নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

সংখ্যাতত্ত্বে হুমায়ূন আহমেদ এবং এলোমেলো কিছু কথা।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮





সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছোটভাই চ্যানেল আইতে হুমায়ূন আহমেদের উপর অনুষ্ঠান দেখছে। বুঝলাম আজ এই মহান কালোত্তীর্ণ লেখকের প্রথম মৃত্যূবার্ষিকী। শুয়ে শুয়ে কি জানি চিন্তা করছিলাম। এরপর তার লেখা "আপনারে আমি খুঁজিয়া বেড়াই" বের করলাম। এবার আসুন সংখ্যাতত্ত্বে হুমায়ূন আহমেদ কে দেখি।



তিনি জন্মগ্রহণ করেছেন ১৩ই নভেম্বর ১৯৪৮। এগুলোকে একটু সংখ্যা প্রকাশ করলে দাঁড়ায়- ১৩/১১/১৯৪৮।

এই সংখ্যাগুলোকে যোগ করলে দাঁড়ায়- ১ + ৩ + ১ + ১ + ১ + ৯ + ৪ + ৮ = ২৮। এবার ২৮ কে আবার ভাঙ্গি আর যোগ করি- ২ + ৮ = ১০ মানে ১। অথচ শুধু তারিখটি নিন ১ + ৩ = ৪।



১ সব সংখ্যার আদি, এ কারণে ১ দিয়ে ঈশ্বর বোঝানো হয়েছে। আর ১ সংখ্যার অধিকারীগণ হন নেতা, সাহসী, স্বাধীন, পথপ্রদর্শক, নির্ভীক, উচ্চাভিলাসী এবং চিন্তা বাস্তবায়নে বদ্ধপরিকর। আর একটা ব্যাপার, ১ কে অলৌকিক সংখ্যাও ধরা হয়। এই সব মানুষগুলো রহস্য পছন্দ করে। রহস্য সন্ধানে অসম্ভব ক্ষুধা নিয়ে এরা জন্মগ্রহণ করেন।



১ এর সাথে রয়েছে ৪ এর মিল। তাই ১ ও ৪ একে অপরের সাথে ওতোপ্রতোভাবে জড়িত।



৪ ন্যায়ের প্রতীক। এবার আসুন জানি, ৪ সংখ্যার অধিকারীগণ কেমন হন জেনে নিই। ইনারা বাস্তববাদী, সীমার বিরূদ্ধে অসীম লড়াইয়ে নামেন, বিজ্ঞান মনস্কতা, চমৎকার ব্যবস্থাপনার অধিকারী, মূল্যবোধ সম্পর্কে সচেতন, গভীর জ্ঞানের অন্বেষী এবং সাফল্যের জন্য প্রচন্ড উন্মুখ।



এবার আসুন দেখি ৪ সংখ্যাটি হুমায়ূন আহমেদের সাথে কিভাবে জড়িত। তার প্রয়াণ দিবস হলো- ১৯/০৭/২০১২। এগুলোর যোগফল করলে কী দাঁড়ায়? ১ + ৯ + ০ + ৭ + ২ + ০ + ১ + ২= ২২ = ২ + ২ = ৪। অথচ শুধু তারিখটি নিন ১ + ৯ = ১০ মানে ১।



বোঝা গেলো?



আমি তার বই পড়ে একটা বিষয় নিশ্চিত হতে পারিনি তার বিবাহের সাল। তার বিয়ের তারিখটা ছিলো- ২৮শে এপ্রিল (২+৮=১০=১।)। (প্রথম বিয়ে। দ্বিতীয় বিয়ে নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নেই। তার সমস্ত অর্জন প্রথম বিয়ের পর। দ্বিতীয় বিয়ের পর তার সাফল্য কেবল 'জোছনা আর জননীর গল্প' আর 'মধ্যাহ্ন' উপন্যাস। আর সব বই গুলো কেবল লেখার জন্য লেখা। মনে হয়েছে তিনি যেন ফুরিয়ে গেছেন। নেপোলিয়নের ও এমন হয়েছিলো। দ্বিতীয় বিয়ের পর তিনি তেমন সাফল্য দেখাতে পারেন নি। হয়তো বয়সের জন্য অথবা নিয়তির জন্য।)



তার পাসপোর্টের জন্ম তারিখটা কি জানেন তো? ১০ই এপ্রিল। (আরে এতো আমার জন্ম তারিখ! :D )



