নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা কিভাবে বদলে যায়।

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১





আকাশ চাঁদ অপেক্ষা



বহুদিন আকাশ দেখিনা।



এখন ঘোর কৃষ্ণতম রাতের জন্য অপেক্ষা করি।



একদিন বিকেলে ছাদে হাটছি

আমার ভালো লাগে

সারা বিকেল ছাদে হাওয়ায় হাওয়ায়

মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে

মনে হয়, ঐ দূরে বুঝি একটা মেঘের কারখানা

অদৃশ্য এক চিমনি দিয়ে ভুরভুর করে বের হয়ে আসে

সাদা সাদা থোকা থোকা মেঘ

এরপর ছেঁয়ে যায় আমার পুরো আকাশ

ফিকে হতে হতে চলে যায় মিলিয়ে যায়

কিন্তু অদৃশ্য চিমনি হতে সাদা সাদা থোকা থোকা মেঘ

বের হতেই থাকে, আর আমি দেখি- দেখতেই থাকি

সারা বিকেল জুড়ে



এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ধীরে সন্তর্পণে।

সেই অদৃশ্য চিমনি আরো অদৃশ্য হয়ে যায়

অদৃশ্য হতে থাকে মেঘ, দৃশ্যমান হতে থাকে তারা

মিটিমিটি তারা। আমি তারা দেখি, কি সুন্দর!

আমি তারা দেখি আর ভাবি, কিভাবে সম্ভব

এতো সুন্দর, এতো, এতো!



একদিন তারা দেখতে দেখতে তারাখসা দেখলাম।

মনে হলো, না এ বোধহয় চোখের ভুল

আমি কি সত্যি দেখেছি?

মার কাছে শোনা

প্রিয়ো কারো বিচ্ছেদের আগে তারা খসা দেখে লোকে

তবে কি প্রিয়ো কেউ সরে যাবে আমার জীবন থেকে

ভয়ে থাকি, আবার ভাবি, না- নিশ্চয়ই চোখের ভুল



না, বেশি দেরী হয়নি

আমার শঙ্কার ডঙ্কায় তুমুল বাদ্য বাজিয়ে

বাবা চলে গেলেন

এরপর আর আকাশ দেখিনা।



এরপর অনেক অনেক দিন অনেক অনেক রাত

পেরিয়ে যায়

আমি রাতের আঁধারে জোনাকি দেখি

জ্বলে-নেভে, নেভে-জ্বলে।



তেমনি একরাতে, রাতের আঁধারে দেখি

দুধ সাদা এক চাঁদ!

প্রতিদিন আমার আকাশে উঠে

চাঁদোয়া রাতে, রাতের আঁধার ভেসে যায়

সেই জোছনায়



জোছনা ধীরে ধীরে ঢেউ হয়

ঢেউয়ের মতো আছরে পরে হৃদয়ের তটে

ধীরে ধীরে তীব্র হয়

ভাঙতে থাকে হৃদয়ের কূল

ভাঙতে ভাঙতে উপচে পরে

এরপর ফুলে ফুলে উঠে ঢেউ

ভাসিয়ে নেয় হৃদয়ের কূল

আমি ভেসে যাই



ভাসতে ভাসতে এক বাঁক আসে

মনে হতে থাকে

আমার সাথে চলা চাঁদ

কোথায় যেন আটকে গেছে

আমি ভাসতেই থাকি কিন্তু

আমার চাঁদ আর চলেনা

হায় সর্বনাশা স্রোত তুমি থামো

বার বার বলি, কত চেষ্টা করি

থামেনা, আমাকে ভাসিয়ে নিতেই থাকে

আর চাঁদ যেতে থাকে দূরে

না না, ভাসতে ভাসতে আমিই যেতে থাকি দূরে



এরপর একসময় দেখি আমার কেবল

আঁধারটাই আছে, চাঁদ নেই।



আমার কোনো আকাশ নেই, চাঁদ নেই, তারা নেই



এখন পরিপূর্ণ আঁধারের জন্য আমি

অমাবস্যার জন্য অপেক্ষা করি।



২৮/০৮/২০১৩



বহুদিন আগে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতার নাম ছিলো 'নক্ষত্র আকাশ রাত'। এই কবিতাটায় সেই কবিতার ছায়া এসে পড়লো। প্রিয়ো পাঠক, সেই কবিতাটাও দিয়ে দিলাম।



