নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগারদের সাহিত্য আড্ডা (০১/১১/২০১৩)।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ২:২৪

১লা নভেম্বর হয়ে গেল তৃতীয়বারের মতো সামু ব্লগারদের সাহিত্য আড্ডা। বলা চলে আজকের আড্ডাটাই প্রকৃত অর্থে সাহিত্য বিষয়ে আলোচনা হয়েছে। এর আগের দু'বার দেখা সাক্ষাত আর খন্ড খন্ড করে দলে বিভক্ত হয়ে খোস গল্পে (সাহিত্য নিয়ে অথবা অন্য কিছু নিয়েও) মেতে থাকা ছিলো।এই বার আগে থেকেই ঠিক ছিলো আমাদের সবার সম্মানিত এ.টি.এম.মোস্তফা কামাল ভাই একটা প্রবন্ধ নিয়ে আসবেন। যদিও পূর্ব নির্ধারিত বিষয়ে প্রবন্ধ আনতে পারেন নি, তবুও কবিতার ছন্দ নিয়ে একটা প্রবন্ধ নিয়ে এসেছিলেন। নাম কবিতার ছন্দ : কেন জানা দরকার ?



আমি মোটামুটি ধারাবাহিক ভাবে বলার চেষ্টা করছি। পূর্ব নির্ধারিত (পাবলিক লাইব্রেরির চত্ত্বরে) স্থানেই অপেক্ষা করছিলেন এ.টি.এম.মোস্তফা কামাল ভাই আর ভাইয়াটার নামটা মনে পড়ছেনা। এরপর এলেন অলয়েজ ড্রিম যিনি এই আড্ডার মূল চিন্তার কারিগর আর এখন সমন্বয়কের ভূমিকা পালন করছেন। এরপর এলেন নেক্সাস ভাই। এরপর আর ধারাবাহিকতা রাখতে পারছিনা। অনেকেই এসেছেন। বিশেষ করে যাদের নাম পরছে সেলিম আনোয়ার, স্বপ্নবাজ অভি, ৎঁৎঁৎঁ, কাল্পনিক ভালোবাসা, মাহাতাব সমুদ্র, শিপু ভাই, কুহক ভাই এবং আরো অনেকে। মোট প্রায় ১৫-১৭ জন আজ একত্রিত হয়েছিলাম। প্রথমে শুরু হলো আমাদের ক্রিকেট দল নিয়ে। কেমন খেলছেন আমাদের খেলোয়ারেরা? এ যেন চুল চেরা বিশ্লেষণ। কেমন ভবিষ্যৎ আমাদের এই দলের? বাংলাদেশ কি আবারো বাংলা ওয়াস করতে পারবে? প্রত্যাশা এবং সাফল্য কামনা করেই ইতি টানা হয় এই পর্বের।



এর পর শুরু হয় মূল পর্ব। এই পর্বে আমরা মুখোমুখি বসে এ.টি.এম. মোস্তফা কামাল ভাই পড়ে শুনান তার লেখা প্রবন্ধ কবিতার ছন্দ : কেন জানা দরকার? যদিও পূর্বেই ঘোষণা আসে যে এর বিরূদ্ধে বলার জন্য প্রস্তুত হয়ে আছেন, ৎঁৎঁৎঁ ও স্বপ্নবাজ অভি। তারা তাদের যুক্তি তর্ক তুলে ধরার চেষ্টার ফাঁকেই প্রবন্ধ পড়া শুরু হয়। চমৎকার একটা পরিবেশে এই সাহিত্য আড্ডার এক মাত্র বেরসিক ছিলো কাকপক্ষিকূল। তাদের কর্কশ চিৎকারে আমি দু এক জায়গায় কি বলা হলো বুঝতে পারিনি। যাই হোক, সকলেই শান্ত মনে শুনেছেন তার প্রবন্ধটি। এতো চমৎকার একটা প্রবন্ধ পড়া হলো আর কেউ হাততালি দিচ্ছে না দেখে, আমিই উদ্যোগ নিই। সকলের হাততালিতে শুধু নয় ৎঁৎঁৎঁ স্বীকার করেছেন তার সমস্ত দাবী-দাওয়া আছে এই প্রবন্ধে। তাই ছন্দ কেন জানতে হবে এ নিয়ে আর দ্বিমত নেই কারো। প্রবন্ধটির চুম্বক অংশ গুলো তুলে দেয়া হলোঃ



