![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতে দিতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।
- আজ আপনার শাড়িটা সুন্দর ছিলো
- অন্যদিনের গুলো বুঝি সুন্দর থাকেনা?!
- তা, না। কখনো মুখ ফুটে বলা হয়নি।
- গতকাল আপনার শার্টটাও দারুণ ছিলো
স্যার যেমন প্রশংসা করলো
- ও, স্যার প্রশংসা করলো বলেই
- না না তা কেন?
- বুঝেছি
- কিছু বুঝেননি, রাগ করছেন।
- না না রাগ করিনি, সত্যি কি জানেনতো
এইটা আমার সবচেয়ে সস্তা শার্ট
কিন্তু খুব প্রিয়ো।
শুধু দাম হলেই ভালো হয়, এমন নয়।
- হুম
- কেমন গরম পড়েছে বলেন তো?
- অসহ্য
- আপনার ঘরের জানালা কোনদিকে
উত্তরে না দক্ষিণে?
- কেনো বলেন তো?
- বলেন না
- পুবে
- সকালের সূর্যোদয় দেখেন নিশ্চয়ই।
- আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন
- কি বলবো বলুন
বাস্তুবিদ্যায় দক্ষিণের জানালা শুভ
এর ঠিক উলটো উত্তরের।
পশ্চিমে বাঁশ ঝাড়
আর পুবে পুকুর।
- আপনি এতো সব জানেন কিভাবে?
- না জানলেই ভালোছিলো জানেন?
জানাটাই আমার কাল হয়েছে
- কেন?
- পেছনে আমার ভিন্ন নাম জুটেছে।
- কি?
- জানি না, তবে আন্দাজ করতে পারি
কি নাম দিয়েছেন আমায়?
- জানি না।
- বলবেন না তো, আপনার নামটা কিন্তু জানি
- কি?
- পুতুল।
পেছনের জনের নাম ঢংগী, আরেক জন ব্যাঙা
একজন সুতা কৃমি, আরেকজন আলুর বস্তা
- কে বললো আপনাকে?
- জেনেছি।
(বেশ কিছুক্ষণ নীরবতা)
- কি পুতুল ম্যাডাম, বলবেন না আমার নামটা?
পুর্নাইয়া পন্ডিত না সব জান্তা শমসের, না অন্য কিছু?
- জানি না, আজ যাই।
- ঠিক আছে, ভালো থেকেন।
- আপনিও
- হুম, শুভ রাত্রি
- শুভ রাত্রি
- টাটা এন্ড গুড বাই
- বাই…
কথামালা- ১
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২
তোমোদাচি বলেছেন: টা টা ... বাই বাই ...
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: তোমোদাচি ভাই, আপনার প্রোফাইল পিকচারটা ভালো হয়েছে। নদীতে বা পুকুরে গোল হয়ে মাছ ধরা বা খেলা। অনেক অনেক সুন্দর। এই রকম খেলার কোনো অনুভূতি আমার নেই। সাতার ও জানি না।
আমার ব্লগে এই প্রথম মন্তব্য আপনার। ধন্যবাদ নিরন্তর। ভালো থাকবেন সবসময়।
৩| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
তোমোদাচি বলেছেন: এখন থেকে আর হারাতে দিব না, পিছু (অনুসরণে) নিয়েছি
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি যে বলেন, লজ্জায় মরে গেলাম। :!> :!> :!>
৪| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
বাহ ! ভালো লাগলো ...
অবশ্যই লেখা কণটিনিউ করবেন ... ওদের কথোপকথন ভালো লাগছে!
প্রথম প্লাস !! (ভুলে আরেক বার চেপেছিলাম রেটিং দিতে , পড়ে বুঝলাম দিয়েই ফেলেছি আগে !)
