নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিও- 'In Time' (অদ্ভুত একটা ছবি)

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬





গতকাল রাত জেগে বসে বসে একটা ছবি দেখলাম। ছবির নাম In Time।

একেবারে শুরু থেকে দেখেছি কিনা বলতে পারবো না। তবে বোধহয় প্রায় শুরু থেকেই দেখেছি। দৃশ্যটা বর্ণনা করি। Will Salas গল্পের নায়ক একটা বারে ঢুকে একজনকে বলে আপনি এখান থেকে পালান, কয়েক জন আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। কিন্তু লোকটা প্রায় অর্ধ মাতাল অবস্থায় ছিলো। এ কথায় সে তেমন বিচলিত হলো না। এর প্রায় সাথে সাথে কয়েকজন পিস্তল নিয়ে বারে ঢুকে পড়ে। লোকটি মারতে উদ্যত হলে, লোকটি কয়েক মুহুর্ত সময় চায়। আর যখন সে টয়লেটে যায় এই ফাঁকে Will Salas তাকে নিয়ে পালায়।



মূল গল্পটি লিখেছেন Andrew Nicol, পরিচালক তিনিই। এক অদ্ভুত বিষয় নিয়ে লেখক বা পরিচালক গল্প ফেঁদেছেন। ধরুন, এখন আমাদের বিনিময়ের মাধ্যম কি? অর্থ। কিন্তু যদি বিনিময়ের মাধ্যম আমাদের জীবনের সময় হতো তবে কি হতো?



ছবিতে দেখা যাচ্ছে প্রতিটি মানুষের বা হাতে কদিনের সময় আছে তা প্রদর্শিত হচ্ছে। ধরেন আপনার আয়ু ২৫ বছর। প্রতিটি সেকেন্ড আপনার থেকে ক্ষয়ে যাচ্ছে। এটা আপনি হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন।



এবার আসুন বিনিময়ের ব্যাপার। আপনি হয়তো রুটি কিনবেন। কি দিয়ে কিনবেন? আপনার হাতের সময় দিয়ে কিনতে হবে। একটা Time readable মেশিনে ৫ মিনিট দিলেন বিনিময়ে পেয়ে গেলেন রুটি। একটা কল করতে হবে? আপনাকে জমা দিতে হবে মাত্র ১ মিনিট। গাড়িতে করে কোথায়ও যাচ্ছেন, জায়গার গুরুত্বের উপর আপনাকে জমা দিতে হবে দিন, সপ্তাহ, মাস। আপনি হোটেলে থাকবেন, আপনার কক্ষের গুরুত্বের উপর নির্ভর করছে কত দিন জমা দিতে হবে। একটা দামী স্যূট এর জন্য আপনাকে এক বছর সময় ও ব্যয় করতে হতে পারে। অর্থাৎ সব কিছুর বিনিময় হচ্ছে আয়ু দিয়ে। আরো মজার বিষয় হলো, সময় কিনতে পাওয়া যায়। আমাদের মোবাইল ফোনের ব্যালেন্স এর মতো। ব্যাংক আছে। সেটা Time Bank. যে কোনো সময়, সময় চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হতে পারে, তাই সময় যাতে সুরক্ষিত থাকে এর জন্য আছে Time Bank. এই ব্যাংকে আয়ু বা সময় জমা রাখলে সুদ ও পাওয়া যায়। এক কথায় অদ্ভুত একটা বিষয়। এখানে গরীব বা ধনী বিবেচনা করা হয়, কার কাছে কত সময় আছে। কারো কাছে ১০০০ বছর আছে মানে সে যথেষ্টই ধনী। তবে ইচ্ছা করলেই মানুষ মারা যেতে পারে। রোগে নয়। যেমন কেউ গুলি করলো। এতে মারা যেতে পারে। তবে কেউ যদি মারা যাওয়ার আগে তার সময় গুলো কাউকে দিতে না পারে তবে সেই সময় গুলো নষ্ট হবে। এই সময় রক্ষনাবেক্ষনের জন্য রয়েছে Timekeeper. তাকে বলা যায় প্রধান বিচারপতির মতো। সে যে কারো কে শাস্তি দিতে পারে। Timekeeper কে প্রতিটি সেকেন্ডের রক্ষণাবেক্ষন করতে হয়। এ এক হুলুস্থুল কান্ড। আমি যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। লেখকের কি চিন্তা শক্তি!



