নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

কথামালা- ৭

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮





এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।



কথা মালা- ৭



- আপনার ইন্টারভিউ কেমন হলো?

- আপনি কি করে জানলেন?

আমিতো কাউকে বলিনি!

- ইচ্ছে থাকলে জানা যায়

- আমার প্রতি আপনার ইচ্ছে আছে!

- ইন্টারভিউ কেমন হলো বলেন

- হলো, ঐ আর কী

- ঐ আর কী, মানে কী?

ভালো হয়নি?

- ভালো না মন্দ বুঝতে পারছিনা।

- মানে?

- মানে, এক স্যার প্রশ্ন করে

আরেক স্যার উত্তর দেন

আমি শুধু মাথা নেড়ে বলি, জ্বী স্যার, জ্বী স্যার

- বাহ মজা তো, বলেন কী

তবে তো প্রমোশন নিশ্চিত

- জানি না

- ইন্টারভিউ ভালো হয়েছে তো

তাই এতো ভাব, না?

- ছি, ছি, কি বলেন, মোটেই সত্যি না।

- তবে বলছেন না কেন, কী জিজ্ঞাস করলো?

- এই হাইট কত, ওয়েট কত?

আরো ওয়েট কমাতে হবে

নিজেকে ফিট রাখতে হবে, এই সব হাবিজাবি।

- এইসব কোনো প্রশ্ন নাকি?

- তবেই বুঝুন?

এই সাধারণ প্রশ্নেই ঘাবড়ে গেছি।

- বলেন কি?

- হুম, আমার ওজন ৫৬ না বলে বলেছি ৬৫।

- তারপর?

- ডি, এম, ডি স্যার জিজ্ঞাস করলেন, ৬৫?

সাথে সাথেই বুঝতে পারলাম, উল্টো বলে ফেলেছি

এই সব যাদের প্রশ্ন করে তাদের প্রমোশন দেয়, না দেয় না

কি করে বুঝি বলুন তো!

- আর কিছু জিজ্ঞাস করেনি?

- হ্যাঁ করেছিলো?

- এই শুক্র-শনিবার কি করি?

- কি বললেন?

- আমি কিছুই বলিনি, আরেক স্যার পাশ থেকে বলে দিয়েছেন

‘নিশ্চয়ই মার্কেটিং করেন, তাইনা?’

আমি শুধু মাথা নেড়ে বলেছি, জ্বী স্যার।

- হাঃ হাঃ হাঃ ডাহা মিথ্যা কথা

- আলবাত মিথ্যা কথা।

রবি থেকে বৃহস্পতিবারেই করি না, আবার শুক্র-শনিবার

- তবে সায় দিলেন কেন?

- বসদের সন্তুষ্ট করতে সত্য-মিথ্যা সব কিছুতে সায় দিতে হয়।

- বিজনেস নিয়ে কিছু জিজ্ঞাস করেনি?

- নাহ

- টার্গেট?

- হু, ওইটা দিয়েছে

- কত?

- বেশি না, মাত্র পাঁচ কোটি।

- পাঁচ কোটি!!!!

- হু

- দিলো আর নিয়ে এলেন?

- কি করবো বলুন?

আগে প্রমোশনতো হোক

- সেই

- আপনি হলে কি করতেন?

- জানি না

- সামনে জুনের পরতো আপনাদেরও ডাকবে, না?

- হু

- আপনাদের হয়ে যাবে

- কি করে জানেন?

আপনি কি সব জানা শমসের?

- না, আমি কিছুই না জানা অপূর্ব

- থাকেন

- কোথায়?

- ফেসবুকেই থাকেন

আমি গেলাম

- এখনই চলে যাবেন?

- হুম, গুড নাইট

- গুড নাইট।





কথামালা- ৬

কথামালা- ৫

কথামালা- ৪

কথামালা- ৩

কথামালা- ২

কথামালা- ১



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই পর্বটা একদম খেলো টাইপ হয়ে গেলো।

ভালো থাকবেন প্রোফেসর শঙ্কু।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

সায়েম মুন বলেছেন: ২য় টাতে আহসান হাবীবের দো তলার ল্যান্ডিং... কবিতার ছোঁয়া পেলাম।
পড়তে ভাল লাগছিল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাই কি যে বলেন? আহসান হাবীবের কবিতাটা পড়েছি। ওইটা এক অনন্য কবিতা। কত ছোট ছোট কথা আবার কথা গুলো তেমন কিছুই না তবু তার ভেতর দিয়ে কত কিছু প্রকাশ পেয়েছে।

ধন্যবাদ সায়েম ভাই। ভালো থাকবেন, সব সময়।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মামুন রশিদ বলেছেন: কথামালায় ভালোলাগা । মগ্ধপাঠ!


+

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই, ভালো লাগা নিরন্তর যেন থাকে, সেই দোয়া করেন।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। সব সময়।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

টুম্পা মনি বলেছেন: বাহ ভালো তো! বেশ প্রাঞ্জল লেখা। :D :D :D

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও টুম্পা মনি। ভালো লাগলেই আরো কিছু পর্ব লেখার উৎসাহ পাই। অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন, সব সময়।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: মজা পাইলাম :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মজাটাই আসল মাসুম ভাই।

ভালো থাকবেন, সব সময়।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

ভিয়েনাস বলেছেন: চাকরিজীবিদের করুন কথামালা :) ......

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একদম তাই। অনেকে জানেনা, যারা চাকরি করেন না, তাদের কথাই বলছি। প্রমোশন, টার্গেট, বিজনেস, বিজনেস নলেজ এইসব কতখানি গুরুত্ব যে চাকুরিওয়ালাদের কাছে কেবল চাকর মাত্রেই জানেন।

ধন্যবাদ ভিয়েনাস ভাই। ভালো থাকবেন, সব সময়।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

জুন বলেছেন: বসদের সন্তুষ্ট করতে সত্য-মিথ্যা সব কিছুতে সায় দিতে হয়।
নিজের স্বল্পকালীন চাকরী জীবনে এই কাজটাই কোনদিন পারিনি সজীব :(
ভাললাগলো কথা মালা :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপি। এই সব অর্থহীন কথামালা যে আপনার ভালো লেগেছে এই তো কত। আসলে এমন হয়। কিছু করার নেই। চাকরি মানেই তো চাকর। আর চাকরদের সব কিছুতেই হ্যাঁ হ্যাঁ করতে হয়। না বলার কোনো সুযোগ নেই।

ভালো থাকবেন আপি। সব সময়।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেকগুলো।
কাল একটা মোটামুটি জার্নি করবো। এসে পড়বো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কোথায় যাচ্ছেন? জার্নি সুন্দর হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.