তবে সকল গুনীই একটা কথা মেনে নিয়েছেন, ’ভাব দিয়ে কবিতা লেখা হয় না। কথা দিয়ে তাকে সাজাতে হয়।’ (কবিতার কথা/সৈয়দ আলী আহসান) বিখ্যাত ইংরেজ কবি স্যামুয়েল টেলর কোলরিজ গদ্য আর পদ্যের কার্যকর একটা সংজ্ঞা দিয়েছেন। তাঁর বিবেচনায় গদ্য বা Prose হচ্ছে ‘Words in the best order’ অর্থাৎ শব্দের শ্রেষ্ঠতম বিন্যাসই গদ্য। আর কবিতা বা Poetry হচ্ছে ‘Best words in the best order’ অর্থাৎ শ্রেষ্ঠতম শব্দের শ্রেষ্ঠতম বিন্যাসই কবিতা। এর মধ্যে কবিতা বা গদ্য কি তা বোঝা কঠিন। কিন্তু গদ্য বা কবিতা কিভাবে লিখতে হবে সেটা খুব ভালো করেই বোঝা গেলো।



কবিকে তাই কবিতা লিখতে হয় ছন্দ মেনেই। তাই কবিকে ছন্দ শিখতে হয়। কবিতা কি সেটাও শিখতে হয়। শেখার কাজটা চলে কবিতার সাথে নিরন্তর বসবাস করে। প্রকৃতির মধ্যে মানুষই একমাত্র প্রাণী যাকে সবই শিখে নিতে হয়। পাখির ছানা বা ছাগল ছানা স্বাভাবিক জিনিস সহজাত সামর্থ্য দিয়ে শিখে নেয়। হাঁসের বাচ্চা সহজেই জেনে যায় সাঁতার। মানুষকে শিখতেই হয় হাঁটা থেকে শুরু করে লেখা পর্যন্ত সবই। এই বিধিলিপিও কবিকে ছন্দ শেখার দায়ে আবদ্ধ করেছে।



ছন্দ শিখলেই কবি হবেন এর এক কনাও সম্ভাবনা নেই। কিন্তু ছন্দ না শিখে কখনো কবি হওয়া য়ায়নি। অন্তত: এ ভ্রহ্মাণ্ডের যে কোন কোনে যিনিই কবি বলে স্বীকৃতি পেয়েছেন তিনি ছন্দ জেনে, ছন্দ মেনে কবিতা লিখেছেন।



কবি কেন ছন্দের বন্ধন মানবেন ? যদিও জানি, কবি ভালোবাসার বাঁধনের কাছে সদা নতজানু। তারপরও বন্ধনের অধীনতা কেন দরকার তার জবাবটা নেই ছন্দের সবচেয়ে বড়ো গুরুদের অন্যতম, রবীন্দ্রনাথের কাছে-’আমরা ভাষায় বলে থাকি কথাকে ছন্দে বাঁধা। কিন্তু এ কেবল বাইরের বাঁধন,অন্তরের মুক্তি। কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যেই ছন্দ। সেতারের তার বাঁধা থাকে বটে কিন্তু তার থেকে সুর পায় ছাড়া। ছন্দ হচ্ছে সেই তার-বাঁধা সেতার, কথার অন্তরের সুরকে সে ছাড়া দিতে থাকে। ধনুকের সে ছিলা, কথাকে সে তীরের মতো লক্ষ্যের মর্মের মধ্যে নিক্ষেপ করে। ’ (ছন্দ)