নক্ষত্র আকাশ রাত



বহুদিন আমি আকাশ দেখি না

ভয়, নক্ষত্র খসে পরার ভয়;

একবার নক্ষত্র খসে পড়তে দেখে

বাবাকে হারালাম

এরপর আর কোনো রাতে

ছাদে উঠিনি

আকাশ দেখিনি

নক্ষত্র খুঁজিনি।



তবু নক্ষত্র খসে পড়ে-

হৃদয়ের আকাশ হতে নক্ষত্র খসে পরে

সময়ের ফাঁক গলে নক্ষত্র খসে পরে

সম্পর্কের জাল ছিড়ে নক্ষত্র খসে পরে



বহুদিন আমি আকাশ দেখিনা

আর কোনোদিন হয়তোবা

আমি আকাশ দেখবো না

নক্ষত্রহীন রাতের আকাশ

দেখার মতো তেমন কিছ নয়।



যদি আবার কোনো দিন

নক্ষত্র ফুটে উঠে রাতের আকাশে

ব্যাকুল হয় হৃদয়

সেই ভয়

ফিরে আসবে না কি, মনে?



আর কোনোদিন হয়তো

আমি রাতের আকাশ দেখবো না

হোক সে নক্ষত্রখচিত আকাশ

হোক নক্ষত্রহীন মহাশূন্য আকাশ

যে মহাশূন্য আমি লালন করি হৃদয়

যে গাঢ় অন্ধকারে প্রতিদিন যাচ্ছি তলিয়ে

নক্ষত্রহীন রাতের আকাশ তার কাছে কিছু না



২৫/১০/২০০৯





প্রিয়ো পাঠক আমি আসলে যা বলতে চাচ্ছি, একটা কবিতা কিভাবে সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়, এই কবিতা হয়তো তারই উদাহরণ। চার বছর পর যখন কবিতাটা লেখা হলো সেটি বদলে গেছে। আবার চার বছর পর যদি লেখা হয় ঠিক এই কবিতাটাই হয়তো আরো বদলে যাবে। ভাষা, নাম আর কবিতার স্বাদ। কিন্তু কবিতাটা কিন্তু একক ভাবে ভাবের দিক থেকে ঠিকই থাকবে। নাকি ভাবটাও বদলে যাবে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা বছর। যদি আবারো লেখা হয়।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা ,
ভাললাগা থাকল +

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

ভালো থাকবেন। সব সময়।

২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো কবি।
প্রিয় হবে।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সায়েম ভাই, বেশ ভালো লাগলো সেতো বুঝলাম। কিন্তু কোনটা বেশি ভালো লাগলো। কেন লাগলো? এগুলো যদি একটু আধটু বলতেন। আমার আরো ভালো লাগতো। আমি যেমন সমালোচনা করি, তেমনি সমালোচনা শুনতেও পারি।

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। সব সময়।

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে কবি।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু ভাই।

আর ভালো থাকবেন, সব সময়।

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

অলওয়েজ ড্রিম বলেছেন: অদৃশ্য এক চিমনি দিয়ে ভুরভুর করে বের হয়ে আসে
সাদা সাদা থোকা থোকা মেঘ
এরপর ছেঁয়ে যায় আমার পুরো আকাশ
ফিকে হতে হতে চলে যায় মিলিয়ে যায়
কিন্তু অদৃশ্য চিমনি হতে সাদা সাদা থোকা থোকা মেঘ
বের হতেই থাকে, আর আমি দেখি- দেখতেই থাকি
সারা বিকেল জুড়ে


আমরা সাধারণত সাদা, থোকা-থোকা ইতিবাচক অর্থে ব্যবহার করি। আর সাদা সাদা থোকা থোকা মেঘ শুনলেই শরতের আকাশের কথা মনে পড়ে। এই মেঘ বিষাদের কিংবা বিপদের প্রতীক নয়। কিন্তু কবি এই কবিতায় এই লাইনটাকে নেতিবাচক অর্থেই ব্যবহার করেছেন। অনভ্যস্ততার জন্য স্বস্তি পাই নি।

