![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কি পূর্ণিমা? শেষ বিকেলে যে চাঁদ পূর্বাকাশে ছিলো,
এই মধ্য রাত্রিতে তা এখন, মধ্য গগণে। তখন কেমন
ফ্যাকাশে আর আবছা ছিলো; আর এখন, কেমন যেন
একটু ছোট আর কি তীব্র!
আজ কি পূর্ণিমা? শেষ বিকেলে যে চাঁদকে দেখা গেছে
মুখোমুখি, এই মধ্য রাত্রিতে এসে, তাকে দেখতে হচ্ছে
ঘাড় উঁচু করে!
আজ কি পূর্ণিমা? শেষ বিকেলের চাঁদকে মনে হচ্ছিলো
যেন চাঁদ, যার আলোকচ্ছটার সাথে গা জুড়ে কলঙ্ক
দেখা যায়, অথচ এই মধ্য রাত্রিতে চাঁদ যেন ল্যাম্পপোস্ট!
আজ কি পূর্ণিমা? এই বুঝি চৈত্রের পূর্ণিমা? তোমার
রূপে ভেসে যাচ্ছে হ্রদ, পাতা ঝরা বৃক্ষ, সপ্তস্বর্গ
মিনার। তোমার টানে ফুসে উঠছে নদী, ধ্যান ভেঙ্গে
বিবাগী তপসী আর মাতাল চাতক।
১৫/০৩/২০১৪ (রাঙামাটি, হোটেল সোফিয়া, কক্ষ নং-৩০৪)
বেসামাল শব্দমালা-১
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শেখ মারুফকে ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।
২| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই। ভালো থাকুন, সব সময়।
৩| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর !
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমিনুর রহমান ভাইকে ধন্যবাদ।
৪| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ চমৎকার ~
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:২১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অভি, মানুষ কবিতা কেন পড়ে বলতে পারেন? মানুষ কবিতা বোঝেনা, সাহিত্যের সবচেয়ে আদিম আর সবচেয়ে রহস্যময় শাখা হলো কবিতা। মানুষ কবিতা পড়তেই ভালোবাসে, কবিতা বুঝতে নয়। কবিতা বুঝতে হলে, কবির মতো আগে জ্ঞান আর চিন্তা করতে শিখতে হয়। এই উপলব্ধি হয়তো ভুল, তবু মনে হলো।
ভালো থাকুন, সব সময়।
৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সকালে অনেক চেষ্টায় ও মন্তব্য দেয়া গেলো না।
এখন ভালো লাগা জানিয়ে গেলাম।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:১৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই। আজ সন্ধ্যাটা বেশ কাটলো। অনেক দিন মনে থাকবে। পুরি আর চা এর জন্যও ধন্যবাদ।
৬| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২০
মামুন রশিদ বলেছেন: অথচ এই মধ্য রাত্রিতে চাঁদ যেন ল্যাম্পপোস্ট!
ল্যাম্পপোস্ট বেয়ে চাঁদকে ছুঁতে ইচ্ছে করে
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ কঠিন জায়গা ধরেছেন মামুন ভাই। এই চাঁদকে ছুঁতে হলে জোছনা বেয়ে উঠতে হবে। কি এখনো শখ আছে?
ভালো থাকবেন সব সময়। আর হ্যাঁ কথা হবে। দেখা হোক আর না হোক।
৭| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: সপ্তস্বর্গ মিনার বলতে কবি কি বুঝিয়েছেন?
ভাল লাগল কবিতা।
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই তো আপনি আমার মতো প্রশ্ন করেছেন। আমি যেখানে বুঝিনা, সরাসরি জিজ্ঞাস করি। কিন্তু আমার এই পোস্টে আপনি মনে হয় প্রথম কিছু জিজ্ঞাস করলেন। আর মনে হয়, সবাই সব কিছু বোঝে। অথবা না বুঝলেও কি দরকার, আমি বুঝিনাই এইটা সবাইকে জানানোর।
বৌদ্ধ ধর্মে একজন মানুষকে নির্বান পেতে হলে, সাতটি ধাপ পার হতে হয়। এক একটি ধাপ, এক একটি স্বর্গ নামে পরিচিত। এই ধাপ গুলোকে মনে করিয়ে দেয়ার জন্য বিভিন্ন প্যাগোডায় মিনারের মতো স্তম্ভ তৈরি করা হয়। এই যেমন আছে, রাঙামাটির বৌদ্ধ বিহারে। এই স্তম্ভকেই আমি সপ্তস্বর্গ মিনার বলেছি। সপ্তস্বর্গ স্তম্ভ কেন জানি ঠিক ভালো লাগে না, তাই। এখন মিনার বললেই, আমরা জানি, এটা কি। এই শব্দের ব্যবহার নিয়ে অনেকের মতামত ভিন্ন হতে পারে, আমার কাছে এইটাই ভালো লাগলো।
অনেক ধন্যবাদ প্রোফেসর শঙ্কু। ভালো থাকবেন। সব সময়।
৮| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা সাহিত্যের সব চেয়ে শক্তিশালী জায়গা এই কারণেই যে এখানে একটি বা দুটো শব্দে বেশ কিছু বলা যায় ! কখনো দর্শন থাকে , কখনো গল্প থাকে , কখনো কেবলই অনুভূতি টিকিয়ে রাখা মহাবিশ্বের গতিময়তায় !
