নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

আমি এবং আমার ঈশ্বর

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩







;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;এখন;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;এখানে;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;আমি;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;আছি;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;আমার ধর্ম-বিশ্বাস আছে, আমার ঈশ্বর আছেন;;;;;;;;;;;

;;;;;;;;;;;আমরা সকলেই অদৃশ্য ভুলের মাশুল দিয়েছি।;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;যখন;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;আমি;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;আর;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;থাকবনা;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;তখন;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;আমার;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;ঈশ্বর-ও;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;থাকবেন না।;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;এরচেয়ে বড় সমাধান আর কিই বা হতে পারে।;;;;;;;;;



১৮ই মার্চ ১৯৯৮



সেই কবে লেখা হয়েছিলো কবিতাটা। আসলে তখন একটা ঝোঁক কাজ করতো। এখন সেই ঝোঁক আর কাজ করেনা। এখন কাজ করে মনন। তখন কবিতা লেখার চেষ্টা করতাম। এখন আর করি না। কবিতা আপনা থেকে আসে। কেবল তখনই তা কাগজ বন্দী করি। আর যদি একবার গেল তো আর পাওয়া যায় না। এমন কত কবিতা যে হারিয়ে গেছে তার কি কোনো ইয়াত্তা আছে? নেই।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

শায়মা বলেছেন: বাহ লেখা দিয়ে ছবিটা!!!!!!!:)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম, আপি, এই ধরণের অনেক অনেক কবিতা ফ্রান্সের কবিরা লিখেছেন। কি বলা যায় একে? শব্দচিত্রকল্পকথা!

অনেক অনেক ভালো লাগা আপি।

ভালো থাকবেন, সব সময়।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: সংক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন। ছবিতা কবিতা দুটোই সুন্দর হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

ভালো থাকুন। সব সময়।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সকলেই অদৃশ্য ভুলের মাশুল দিয়েছি। -----

এইটা একটু ভাইঙ্গা দিলে বালা হইত ;)

++++++++++++

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কবিতার এই লাইনেই তো চামচার প্যাঁচ রয়েছে বিদ্রোহী ভৃগু ভাই।

Kahlil Gibran বলছেন, Some of our children are our
justifications and some are our regrets.

কিন্তু আমার কি মনে হয় জানেন? জন্ম নেয়ার দিক থেকে সবাই ই Regrets মানে আক্ষেপ এর। আর ভুল ছাড়া কি আক্ষেপ আসে? তাই ঘুরায় পেচায় বলেছি '-অদৃশ্য ভুলের মাশুল'

সম্পূর্ন ভাঙ্গি নাই। অর্ধেক ভাঙ্গলাম। বাকী অর্ধেক বুঝে নিন।

আর ভালো থাকবেন সব সময়।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই। ভালো থাকবেন। সব সময়।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

অপর্ণা মম্ময় বলেছেন: ফুটনোট টা ভালো লাগলো পড়তে।

ক্রুশের আদলে কবিতা !

শুভকামনা রইলো

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায় হায়! কেবল ফুটনোট ভালো লাগলো? কবিতা ভালো লাগে নাই? তবে তো এর পর থেকে কবিতা বাদ দিয়ে কেবল ফুটনোটই দিতে হবে। :P

কাজ কেমন হচ্ছে? এইটা বলেন। আপনাকে তো একটা দায়িত্ব দেয়া হয়েছিলো আপা। তার কতদূর হলো? আমরা একটা ফেসবুক পেইজ খুলেছি। আমাকে মেইল করলে আমি অনুরোধ পাঠিয়ে দিবো।

[email protected]

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

অপর্ণা মম্ময় বলেছেন: কাজ আগামীকাল ধরবো। আমি কদিন খুব ব্যস্ততায় ছিলাম। কাল ঐ পোস্টেই আমি জানিয়ে দিয়ে আসো। আর আমাকে ফেবুতে এই নিকেই সার্চ দিলে পাবেন।

ধন্যবাদ

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার মেইল পেলে ভালো হতো। আচ্ছা তবুও দেখছি।

ভালো থাকবেন। সব সময়।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


বেশ !