- এক দিন সময়।



আবার ইচ্ছা করলে আপনি সহজেই অন্যকে আয়ু দিতে পারবেন। হাতের উপর হাত রেখে আয়ু বা সময় ট্রান্সফার করা যায়। একটা খেলা আছে না, পাঞ্জা খেলা, তেমনি এই খেলা জনপ্রিয়ো। যে জিতবে সে অন্যের সময় পেয়ে যাবে আর যে হারবে সে মারা যাবে সাথে সাথে। এদের কে বলে ফাইটার।



- Will Salas



সে যাই হোক। গল্পের শুরু কিন্তু যা শুরুতে বলে ছিলাম সেখান থেকে। Will Salas যাকে নিয়ে পালায় তিনি আর বেঁচে থাকতে চাননা। আত্মহত্যা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তার থেকে সময় নিয়ে নেয়া হবে। যেন কিছুতেই সময়ের অপচয় না হয়। নায়ক তাকে বাচিয়ে নিয়ে এলেন পরের দিন সকালে লোকটি তার প্রায় ১,০০০ বছর Will Salas কে দান করে আত্মহত্যা করে, ব্রীজ থেকে পড়ে যায় নদীর মধ্যে আয়ু শেষ হওয়ার সাথে সাথে। কিন্তু এই সময় দান করা Timekeeper এর চোখে অপরাধ। এই সময় Will Salas ব্যাবহার করতে পারেন না। কেননা সে লোকটিকে Time Keeper এর লোকদের কাছ থেকে বাচিয়ে অপরাধ করেছে। এরপর চলে Will Salas কে ধরার চেষ্টা। Will Salas তার এই সময় নিয়ে কিভাবে জীবন কে সাজাবে সেই চেষ্টা। এরপর সময়ের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ের সাথে প্রেম তাকে নিয়ে আলাদা করে বাঁচার লড়াই, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ ছবি।



- Sylvia Weis



ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। Will Salas এর ভূমিকায় অভিনয় করেছেন Justin Timberlake। নায়িকা Sylvia Weis এর ভূমিকায় অভিনয় করেছেন Amanda Seyfried। Time Keeper (Cillian Murphy) এর ভূমিকায় অভিনয় করেছেন Raymond Leon। গল্পের ধারাবাহিকতা এত দ্রুত এগুচ্ছিলো যে এদের অভিনয় শৈলী নিয়ে চিন্তা করার সময় পাইনি। দেখলে আনন্দ পাবেন এটা নিসন্দেহে বলা যায়।



- TimeKeeper.



এত কষ্ট করে মুভি রিভিউ পড়ার জন্য ধন্যবাদ।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

কেএসরথি বলেছেন: দেখেছি, ভালই লেগেছিল।

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ কেএসরথি ভাই। রাত ৩.৪০ পর্যন্ত বসে ছিলাম। একেবারে তন্ময় হয়ে দেখেছি।

২| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা দরকার...... এখনো দেখি নাই।

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এইচ, বি, ও তে চোখ রাখেন। হয়তো খুব শীঘ্রই দেখতে পাবেন।

৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
কনসেপ্টটা ইন্টারেস্টিং ছিল, আমার বেশ ভালৈ লাগসে মুভিটা ||

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন ভাই। আসলেই চিন্তা বা কল্পনা শক্তির অদ্ভুত ব্যবহার। যদিও এটি সাইন্সফিকসন ধারার ছবি। তবে মানুষ এবং মানবিকতা ছিলো সবচেয়ে বেশি। যদি বলি, এভাবে বলা যায় এটা হুমায়ূনী ধারার সাইন্স ফিকসন। জাফর ইকবাল টাইপ নয়। যেখানে সাইন্স আছে কিন্তু সাইন্সটাই মূখ্য নয়। চমৎকার গল্প।