আবার রাত, অন্ধকারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তবে উল্টাভাবে। রাত আমাদের কাছে নেতির পরিচায়ক। কিন্তু এই কবিতায় রাত বিষাদ কিংবা বিপদহন্তারক।
এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ধীরে সন্তর্পণে।
সেই অদৃশ্য চিমনি আরো অদৃশ্য হয়ে যায়
অদৃশ্য হতে থাকে মেঘ, দৃশ্যমান হতে থাকে তারা
মিটিমিটি তারা। আমি তারা দেখি, কি সুন্দর!
আমি তারা দেখি আর ভাবি, কিভাবে সম্ভব
এতো সুন্দর, এতো, এতো!

বিষাদের মেঘ সন্ধ্যার আগমনে কেটে যায়।

একদিন তারা দেখতে দেখতে তারাখসা দেখলাম।
মনে হলো, না এ বোধহয় চোখের ভুল
আমি কি সত্যি দেখেছি?
মার কাছে শোনা
প্রিয়ো কারো বিচ্ছেদের আগে তারা খসা দেখে লোকে
তবে কি প্রিয়ো কেউ সরে যাবে আমার জীবন থেকে
ভয়ে থাকি, আবার ভাবি, না- নিশ্চয়ই চোখের ভুল

না, বেশি দেরী হয়নি
আমার শঙ্কার ডঙ্কায় তুমুল বাদ্য বাজিয়ে
বাবা চলে গেলেন
এরপর আর আকাশ দেখিনা।


এই অনুচ্ছেদ দুটির কিছু বাড়তি শব্দ বাদ দিয়ে দেয়া গেলে বেশ ভাল হত বোধয়।

প্রিয় কারো বিচ্ছেদের আগে তারা খসা দেখে লোকে
একদিন আমিও দেখলাম।
হয়ত চোখের ভুল
হয়ত সত্যি নয়
সংশয়ে থাকি! শঙ্কিত থাকি!

অচিরেই শঙ্কার ডঙ্কায় তুমুল বাদ্য বাজিয়ে
একদিন বাবা বিচ্ছেদ নিলেন।

এরপর আর আকাশ দেখিনা।


একটা ব্যাপার -
পদ্য = সর্বোত্তম শব্দের সর্বোত্তম প্রয়োগ।
গদ্য = শব্দের সর্বোত্তম প্রয়োগ।


পরের অনুচ্ছেদগুলোতেও আমার মনে হল কিছু অতিকথনের মেদ আছে। আপনি আরেকটু সময় দিলেই সম্ভবত এই কবিতাটি একটি মেদহীন সুষম শরীরের মিষ্টি সুন্দরী হয়ে উঠবে।

ভাল থাকবেন।

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অলওয়েজ ড্রিম ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে আপনি খুব মনযোগ দিয়ে কবিতাটা পড়েছেন। তাই কিছু জিনিস খটকা লেগেছে। এটাই স্বাভাবিক। আমি আরো কিছু আশা করছিলাম। যদি না দেখি অর্থাৎ আর কারো মন্তব্য না পাই, তবে আমি নিজেই আলোচনা করবো।

প্রথমতঃ আমি সাদা সাদা থোকা থোকা মেঘকে কোনো কিছুর রূপক হিসেবে ব্যবহার করিনি। এটা এসেছে দৃশ্যকল্প হিসেবে। এইবার বোধহয় আপনার অস্বস্থি কমবে।

দুই, আমি সাধারণত খাতায় লিখি। কাগজে কলমে। এরপর কয়েকবার পড়ি। খুব ভালো লেগে গেলে সাথে সাথে পোস্ট করি, অথবা কাট-ছাট হতে থাকে। সংযোজন-বিয়োজন হতে থাকে। এক সময় মনে হলে, পোস্ট দিই। এই কবিতার ক্ষেত্রে হয়েছে উল্টো। আমি সামুতেই লিখেছি। আর কেন জানি সেভ করে রেখেছিলাম। নয়তো এই কবিতাটা হয়তো হারিয়েই যেতো। কেননা প্রথমবার যখন পোস্ট দিবো, সামুতে কি একটা প্রবলেম হলো, আর পোস্ট দেয়া গেলো না। এরপর আর পড়েও দেখিনি ভালো করে। আরো একটু সময় দিলে হয়তো আরো একটু ভালো হলেও হতে পারতো। এই বিষয়ে আরো সাবধান হবো। হয়কি একটা নেশা কাজ করে। আর আমার খুব বাজে একটা অভ্যাস আছে, পরীক্ষার খাতায় আমি কোনো দিন রিভিসন দিতাম না। অভ্যাসটা রয়ে গেছে।