এরপর আলোচনা আর নির্দিষ্ট বিষয়ে থেমে থাকেনি। চলেছে তার নিজস্ব ঢং এ। অনেকের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এ.টি.এম.মোস্তফা কামাল ভাই। তার মতো করে। বিশেষ করে কবিতার ছন্দ, সুররিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম এমনতর হরেক রকম প্রশ্নের উত্তরগুলো ছিলো সকলের সহজ ভাবে বোধগম্য। আমাদের মাঝে তিনি এক জন আলোকবর্তীকা স্বরূপ। পথপ্রদর্শক ও বটে। অথর্ব কাণ্ডারী নয়, একজন যথেষ্ট পড়াশোনা কান্ডারী। (কান্ডারি অথর্ব ভাই আপনার নাম নেয়ায় নিশ্চয়ই রাগ করবেন না। আপনার সাথে এর আগের বার দেখা হয়নি। এবারও হলো না, আশা করি এর পরের বার দেখা হবে ইনসাআল্লাহ।)



এরপর এতো বড় জামায়াতে যা হয়, ছোট ছোট দলে বিভক্ত হয়ে যে যার মতো করে একত্রিত হওয়াকে উপভোগ করেন। আলোচনা শেষে ৎঁৎঁৎঁ ভাইয়ের বাঁশি ছিলো অসাধারণ। তিনি যে সুর লহরি বইয়ে দিলেন এই আড্ডায়, এ যেন এক নতুন মাত্র যোগ হলো। পরিশেষে সেলিম আনোয়ার ভাই সকলকে রং চা আর বোম্বে সুইটস এর চিপস খাইয়েছেন। এ জন্য তাকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ।



পরিশেষে দুটি সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী আড্ডা হবে এই মাসের শেষ শুক্রবার। সেদিন আলোচনা হবে ছোট গল্প নিয়ে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।



চিনে নিন উপস্থিত ব্লগারদের।



নবীনতম ব্লগার শুভম হাসনাত।



স্বপ্নবাজ অভি ভাই।



নেক্সাস ভাই।



সেলিম আনোয়ার ভাই।



এ.টি.এম. মোস্তফা কামাল ভাই।



ৎঁৎঁৎঁ ভাই।



মাহবুবুল আজাদ। দারুন হাসতে পারেন ভাইজান, একেবারে মন খুলে।



কামাল ভাইয়ের সাথে অলওয়েজ ড্রিম যিনি এই আড্ডার মূল আহবায়ক।



কাল্পনিক ভালোবাসা ভাই।



ক্যামেরা হাতে কুহক ভাই।



নতুন তিন জন।



আড্ডার এক ফাঁকে ঢুকে গেলেন এই ম্যাঁও।



বাঁশি হাতে ৎঁৎঁৎঁ ভাই।



ছবিগুলো আমার নাইকন ৭১০০তে ধারণ করা। প্রায় এডিট ছাড়াই পোস্ট করেছি। কেবল রেজুলেশন কমানো হয়েছে পোস্ট করার জন্য।



আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

মন্তব্য ৬২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: ৎঁৎঁৎঁ ভাই - নামের মত কাজেও ব্যতিক্রম !

ম্যাঁও ? এখানে কেন ? সাহিত্যিক ম্যাঁও ?

নতুন তিন জন -ফুটপাতে সাইডে বসা !
আড্ডার ভিতরে ঢুকতে পারে নাই ? চান্ষ পায় নাই ??

ক্যামেরা হাতে কুহক ভাই।
পাশের জনের সাথে চুলাচুলি আছে ? মুখ ফিরিয়ে কেন ?

কাল্পনিক ভালোবাসা ভাই।
কোনটা ? পান্জাবী ওয়ালা না শার্ট ওয়ালা ?

কামাল ভাইয়ের সাথে অলওয়েজ ড্রিম।
অলওয়েজ ড্রিম এবং অলওয়েজ স্লিপ ? আড্ডায় এসেও চোখ বন্ধ করে ঘুম ?

ভাইয়াটার নাম ভুলে গেছি। তবে দারুন হাসতে পারে। বুঝা যাচ্ছে, ডাইনে বায়ে তাকায়াও হাসি ঠেকাইতে পারছে না !

এ.টি.এম. মোস্তফা কামাল ভাই।
ভাই মুখ বন্ধ করেন, মুখ খুললেই বিপদ।


সেলিম আনোয়ার ভাই। - মিচকা মিচকা হাসেন ক্যা?

নেক্সাস ভাই। যেমনে তাকাইসেন, মনে হয় চোর ধরতেছেন, লেখা চুরি হইসে নি ?

