![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বধোনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।
- আজ অনেকক্ষণ বসেছিলাম, খাওয়ার টেবিলে
দুটো থেকে আড়াইটা পর্যন্ত, এলেন না যে?
ও সময়েই তো আসেন।
- এতো কাজ চেপেছিলো, কখন যে তিনটা বেজে গেলো টের পাইনি।
অপেক্ষা করছিলেন কেন?
- মা একটা পদ করেছিলেন, এতো মজা হয়েছিলো
মনে হলো আপনার সাথে শেয়ার করি
- কি জিনিস?
- তেমন কিছু নয়, লতি দিয়ে চিংড়ি।
আপনি লতি খানতো?
- হু, খাই।
- সেদিন ইলিশের মাথা দিয়ে রেঁধেছিলো কচু শাক
কি যে অদ্ভুদ মজা হয়েছিলো!
- আচ্ছা, আপনি কেবল কচু ঘেচুই খান?
- উহু, আকাশে ঘুড়ি আর পানিতে ডিঙ্গি ছাড়া
সব খাই, বলতে পারেন সর্বভুক।
- কাকও কিন্তু সর্বভুক!
হি হি হি
- দেখুন, আমার গায়ের রঙ
আপনার অমন কাঁচা হলুদের মতো না হতে পারে
তাই বলে এভেবে খোঁচা দিবেন?
- দিব্যি বলছি, আপনার গায়ের রঙের কথা চিন্তা করে বলিনি
- সে আমি যা বোঝার বুঝেছি
- কি বুঝেছেন?
- দেখুন আমার খাদ্যাভাসে স্বাস্থ্য আর গায়ের রং
ও একেবারে পাকা, হাজারবার ধুলেও এতটুকু পরিবর্তন হবেনা।
- হা হা হা
- আমার মা কি বলে জানেন?
- কি?
- আমার মা বলেন, সোনার আংটি বাঁকাও ভালো।
- হু, আমার মা কেউ দেখি
- কী?
- না, কিছু না
- আহ, বলেন না
- আমার ছোট ভাইকে নিয়ে সে কি উচ্ছ্বাস!
- ওতে কি আপনার আদরে ভাগ কম পরে?
- বাবার কাছে না।
- আর মায়ের কাছে?
(ওপাশ নীরব থাকে)
জানেনতো মায়ের দশ চোখ
আপনি যখন সামনে থাকেন তখন দেখেই
আপনি যখন সামনে না থাকেন, তখনও দেখেন
এমন কি তিনি যখন ঘুমিয়ে থাকেন, তখনও দেখেন।
আপনার মুখ দেখে বুঝতে পারে-
মন ভালো নেই না শরীর
তার চোখে চোখ পড়লেই কিভাবে যেন টের পেয়ে যায়
মনের গহীনে যত্ন করে রাখা গোপন কথাটাও
তবে এমনিতে কিন্তু ছেলেরা মা ভক্ত হয়
আর মেয়েরা বাবা ভক্ত
- তাই বুঝি!
- শুধু তাই না, আরো একটা ব্যাপার আছে
- কী?
- ছেলেরা কিন্তু স্ত্রী হিসেবে কল্পনা করে
তার মায়ের মতো কাউকে
আর মেয়েরা তার বাবার মতো
- আপনি বড্ড বেশি বাজে বকেন
আমি চললাম
- কোথায়?
- আজকের মতো বাই
- এতো তাড়াতাড়ি?
- হু, বাই
- বাই এন্ড গুড নাইট।
কথামালা- ৩
কথামালা- ২
কথামালা- ১
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কিঞ্চিত কেনো, আমার তো মনে হয় অনেকখানিই সত্যি। তবে ব্যাতিক্রম যে নেই তা তো নয়।
আসলে কি লিখছি, চিন্তা ভাবনা করে তো লিখিনা, মনে যা আসে তাই লিখি, এগুলো আদৌ লেখা হয়ে উঠছে কিনা জানি না।
ভালো থাকুন। সব সময়।
২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২২
শায়মা বলেছেন: মা একটা পদ করেছিলেন, এতো মজা হয়েছিলো
মনে হলো আপনার সাথে শেয়ার করি
- কি জিনিস?