খুব ভালো লাগলো। কিন্তু, কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু বলেন নি। হাঃ হাঃ হাঃ

ভালো থাকবেন, সব সময়। (আর এটা একটা অসমাপ্ত কবিতা বোধহয়, আরো কয়েক বছর পর যখন এই কবিতাটাই লেখা হবে হয়তো আরো একটু ভিন্ন হবে। যেটা একদম শেষে বলা হয়েছে।)

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথম লেখাটা গদ্য আকারে লিখলে ভাল লাগতো, কবিতা হিসাবে তেমন জমে নাই!

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অত্যন্ত ধন্যবাদ মাসুম আহমদ ১৪।

আপনি আমার মনের কথা কিভাবে বুঝলেন জানিনা। আসলেই আমি এটা একটা গল্প লিখবো না কবিতা রাখবো চিন্তা করছিলাম। গল্প লেখার মতো আরো কিছু উপকরণ আমার হাতে ছিলো। কিন্তু আলসামীতে আর হয়ে উঠলো না।

ধন্যবাদ

ভালো থাকবেন।

৬| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: দ্বিতীয়টাই বেশী ভালো লেগেছে ! প্রথম অংশ টার ব্যাপারে মাসুম ভাইএর সাথে একমত ! দ্বিতীয় টা আরেকবার পড়তে হবে , ভালো লেগেছে , আমি লিখলে কেমন হয় একটু দেখতে চাচ্ছি ! লিখে ফেললে কয়দিন পর পোষ্ট করে আপনাকে গিপ্ট দিবো !

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।

আপনার কবিতার জন্য অপেক্ষায় রইলাম।

ভালো থাকবেন, সব সময়।

৭| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতাদুটোই ভালো লেগেছে, তবে দ্বিতীয়তা বেশী ঝরঝরে..
সময়ের ব্যপ্তিতে চেতনার হাত ধরে আবেগ পাল্টায়, কবিতা
অন্যরকম হয়ে উঠে, এটা সহজাত........

শুভকামনা আপনার জন্যে।।

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রতিটা মন্তব্যে আমি গাঢ় আলোচনা করিনি। যারা যতটুকু উপযুক্ত ততটুকুই করেছি অথবা সম্পর্কের গাঢ়ত্ব ধরেই হয়তো আলোচনা একটু সাবলীলতা পেয়েছে। যা হোক- একটা বিষয় বলি। হয়তো আমাকে আরো বলতে হবে, পরে।

দ্বিতীয় কবিতাটা লেখা আজ থেকে প্রায় চার বছর আগে। এখন, লোকে কিছু শব্দের সাথে পরিচিত হলে, সেগুলো শুনতে চায়। যেমন, কেউ যদি জীবনানন্দ দাশ পড়ে থাকেন, তাকে যদি ভালো লেগে থাকে, তবে তার দ্বিতীয় কবিতা বেশি ভালো লাগবে। কেন লাগবে? এটা খুব স্বাভাবিক। এটার ভাষা জীবনানন্দ দাশের প্রভাবে প্রভাবিত হয়ে আছে। যেমন নক্ষত্র। এমন কবিতা কম যেখানে নক্ষত্র শব্দটি জীবনানন্দ দাশ ব্যবহার করেন নি। আরো কিছু বিষয় আছে। যেমন এই লাইন গুলো

তবু নক্ষত্র খসে পড়ে-
হৃদয়ের আকাশ হতে নক্ষত্র খসে পরে
সময়ের ফাঁক গলে নক্ষত্র খসে পরে
সম্পর্কের জাল ছিড়ে নক্ষত্র খসে পরে


আরো কিছু দুর্বলতা আছে। সব গুলো এক যাত্রায় না বলি।

ভাই সোনালী ডানার চিল, ভালো থাকবেন। সব সময়। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটুকু।