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনি সেদিনের আড্ডায় এসেছিলেন? আমাকে একটু তাড়াতাড়ি চলে যেতে হয়েছিলো। তাই দেখা হয়নি। পরবর্তী আড্ডায় নিশ্চয়ই দেখা হবে।

এইবার আসি কাজের কথায়। আপনাকে ভাই ৫ম আর ৬ষ্ট পেইজ এর দায়িত্ব দেয়া হয়েছিলো। কয়টা পড়লেন? কেমন লাগলো? এই সব জানিয়ে আমাকে একটা মেইল। দেন। আর আমাদের বসা উচিত। এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আসলে কাজ এগুবে না। কিছু সিদ্ধান্তও নিতে হবে। রেজোওয়ানা আপুর সাথে কথা হলো। তিনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যাই হোক, আমাকে যদি মেইল করেন, আমি আমার মোবাইল নম্বর দিবো। কথা হবে।

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর , কবিতা এবং কবিতার চেহারা !

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই। ভালো থাকুন। আপনার চমৎকার কাজ দেখলাম (সংকলন)। সংকলন কেমন হলো এই নিয়ে আমাদের আলোচনা হতে পারে পরবর্তী আড্ডায়। এর জন্য অবশ্য সব গুলো কবিতা পড়তে হবে এটা অনেক কষ্টকর একটা কাজ। এতো কবিতা!

পত্রিকার সম্পাদনা কিন্তু অনেক কঠিন একটা কাজ। সেই দিক থেকে ব্লগীয় সম্পাদনা একটু সহজ। কেমন করে, বলছি।

ধরেন আপনি একটা মাসিক পত্রিকা সম্পাদনা করেন। আপনাকে লেখকের পেছনে ঘুরতে হবে। তাগাদা দিতে হবে। কয়েকশ টাকা ধরিয়ে দিয়ে আসতে হবে। (সকলেই টাকার জন্য লিখেনা, তাদের জন্য অন্য ব্যবস্থা!) এরপর লেখা পেয়ে গেলে সেগুলোকে বাছাই করো। সেখানে আরেক প্রস্থ সমস্যা। টাইপ হয়ে গেলে এবার বানান শুদ্ধ করণ প্রক্রিয়া আছে। কোনটা আগে, কোনটা পরে। প্রচ্ছদ শুধু না ভেতরের পৃষ্ঠায় অলংকরণ এর কাজও করতে হয়। এগুলো আবার করাতে হয় কাউকে দিয়ে। সে এক হুলুস্থুল কান্ড! কেবল নিবেদিত না হলে এমন করা এক কথায় অসম্ভব। এর সাথে এখন উটকো যুক্ত হয়েছে বিজ্ঞাপন। এইটা ছাড়াতো পত্রিকা বের করাই অসম্ভব। ঘরের খেয়ে কে বনের মোষ তাড়াবে?

বাংলাদেশে একটানা সবচেয়ে বেশি সাহিত্য পত্রিকা সম্পাদনা করার রেকর্ডটি রয়েছে কবি আনওয়ার আহমেদ এর। তিনি দীর্ঘ ৩৯ বছর সাহিত্য পত্রিকা বের করেছেন। পুরস্কার পেয়েছেন ভারত থেকে। আমাদের দেশের বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকেও পেয়েছেন সম্মাননা পুরস্কার। তার লিটল ম্যাগাজিন বা পত্রিকা রূপম বাংলাদেশের সাহিত্যিক বা লেখক বলতে আমরা যা বুঝি, কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, চিত্র সমালোচক, ভ্রমন কাহিনীকার বা আরো যে সকল দিক আছে তার প্রায় প্রতিটি দিকেই যারা আজ বিচরণ করছেন সুনামের মধ্য গগণে, তাদের অনেকেই হাত পাকিয়েছেন এই পত্রিকায় লিখে লিখে। লেখক তৈরিতে তার অবদান অবিস্মরণীয়!

