নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

বয়েই গেলো!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২







বয়েই গেলো!



সারা রাত অঝোরে বৃষ্টিতে কারো কিছু হয়না।

কে দেখে?;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;কে ভেজে?;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;কে বোঝে?;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;কেউ না।

বৃষ্টিতো সেই নরম মাটির কাছেই ফিরে আসে

নদীর কাছে,;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;গাছের কাছে,;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;পাখির কাছে।

সারা রাত বৃষ্টি হলে মরুভূমির কি যায় আসে?

এপৃথিবীর;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;কোথায়;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;বৃষ্টি হলো;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;কি না হলো;;;;

তাতে বুঝি আজন্ম তপ্ত মরুভূমির বয়েই গেলো!

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই।

ভালো থাকুন। সব সময়।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ওরে কি হাসি রে! ধন্যবাদ দূর্জয় ভাই।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৫

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ সুন্দর ।।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। আমার ব্লগে স্বাগতম।

ভালো থাকবেন, সব সময়।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৯

মামুন রশিদ বলেছেন: আবার চমৎকার চিত্র শৈলির কবিতা :)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই সত্যি কথা হলো এইটা যে এমন তর কবিতা হবে, এমন চিন্তা ছিলো না। কেবল পাচটা কি ছয়টা লাইন লিখেছিলাম। পড়তে যেয়ে চিন্তা হলো, এইটাকে তো রিসেপ করা যায়। সেই চিন্তা থাকেই। কবিতার গঠন রূপ এমন হয়েছে। এর বেশি কিছু না।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সব সময়।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৪

অলওয়েজ ড্রিম বলেছেন: Erokom kobitar jonno ami opekkhay thaki. Pore aram pawa jay.

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি যে বলেন, লজ্জায় কালো চেহারা নীল হয়ে গেলো। আমার মায়ের মতো ফর্সা হলে ঠিক ঠিক গোলাপী হতো। হাঃ হাঃ হাঃ

ভালো থাকবেন। সব সময়।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই।

ভালো থাকবেন, সব সময়।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১

অচিন্ত্য বলেছেন: +++

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ অচিন্ত্য ভাই।

ভালো থাকবেন, সব সময়।

৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

বোকামন বলেছেন:
বাহ্ !

এপৃথিবীর
কোথায়
বৃষ্টি হলো
কি না হলো
তাতে বুঝি আজন্ম তপ্ত মরুভূমির বয়েই গেলো!


মরুভূমি নিয়ে সুন্দর কবিতা :-)

ভালোলাগা/প্লাস রইলো ।।

শুভেচ্ছা ।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বোকামন কি বুঝলেন, জানিনা। তবে কবিতা মরুভূমি নিয়ে নয়। যাদের হৃদয় মরুভূমির মতো, কবিতাটা তাদের নিয়ে।

প্রথমে এক ভাবে লেখার ইচ্ছা ছিলো। কিন্তু লেখা হয়ে গেল আরেক রকম ভাবে। কি আর করা!

ভালো থাকুন। সব সময়।

৯| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

বোকামন বলেছেন:
হূম ...
আমি সে মরুভূমির‘দের কথাই বলতে চেয়েছিলুম ...

ভালো থাকবেন সুপ্ত কবি ... :-)

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও তাই বুঝি! অনেক অনেক ধন্যবাদ বোকামন ভাই।

ভালো থাকবেন, সব সময়।

১০| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

হাসান মাহবুব বলেছেন: কারুকাজ করা কবিতা ভালো লাগলো।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেখার সময় এ রকম চিন্তা ছিলো না একদম। তবে টাইপ করতে যেয়ে মনে হলো এভাবে উপস্থাপন করা যায়। এই যা!

ধন্যবাদ, হাসান ভাই। কাজ কত দূর? এই ঈদে শেষ করতে হবে।

আশা করি ঈদের পর কাজ পেয়ে যাবো। কি বলেন?

আর ভালো থাকবেন।

১১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

লেখোয়াড় বলেছেন:
আপনিই কি একমাত্র ব্লগার যার ব্লগার পরিসংখানে কতদিন ধরে ব্লগ লিখছেন তার সঠিক কোন তথ্য নেই?

আপনি তো মহাশয় বড়ই রহস্যময় ব্লগার, তবে লেখালেখির হাত তো খুব দক্ষ।
কত ভাল ভাল লেখক যে আছে এই ব্লগে তার হিসাব কে রাখে।
দিন যাচ্ছে আর এক একজনকে পাচ্ছি।

অথচ অনেক আগেই পাওয়া উচিৎ ছিল।
অনেদ ধন্যবাদ. আপনার এখানে এসে ভাল লাগল।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেখোয়াড়কে আমার ব্লগে স্বাগতম।

আমারো মনে হয় শুধু আমি নই, সকল মানুষই এক একটি রহস্যের ভাণ্ডার। হাঃ হাঃ হাঃ

তবে লেখালেখির হাত তো খুব দক্ষ। কথাটা অনেক আনন্দ দিলেও হাসি ও পেয়েছে। আমি যা লিখি তা কি আদৌ লেখা বা আদৌ কিছু এইটা নিয়ে আমার নিজের দ্বন্দ্ব আছে।

এত সুন্দর আর চমৎকার মন্তব্যের জন্য লেখোয়ার কে অফুরন্ত ধন্যবাদ। ভালো থাকবেন ভাই, সব সময়।

বি. দ্রঃ এখানে দুইটা শব্দ লক্ষ্য করুন, ভাণ্ডার আর মন্তব্য বা অফুরন্ত। প্রথমটির যুক্ত বর্ণ মূর্ধান্য দিয়ে আর দ্বিতীয় দুটির দন্তন্য দিয়ে। অনেক সময় এই সব ছোট ছোট বিষয় চোখের আড়াল হয়ে যায়। এই মন্তব্য লিখতে যেয়েই আবিষ্কার করলাম। হাঃ হাঃ হাঃ

১২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

বশর সিদ্দিকী বলেছেন: মাঝে মইধ্যে আম্মার রুম থেকে মাঝে মইধ্যে শব্দ আসে বয়েই গেল। আমি ভাবলাম এইটা সেইটা নাকি।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভারতীয় স্টার জলসার নাটক 'বয়েই গেল'। ভালো বলেছেন।

আসলে ঠিকই ধরেছেন। শব্দটা হয়তো সেখান থেকেই মাথায় কাজ করেছে। তবে একেবারে সেই অর্থেই।

ই প্রত্যয় আছে বলেই এর অর্থটা একটু ভিন্ন হলো। নয়তো আরেক অর্থ প্রকাশ করতো। বাংলা ভাষার বৈচিত্র্য এতো যে একজন বিদেশীর এই ভাষা শিখতে অনেক সময় লাগে। কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারাও কি এই বাংলা ভাষার বৈচিত্র্য সম্পর্কে পূর্ণ ধারণা রাখি? মনে হয় না। এবং এর সংখ্যা ৯৯% এর উপর।

bashor_17, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সব সময়।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

ইষ্টিকুটুম বলেছেন: ভালো লিখেছেন। স্টাইলটা ভালো লেগেছে।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ইষ্টিকুটুম। আমার ব্লগে মানুষ এমনি এসে দেখে এইটা ভাবতে অনেক ভালো লাগছে।

অনেক ধন্যবাদ আপনাকে। সাথে নামটাও। আপনার নামেও একটা নাটক আছে স্টার জলসায়। আর সেই নাটক আমার মা যতবার দেখায় ততবার দেখেন। হাঃ হাঃ হাঃ

ভালো থাকবেন। সব সময়।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

ভিয়েনাস বলেছেন: ভাবলাম কবিতার কারুকার্য্যের মধ্যে কিছু লুকানো আছে... সেটাই খুঁজছিলাম । লেখা কিন্তু চমৎকার হয়েছে...

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি এখনো নবজাতক বলা চলে। অতখানি পারদর্শী হয়ে উঠিনি। আসলে হাসান মাহবুব ভাইকে বলছিলাম, আমি কোনো চিন্তা না করেই ছয়-সাতটা লাইন লেখা হয়। টাইপ করার সময় এভাবে উপস্থাপনের চিন্তা আসে। এই যা।

অনেক ধন্যবাদ ভিয়েনাস ভাই। অনেক দিন পর আমার ব্লগে দেখলাম আপনাকে। ভালো থাকবেন। সব সময়।

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ ভালো লেগেছে ! :) ঈদ ও পুজোর শুভেচ্ছা জানাই।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০

আরজু পনি বলেছেন:

কেমন যেন অভিমানের সুর পেলাম লেখায়...

খুব সুন্দর প্রকাশ ।

ইদ পরবর্তী শুভেচ্ছা রইল সজীব ।।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ পনি আপু।

ঐ আর কী। যা মনে আসে তাই লিখি।

এই সব কবিতাই আমি।
অথবা আমিই কবিতা।
কবিতা বিনে যদি খোঁজো আমায় তবে সে আমি নই
আর যদি কবিতা খোঁজো আমায় ছাড়া তবে তা কবিতা নয়।
আমি আর কবিতা, কবিতা আর আমি
দুজনে কতটা দুজনার যানে অন্তর্যামী।

কেমন হলো। আপনাকে মন্তব্য করতে যেয়েই এই ছয়টি লাইনের উদ্ভব হলো। ভালো থাকবেন পনি আপু। সব সময়।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: যদি তুমি না এ গান কোনোদিন শোনো
কেউ শোনে কি না শোনে কি আসে যায়?:( :( :(

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ। আনেক ধন্যবাদ আপি।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=iPJGemq6OQ8



:( :( :(

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার একটা গান। আগে শুনিনি। ইচ্ছে করছে ফেসবুকে শেয়ার করি। হাঃ হাঃ হাঃ

ভালো থাকবেন আপি। সব সময়।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: আসলেই চমৎকার গান ভাইয়া!!

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইউটিউবে কেবল এই গানটাই শুনছি।

২০| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: যদি তুমি না এ পথ চেয়ে দিন কোনো
আঁধারে হারালে কি আসে যায়!!!:(

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি, এই গান শুনতে শুনতে একটা হাইকু মাথায় আসছে। সেইটা আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। কেবল হাইকু পড়ার জন্য হলেও আমার ফেসবুকে ঘুরে এসেন।

আর ভালো থাকবেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব

২১| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সাজিদ উল হক আবির বলেছেন: বিরামচিহ্নের ব্যাবহারে কবিতাকে কারুকার্জমণ্ডিত করা এবং কবিতার নতুন আঙ্গিক প্রদান- নিঃসন্দেহে চমকপ্রদ একটা উদ্যোগ।
কবিতাটি ভালো লেগেছে ।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:০৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আসলে কবিতার কাঠামো ঠিক রাখার জন্যই সেমিকোলন ব্যবহার করা হয়েছে। অন্য কোনো কারনে নয়।

আমার ব্লগে স্বাগতম। ভালো থাকবেন, সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.