৮| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

টুম্পা মনি বলেছেন: হোক নক্ষত্রহীন মহাশূন্য আকাশ
যে মহাশূন্য আমি লালন করি হৃদয়
যে গাঢ় অন্ধকারে প্রতিদিন যাচ্ছি তলিয়ে
নক্ষত্রহীন রাতের আকাশ তার কাছে কিছু না

কত কথাই না বলে নিঃশব্দে চারটি লাইনের মাঝে! এই মুহূর্তে আমার খুব গভীর কোন সাহিত্য পড়তে ইচ্ছে করছে। তাই আপনার লেখাটি ভালো লাগল। অসংখ্য শুভকামনা।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার প্রথম কাব্যগ্রন্থে নক্ষত্র আকাশ রাত এই কবিতাটি স্থান পায়নি। কেন পায়নি? জানিনা। আমার সব সময় মনে হয়েছে, কবিতাটায় কিছু কমতি আছে। সম্পূর্ণ না। কোথায় এসে জানি, সুর ছুটে যাচ্ছে। তাই বোধহয়। কিন্তু আমার যে কি প্রিয়ো। কবিতাটা যে কতখানি আমাকেই প্রতিনিধিত্ব করে সে আমি জানি। তা সেই চার বছর আগে যেমন, চার বছর পরেও তেমনি।

টুম্পামনি ভাইয়া, আমি যা লিখি তা আদৌ কি সাহিত্যের ধারের কাছ দিয়ে যায়? যেখানে আপনার গভীর সাহিত্য পড়তে ইচ্ছে করছে। তবুও খুব ভালো লাগলো এই যেনে যে এই লেখাটা ভালো লেগেছে।

আশা করি সাথে থাকবেন আর ভালো থাকবেন, সব সময়।

৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

টুম্পা মনি বলেছেন: টুম্পা ভাইয়া!!! হা হা হা আমি ভাইয়া না, আমি আপু।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আরে আমি তো সবাইকেই {বিশেষ কয়েকজন ছাড়াঃ আপি অথবা শায়মাপি (শায়মা), পনি আপু (আরজুপনি) আর জুনাপি (জুন)} ভাইয়া ডাকি। এইটা অভ্যাসবশঃত আসে। ইচ্ছা বা অনিচ্ছা কোনো কারণেই নয়।

ভালো থাকবেন টুম্পা মনি।

১০| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: আকাশ চাঁদ অপেক্ষা -- এই কবিতাটা গদ্যের আকারে হলে মনে হয় পড়তে বেশি ভালো লাগবে।

কবিতা সুন্দর। শুভকামনা রইলো।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাসুম আহমদ ১৪ ভাইজান, ঠিক এই কথাটাই বলেছিলেন। আমারো তাই মনে হয়েছিলো। আলস্য দোষের আকর। এই দোষ নিয়ে আজো সময় কাটাই। মানে সময় কে কাটি বা ব্যবচ্ছেদ করি। কিন্তু কাজের কাজ কিছুই করিনা। তাই এইটা এমনতর মুক্ত বা গদ্য কবিতা হলো।

অনেক অনেক ধন্যবাদ অপর্ণা মম্ময় ভাইয়া। ভালো থাকবেন, সব সময়।

১১| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: আমার কাছে দ্বিতীয় তাই ভাল লেগেছে , আঁটসাঁট ভাবনায়ভব। প্রথম টিতে কিছুটা মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছিল । আমি কবিতা কম বুঝি , তবে বুঝার চেষ্টা থাকে । কিছু জিজ্ঞেস করতাম , কিন্তু
কমেন্টেই পরিস্কার হয়ে গেল । ( অলঅয়াস ড্রিম )

ভাল থাকুন কবি । :)
শুভকামনা ।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ০০৭ ভাইয়া। আসলে কবিতার রকম ফের এমন যে কিছু কবিতা অনুভব করতে হয়, মাঝে মাঝে বুঝতে হয়, মাঝে মাঝে দেখতে হয়।