যে মানুষটি জোছনা এতো পছন্দ করতো তিনি কেনো অমাবস্যায় মারা গেলেন? আমার এক শ্রদ্ধেয় স্যার তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেটা অনেকটা এমন, পূর্ণিমা এমনতর মানুষের মৃত্যূর সাক্ষী হতে চান নি। এতে পূর্ণিমার সৌন্দর্য কিছুটা হলেও কমে যেত। লোকেরা হয়তো মনে করতো এই পূর্ণিমাতেই হুমায়ূন আহমেদ মারা গেছেন। পূর্ণিমা নিজে এই কষ্টের ভাগীদার হতে চায়নি। প্রকৃতি বড়ই বিচিত্র!



'আমার আপন আঁধার' এ হুমায়ূন আহমেদ লিখেছেন, "অয়োময়ের জন্য গান লিখতে গিয়ে লিখেছিলাম, "আমার মরণ চাঁদনি পহর রাইতে যেন হয়।" আজ মনে হচ্ছে ভুল গান লেখা হয়েছে, ভুল প্রার্থনা। চাঁদনি পহর রাতে আমি মরতে পারব না। নতুন গান লিখতে হবে। প্রার্থনা জানাতে হবে যেন ভরা জ্যোৎস্নায় সেই বিশেষ পালকি আমার দুয়ারে এসে না থামে" আমার মনে হয় আল্লাহপাক তার এই প্রার্থনা কবুল করেছেন।





আর কিছু লিখতে মন চাইছে না। সকলে ভালো থাকুন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:০২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: পড়ার আহবান জানাই

সাহিত্যিকের মৃতু এবং আমাদের গদগদে আবেগ

Click This Link

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন, আমার বক্তব্য আপনার এই পোস্টে আছে পড়েছেন নিশ্চয়ই। তাই নতুন করে আর মন্তব্যে গেলাম না। তবে আপনি হুমায়ূন কে কি মার্ক দিবেন তা নিজের কাছেন রাখুন, অন্যের আবেগে ছাই দেয়ার দরকার কি? তাই না।

ভালো থাকুন।

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯

তোমোদাচি বলেছেন: আপনি কি জ্যোতিষী নাকি?? B:-) B:-)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: তোমোদাচি ভাই, আপনার মন্তব্য পড়ে হাহাপগে (হাসতে হাসতে পরে গেলাম। =p~ )

নারে ভাই, কোনো এক সময় এই সব আজগুবি জিনিস নিয়ে মেতেছিলাম, আজো মাথা থেকে বিদায় হয়নি। তাই কপচালাম। ভালো আছেন নিশ্চয়ই।

৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:২০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


এতো কিছু জানেন আপনি!!!!!
আররে জোশ তো :)


সংখ্যাতত্ত্বের এই ব্যাপারটা নিয়ে আমার মেঝ মামা কে দেখেছি ঘাটাঘাটি করতে ... বই আছে অনেক গুলো ... আছে মানে, ছিলো ... এখন আছে কি না জানি না !


জেনে ভালো লাগলো :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপু বেশি বোঝা (জানা) ভালো না। এগুলো এক সময় বোঝা হয়ে যায়। যেমন হয়েছে আমার। হাঃ হাঃ হাঃ

এক সময় ঘাটাঘাটি করতাম। এখন কিছুতেই মন বসে না। বড়ই বিক্ষিপ্ত থাকে। ভালো থাকুন। সব সময়।

৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩০

আলফা-কণা বলেছেন: Humayun khub pochonder ekjon lok chilen amar, kintu,unar mitro niya tamashar baparta, plus pore abar mitroke voy paoa baparta kemon jani lage,,,,

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জন্ম এবং মৃত্যু দুটোই বড় রহস্যের। এই রহস্যের প্রতি আমাদের আকর্ষণ কখনোই কমে না। তবে, হুমায়ূন আহমেদ লেখক বলেই তার আগ্রহের কারণটা হয়তো ভিন্ন। এক লেখায় তিনি বলেছেন, 'মৃত্যুপথযাত্রী মানুষের পাশে থাকার আমার তীব্র কৌতূহলের কারণ একটিই- মৃত্যু কিভাবে মানুষকে গ্রাস করে তা দেখা।'

জানি না, তবে মৃত্যুর চেয়ে বড় সত্যি বলে কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.