নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

কথামালা- ১

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩





এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বধোনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতে দিতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।



কথামালা- ১



-আজ এতো দেরী করে এলেন যে (অফিসে)?

-রাস্তায় জ্যাম ছিলো।

-আর?

-গত রাতের বৃষ্টিতে কাঁদা পানি।

-ও পাশের রাস্তায় পানি আটকায় বুঝি?

-চুল খুলে বৃষ্টি এলে এখানে অনেক কিছুই আটকায়।

রাস্তায় পানি, পানিতে ময়লা আর রাত হলে আঁধার।

-কী যে বলেন আপনি

-সত্যি বলছি, শহরের এপাশটা আজও সভ্য হয়নি।

দিনে বার দশেক কারেন্ট যায়।

গরমে যায়, বৃষ্টিতে যায়, একটু জোরে বাতাস বইলেও যায়

এমনকি বজ্রপাতে ভয়ে চমকেও যায়।

সারি সারি বাড়ির সমস্ত ময়লা এসে পড়ে নর্দমায়

নর্দমা ভরে উঠে আসে রাস্তায়

একসময় রাস্তা উপচে ঢুকে পড়ে বাড়ির ভেতর

লোকজন তবু ডাস্টবিন ব্যবহার করে না, জানেন?

-কি জঘন্য!

-তবে থাক, আজ আর না বলি।

-এমন নরক পল্লীতে কেউ থাকে?

-এই শহরের পুরোটাতো আর ধানমন্ডি নয়

গুলশান, বনানী, বারিধারা, উত্তরাও নয়।

এখানে চাইলেই জোরে সাউন্ড দিয়ে গান বাজানো যায়

সারাদিন- সারারাত।

চাইলেই রাস্তায় রাস্তায় মাইক বসিয়ে

সাত দিনব্যাপী ওয়াজ মাহফিল করা যায়

চাইলেই রিক্সা থামিয়ে

মৃত ব্যক্তির সৎকারের জন্য টাকা তোলা যায়

চাইলেই

-একটু থামেন

এরপর নিশ্চয়ই বলবেন-

চাইলেই রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের লক্ষ্য করে সিটি মারা যায়।

-যায় ই তো।

-তো ক’জনকে মেরেছেন?

-সত্যি বলবো?

-হু, মিথ্যে বলে লাভ কী?

-সত্যি হলো, সিটি মারাটা

আজ অবধি শিখতে পারিনি, জানেন

তবে একজন আমার ভেতর সিটি মারছে

না না হুইসেল।

-হুইসেল! তো কে সে?

-আজ থাক, অন্য একদিন বলবো

-ঠিক আছে, গুড নাইট।

-গুড নাইট এন্ড বাই।

-বাই

-টাটা

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

শিব্বির আহমেদ বলেছেন: ভাল্লাগসে

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:০২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ শিব্বির ভাই। ভালো থাকবেন।

২| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৫

মাক্স বলেছেন: B:-) B:-)
হঠাৎ শেষ?

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম। এদের কথা বার্তা খুব একটা সুবিধার না, জমে যখন ক্ষীর হতে থাকবে তখনি শেষ হয়ে যায়। মুশকিল।

ধন্যবাদ মাক্স। ভালো থাকবেন।

৩| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৩

মিঠেল রোদ বলেছেন: পড়তে না পড়তেই ডুয়েট শেষ।

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি করবো বলুন, অপূর্ব আর মৃদুলার কথামালা তো আর টেনে নিয়ে বড় করতে পারিনা। এদের ধৈর্য্য অনেক কম। কথাও বলে খুব কম। পাছে একজন অন্যের উপর নির্ভলশীল হয়ে পরে এই ভয়ে মনে হয় কথাও বেশি বলে না।

ধন্যবাদ। ভালো থাকবেন মিঠেল রোদ।

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



:)


দারুণ তো ... কাব্য না কথোপকথন ... অথবা দুটাই !! :)


++++++


কথোপকথন পর্ব দিতে থাকুন ... পাঠক তো আছেই ...
:)


শুভেচ্ছা ।।

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ তোমার গল্পের মৃত রাজকন্যা। পাঠক! সত্যি কি আছে?

ভালো থাকবেন। সবসময়। শীঘ্রই ২য় পর্ব দিব।

৫| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো পাইলাম কনসেপ্টটা।

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বন্ধু, কত দিন পর আপনাকে দেখলাম। এতদিন কোথায় ছিলেন?

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:২০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:)

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই মাত্র কথপোকথনের ২য় পর্ব পড়ে এলাম। চিন্তা করছি আজি কি দিবো আমার এই কথামালার ২য় পর্ব। নির্বাচিত পোস্টে হয়তো যাবেনা। তাতে কী?

অলস না হলে আরো কয়েক পর্ব লেখা হয়ে যেত। তবে মনে হয় একজন সারথী পেলাম। দেখা দেখি লিখতে মনে চাইবে। না না কোনো প্রতিযোগিতা নয়। উৎসাহ!

আপনি দ্বিতীয় বারের মতো এসে কতখানি যে উৎসাহ দিয়েছেন সে হয়তো আপনি জানেন না, জানবেন ও না। আপনাকে ধন্যবাদ। অসংখ্য!

৭| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :) :)

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ ভাই। ভালো থাকবেন।

৮| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


আমি বুঝি ... একটা মানুষের উৎসাহ অনেক আসলে ... যে কোন ব্যাপারেই ...কেউ উৎসাহ দিলে দারুণ লাগে ... :)


পোস্ট দেখলাম । এখন পড়বো

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক কৃতজ্ঞতা। এর বেশি কি আর বলি!

তবে প্রতি পর্বেই কিছু বলার ইচ্ছা থাকে, সেইটা সব সময় হয়ে উঠে না। লেখা পড়া তো করি না। তাই ... আমার ক্ষুদ্র চেষ্টা কারো ভালো লাগলে ভালো লাগে।

৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০৬

দূরে থাকা মেঘ বলেছেন: ভালো লাগছে, এরকম হুটহাট শেষ হলে মন ওখানে পড়ে থাকে।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মৃদুলা বরই ছটফটে। কেবল যাই যাই করে। আমি কি করবো বলুন। আমি তো কেবল ওদের অবজারভার।

আমার ব্লগে স্বাগতম। ভালো থাকবেন।

১০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১

মহামহোপাধ্যায় বলেছেন: চুল খুলে বৃষ্টি এলে এখানে অনেক কিছুই আটকায়।
রাস্তায় পানি, পানিতে ময়লা আর রাত হলে আঁধার।



এটুকু পড়ে মুগ্ধ হলাম।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এইটুকুই শান্তি। একটা কবিতায় কতটুকু আর দেয়া যায়?

মহামহোপাধ্যায়কে স্বাগতম!

১১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

মুনেম আহমেদ বলেছেন: অনেক ভালো লাগল ভাই আপনার কথামালা সিরিজ আঁক থেকে নয় পর্ব পর্যন্ত পুরো পড়লাম। অনেক সাবলীল, সুন্দর

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ মুনেম আহমেদ।

ভালো থাকবেন, সব সময়।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মুনেম আহমেদ বলেছেন: অনেক ভালো লাগল ভাই আপনার কথামালা সিরিজ আঁক থেকে নয় পর্ব পর্যন্ত পুরো পড়লাম। অনেক সাবলীল, সুন্দর

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাঝে মাঝে যে কি হয়, একই মন্তব্য দু'বার এসে পরে। যাই হোক, ভালো থাকুন। সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.