আর কবিতার দুর্বোধ্যতার জন্য পাঠক দায়ী না কবি দায়ী সেটা বিতর্কের উর্ধে থাকা উচিৎ !
কবিতা দুর্বোধ্য তাই সুন্দর ! কিছু পাঠক শব্দশৈলীর মুগ্ধতার জন্যই শুধু কবিতা পড়েন , এদের মাঝে কেউ হয়তো অনুভব করেন - অনুভব করে সেটা পাঠক কে জানাতে পারা টা বেশ কঠিন কাজ , আর কঠিন কাজ টা হয়ে গেলে সেটা লেখকের বেশ প্রাপ্তি !
সেরা শব্দের সেরা বাক্যবিন্যাসের নাম ই নাকি কবিতা !
বাক্যগুলো নিশ্চয়ই কিছু বলে! আর সেটা যখন নাড়া দেয়, সেটা যখন সুপাঠ্য হয় তখন তাকে আমি আমার স্বল্পজ্ঞানে ভালো কবিতা বলি !
আমার ব্লগে দাওয়াত থাকলো !
২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
৯| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৫
অলওয়েজ ড্রিম বলেছেন: অথচ এই মধ্য রাত্রিতে চাঁদ যেন ল্যাম্পপোস্ট!
চাঁদ কি ল্যাম্পপোস্ট নাকি পোস্টের মাথায় যে আলো জ্বলে সেটা?
মানুষ কবিতা পড়তেই ভালোবাসে, কবিতা বুঝতে নয়।
এই বক্তব্যের সাথে একমত হতে পারলাম না। বেশি সাধারণীকৃত হয়ে গেল। আমার মনে হয়, যারা কবিতা পড়তে ভালবাসে তারা বুঝতেও ভালবাসে। কবিতা এখন বেশি দুর্বোধ্য হয়ে গেছে বলেই তার পাঠক কম। বুঝতে পারছে না বলেই কবিতার প্রতি মানুষের ভালবাসা হ্রাস পেয়েছে।
শুভেচ্ছা।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চাঁদ কি ল্যাম্পপোস্ট নাকি পোস্টের মাথায় যে আলো জ্বলে সেটা?
ড্রিম ভাই, সত্যি বলছি, এই প্রশ্ন আপনার কাছ থেকে প্রত্যাশা করিনি।
কবিতা পড়া আর কবিতা বোঝা যে এক ব্যাপার নয়, সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন যদি আকবর আলি খানের 'চাবিকাঠির খোঁজে' বইটি পড়েন। আপনার ধারণা পাল্টে যাবে। অবশ্যই এই নিয়ে এক আড্ডায় অনেক অনেক কথা হবে।
ভালো থাকুন।
১০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬
অলওয়েজ ড্রিম বলেছেন: সজীব ভাই,
পোস্ট বলতে আমি বুঝি শক্ত-লম্বা-দণ্ডের মতো কোনো কিছু। নেটে খোঁজ করেও আমার ধারণার সমর্থন পেলাম।
a long, sturdy piece of timber or metal set upright in the ground and used to support something
synonyms: shaft, support, pillar,
ল্যাম্পপোস্ট বলতে বুঝি যে পোস্টের মাথায় ল্যাম্প (আলো) থাকে। তাই বলে আলোটা আর পোস্টটা সমার্থক হয়ে যায় না। দুটো আলাদা স্বত্বা।
চাঁদকে আমি কখনোই ল্যাম্পপোস্ট হিসাবে কল্পনা করতে পারি না, তবে ল্যাম্পপোস্টের আলো হিসাবে কল্পনা করতে পারি।
মানুষ কবিতা না বুঝে পড়তে ভালবাসে কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। আমি অন্তত ভালবাসি না। কোনো একটা অর্থ দাঁড় করাতে না পারলে আমার কিছুতেই ভাল লাগে না। ধারণা করি, আমার মতো সাধারণ পাঠক-পাঠিকাদেরও একই অবস্থা।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ড্রিম ভাই, আপনাকে দেখে ভালো লাগছে। আবার মন্তব্য করলেন যখন তখন বুঝতেই হবে, এখানে কিছু আছে। তবে ল্যাম্পপোস্ট এর পোস্ট নিয়ে এতো বেশি ঝোলা ঝুলি করেন না। ভেঙে পরতে পারে। হাঃ হাঃ হাঃ