যাই হোক এই দিক থেকে আপনি অনেক নিরাপদ অবস্থানে আছেন। কেবল সময় দিতে হচ্ছে (অবশ্য এখনকার দিনে সময়টাই কে দেয়?)। তবু প্রত্যাশা করি, যেন এই সুন্দর পথা চলা অনেক দূর অবধি যায়। কেবল পরিমানে নয়, গুনগত মান যেন থাকে, সেই দিকটিও যেন বিবেচনায় থাকে, এই প্রার্থনা রইলো। এতো কথা সেখানে বলা হয়নি। যাই হোক, ভালো থেকেন। সব সময়।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। প্রোফেসর শঙ্কু ভাই।

ভালো থাকবেন সব সময়।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

মামুন রশিদ বলেছেন: ছোট্ট সুন্দর কবিতা । আপনার মনের মাধুরি দিয়ে চমৎকার কষ্টকর ডিজাইন খুব ভাল লেগেছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই। ডিজাইন করা কবিতা এর আগে পোস্ট করিনি। এই প্রথম। তাই খুব বেশি ভাবার সময় পাইনি। যা মনে হলো তাই দিয়েই করে ফেললেম। এই বাড়তি অংশটা না আনলে কবিতার অবয়বকে বোঝানো যায় না। আর এ ধরণের কবিতায় কবিতার অবয়বটাই সব চেয়ে বেশি জরুরী শব্দের প্রধান্যের চেয়ে। প্রয়োজন অনুসারে শব্দ আসবে, তবে অবশ্যই অপ্রাসঙ্গিক নয়।

এখন আসি কাজের কথায়। আপনার সাথে তো যোগাযোগ নেই। আমাকে যদি একটা ই-পত্র দেন, তবে আপনাকে নতুন খোলা ইমন জুবায়ের এর গল্প পৃষ্ঠার সাথে যোগ করে নেয়ার জন্য বন্ধু প্রস্তাব পাঠাতে পারতাম। সেখানে কে কি পড়ছি, কেমন লাগছে এই সংক্রান্ত আলোচনা হচ্ছে। আশা করি আপনার ভালো লাগবে।

আপনার কি মনে হয় উপরের স্তবকে আমি যা লিখলাম তা বাংলা সাহিত্যের জন্য ভালো? আমরা যে আড্ডা দিই। আমার ইচ্ছা আছে, এই বিষয়ে আড্ডা দিবো। এর কোনো মাপকাঠি নেই। নতুন শব্দ ঠিক কতখানি বা কতটুকু বাংলা সাহিত্য গ্রহণ করবে বা করবেনা। প্রচলিত শব্দ সেগুলো কি কি হতে পারে এরও একটা তালিকা করা যেতে পারে। বিশেষ করে আমাদের ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত শব্দ গুলো বাংলা শব্দ ভান্ডারে যুক্ত হতে পারে।

আর ভালো থাকবেন। সব সময়।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

চাদের জোসনা বলেছেন: আবাল মার্কা।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: উপরে যারা যারা মন্তব্য করেছেন, তাদের চেয়েও অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে। বিশেষ করে কষ্ট করে মন্তব্যের বাক্সে মন্তব্য পুরে দেয়ার জন্য।

ভালো থাকুন। সব সময়।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

মামুন রশিদ বলেছেন: সরি, আমারই যোগাযোগ করা উচিত ছিল ।

মেইল খুব একটা ইউজ করি না । আমার ফেবু আইডি

একটা ইনবক্স করবেন প্লীজ ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই চেষ্টা করেও আপনাকে পেইজ থেকে কোনো রিকোয়েস্ট পাঠাতে পারলাম না। এটা ক্লোজড গ্রুপ। তাই ফেসবুকে যে মেইল দিয়ে প্রবেশ করেন শুধু তার ঠিকানাটা আমাকে দিয়েন। তাতেই হবে। আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিবো।

আমি বোধহয় ফেসবুক কম বুঝি। ক্ষমা করবেন। আর ভালো থাকবেন। সব সময়।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

সায়েম মুন বলেছেন: আপনি হচ্ছেন প্রকৃত কবি।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সায়েম ভাই, আপনি কি যে বলেন! এখন অবধি কবি কি বুঝতেই পারলাম না, আবার প্রকৃত কবি!!

অফুরন্ত ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। সব সময়।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০

শায়মা বলেছেন: @সায়েম পিচকিভাইয়া তুমিও কম নহে তবে তোমার কাছেও ছবি দিয়ে একটা কবিতা চাই!!:)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শায়মা আপি'র কথা শুনেছেন তো। আশা করি, আপির দাবী পূরণ করবেন।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭

চাদের জোসনা বলেছেন: আপনাকে খোচা দিলাম তার পরেও যখন আমাকে ধন্যবাদ দিলেন,মহানুভবতার জন্য আপনাকে এবার ধন্যবাদ। পছন্দ/অপছন্দ পাশাপাশি। আমি দ্বিতীয়টিতে। তার মূল্যায়নে ধন্যবাদ আবারো।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চাদের জোসনা ভাই, দ্বিতীয়বারের মতো মন্তব্য করার জন্য ফের ধন্যবাদ।

আপনার ভালো লেগেছে, এর মানে আপনি ভালো লাগার জন্য প্রস্তুত ছিলেন। আর আপনার ভালো লাগেনি এর মানে অনেক।

যাই হোক, এইটা সক্রেটিসের কথা। তাই বিশেষ কি আর বলবো। ভালো থাকুন। সব সময়।

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

অচিন্ত্য বলেছেন: শব্দরা থাক বাতাসে, হৃদয়ে, কলমে, এখানে এবং ওখানে। কবি এবং কবিতার সাথেই আছি।

ভাল থাকুন

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অচিন্ত্য ভাই, এমন করে যেন সব সময় পাশে পাই। এর চেয়ে বেশি আর তো কিছু চাওয়ার নেই।

ভালো থাকুন। সব সময়।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

টুম্পা মনি বলেছেন: দারুণ ডিজাইনেশন। ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: টুম্পমনির কেবল ডিজাইন ভালো লেগেছে! যাক কিছু তো ভালো লাগলো। আনেক ধন্যবাদ।

ভালো থাকবেন, সব সময়।

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: ক্লোজড গ্রুপ আমার জন্য ওপেন হবে কি ? :)

নিচে আমার মেইল দিলাম । আপনার মত একজন গুণী ব্লগার এর সন্ধান পেয়ে ভাল লাগছে । মন্তব্য পড়লাম । কবি আনওয়ার আহমেদ এর ব্যপারটা জানি ।
কবিতা ভাল লেগেছে , তবে স্রেফ ভাল লাগা ছাড়া আর কিছু বলতে পারছি না
, আমি কবিতা বোদ্ধা নই ,। ভাল থাকুন ।
[email protected]

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ক্লোজড গ্রুপ এর কার্যক্রম সফল হয়নি। চেয়েছিলাম, ইমন জুবায়ের ভাইয়ের গল্প নিয়ে একটা বই বের করবো। এর জন্য দায়িত্ব বন্টন ও করে দেয়া হয়েছিলো। আমার মনে হয় অনেকে ভুলে গেছে। বেশ কয়েক জন বেশ আন্তরিক। যেমন মামুন ভাই। চারটা গল্প বেছেছেন। অচিন্ত্য ভাই একটা গল্প দিয়েছেন। অর্পণা মৃন্ময়ও একটা গল্প দিয়েছেন। কিন্তু আর সকলে নিরব আছেন। কি যে করি? নিজে চাকরি করি, তাই বেশি সময় দেয়া যায় না। আমার মাথায় যা চাপে তা করে ছাড়ি। তবে, বেশির ভাগ সময়ে টাইমটা একটু বেশি লাগে। এই যা! যেহেতু সেটি ক্লোজড গ্রুপ। আর যেহেতু সেখানে এখন তেমন কিছুই প্রকাশিত হয়না তাই এর সাথে সম্পৃক্ত হওয়া আর না হওয়া সমান কথা।

মাহমুদ০০৭ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে যে সম্মানটুকু আপনি দিয়েছেন (যদিও এর যোগ্য আমি নই), এর চেয়ে অনেক অনেক বেশি সম্মান আপনি ফেরত পাবেন। আর ভালো থাকবেন, সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.