- তেমন কিছু নয়, লতি দিয়ে চিংড়ি।
আপনি লতি খানতো?
- হু, খাই।
- সেদিন ইলিশের মাথা দিয়ে রেঁধেছিলো কচু শাক
কি যে অদ্ভুদ মজা হয়েছিলো!
- আচ্ছা, আপনি কেবল কচু ঘেচুই খান?
হা হা হা একদম পারফেক্ট ডায়ালগ।
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: থ্যাঙ্কু আপি।
৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো। কথামালা গুলোর বাকি পর্ব গুলো সময় করে পড়তে হবে তো!
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আজ আমি কোথাও যাবো না, মন্তব্যের জন্য ধন্যবাদ। সময় নিন। তাড়াহুড়ার কিছু নেই। আর ভালো থাকবেন। সব সময়।
৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
কিঞ্চিৎ বলার কারণ , আমি কখনো চাইতাম না আমার বর আমার বাবার মতো ভয়ানক রাগি হোক!! কারণ আমার বাবার রাগটা আমার অস্থি মজ্জায় চেপে চুপে ভরা !!!
আসলে ,দুইটা একই স্বভাবের মানুষ এর পাশাপাশি থাকাটা বিপদজনক কি না... তাই ...
বাকি পর্বগুলো ও নিশ্চয়ই শিগ্রই আসছে ... ...
শুভকামনা নিরন্তর !
২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মেনে নিলাম আপনার যুক্তি। বাকি পর্ব এখনো লেখাই হয়নি। হয়তো হবে এই সপ্তাহের মধ্যে। কী যানি? তবে পরবর্তী ছুটির দিন আসা পর্যন্ত অপেক্ষা করতে তো হবেই।
একটা কাজ এ হাত দেয়ার কথা, কিন্ত হাত দিতেই ভয় লাগছে। ভুল বললাম, আসলে দুইটা কাজ। একটা লেখালেখি আর একটা ব্যবসা। ক্যামেরা কেনা দারকার। সেইটাও করতে পারিনাই। সব কিছুই দেরী হয়ে যাচ্ছে!
(আল্লাহ পাক নিশ্চয়ই আপনার মনের কথা শুনেছেন, ভাইজান নিশ্চয়ই মাটির মানুষ?
)
৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হা হা হা হা হা ...
হুম!!
আন্দাজ সত্যি!!
মাটি না শুধু পুরাই কাঁদা মাটি ... সহজে রাগে না ...
করবো , যাবো , কিনবো -এই তিন শব্দকে আমি ভয়াবহ ঘৃণা করি!! এই তিনটা একবার এলে তা আর সত্যি হয়না ...অন্তত আমার জীবনে তো না-ই ...
মন স্থির করা মাত্রই তা করে ফেলা উচিত । আমার মতে
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মন বড় চঞ্চল! স্থির হতে চায় না মোটে!
উপরের বাক্য দুটোর কিন্তু অনেক মানে। যা হোক, আমার মতো অলস কে দিয়ে আদৌ কিছু হবে, এটা আশা করার মতো বোকামি আর কিছু নেই। তবে চেষ্টা অব্যহত থাকবে অন্ততঃ এই সব অর্থহীন কথামালায়।
কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ছেলেরা কিন্তু স্ত্রী হিসেবে কল্পনা করে
তার মায়ের মতো কাউকে
আর মেয়েরা তার বাবার মতো ... হা হা হা হা ... কথাটা কিঞ্চিৎ সত্যি !!!
অনেক অনেক ভালোলাগা কথামালা-৪ এ
শুভেচ্ছা!!