স্বপ্নবাজ অভি ভাই। ভাইজান যে স্বপনবাজ বুঝা যায়, চোখ বের হয়ে আসতে চাইছে, ঠেকান তাড়াতাড়ি ।

নবীনতম ব্লগার। (নাম মনে নেই) হ দেইখাই বুঝা যায় পোলাপান !


মািন্ড খািয়েন না কেউ, মাইন্ড খাইলে করার কিছু নাই, আগাম মাপ চাই।



০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ সাইবার অভিযত্রী। ঢাকায় থাকলে আমাদের সাথে সামিল হোন।

২| ০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৮

হাসান মাহবুব বলেছেন: কোথায় হইসে আড্ডা?

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাসান মাহবুব ভাই, পাবলিক লাইব্রেরীর সামনে। আপনার সমালোচনা করা হয়েছে। পরবর্তী আড্ডায় এলে কি নিয়ে সমালোচনা করা হয়েছে তা বলা হবে।

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

নস্টালজিক বলেছেন: আড্ডার সকল আড্ডাবাজ ব্লগার-কে শুভেচ্ছা জানাই!

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নস্টালজিক ভাই ধন্যবাদ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

অচিন্ত্য বলেছেন:
আহা হা। শুনে ভাল লাগছে

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পরবর্তী আড্ডায় এলে সকলেই খুশি হবে। নিমন্ত্রণ রইল।

৫| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

এম মশিউর বলেছেন: সজীব ভাই, অনেক মিস করেছি। অনেক আগে থেকেই ডিটারমাইন্ড ছিলাম আড্ডায় যাওয়ার জন্য। হটাৎ করে জরুরী কাজে আটকা পড়েছিলাম।

বুঝা যাচ্ছে, একটা সুন্দর সাহিত্য আড্ডা হয়েছে।

সবার উপরের ছবিটি ব্লগার শুভম হাসনাত


পরের আড্ডায় আসছি। ;)

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনাকেও মিস করেছি। দেখা হবে বন্ধু পরবর্তী আড্ডায়।

৬| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

মহিদুল বেস্ট বলেছেন: আহা! কেন যে মিস করলাম?

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আর মিস করেন না তাইলে ফসকে যাবে মহিদুল বেস্ট। ভালো থাকুন।

৭| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই ভাইয়াটার নাম ভুলে গেছি। তবে দারুন হাসতে পারে।


উনি মাহবুবুল আজাদ।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই। আপনাকেও কিন্তু আমরা যথেষ্ট অনুভব করেছি। থাকলে ভালো হতো। পরবর্তী আড্ডায় আসছেন তো!

৮| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

রাফসান বড়ুয়া বলেছেন: বুড়ো ব্লগারদের চেয়ে নতুনদের উৎসাহ বেশি থাকে। তার ছাপ কিন্তু তাদের চোখে মুখে লেগে আছে। আড্ডাবাজদের উচিত ছিল তাদের আড্ডার মধ্যমণি করে রাখা।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আড্ডায় সকলেই মধ্যমনি। নিজের যোগ্যতানুসারে। আপনাকে আড্ডায় আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। সব সময়।

৯| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

শামীম সুজায়েত বলেছেন: ছবি গুলো দেখে বোঝা যাচ্ছে টিএসসি তে সম্ভাবত হয়েছে এ আড্ডা।

সামুর আড্ডা গুলো মিস করে ফেলছি এত কাছে থেকেও। নেক্সট আড্ডা নভেম্বরের শেষ শুক্রবার অর্থাৎ ২৯/১১/২০১৩ মিস করতে চাইনা।

২৯ তারিখের আগেই ব্লগে রিমাইন্ডার দিয়ে দিলে ভাল হয়।

সকলকে শুভেচ্ছা।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মোবাইলে রিমান্ডার দিয়ে রাখেন। আর আড্ডার স্থান পাবলিক লাইব্রেরি। আসবেন কিন্তু।

১০| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: আড্ডার বর্ণনা শুনে আনন্দ পেলাম। ভালো উদ্যোগ।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু। আমাদের আড্ডায় সকলেই নিমন্ত্রিত।

১১| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

মাহতাব সমুদ্র বলেছেন: আড্ডা হলো দারুন।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাহতাব সমুদ্র ভাই, আপনিও একটা পোস্ট দিন। আপনার যেমন লাগলো তেমন করেই। এতে আরো অনেকে উৎসাহিত হবেন।

১২| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে। সুন্দর লিখেছেন। লেখাটি পোস্টে আজ সামান্য সম্পাদনা করেছি।
হাসতে জানা ভাইয়াটির নাম মাহবুবুল আজাদ।
@শামীম সুজায়েত-আড্ডা হয় পাবলিক লাইব্রেরীর চত্ত্বরে।
@হাসান মাহবুব-পাবলিক লাইব্রেরী চত্ত্বরের আড্ডায় আপনার প্রসঙ্গ এসেছে কয়েকবার। গল্প নিয়ে আলাপ করতেই আপনাকে স্মরণ করা হয়েছে।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ এ.টি.মোস্তফা কামাল ভাই। নাম বলতে না পারা দুইজনের নাম পেয়েছি। এডিট করে দিচ্ছি।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

জানা বলেছেন:
বাহ, ভাল লাগলো জেনে।

কোথায় হলো এই আড্ডা? আগেভাগে জানিয়ে দিলে আরও অনেক অনেক গুনীব্লগারসহ আমার মত মুরুক্ষু ব্লগারও হাজির হবার আকাংখা রাখি।

চলতে থাকুক এই চমৎকার আয়োজন। ভাল কথা: দেখতে দেখতে বাংলা ব্লগ দিবস কিন্ত একেবারে নাকের ডগায়। আমদের সবার মতের সমন্বয়ে প্রতিবারের মত এবারও আমরা ১৯শে তারিখে একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দয়ময় দিন উদযাপন করবো।

ভাল থাকবেন সবাই।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আড্ডা হলো পাবলিক লাইব্রেরীর চত্ত্বরে, জানা আপু। এরপরের বার আড্ডার আগে একটা পোস্ট দেয়া যায় কিনা চিন্তা করছি। সবার সাথে কথা বলে কাজটি করতে হবে। আমাদের ফেসবুকেও একটা পাতা আছে। সাহিত্য আড্ডা নামে। সেখানে আগে-ভাগেই জানিয়ে দেয়া হয় কোথায় হবে কবে হবে। এই সপ্তাহে হওয়ার কথা ছিলো না। ছিলো গত শুক্রবারে। তবে বি, এন, পি'র সমাবেশের জন্যই পিছিয়ে দেয়া হয়েছিলো।

কাল্পনিক ভালোবাসা এই ব্যাপারে বলছিলেন। আমি প্রস্তাব করেছি একটা পোস্ট দিতে। এতে কি কি করা যেতে পারে তা সকলের কাছ থেকে প্রস্তাব আকারে আসলে আরো ভালো হয়। বাংলা ব্লগ দিবস যেনো হয় ব্লগারদের ইচ্ছার প্রতিফলন। এই প্রত্যাশা রইলো।

ভালো থাকবে জানা আপু, সব সময়।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সবাইকে।
কয়েকজন পরিচিত প্রিয় মুখকে দেখে ভালো লাগলো। আমি আগে জানতাম না। হয়তো আজকেই যোগ দিতে পারতাম।
আশা করছি গল্প নিয়ে পরবর্তী আড্ডায় যোগ দেব।

অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পরবর্তী আড্ডায় আপনার অংশগ্রহণ কামনা করছি। ভালো থাকবেন নীলসাধু।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: দারুণ, এই পোস্টই খুজছিলাম । ফেবুতে কয়েকটা ছবি দেখে মন ভরে নি । কবে যে এই আড্ডায় আসতে পারব!

মোস্তফা কামাল ভাইয়ের ছন্দ নিয়ে প্রবন্ধের অংশটা খুব ভাল লেগেছে । এটা নিয়ে একটা পুরো পোস্ট দিলে ভালো হয় ।

আড্ডাবাজি চলতে থাকুক..