ভালো থাকুন।

৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৩

রুম৭৪ বলেছেন: আগেই দখেছি, বেশ ভাল ছবি।

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: রুম৭৪ ধন্যবাদ ভাই। আমার অসাধারণ লেগেছে। ভালো থাকুন।

৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: মুভির কনসেপ্টটা ভাল, কিন্তু ফিনিশিংটা ভাল লাগে নাই।

১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এর চেয়ে ভালো ফিনিশিং কি হতে পারতো? আসুন আমরা ব্রেইন স্ট্রম করি।

ধন্যবাদ।

৬| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:১৮

তামিম ইবনে আমান বলেছেন: ভালো কন্সেপ্ট। ব্যাড ফিনিশিং। গুড একটিং এন্ড সিনারিও।

১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমান ভাই ধন্যবাদ। চমৎকার মন্তব্যের জন্য।

৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:২৮

poops বলেছেন: দেখি নাই। মাথায় রাখলাম। +++

১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার মতে দেখার মতো একটা ছবি। poops ভালো থাকুন।

৮| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: পুরাই আনকমন লাগলো - কালকেই দেখমু ছবিটা!

১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সত্যি আনকমন, সব কিছু বলে দিলে গল্পের মজাটাই থাকেনা। দেখুন, আশা করি ভালো লাগবে।

৯| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:১৪

বিলাল বলেছেন: ছবিটি দেখেছি। বেশ আনকমন চিন্তা ভাবনা।

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বিলাল ভাই, আমি লেখক মানে ডিরেক্টরের চিন্তা শক্তিকে স্যালুট করি। আমরা কি চিন্তা করি, আর এই সকল ডিরেক্টররা কি চিন্তা করে, কোথা থেকে চিন্তা করে।

এক কথায় অসাধারণ!

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: মুভিটা সাম্প্রতিক সময়ে দেখেছি। মোটামুটি লেগেছে।

তবে হ্যা কাহিনী ইউনিক, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই।
ভালো মুভির খোজে থাকলে আপনাকে একটা মুভি সাজেস্ট করতে পারি।

নাম মালহল্যান্ড ড্রাইভ। নাওমি ওয়াট্‌স্‌ অভিনীত। মুভিটিতে ভাবার মত অনেক কিছু আছে। অবশ্য কিছু এক্সপ্লিসিট দৃশ্য রয়েছে, আগে থেকে বলে দিলাম।

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নামটা মনে রইলো। দেখতে হবে তবে।

১১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার তো !!! দেখতে হবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

সৈয়দ রকিবুজ্জামান ডলার বলেছেন: ষ্টার্টিং টা জোস ছিলো..... এন্ডিং ভালো লাগে নাই.....

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম, আমারো তাই মনে হয়। এন্ডিংটা আরো একটু গোছালো হতে পারতো।

১৩| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

এরিস বলেছেন: বর্ণনা পড়ে মুভি দেখতে ইচ্ছে করছে। কেউ আগে থেকে কাহিনী না বললে মুভি দেখা হয়না। একই মুভিই আমি বারবার দেখতে থাকি।

দেখে জানিয়ে যাব। :) ভাল থাকুন।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দেখতে পারেন। সবচেয়ে অদ্ভুদ লেগেছে, এইরকম পরিস্থিতিতে মানুষের মুখে এক ধরণের বিষাদ থাকার কথা। পরিচালক যেন বেছে বেছে বিষাদগ্রস্থ লোক বের করেছেন। তাদের চেহারায় কেমন জানি এক ধরণের বিষাদ। হাসি নেই। আবার যাদের মুখে হাসি, সেই হাসির আড়ালে কষ্টের দাত ও যেন বের হয়ে আসে। শেষ করার প্লটটা খুব একটা শক্ত পোক্ত হয়নি। এইটুকু খুত বাদ দিলে চমৎকার একটা ছবি।

ছবি দেখে যানিয়েন কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.