কি? মনে হচ্ছে তো- দেখতে হয় এইটা আবার কেমন? কিছু কবিতা আছে চিত্রের মতো। এইটা এখানে দেয়া সম্ভব না। কারণ, যাই লিখি মার্জিন এর প্রথম এ আসে। নয়তো একটা চিত্র কবিতা দিতাম। ধরেন কবিতাটা দেখতে একটা স্টার এর মতো। অথবা দেখতে মনে হলো একটা ছাতা। এমন অনেক কিছুই হতে পারে। ধরেন সৈনিক। এমনভাবে কবিতার শব্দ সাজানো হবে কবিতাটা দেখতে একজন সৈনিকের মতো লাগবে। অথবা ধরেন বৃষ্টি। কিছু চিহ্ন দিয়ে সাজানো হবে আর শব্দ আসবে। মনে হবে কবিতাগুলো যেন বৃষ্টিতে ভিজছে। নিসন্দেহে কবিতাটা বৃষ্টি নিয়ে লেখা।

যা হোক। ভালো থাকবেন। আশা করি সাথেই থাকবেন।

১২| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সুফিয়া বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে। আমার ব্লগে মন্তব্য করার জন্য ধন্যবাদ। একটি প্রশ্ন ছিল আপনার আমার কাছে। ছবিগুলো কোথায় পেলাম। খুব সোজা উত্তর। নেশার ঘোরে ঘুরতে ঘুরতে উনার সাইটে ঢুকে গেলাম। ছবিগুলো দেখে তে আমি বিস্ময়াভিভূত। তাই ব্লগে শেয়ার করার লোভ সামলাতে পারিনি। ছবি আরও ছিল। কিন্তু সাইজে বড় বলে দিতে পারিনি।

আর আমার ব্লগে আপনার মন্তব্যের উত্তর বারবার চেষ্টা করেও দিতে পারিনি। বাংলা আসছে না। তাই এখানে দিলাম।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সুফিয়া ভাইয়া, আপনি আমার ব্লগে এসে মন্তব্য করেছেন, কি যে ভালো লাগছে।

কবিতা পড়ে ভালো লেগেছে এইটা বাড়তি ভালো লাগা। অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন। আর ভালো থাকবেন। সব সময়।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!! +++

সময়ের সাথে ভাবনার পরিবর্তন তাই কবিতারও পরিবর্তন হয়।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম আমার ব্লগে।

একদম ঠিক বলেছেন। আর একটা ব্যাপার আছে, আমার মনে হয়েছে আমার একটা স্বকীয়তা প্রয়োজন। আমার মতো করে। কেউ বলবেনা এইটায় ওর প্রভাব আছে ওর ছায়া আছে। এগুলো ধীরে ধীরে হয়। এই চার বছর পর সেই স্বকীয়তা অনেকাংশে ফুটে উঠেছে। (এইটা একান্ত আমার মত।)

অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন। ভালো থাকবেন। সব সময়।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

অনির্বাণ প্রহর বলেছেন: কবিতা নিয়ে গভীর আলাপে আমার মন নেই
পড়ার পরে অনিবার্য অনুভুতিতে আমি বুঁদ হয়ে থাকি তাই শুধু সুন্দর সুন্দর বলে জিকির তুলি।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনির্বাণ প্রহর ভাই, ভালো লাগাই বড় কথা। এই অনুভুতিটাই বড়রে ভাই।

ভালো থাকবেন। সব সময়।

১৫| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: কল্পনাগুলো চমৎকারভাবে অঙ্কিত হয়েছে শব্দের মায়ায়। অনেক ভালো লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাসান মাহবুব ভাই আপনার ভালো লেগেছে এইটাতো অনেক বড় ব্যাপার।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন, সব সময়।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বোকামন বলেছেন:





সম্মানিত কবি,
কবিতা
বদলে যাওয়া কবিতা
সময় বদলের কথা; ভালোলাগলো সবই।
সময় বদলে যাবেই, পাঠক ভুলে যাবে কবিতা কিন্তু থেকে যাবে আপনার অনুভূতির এক একটি কবিতার আকাশ যা চার বছর কেনো কখনোই যেন বদলে না যায়-এই কামনা করছি ....।

ভালো থাকুন। কবিতা লিখুন।।

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ওরে ওরে ওরে বোকামন কত সম্মান দিয়ে গেলরে। বোকামন ভাই, আমি এতো খানি এখনো কবি হইনি ভাই। মাঝে মাঝে কিছু অনুভব গুলো সবার কাছে তুলে ধরি। এর বেশি কিছুনা।