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মোস্তফা কামাল ভাইয়ের পুরো প্রবন্ধটার লিঙ্ক এখানে দেয়া হয়েছে, পড়ে দেখতে পারেন মামুন ভাই।

আপনাকে এখানে (আড্ডায়) দেখতে পেলে অনেকেই খুশি হবে আর আমাদের আড্ডাও অনেক অনেক জম্পেস হবে। সেই প্রত্যাশা রইলো।

ভালো থাকবেন, সব সময়।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো থাকুন অভি। সব সময়।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

টুম্পা মনি বলেছেন: হাহাহাহাহা দারুণ!!!!!!!!! সব দারূন!!!!!!! দারুণ বিলাই, দারুন বংশীবাজানো, দারুন ছবি, সব দারুণ!

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দারুণ তো বটেই। প্রত্যেকেই যে যার মতো করে ভালো মানুষ। আমরা মূলতঃ একত্রিত হয়েছিলাম, লেখায় শুধু প্রশংসা নয় গঠনমূলক সমালোচনা হওয়া চাই। এই দায়িত্ব নিতে হবে সিনিয়রদের। যারা আমাদের ভুল ধরিয়ে দিবেন। এই সমালোচনা সহ্য করার মানসিকতাও ধারণ করতে হবে। তবে অবশ্যই বুঝে অর্থাৎ স্থান, কাল ও পাত্র ভুলে নয়।

যাই হোক, টুম্পা মনি ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: সজীব ভাই, ঢাকায় থাকি, আড্ডায় যামু না, আমি গেলে ক্যাচাল লাগবে । ( আমি যেখানেই যাই ক্যাচাল করি , তাই )

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ তবে মন্তব্য নিস্প্রয়োজন।

১৯| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১১

অলওয়েজ ড্রিম বলেছেন: @সাইবার অভিযত্রী ক্যাচাল তারাই করে যারা সকল রকম অযোগ্যতা থাকা সত্ত্বেও জোর করে অপরের মনোযোগ টানতে চায়।

সজীব ভাই, সুন্দর লিখেছেন। আপনি আড্ডার বেশ বর্ণনা দেওয়াতে আমি আর ৩য় আড্ডার বর্ণনামূলক পোস্ট দিলাম না। আমার পোস্টে কিছুটা ইতিহাস টেনেছি।

শুভেচ্ছা। আশা করি পরের আড্ডায় আবার দেখা হবে।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমিও সেই আশাবাদ ব্যক্ত করছি। পোস্টটি অনেকবার এডিট করেছি। এক বসায় ব্লগেই লিখেছি। তাই বারবার ঠিক করতে হয়েছে।

আপনার লেখাটা পড়তে হবে।

হুম, আমিও আশা করি পরের আড্ডায় দেখা হবে।

২০| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

অলওয়েজ ড্রিম বলেছেন: @সাইবার অভিযত্রী আপনি নিশ্চয়ই সেরকম নন। আপনাকে পরের আড্ডায় আন্তরিকভাবে আশা করছি।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আগেই মন্তব্য নিস্প্রয়োজন বলেছি এখন মত পাল্টাই কিভাবে।

ভালো থাকবেন অলওয়েজ ভাই।

২১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

তারছেড়া লিমন বলেছেন: ভাইরে সেই গানডার কতা মনে পইড়ি গেল.........দূরে আছি সেই ভাল নিয়ে বেদনা..
আপনাদের আড্ডা আর ও প্রাণবন্ত হউক সেই কামনায় +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

আমি তুমি আমরা বলেছেন: ছবিগুলো ভাল লাগল।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি তুমি আমরা আপনাকে অনেক ধন্যবাদ।

২৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আড্ডার আরো কিছু পাওয়া গেল এখানে। কিন্তু তিন-খন্ড-ত এর ব্যাপারে আমি শঙ্কিত। কবে না আবার দাঁতের ব্যথায় কাঁদতে আরম্ভ করেন। বাঁশিওলারা দাঁতের কষ্টে ভোগে বেশি।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৫২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও তাই নাকি? জানতাম না তো!

ভালো থাকবেন জুলিয়ান সিদ্দিকী ভাই।

২৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সজীব ভাই, আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য, পোস্টের মধ্যে দিয়ে যেন আবার একটু আড্ডার সুবাস পেলাম! কথা হল আপ্নের ছবি নাই ক্যন? যে রান্ধে সে ভাত খায় না? X(

যাদের সাথে প্রতিনিয়ত নিজেকে প্রকাশ করে যাই অসংকোচ উল্লাসে, তাদেরকে সামনে দেখতে পাওয়া আমার জন্য অনেক আনন্দের! আমি এই আনন্দ টুক্লুর জন্যই আড্ডার ভক্ত! এর সাথে সলিড আরও জিনিস যুক্ত হলে সেটা আমার জন্য বোনাস! যেমন সাহিত্য আলোচনা!

আমি যতদূর জানি বাঁশী বাজানো সকল বিবেচনায় সাস্থ্যের জন্য ভাল, বিশেষ করে অ্যাাজমা টাইপ যাদের আছে। আমার বংশ গত অ্যাজমার সমস্যা আছে, ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু বাঁশি বাজানো শুরু করার পরে অ্যাাজমা আমাকে আর কাবু করতে পারেনি, এইটা ফুসফুসের জন্য খুব উপকারী ব্যায়াম! জুলিয়ান দাকে শঙ্কা দূর করিতে অনুরোধ থাকিল, আর এইটা যদি সত্যই হয় যে দাঁত পড়ে যাবে বা ক্যান্সার হবে, তাতেও আমি বাঁশী বাজানো ছাড়তে পারবোনা, যে জীবনে আমি বাঁশী বাজাই না উহা আমার নহে!

শুভকামনা!

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি যে বলি ইফতি ভাই। যে রাঁধে সে হয়তো খায় কিন্তু যে বাড়ে সে ভাগে পায়না। এর চেয়ে বেশি কিছু না।

আমি একটা সাহিত্য আড্ডাই খুঁজছিলাম। খুব করে। চাইলে বলে সব কিছুই মেলে। তাই মিলে গেল। বিশেষ কি আর বলবো। (সত্যি হলো সব মিলেনা।)

বাঁশি কি বলে?

শোন দেখি মন বাঁশের বাঁশির বুক বোপে কি উঠছে মধুর সুর,
সুর তো নয় ও, কাঁদছে যে রে বাঁশরী বিচ্ছেদ- বিধুর
কোন অসীমের মায়াতে
সসীম তার এই কায়াতে
এই যে আমার দেহ- বাঁশি, কান্না সুরের গুমরে তায়,
হায়রে! সে যে সুদুর আমার অচিন- প্রিয়ায় চুমুতে চায়।
প্রিয়ায় পাবার ইচ্ছে যে,
উড়ছে সুরের বিচ্ছেদে।

বাঁশির ব্যাথাঃ মাওলানা জালালুদ্দীন রুমী (অনুবাদ কাজী নজরুল ইসলাম)

বাঁশি নিয়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই ভাইজান। ভালো থাকবেন। সব সময়।

২৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: সাহিত্য আড্ডা বেশ জমজমাট হয়েছে বোঝাই যাচ্ছে !!! কোনও একদিন চলে আসবো। যদিও বর্ণনা আর ছবি গুলো দেখে একটু হিংসিত হইলাম

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সামনের আড্ডা আপনাকে আরো হিংসিত করিবেক।

'আসলেন তো ফাসলেন, না আসলেন তো পস্তাইলেন।' হাঃ হাঃ হাঃ

বাছাইকৃত গল্প কই? ৭ তারিখের মধ্যে চাই। যে কয়টা ভালো লাগে (জানি, সব গুলোই ভালো লাগে এর মধ্যে ২-৩ টার নাম আর লিংঙ্ক দিন। )

অনেক অনেক ধন্যবাদ অপর্ণা মম্ময় আপু।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই সাম্প্রতিক সময়ে আমার জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কারণে ব্লগে আসতে পারছিনা সময় করে। তবে আশা করি খুব শীঘ্রই ফিরবো মানসিক অবস্থা কিছুটা ভালো হলেই। আজকে কিছু সময়ের জন্য ব্লগে এসে আপনার পোস্টটি চোখে পরল। সাহিত্য আড্ডা মিস করলাম। পরেরবার আশা করি দেখা হবে।

শুভেচ্ছা ও শুভকামনা রইল।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কান্ডারি ভাই, বিশেষ আর কি বলবো। বোধহয় জানি। আশা করি সব ঠিক হয়ে যাবে। পরবর্তী আড্ডায় আশা করি আপনাকে পাবো।

