশেই কয়েকটা স্পট- স্বর্ণমন্দির, নীলাচল, নীলগিরি
পাহাড়ি সৌন্দর্য তোমার ভালো লাগবে।'
আমি জানি, আজো সেই পাহাড়ের সৌন্দর্য,
আজো সেই একমাত্র ভালোবাসা স্মৃতি,
আজো সেই মূহুর্তের প্রেম।
আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত
আর কোনো স্মৃতি নেই।
০১ লা আষাঢ়, ১৪২০।
সজীবীয় ভার্সন। উৎসর্গ শ্রদ্ধেয় নির্মলেন্দু গুণদা কে।
১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মাহতাব সমুদ্র। নামের পাশে সমুদ্র দেখলেই সমুদ্র গুপ্তের কথা মনে পড়ে। দারুন লোক ছিলেন।
ভালো থাকুন ভাই।
২| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৪
আরজু পনি বলেছেন:
বেশ লাগলো পড়তে
পয়লা প্লাস ।
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: থ্যাঙ্কু আরজুপনি আপু।
আমার কি মনে হয় জানেন, আমার লেখার কথা ছিলো এমন কিছু কবিতা আমার আগের কিছু কবি মহোদয়েরা লিখে ফেলেছেন। এটা কি ঠিক বলেন?
এখন কিন্তু ভার্সন এর যুগ। তাই আমার লেখার কথা ছিলো এমন কবিতাগুলো সজীবীয় ভার্সন এ লিখবো বলে চিন্তা করছি। আশা করি কবি মহোদয়েরা এই অপচেষ্টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজনের গান অন্য একজন গাইলে যদি দোষের না হয়, ফরমেট ঠিক রেখে নিজের কথাগুলো দিয়ে কবিতা হতে দোষের কি বলেন তো। আর আমিতো আগেই স্বীকার করেই নিচ্ছি মূল কবিতা কোনটি, এমন কি কবিতার নাম পর্যন্ত ঠিক থাকবে, শুধু পরিবর্তন হবে ভাবের। সেই সময়ে কবির ভাব আর এই সময়ে আমার ভাব তো আর এক নয়। তাই এসময়ে আমার ভাব দিয়ে কবিতা নতুন করে আসবে। যা হোক যে কোনো এক্সপেরিমেন্ট কেই মানুষ প্রথম ভালো চোখে দেখে না, এরপর তা মানিয়ে নেন।
দেখা যাক আমার এই চেষ্টা কতটুকু সফল হয়। আসলে আমি নিজেও যে আলইসা, আদৌ কতটুকু কাজ করতে পারবো তাও জানিনা।
ভালো থাকবেন আপু। সব সময়।
৩| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বোকামন বলেছেন:
দু’হাতের শিরোরেখা মিলে কি সুন্দর অর্ধচন্দ্র হয়
চমৎকার লিখেছেন !! ২+
ভালো থাকবেন
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বোকামন আপনাকে ধন্যবাদ।
৪| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইরফান আহমেদ বর্ষণ ভাই, কষ্ট করে মন্তব্যের জন্য আর পড়ার জন্য ধন্যবাদ।
৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৭
আরমানউজ্জামান বলেছেন: বারান্দায় এক কিশোরী একটি লাল গোলাপ হাতে দাঁড়িয়ে
‘গোলাপটা কি সুন্দর না! এটা আপনার জন্য’। নাম ভুলে যাওয়া
সেই কিশোরীর গোলাপের কাঁটা আজো আমার হৃদয়ে গেঁথে আছে।
দারুন হয়েছে।
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আরমান।
ভালো থাকুন। আপনার পরবর্তী উপন্যাসের খবর কী?
৬| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: কবিতায় স্মৃতিচারন ভালো হইছে ।
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই। ভালো থাকবেন।
৭| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫
রঙ তুলি ক্যানভাস বলেছেন: "সজীবীয় ভার্সন। উৎসর্গ শ্রদ্ধেয় নির্মলেন্দু গুণদা কে।"পড়ার সময়ই মনে হচ্ছিল তেত্রিশটা বছর কেটে গেল,কেউ কথ রাখেনি"র ছায়ায় লিখা।
ভাল লাগল।
"আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত
কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা
কিংবা প্রেম বলা যায়। "
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: 'রঙ তুলি ক্যানভাস', আপনি নির্মুলেন্দু গুণের 'উল্লেখ্যযোগ্য স্মৃতি' কবিতাটা পড়েননি? যদি না পড়ে থাকেন, তবে মিস করেছেন। তার কবিতার কাছে আমারটা কিছুই না। আমি এতোটা আপ্লুত যে সেই কবিতার অনুকরণে এই কবিতাটা লেখা।
তবে সুনীলের কবিতার ছায়া আপনি দেখেছেন, সুনীলের লেখা বেশি পড়া বলে।
ভালো থাকবেন। আমার ব্লগে স্বাগতম।
৮| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৭
রঙ তুলি ক্যানভাস বলেছেন: পড়েছিলাম খুব সম্ভবত,কিনতু এই মুহূর্তে মনে পড়ছেনা কোনটা, পড়িতো অনেক কবিতাই,কিন্তু নিজের কাছে না থাকলে ভুলে যাই .।
এখানে শেয়ার করে দিতে পারেন কবিতাটা
১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক চেষ্টা করলাম। নেটে পাওয়া গেলে না। তাই কি আর করা, টাইপ করতে হলো-
আমার ধারণা অবশ্যই পড়েছেন। আবার পড়ে দেখেন কেমন লাগে।
-উল্লেখ্যযোগ্য স্মৃতি-
আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত
কোন স্মৃতি নেই, যাকে ঠিক ভালবাসা
কিংবা প্রেম বলা যায়।
একদিন টুকুদি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখে
বলেছিলঃ "তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস।"
সে-ই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পণায়
রমনীর ভালবাসা পাওয়া, হঠাৎ যৌবণ ছোঁয়া
কিশোরীর প্রথম প্রণয়। আর কোন স্মৃতি নেই।
একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে
প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল,
"ডেটল রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূরবী বলেছিল,
আমি তার চিরকালের শত্রু।"
আমি আজো শত্রু-মিত্র তফাৎ বুঝি না।
নিজেরই শত্রু হয়ে আমি আজো অপেক্ষমান,
ঘুরে ফিরে স্মৃতির সমুখে এসে এখনো দাঁড়াই।
আমার এ ছাড়া ভালবাসা কিংবা প্রেমের কাছাকাছি
আর কোন স্মৃতি নেই, সে-ই আমার প্রেম,
অদ্যবধি সেই আমার পূণ্য ভালবাসা!
আমার একাকী যাত্রা, জীবনের নিঃসঙ্গতা বুঝে
সদ্যবিবাহিতা আমাদেরই সহোদরা
সিথিতে রঙিণ চাঁদ মেখে নিয়ে একদিন
শিয়রের কাছে বসেছিলঃ "চল ক'দিন আমার বাড়ি,
সমুদ্রের হাওয়ায় কাটাবি।"
আমি জানি আজো সেই সমুদ্রের হাওয়া,
আজো সেই একমাত্র ভালবাসা স্মৃতি,
আজো সেই মুহূর্তের প্রেম।
আমার ভালবাসা কিংবা প্রেম-সংক্রান্ত
আর কোন স্মৃতি নেই।
-নিগুণ দা।
বেশ কয়েক দিন পর এলাম সামুতে। তাই এতো দেরী হলো উত্তর দিতে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লেগেছে। ছুঁয়ে গেছে।