কবিতায় অনেকে অনেক কিছু নিয়ে খেলে। যারা শব্দ জানে, তারা শব্দ নিয়ে খেলে। যারা ছন্দ জানে, তারা ছন্দ নিয়ে খেলে। কেউ কেউ অভিমান আর অনুভূতি নিয়ে খেলে। আমি শেষের দলের। তবে খেলোয়ার নই। এখনো খেলতে শিখিনি।

ভালো থাকবেন, সব সময়। আশা করি পাশেই পাবো।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

শ্রাবণ জল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম। আমার ব্লগে স্বাগতম।

কবিতা কোনটা ভালো লাগলো? দুটোই কি?

ভালো থাকবেন। সব সময়।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

শ্রাবণ জল বলেছেন: হ্যাঁ- দুটোই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অশেষ ধন্যবাদ শ্রাবণ জল।

ভালো থাকবেন সব সময়।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি বেশ দক্ষ লেখক বুঝতে পারছি।
দারুন ভালোলাগা নিয়ে গেলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই। এতো সুন্দর মন্তব্য পেয়ে আমারো ভালো লাগলো।

ভালো থাকবেন সব সময়।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

শাহিন বলেছেন: কবিতা দুটোই ভালো লেগেছে । তবে দ্বিতীয়তা বেশী কাব্যিক, সুন্দর ।
সময়ের সাথে সাথে আবেগ পাল্টায়, কবিতা পাল্টায় । সুখ-দুঃখ পাল্টায় আর এটাই স্বাভাবিক ........ শুভেচ্ছা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি ভাবের উপর কবিতা লিখি। প্রথমটায় ভাব যতখানি ছিলো দ্বিতীয়টায় ছিলো তার চেয়েও অনেক বেশি। আমিই তো লিখেছি। তবে আমার মনে হয়েছে প্রথমটা অনেক বেশি আমাকে প্রতিনিধিত্ব করে দ্বিতীয়টার চেয়ে। দ্বিতীয়টা অনেক দিন আগে লেখা আর সেখানে অনেক বেশি প্রভাব ছিলো আমাদের পূর্বাতন কবিদের সেখান থেকে কিছুটা বের হয়ে আসতে পেরেছি বলে আমার বিশ্বাস।

এই বিষয়টাও ছাড়া, আরো একটা বিষয় আছে, যেমন দ্বিতীয়টা যখন লেখা হয়েছে তখন আর চাঁদ বা আকাশ দেখতে পারবো কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রথমটা পড়ে দেখেন, চাঁদ বা আকাশ দেখা শুরু হয়েছিলো। উপস্থাপনায় উল্টো হওয়ার জন্য এই বিষয়গুলো অনেকেই এড়িয়ে গেছেন বা মনে করতে পারেননি মন্তব্যের ক্ষেত্রে।

যাই হোক, শাহিন ভাই, আপনি পড়েছেন, আপনার ভালো লেগেছে এই জেনে আমারো অনেক ভালো লাগলো। আর ভালো থাকবেন, সব সময়।

২১| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

নূর রবি বলেছেন: আমার কাছে প্রথম কবিতার সার্বিকতাটা ভাল লেগেছে।দ্বিতীয় কবিতার আবেগের প্রকাশভঙ্গিটা হৃদয় ছোঁয়া ছিল।সব মিলিয়ে দারুন লাগল।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সরাসরি বলতে, ২য় কবিতা লিখতে যে আবেগ কাজ করেছে ১ম কবিতা লিখতে একটু ভিন্ন আবেগ কাজ করেছে। তাই এই দুয়ের প্রকাশ ভঙ্গি ভিন্ন।

শুধু প্রকাশ ভঙ্গি নয়, কবিতা দুটি আসলে ভিন্ন সত্ত্বার দুটি কবিতা। যদিও কিছু উপকরণ এক।

অনেক দিন আগের পোস্ট করা লেখায় কারো মন্তব্য পেলে সত্যি খুব ভালো লাগে।

ভালো থাকবেন মূর রবি ভাই। সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.