আর ভালো থাকবেন।

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

ভিয়েনাস বলেছেন: একদিন আড্ডার সঙ্গী হবো :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অবশ্যই। কেবল একদিন কেন? আমরা চাই, প্রতি আড্ডায় সঙ্গী হোন।

দেখা হলে কথা হবে। আর ভালো থাকবেন ভিয়েনাস ভাই। সব সময়।

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক সুন্দর আড্ডা হইছে। পরের বার যাইতে চাই। আমারে একটু খোচা দিয়েন ভাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: খোচা দিবো কোথায় ভাই। জায়গাটা দেখিয়ে দেন। ইমেইল দিতে পারেন। অথবা চোখ রাখতে পারেন এই খানে-

সাহিত্য-আড্ডা

ভালো থাকবেন। সব সময়।

২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

জুন বলেছেন: ইশ কবিতার ছন্দ দারুন ব্যাপার সজীব । কামাল ভাইতো ছন্দের যাদুকর।
আড্ডাটাও চরম হয়েছে মনে হলো ছবি দেখে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপু, সত্যি অনেক ভালো লেগেছে। কামাল ভাই অনেক জ্ঞানী মানুষ। তাকে আমাদের মাঝে পেয়ে সত্যি আড্ডাটা অর্থবহ হয়েছে। এমন একটা আড্ডার স্বপ্ন দেখেছি অনেক দিন। কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। এরচেয়েও বেশি হলো, কিছু রেফারেন্স এর জন্য কামাল ভাইয়ের জুড়ি নেই। তার লেখা-পড়া অনেক। ফলে তার উপর নির্ভর করা যায়। জানতে চাওয়া যায় যা জানিনা। একজন বন্ধুপ্রতিম শিক্ষক।

ভুল করেও যদি চলে আসেন একদিন, সবাই খুব খুশি হবে। আমরা বাঙালি ইবনে বতুতার কাছ থেকেও কিছু জনবো, কিছু শিখবো।

ভালো থাকবেন আপু, সব সময়।

৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

অলওয়েজ ড্রিম বলেছেন: এই পোস্টের মন্তব্য ও তার জবাবগুলো পড়ে অনেক অনেক ভাল লাগল। আপনাদের আড্ডাবাজিতে সামিল হতে ইচ্ছা করে। নিশ্চয়ই অনেক মজা করে আড্ডা দেন। আর সৃজনশীল মানুষদের আড্ডাতো স্বাভাবিক ভাবেই অনেক বেশি প্রাণবন্ত আর সৃষ্টিশীল হওয়ার কথা। না সামনের আড্ডায় অবশ্যই আসব। ইনশাআল্লাহ।

পোস্টের শেষে যদি আপনাদের সাহিত্য-আড্ডার লিংকটা দিতেন তাহলে অনেক ভাল হত। একটা অনুরোধ পাঠাতে পারতাম। সম্ভবত সব পাঠকেরই সুবিধা হত।

শুভেচ্ছা আপনাকে।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ অলওয়েজ ড্রিম। আশা করি পরের আড্ডায় আপনি আসবেন। সকলেই খুব খুব খুশি হবে। কেবল মাত্র আপনার জন্য নয়, সকল পাঠকের কথা চিন্তা করেই সাহিত্য আড্ডার লিঙ্কটি এখানে দেয়া হলো। যত্নে রাখবে। আর হ্যাঁ অবশ্যই অনুরোধ পাঠাবেন।

সাহিত্য আড্ডার ফেসবুক লিংক

আর হ্যাঁ, স্বপ্নে থাকবেন, সব সময়।

৩১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

বেঈমান আমি. বলেছেন: ব্লগ আড্ডার ছবি দেইখ্যা পরানটা জুড়ায় গেলোরে বাপু। :!>

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যাক, একজনের পরান যে জুড়িয়েছে এই তো অনেক। আর নিত্য নিত্য পরান জুড়াতে বা পরানকে নতুন করে জ্বালাতে চলে আসতে পারেন আমাদের সাহিত্য আড্ডায়।

ভালো থাকুন। সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.