আর শুভেচ্ছা
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ! অনেক ধন্যবাদ।
চেষ্টা করবো। (সত্যি বলতে কি আমি কোনো বিষয়ে সিরিয়াস নই।) তবে আপনাদের উৎসাহকে অবজ্ঞা করার সাহস নেই।
ভালো থাকবেন।
৫| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২
কালোপরী বলেছেন: যদি গল্প হয়ে থাকে তাহলে ভাল লাগা রইল
কিন্তু যদি personal inbox এর হয়ে থাকে তাহলে ভাল লাগল না inbox এর কথা inbox এই থাকা উচিত
০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কালোপরী,
এমন এক জায়গায় আঘাত করলেন আঘাতটা সহ্য করতে কষ্ট হচ্ছে। আপনার চিন্তা অমূলক নয়। কথামালা-২ এ শিল্প তেমন চোখে পড়ে না। এইটা আমি মেনেই নিচ্ছি। আসলে সবগুলো পর্বে হয়তো কাব্য ততখানি পাওয়া নাও পাওয়া যেতে পারে। তবে এতটুকু রুচিবোধ হয়তো সৃষ্টিশীল লোকদের থাকতে হয়। আমি নিজেকে তেমন মানুষ দাবী করিনা। তবে ... থাক, সে তর্কে আর নাই গেলাম।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। সাথে থাকুন, আশা করি আপনি নিজেই উত্তরটি খুঁজে পাবেন।
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কালোপরী,
আপনার মন্তব্য পড়ে খুব রাগ হয়েছিলো জানেন। সেই রাগের হালকা ঝামটা আমার জবাবে প্রকাশ পেয়েছে। এর জন্য দুঃখিত। এখন এই ভেবে ভালো লাগছে যে কথামালা কিছুটা হলেও স্বার্থক, এই জন্য যে আপনি এই কথামালাগুলোকে সত্যি সত্যি কথামালা মনে করেছেন বা হতে পারে বলে সন্দেহ করেছেন। এওকি কম!
ভালো থাকবেন।
৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই চরিত্রগুলো কি কাল্পনিক নাকি?
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অবশ্যই।
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: তবে, পুরোপুরি নয়। আমার কল্পনায় যারা আছেন তাদের আমি চোখে দেখা মানুষের চেয়েও বেশি অনুভব করি। এখন বলুন তো এরা কি শুধুই কাল্পনিক? নাকি বাস্তবের চেয়েও বেশি কিছু! হাঃ হাঃ হাঃ
বন্ধু ভালো থাকবেন।
৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮
আমিনুর রহমান বলেছেন:
ভালো লিখেছেন +++
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন, আমিনুর রহমান ভাই।
৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
কংগ্রেটস ... লেখা নির্বাচিত পাতায়
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হা: হা: হা: আপনার চোখ দেখি এড়ায় না কিছুই।
ধন্যবাদ।
৯| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা ভালোই তো কথপোকথন কবিতা হয়ে গেলো।
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কথপোকথন বিখ্যাত পুর্ণেন্দু পত্রীর জন্য। তার এই কথপোকথনের পাঁচটি সিরিজ আছে। সেগুলোর তুলনায় এগুলো কিছুইনা। আমি পড়ি আর ভাবি। পুর্ণেন্দু পৌত্রীর কত পড়া ছিলো! এত বিষয় নিয়ে এসেছেন আশ্চর্য লাগে।
আমি জ্ঞানের উপর নির্ভর করতে পারছিনা, আমাকে নির্ভর করতে হচ্ছে ভাবের উপর। কেননা আমার পুজি এইটাই। তার দুটোই ছিলো, এবং চরম মাত্রায়।
আমি নিজের আনন্দকে প্রাধান্য দিচ্ছি। এই যা। এইটুকু কারো ভালো লাগলে সুখী হব।
ভালো থাকবেন।
১০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১
আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার লেখাটা পড়ে মনে পড়লো সেই হঠাৎ দেখা কবিতাটার কথা।
আপনার লেখাটার নাম হওয়া উচিৎ ছিলো হঠাৎ ফেসবুকে বা এমন কিছু।
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি জানি, আমার যা মনে হয়েছে তাই দিয়েছি। ভালো লাগলে সেটা শেয়ার করেন। এতে এগিয়ে যাওয়ার উৎসাহ পাই।
১১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১
আমি তুমি আমরা বলেছেন: পড়লাম
১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পড়ার জন্যই ধন্যবাদ।
ভালো থাকবেন, সবসময়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: