![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খুব ইচ্ছা ইমন জুবায়ের ভাইয়ের গল্পগুলো থেকে কিছু গল্প নিয়ে একটা বই বের করার। আগে কি তার কোনো বই বের হয়েছে? আমি জানিনা। যদি বের হয় সেগুলো কি কি? কেউ জানলে দয়া করে জানাবেন। পর্যায়ক্রমে সমস্ত গল্পের বই বের করা। আমার চিন্তা গুলো সকলের সাথে শেয়ার করছিঃ
১) গল্প বাছাইঃ কোন কোন গল্প বাছাই করা যায় এর জন্য প্রতিটি গল্প পড়া দরকার। এই লক্ষ্যে গল্পতে যেয়ে দেখি মোট গল্পের সংখ্যা ২০৭ টি (ভুল না হলে)। এতো গল্প পড়ে বাছাই করা অসম্ভব। তাই কয়েকজন পড়ে বাছাই করলে কাজটা সহজ হয়। এর জন্য যারা গল্প লেখেন এবং পড়েন তাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দশ জন হলে প্রত্যেকে বিশটি গল্প করে পড়লেই হয়। গল্প ভাগ করার প্রক্রিয়া হলো। প্রত্যেকে দুটি পেজের গল্প পড়তে হবে। প্রতি পেজে দশটি করে গল্প আছে। তাই কেউ পাবে ১-২, ৩-৪, ৫-৬ এইভাবে। প্রত্যেকের কাজ হলো বিশটি গল্প থেকে একটি গল্পকে বেছে নেয়া। তাতে আমরা ১০-১১ টা গল্পের মধ্যে একটা বই বের করতে পারবো। রেজওয়ানা আপু তার অনেক গল্প পড়েছেন তাই আশা করি তার অকৃত্রিম সাহায্য পাবো। যারা নিজ থেকে এই দায়িত্ব নিতে চান তারা মন্তব্যে জানালে খুবই উপকার হয়।
গল্প বাছাইয়ের দায়িত্ব না নিয়েও তার কোনো নির্দিষ্ট গল্প যদি কারো খুব ভালো লেগে থাকে তবে মন্তব্যে জানাতে পারেন লিঙ্ক সহ।
২) বই বের করার প্রয়োজনীয়তাঃ ইমন জুবায়ের ভাই সামুতে ছাড়া আর কোথায় কোথায় লিখতেন আমি জানিনা। কিন্তু সকলেই ব্লগ পড়েন না। তাই তার চিন্তা ভাবনাকে সকলের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্যই এই উদ্যোগ প্রয়োজন। একজন ঋষিতুল্য মানুষের চিন্তাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এর বিকল্প হিসেবে আর কিছু মাথায় এলো না।
৩) প্রকাশনীঃ সকলের পরামর্শক্রমে প্রকাশনী ঠিক করা হবে। তবে যেসব প্রকাশনী সৃজনশীল বই বের করে তাদের মধ্যে থেকেই বেছে নেয়া উচিত।
৪) অনুমতিঃ ইমন জুবায়ের ভাইয়ের বই বের করার জন্য অনুমতি প্রয়োজন। তার আত্মীয় স্বজন রয়েছেন ঢাকায়। আমার অফিসের সামনেই তাদের বাসা। ইচ্ছা করলে আমি যোগাযোগ করতে পারি। আবার সামুর পক্ষ থেকে যদি উদ্যোগ নেয়া হয় তবে ভালো হয় সব চেয়ে বেশি।
৫) প্রকাশের উপলক্ষ্যঃ প্রতিটি কাজেরই একটা উপলক্ষ্য থাকে। বইমেলা উপলক্ষ্যে এই প্রকাশনা। কেননা বইমেলাতেই আমরা অনেক অচেনা লেখকের বই কিনি। পড়ি। জানি। আর ইমন জুবায়ের ভাই যেহেতু ব্লগে অনেক অনেক জনপ্রিয়ো, তাই বই প্রকাশ হচ্ছে শুনে এই নিয়ে অনেক লেখালেখি এবং জানাজানিও হবে। এতে অনেকে যারা তাকে চিনতেন না, তারাও তার বই কেনার আগ্রহ দেখাবে বলে আমার বিশ্বাস। আর যারা বই না কিনে তাকে ব্লগে পড়বেন বলে স্থির করবেন, তাতেও তার লেখা অনেক প্রানে ছড়িয়ে পড়বে।
৬) অর্থায়নঃ প্রকাশনীতে অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো প্রকাশনী বোধহয় এমনি এমনি তার বই ছাপানোর দায়িত্ব নিবেনা। এর জন্য অর্থ প্রয়োজন। আমি যতটুকু জানি, ৫০০ বই ছাপাতে কম করে হলেও প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার মতো লাগবে। এইটা নির্ভর করছে ফর্মার উপর। এই ব্লগে অনেকই বই প্রকাশ করার অভিজ্ঞতা আছে। আমরা তাদের পরামর্শ নিতে পারি। এখন কথা হলো, অর্থ কোথা থেকে আসবে। প্রকাশের উদ্যোক্তা হিসেবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। আলাউদ্দিন ভাই আমার খুব কাছের একজন মানুষ তিনি কথা দিয়েছেন তিনিও সাহায্য করবেন। আর যদি কিছু প্রয়োজন হয় তবে আমরা যারা ইমন জুবায়ের ভাইয়ের লেখার ভক্ত তারা কি একটু সাহায্য করতে পারবেন না?
৭) মোড়ক উন্মোচনঃ বই মেলায় শুধু বই প্রকাশ নয়। আমার ইচ্ছা বইটির একটা সুন্দর মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা। তাকে যারা কাছ থেকে চিনেন, তাদের স্মৃতিকথা দিয়ে সাজানো যেতে পারে। বিশেষ করে একটা মুখবন্ধ নিতে হবে নামকরা কোনো লেখকের কাছ থেকে। আসলে এইটার কোনো প্রয়োজন নেই। তবুও মুখবন্ধ একটা সংকলিত কাজকে অনেকখানি সমৃদ্ধ করে।
৮) গল্প বাছাইয়ের সময়সীমাঃ বই ছাপানোর ঝামেলা অনেক। আর তার লেখা গল্পগুলোর প্রুফ দেখতে অনেক সময় লাগবে। তাই এই সেপ্টেম্বর এর মধ্যে গল্পগুলো নির্দিষ্ট করতে পারলে সবচেয়ে ভালো হয়।
এমন যদি হয়, এমন চিন্তা আরো কেউ করেছিলেন। বা এই ধরনের কাজ করছেন। তবে আমাকে যুক্ত করে নিতে পারেন। আমি সেক্ষেত্রেও সাহায্য করতে রাজী। মোদ্দা কথা, ইমন জুবায়ের ভাইকে আরো একটু ছড়িয়ে দেয়া। তার প্রতি এই শ্রদ্ধাটুকু দেখানো উচিত।
আরো অনেক কিছু মনে হয় বলার ছিলো সব কিছু গুছিয়ে লেখা হলো না। যখন মনে পড়বে এই পোস্টটি সাথে সাথে এডিট করে নেয়া হবে। অনেক দিন ধরেই এই ইচ্ছাটা মনের মধ্যে ছিলো। আমি নিজে নিজে যদি কাজটি করি তবে অনেকেই হয়তো বলবেন আমাদের সাথে নিতে পারতেন। আসলে একটা ভালো কাজে সকলে মিলে করার আনন্দ অনেক। আর দশের লাঠি একের বোঝা এতো সকলেই জানে। তাই বিষয়টি সামুর সকলের সাথে শেয়ার করলাম। যার যা মত স্বাধীন চিত্তে দিতে পারেন। আমার চিন্তার সাথে সকলের চিন্তা এক নাও হতে পারেন। এই উদ্যোগ যদি কারো পছন্দ নাও হয়, সেই মত প্রকাশের স্বাধীনতাও দেয়া হলো। এখানে আমার নিজের ব্যক্তি স্বার্থ শূন্য। তাই আলোচনা বা সমালোচনায় আমার ভয় নেই। আমি আমার আনন্দের জন্যই কাজ করি। আর এমন কিছু করার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারার আনন্দের চেয়ে বড় আনন্দ কি হতে পারে। যে কোনো ধরণের পরামর্শ এবং ইচ্ছা মন্তব্যে প্রকাশ করুন।
আমার নিজের সময়ের অভাব আছে, আর্থিক সামর্থ্যের অভাব আছে, কিন্তু ইচ্ছার ঘটতি নেই। আমার বিশ্বাস আল্লাহপাক যে কোনো মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করেন। এই উদ্যোগটা আরো আগে নেয়া উচিত ছিলো। অনেক দেরী হয়ে গেছে। তবুও এখনও যে সময়টুকু আছে তাতে কয়েকজনের সাহায্য পেলে গুছিয়ে কাজটি সময়ের আগে (বইমেলা শুরুর আগে) শেষ করা সম্ভব হবে।
প্রথম বই প্রকাশের সাফল্যের উপর নির্ভর করছে তার পরবর্তী বই প্রকাশ। এবং তার সমস্ত চিন্তা- দর্শন যেগুলো আমরা ব্লগে পড়েছি এবং আরো যদি কিছু থাকে যা ব্লগে প্রকাশিত হয়নি সেগুলোকে বই আকারে প্রকাশ করা, সকলের মধ্যে ছড়িয়ে দেয়া।
কষ্ট করে এতো খানি পড়ার জন্য ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাসান ভাই, আপনি যদি কিছু দায়িত্ব নেন ভালো হয়, বেশি না গল্পের পেজের প্রথম ১-২ পেজের গল্পগুলো পড়ে যে কোনো একটি গল্প বাছাই করে দিন।
এটা কি খুব বেশি দায়িত্ব? আশা করি সাহায্যের হাত বাড়াবেন।
আর ভালো থাকুন, সব সময়।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
ঘুমন্ত আমি বলেছেন: সুন্দর উদ্যেগ এখন বাস্তবায়ন হোক সুন্দরমত ।এই প্রত্যাশায় ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সেই। দেখা যাক। পাশে থেকে সাহায্য করবেন আশা করি।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
অচিন্ত্য বলেছেন: চমৎকার আইডিয়া ! এই 'নগর ঋষি'র লেখা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনাকেও দায়িত্ব নিতে হবে। (চমৎকার বলে ফেসে গেলেন মনে হয়।) আপনি যদি গল্পের ৩-৪ পেজের ২০ টা গল্প পড়ে জানাতেন কোনটা সব চেয়ে বেশি ভালো তবে খুব উপকার হয়।
এই পদ্ধতিতে গল্প বাছাইয়ের কারণ হলো- তার লেখার সব সময়ের গল্পই পাঠকের কাছে তুলে দিতে পারবো।
অনেক অনেক ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পেইজের লিঙ্ক দেয়ার কাজ শুরু হয়ে গেছে। তাই আপনার পেইজের লিঙ্কটা দিয়ে দিলাম। ৩য় পেইজ এবং ৪র্থ পেইজ
আশা করি খুব বেশি কষ্ট দিলাম না।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রশংসনীয় উদ্যোগ । বাস্তবায়িত হলে চমৎকার একটি কাজ হবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রশংসনীয় কাজের সাথে আপনাকেও সম্পৃক্ত হতে হবে। আপনি গল্পের ৫-৬ পেজের গল্প পড়ে একটা গল্প বাছাই করবেন। এই দায়িত্বও আপনাকে দেয়া হলো।
এই টুকু তো আশা করতেই পারি কি বলেন?
আর ভালো থাকুন, সব সময়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কান্ডারী ভাই, আপনাকেও আপনার পেইজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। নিচের লিঙ্কে গেলেই হবে। এতটুকু সাহায্যতো আশা করতেই পারি। আপনাদের পছন্দের গল্প নিয়ে দ্বিতীয় চিন্তা করা হবেনা। ইমন জুবায়ের ভাইয়ের যে কোনো দশটা গল্প দিলেই হয়। তার প্রত্যেকটা গল্পই মাষ্টার পিস। তবুও প্রথমবার বের করতে চাচ্ছি তাই একটু বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাইছি।
৫ম পেইজ
এবং
৬ষ্ট পেইজ
ভালো থাকবেন সব সময়। অন্য পেজ গুলোর পড়ার সময় কমিয়ে একটু এই কাজটা করতে হবে যদি দায়িত্ব মনে করেন। অনেক অনেক ধন্যবাদ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
হাসান মাহবুব বলেছেন: নিশ্চয়ই। আমাকে পেইজের দায়িত্ব দিন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রথম
এবং
দ্বিতীয়
পেজ এর কাজ দেয়া হলো। এখানকার গল্পগুলো পড়া আর এর থেকে একটা গল্প বাছাই করা। অনেক অনেক ধন্যবাদ।
লিঙ্ক কাজ করছে কিনা জানাবেন। নয়তো সহজ ভাবে, ইমন জুবায়ের ভাইয়ের পোস্টে ঢুকে > গল্প > ১ম পেজ এবং ২য় পেজ। খুব সহজ।
অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সায়েম মুন বলেছেন: তার গল্পের বই বের করতে পারলে খুব ভাল হয়। ব্লগের বাইরে তার লেখা সম্পর্কে ধারণা ছড়িয়ে দিতে বইয়ের বিকল্প নাই। চমৎকার উদ্যোগ। সাথে আছি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সাথে যখন আছেন তবে দায়িত্ব নিন। হাসান মাহবুব ভাইকে কাজ বন্টন করা হয়েছে। আপনাকেও কাজ দিয়ে দেই। নিচের লিঙ্ক দুটোতে ঢুকেন।
৭ম পেইজ
এবং
৮ম পেইজ
সাথে আছি বলে ফেসে গেলেন নাতো? হাঃ হাঃ হাঃ আপাততঃ একটা গল্প বাছাই করুন। এরপর ভিন্ন কাজ। অনেক ধন্যবাদ সায়েম ভাই।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
রাতুল_শাহ বলেছেন: অনেক ভাল একটা কথা বলেছেন।
বাস্তবায়িত হলে দারুণ একটা ব্যাপার হবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই।
ভালো থাকবেন, সব সময়।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার উদ্যোগ!!!!!!!!!!
অনেক শুভকামনা রইল ......
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইরফান আহমেদ বর্ষণের শুভকামনা গ্রহণ করা হলো। সাথে থেকো ভাই। বই প্রকাশিত হলে কিনলেও অনেক খানি সাহায্য করা হবে।
অনেক অনেক ধন্যবাদ।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১
মামুন রশিদ বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের শ্রদ্ধার্থে একটা বই বের করতে পারা দারুণ ব্যাপার হবে । এরকম একটা উদ্যোগ নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ।
গল্প বাছাইয়ের কাজটা সবাই মিলে করলেও সমন্বয়ের কাজটা হাসান মাহবুব ভাই আর আপনি মিলে করলে ভাল হয় । রেজোওয়ানা সময় দিতে পারলে আরও ভাল হবে ।
বই বের করার ব্যাপারে খলিল ভাই (সোনাবীজ ও ধুলোবালিছাই) ভাল সাহায্য করতে পারবেন । বইয়ের বাজেট মনে হয় না সমস্যা হবে, আমরা মাত্র কয়েকজন ব্লগার এগিয়ে আসলে চুকে যাবে ।
চমৎকার উদ্যোগে সাথে আছি ভাই ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। অবশ্যই। আমিতো অনেক গুলো কাজে হাত দিয়েছি। সেগুলো আর না বলি। যখন যা মনে আসে ভালো লাগে সেইটাই করি। অনুবাদ, একটা ওয়েব পেইজ (কমার্সিয়াল), ফটোগ্রাফি, অফিস এর উপর এই কাজ হাতে নিলাম। কাজের মধ্যে ডুবে না থাকলে শান্তি পাচ্ছি না। তাই কাজ কাজ এবং কাজ। এর মাঝেই নিজেকে ব্যস্ত রাখতে চাই। (আমার মতো এতো অলস ছেলে এতো কাজ কিভাবে করবে কে জানে?)
যাই হোক, আপনাকেও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। নিচের লিঙ্কে গেলেই হবে। আপনাকে দিচ্ছি ৯ম পেইজ এবং ১০ম পেইজ
ভালো থাকুন মামুন ভাই। লিঙ্ক কাজ না করলে জানিয়েন। আবার লিঙ্ক দিয়ে দিবো। আমার সাথে যোগাযোগের ঠিকানা- [email protected]
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
অলওয়েজ ড্রিম বলেছেন: সজীব ভাই, সাহিত্য-আড্ডার প্রথম আড্ডাতে একফাঁকে আপনার এই ইচ্ছার কথা বলেছিলেন। তখন সেভাবে গুরুত্ব দেই নি। ভেবেছিলাম আমরা কত স্বপ্নই তো এভাবে দেখি। সব স্বপ্ন কি আর সমান গুরুত্ব পায় কিংবা পূরণ হয়? কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে এত সিরিয়াস, তখন অনুধাবন করি নি। আপনার ইচ্ছার প্রতি শ্রদ্ধা এবং জোরালো সমর্থন।
গল্প বাছাইটা সম্ভবত এভাবে করলে আরও ভাল হয়ঃ একেকজন একটা গল্প বাছাই না করে কমপক্ষে ২/৩টা করে বাছাই করুক। তারপর যে গল্পগুলি বাছাই করা হল সেগুলি একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দশটি গল্প বাছাই করতে বলা হোক পাঠক/পাঠিকাদেরকে। এরপর আপনার কাজটি খুবই সহজ - শুধু গ্রেডিং করা। ব্যাস!
আপনার এই মহৎ উদ্যোগে সাথেই আছি। শুভকামনা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ড্রিম ভাই, সাথে যখন আছেন, আগে দায়িত্ব দেই পরে কথা বলি। আপনার জন্য বরাদ্দকৃত পেইজ হলো- ১১তম পেইজ এবং ১২তম পেইজ ।
একটু আগেই বলেছি, ইমন জুবায়ের ভাইয়ের প্রতিটি গল্পই মাষ্টার পিস। আমি প্রত্যেককে মাত্র দুইটি পেইজ বরাদ্দ দিচ্ছি এই জন্য তার বিভিন্ন সময়ের লেখাকে প্রথম বইতে জায়গা করে দেয়া। আপনি যেভাবে বলছেন, সেভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের হাতে এতো সময় নেই। প্রচ্ছদ, টাইপ, প্রুফ দেখা এইসব অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বিস্তারিত আবারো বললাম। আশা করি আপনার পছন্দের লেখাটি জানাবেন। আর আমাদের পরবর্তী আড্ডা হচ্ছে তো? সেদিন আমার ভাই আবার দাওয়াত আছে। গুলশান। অফিসিয়াল গেটটুগেদার। অবশ্য সন্ধ্যার পর। আমাদের আড্ডা শেষ করে গেলেই হবে। আপনাকে মনে মনে খুঁজছিলাম। যাই হোক, ভালো থাকবেন, সব সময়।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
তন্দ্রা বিলাস বলেছেন: ভাইবতেই অন্যরকম লাগছে প্রিয় লেখকের গল্প কাগজের পাতায় পড়ব। চমৎকার উদ্যোগ। সাথে আছি আছি চালিয়ে যান।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ তন্দ্রা বিলাস ভাই। সাথে থাকুন, উৎসাহ দিন। এরচেয়ে আর কি বা বলতে পারি। আর একটু দোয়া করেন যেন কাজটা ভালোয় ভালোয় শেষ করতে পারি।
ভালো থাকবেন সব সময়।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩
অলওয়েজ ড্রিম বলেছেন: ঠিকাছে শুরু করে দিলাম।
আর হ্যাঁ আড্ডা হবে, ইনশাআল্লাহ। গ্রুপ পেইজে এ বিষয়ে পোস্ট দিয়েছি। এ মাসের শেষ শুক্রবারে। সময় ও স্থান একই আছে।
আপনাকে বললাম, একটা নতুন ফেবু আইডি খোলেন। আপনি শুনলেন না। এখন যদি বলেন, তাহলে আমি আপনার জন্য খুলে দিতে পারি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ আমার মত অলস দুনিয়াই দুইটা নেই রে ভাই।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
সায়েম মুন বলেছেন: না ফাঁসিনি কবি। আমি সাধ্যমত চেষ্ঠা করবো। কয়েক দিনের ভিতর জানাবো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমাদের ছোট ছোট চেষ্টাই একটা সুন্দর কাজকে সফলভাবে করতে সাহায্য করবে। অনেক অনেক ভালো লাগা জানবেন।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি অল্প কিছুদিনের মধ্যেই আমার উপর অর্পিত এই গুরু দায়িত্ব শেষ করে আপনাকে জানাচ্ছি ভাই। স্যালুট টু ইউ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: না না, আসলে আমার ধারণা অনেকে হয়তো মনে মনে এই রকম একটা কাজ হোক চাচ্ছিলেন। মুখ ফুটে বলতে সাহস করছিলেন না। কে কি বলে এই ভয়ে। এর বেশি কিছুনা। আপনাকেও স্যালুট, কিছুটা হলেও দায়িত্ব ভাগ করে নিলেন। অনেক ধন্যবাদ জানবেন।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
অলওয়েজ ড্রিম বলেছেন: আমি ইতোমধ্যেই একটা পছন্দ করে ফেলেছি। পড়ে যাচ্ছি। আমি দুটো পেইজ থেকে ২টা করে চারটা বাছাই করব। তারপর সমালোচকের দৃষ্টিতে ব্যাবচ্ছেদ করে যেটাকে শ্রেষ্ঠ মনে হবে, জানাব আপনাকে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অলওয়েজ ড্রিম ভাই। আপনি যেভাবে খুশি সেভাবেই বাছাই করুন। আশা করি আপনার প্রক্রিয়া যাদের ভালো লাগবে তারাও এই প্রক্রিয়ায় বাছাই করতে পারেন।
ধন্যবাদ নিরন্তর।
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ । বাস্তবায়িত হলে চমৎকার একটি কাজ হবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ অভি ভাই। ভালো থাকুন। আর দেখা হলে কথা হবে।
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭
ভিয়েনাস বলেছেন: খুবি ভালো উদ্যোগ । ইমন জুবায়ের ভাইকে আরো বিস্তর ভাবে ছড়িয়ে দেওয়া মনে হয় আমাদের দায়িত্ব।
সুন্দর কাজের সফলতা কামনা করছি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভিয়েনাস ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনাকে পাশে পাই সব সময়। এও আমার অনেক আনন্দের। শুধু এইটুকু বলি আমাদের জন্য দোয়া করেন।
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১০
মামুন রশিদ বলেছেন: আমি পড়া শুরু করলাম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই, আমি নিজেও পড়া শুরু করেছি। তার প্রথম দিককার লেখাগুলো পড়ছি। সেখান থেকে মোট সাতাশটা গল্প পড়বো। আপনি গল্পের সংকলন করেন তাই গল্পকারদের সাথে আপনার যোগাযোগটা অনেক বলেই আমার ধারণা। তাই আর একটু দায়িত্ব যদি নিতেন। গল্পগুলো মোটামুটি ভাগ করে দিয়েছি, আর কয়েকজনকে সম্পৃক্ত করতে পারলে ভালো হতো। যেমন- সোনাবীজ ও ধুলোবালিছাই ভাই, নোমান নমি, অর্পণা, নাজিম উদ দৌলা আরো অনেকে যারা বেশ লেখেন। রেজওয়ানা আপুকে আমি নক করেছি। জানিনা দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি কিনা। হয়তো এই পোস্টটি অনেকের চোখ এড়িয়ে গেছে।
ধন্যবাদ নিরন্তর।
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯
অচিন্ত্য বলেছেন: 'ফেঁসে গিয়ে' ভাল লাগছে। সাথেই আছি। কাজের সাথে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ অচিন্ত্য ভাই। আমি কাজ শুরু করে দিয়েছি। কাজ শুরু করলেই শেষ হবে। কাজ যদি হয় পড়ার মতো আনন্দের তবে তো আর কথাই নেই। কি বলেন? আসলে এতে করে তাকে জানাটাও হবে অনেক বেশি। তাকে জানলে আরো জানতে মনে চাইবে।
এইতো। ভালো থাকবেন। সব সময়।
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
অচিন্ত্য বলেছেন: আরেকটা বিষয়। কাজে যখন নেমেই পড়ছি, আপনার সাথে ব্লগ ছাড়াও ফে'সবুকে যোগাযোগ রাখতে চাই। প্লিজ নক মি অন
http://www.facebook.com/achintyadju
অথবা আপনার ফে'সবুক আইডি জানান
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যোগাযোগের জন্য আমার মেইল এড্রেস দিয়ে দিলাম।
[email protected]
মনে হচ্ছে একটা বিকল্প ফেসবুক খুলতে হবে। আমি ফেসবুকে আমার অফিস কলিগ আর দু'চার জন আছে। সেই জগতকে সকল জগতের সাথে মেশাতে চাইনা। ঠিক কেনো চাইনা জানিনা এমন না। আমি আসলে অফিস কলিগদের সাথে আমার এই সাহিত্য নিয়ে খুব একটা কথা বলতে বা জানাতে পছন্দ করিনা। থাকনা যে যেভাবে চেনে আমাকে সেভাবেই চিনুক।
২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার উদ্যোগ সজীব।
এই উদ্যোগের পাশে থাকতে পারলে গর্বিত বোধ করবো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই। বিভিন্ন সময় কাজের আপডেট দেয়া হবে।
পাশে থাকবেন বলে যে সাহস যোগাচ্ছেন, এইটাই কয়জন করেন?
২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টটি স্টিকি হলে ভালো হতো। সবার নজরে আসার দরকার।
সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হলে ভালো না হলেও কিছু করার নেই। তবে সকলের জানা উচিত। এতে অনেকের ভালো পরামর্শ পাওয়া যাবে। সাহায্য পাওয়া যাবে।
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
অচিন্ত্য বলেছেন: ইয়েস, আমিনুর রহমান এর সাথে এক মত। পোস্টটি স্টিকি হলে ভাল হয়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কিছু বলার নেই অচিন্ত্য ভাই। দেখা যাক।
২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
শায়মা বলেছেন: খুবই ভালো চিন্তা ভাইয়া।
আমাদের পিচকি অপু তানভীর ভাইয়াও কিন্তু তার সকল লেখা নিয়ে কাজ করেছিলো। তার কাছেও সাহায্য পাবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ শায়মাপি।
দোয়া করেন যেন সফল হই।
২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
মামুন রশিদ বলেছেন: পোস্ট স্টিকি হলে ভাল হয় ।
মডারেশনের দৃষ্টি আকর্ষণ করছি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, মডারেশন এই সব মন্তব্য দেখেন? ঠিক জানিনা। আশা করি এই ব্যাপারে (গল্প বাছাই প্রক্রিয়া) আরো কয়েকজনের সাথে আলোচনা করবেন। আমাকে মেইল করলে আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিবো। এতে সরাসরি কথা বলা যাবে।
অনেক অনেক ধন্যবাদ।
২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার উদ্যোগ।
আপনি যেদিন প্রথম বলেছিলেন তখন থেকেই একটা ইমন জুবায়ের সংকলন পাবো স্বপ্ন দেখছি।
শুভকামনা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দূর্জয় ভাই, আমাদের যেদিন দেখা হয়েছিলো সেদিন কি বলেছিলাম? মনে নেই। অলওয়েজ ড্রিম ভাইকে বলেছিলাম মনে হয়। যাই হোক। আশা করি সাথেই থাকবেন। আর আমাদের আড্ডাও আশা করি চলবে। সেখানেও আপনাকে পাবো।
ভালো থাকবেন, সব সময়।
২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বের করেন. আমিও কিনবো. আর কিনতে বলবে যে সত্যিই পাঠক....
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর, দোয়া করেন যেন কাজটা সময় মতো শেষ করতে পারি। এই ব্যাপারে সামু কর্তৃপক্ষের ও দৃষ্টি আকর্ষণ করছি। তারা যদি একটু সাহায্য করেন তবে কাজটা আরো সুন্দর এবং সফল হতো। সাহায্য বলতে প্রচার। সামু ইচ্ছা করলেই প্রচারের কাজটি নিতে পারেন।
যাই হোক, ভাই ভালো থাকবেন। সব সময়।
২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ সজীব ভাই;
আমাকে কোন কাজে লাগলে জানায়েন!
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কাজে লাগানোর জন্য বসে আছি। আপনাকে পোস্টে পেয়ে জীবনানন্দের কবিতা মনে পড়ছে- 'এতো দিন কোথায় ছিলেন?' হাঃ হাঃ হাঃ
এই লিঙ্ক গুলোতে যান মোট দশটা করে বিশটা গল্প আছে। এগুলো পড়তে হবে। এগুলো থেকে একটা গল্প বেছে দিতে হবে। এই হলো কাজ। খুব কি কঠিন? 13 page এবং 14 page
লিঙ্কগুলো কাজ করছে কিনা জানিয়েন।
২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
আরজু পনি বলেছেন:
খুবই ভালো একটা উদ্যোগ ।
গতবছর অপরবাস্তব সঙকলনের অর্ধেক শ্রদ্ধেয় ইমন জুবায়ের-এর লেখা থেকে নেবার কথা ছিল এবং সেই অনুযায়ী কাজও এগিয়েছিল ।
বেশ কিছু ঝামেলায় আর বইটি বের হয় নি ।
এই কাজে ইচ্ছুকদের নিয়ে একটা টিম কর পারেন ।
আমাকে আপনাদের সাথে রাখলে কৃতার্থ বোধ করবো ।
প্রচার আর প্রকাশনার খোঁজের দায়িত্ব আমি নিতে রাজি আছি ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কাজ বেশ কিছু ভাগ করে দেয়া হয়েছে। আরো দুইজনকে দরকার গল্প বাছাইয়ের জন্য। প্রচার আর প্রকাশনা খোঁজার দায়িত্ব নয়তো আপনি সম্মিলিত সমঝোতার ভিত্তিতে করলেন, কিন্তু এই দুইজন পাই কোথায়?
স্বেচ্ছায় কেউ না এলেতো আর কাউকে দায়িত্ব দিতে পারিনা। আপাততঃ এই সংকট থেকে উদ্ধার দরকার। এই কাজেও যদি একটু সাহায্য করেন।
পনি আপু, জানি পাশে আছেন। আর ভালো থাকবেন। সব সময়।
৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর উদ্যোগ। সফলতার মুখ দেখুক এই কামনা করছি।
প্রয়োজনে সাথে থাকবো।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রয়োজনে সাথে থাকবো বলে ফেসে গেছেন। আপনাকে একটু কষ্ট দিতে চাই, সেইটা মামুন রশিদ ভাইকে বলছিলাম। গল্প বাছাইয়ের ছোট্ট দায়িত্ব দিতে চাই। আশা করি না করবেন না। তাই যে পেইজের গল্প গুলো বাছাই করতে হবে, তা নিচে দেওয়া হলো। মাত্র দুই পেজ। দশটা করে মোট বিশটা গল্প। এর থেকে মাত্র একটা গল্প বেছে বের করতে হবে। মানে আপনিই নির্ধারণ করবেন কোন গল্পটা ইমন জুবায়ের ভাইয়ের প্রথম বইয়ে দেয়া যেতে পারে। ব্যস। কাজটা কি খুব কঠিন?
পেইজের লিঙ্ক গুলো নিচে দেয়া হলো।
পেইজ ১৫
এবং
পেইজ ১৬
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভালো থাকবেন, সব সময়।
৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫
অপর্ণা মম্ময় বলেছেন: সমস্যা নেই। আমি গল্প পড়ে এই পোস্টে এসে জানিয়ে দেবো। চিন্তা করবেন না ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আবার ধন্যবাদ। কাজ শেষের পর থাকছে বিশেষ ধন্যবাদ। হাঃ হাঃ হাঃ
৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
রেজোওয়ানা বলেছেন: অবশ্যই সাধ্যমত সহযোগীতা করবো।
কি করতে হবে বলুন?
আর ইমন ভাইয়ের লেখা নিয়ে আরও কয়েকজন বই করতে চায় বলে আমার সাথে কথা বলেছিলেন, এরমধ্যে ব্লগার জিকো এবং অগ্নিলা বেশ এগিয়েছে মনে হলো। আপনি কি তাদের সাথেই কাজ করছেন না আলাদা?
ওরা অবশ্য শুধু ভৌতিক গল্প নিয়ে কাজ করতে চায়।
এখন একাধিক বই হলে আগে নিজেদের মধ্যে টপিকস গুলো ঠিক করে নিয়ে ভাল হয়, নইলে আবারও স্বত্ব নিয়ে ঝামেলা শুরু হবে।
আর ইমন ভাইয়ের লেখা নিতে হলে সব ব্লগ থেকেই নিতে হবে, কারণ ওনার লেখার হার্ড ও সফট কপি কোথায় আছে, পরিবারের কেউ জানে না, কম্পির হার্ডডিস্ক শুনেছি তাহসানের কাছে।
আপনি আমাকে মেইল করেন ইন ডিটেইলস
[email protected]
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপু, আপনার মেইল পেয়েছি। কিন্তু মেইল পড়তে পারলাম না। নকিয়ে মেইল থেকে আসা মেইল শুধু ? চিহ্ন ছাড়া আর কিছু দেখাচ্ছে না। ধরে নিলাম। আপনি গল্প বাছাইয়ের কাজ এ রাজী। তাই মাত্র দুইটা পেইজ এর গল্পের লিঙ্ক দিলাম।
পেইজ ১৭
এবং
পেইজ ১৮
আমার কাজ চলছে। প্রাক নির্বাচনী হিসেবে একটা গল্প পছন্দ হয়েছে। আগে শেষ করি। তারপর গল্প যেগুলো বাছাই হলো সেগুলো নিয়ে একটা পোস্ট দিবো।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সব সময়।
৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
অপর্ণা মম্ময় বলেছেন: সকাল থেকেই ১৫ আর ১৬ নাম্বার পেইজের গল্প গুলো নিয়ে বসেছিলাম। আমার পছন্দের এই গল্পটির লিংক দিলাম । দুইটা পেইজ থেকে একটা গল্প খুঁজে নেয়া কষ্টকর, কারণ উনি খুব ভালো লিখতেন।
ক্লীব-পুরুষ
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কেবল একটা গল্প পেলাম। আরো পড়ে, আরো কয়েকটা রেফারেন্স দিন।
অনেক অনেক ধন্যবাদ।
৩৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭
মামুন রশিদ বলেছেন: ৯ম এবং ১০ম পাতায় মোট নয়টি গল্প আছে । এর মাঝে চারটা গল্প খুব ভাল লেগেছে । চারটাই দিব নাকি সর্টিং করে দুইটাই রাখব, জানালে ভাল হত ।
০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই চারটা গল্পই শেয়ার করেন।
৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
মামুন রশিদ বলেছেন: ৯ম ও ১০ম পেজ, পছন্দ ক্রমানুসারে..
১) গল্পঃ মেহজাবীন চাকরি ছাড়ার পর
২) গল্পঃ শ্যামলা এক মেয়ে ও একতারার গল্প
৩) গল্পঃ জঙ্গলবাড়ির ডাকিনী
৪) গল্পঃ কবি ও শঙ্খমালা
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। আপনিই প্রথম। যিনি এই গল্প গুলো পড়ে বাছাই করে দিলেন। যদিও আমার অংশ আমি ঠিক করে রেখেছি। অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: তার কোন বই নেই। বের করতে পারলে খুব ভালো হয়।