হ্যাঁ সত্যি, এখানে ল্যাম্পপোস্ট এর পোস্ট খুব একটা মূখ্য বিষয় নয়। বিষয় হলো এর কার্যকারিতা। ল্যাম্পপোস্ট জ্বলে রাতে। চাঁদ সেও রাতে। দিনে কখনো কি আমাদের ল্যাম্পপোস্ট এর প্রয়োজনীয়তা অনুভব করি? উত্তর হলো না। চাঁদের ক্ষেত্রেও সেই একই কথা খাটে। সেই সাথে এও বুঝতে হবে এখানে চাঁদ কিন্তু শুধু চাঁদ নয়, 'চাঁদ' এবং একটা রূপক এ দুটোর কাজই সে করছে।
কবিতার মূল ভাব সময়ের সাথে সাথে চাঁদের অবস্থানের পার্থক্য এবং এর প্রভাব। তাই, কবিতাটির প্রথম থেকে শুরু হয়েছে বিকালের চাঁদ আর মধ্য রাতের চাঁদ এর মধ্যে পার্থক্য বর্ণনা। আর সেইটা ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। ধাপে ধাপে করা হয়েছে। তাই দ্বিতীয় স্তবক বাদ দিলে কবিতাকে অসম্পূর্ন মনে হবে। একই সাথে প্রথম, দ্বিতীয় এবং তৃত্বীয় স্তবক একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিকভাবে জড়িত।
হায় এও ছিল কপালে! কবিকে ব্যাখ্যা করে দিতে হয় কবিতা বোঝাতে। তবে এতো গোপাল ভাড়ের পত্র হলো, কবিতা নয়।
কবি অন্য কারো জন্য কবিতা লিখেন না। তিনি লিখেন নিজের জন্য। আর অন্য অনেকের ভালো লাগলেই কেবল সে সফল এবং 'কবি' হিসেবে স্বীকৃতি পায়। আর ভালো না লাগলে, পায় না। কারো কারো এই স্বীকৃতি পেতে বছরে পর বছর, যুগের পর যুগ লেগে যেতে পারে। এমন কি জীবনানন্দের মতো লেগে যেতে পারে সারা জীবন! (তার জীবদ্দশায় অনেকে তাকে কবি স্বীকৃতি দিতেও নারাজ ছিলেন, তারাও তার বন্দনা করেছেন কবির মৃত্যূর পর।) আর এটা কেবল যে কবির জন্য প্রযোজ্য তা নয়, সকল লেখকের জন্যই প্রযোজ্য।
সর্বোপরি ভালো থাকবেন। পাশে থাকবেন।
১১| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
পাঠক০০৭ বলেছেন: @অলওয়েজ ড্রিম, হুদাই জ্ঞানী ভাব নেয়া বন্ধ করেন। আপনে সমালোচনার স ও জানেন না। আতলামী বন্ধ করেন। এই ভাবে চললে মানুষ নতুন নাম দিবে আবাল ড্রিম।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইচ্ছে খাতা ভাই, ওভাবে বলতে নেই ভাই, ড্রিম ভাই, কষ্ট পাবেন।
ভালো থাকুন।
১২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
ডানাভাঙ্গা চিল বলেছেন: গুরু আপনি তো অনেক জ্ঞানী লোক দেখি ।
আমি মূর্খ প্রজাতির মানু, কবিতা বুঝিনা , আপনার কবিতার মূলভাবটা যদি একটু বুঝাইয়া দিতেন । মানে কি বলতে চাইছেন বুঝাইলে পইড়া আনন্দ পাইতাম ।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ডানাভাঙ্গা চিল ভাইকে আমার ব্লগে স্বাগতম। সাথে আফসোসও আছে। ভাঙ্গাডানা নিয়ে উড়বেন কিভাবে? হাঃ হাঃ হাঃ
কবিতার মূল ভাবটি অলওয়েজ ড্রিম ভাইয়ের মন্তব্যে দেখতে পারেন। এক কথা আমার বার বার বলতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে নিজেকে বারবার (Barber - নাপিত) মনে হয়। হাঃ হাঃ হাঃ
ভালো থাকবেন। সাথেই থাকুন।
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯
অলওয়েজ ড্রিম বলেছেন: সজীব ভাই, আমি বাস্তবিকই কবিতা বুঝি না। তাই আবোল তাবোল প্রশ্ন করি। সেটা কবিকে বিব্রত করার উদ্দেশ্যে নয় মোটেই। আসলে মূল উদ্দেশ্য থাকে এর ফলে কবির কাছ থেকে কিছু জানা যাবে।
আর ভাই/বোন ইচ্ছে খাতার মন্তব্যে আমি একচোট হেসে নিয়েছি। প্রথমত তার প্রথম মন্তব্যে, দ্বিতীয়ত তার দ্বিতীয় মন্তব্যে। তার প্রথম মন্তব্যের কারণে আমি এখন সব কিছুতেই হুমায়ুনের প্রভাব পাচ্ছি। রাতের চন্দ্রোজ্জ্বল আকাশটাকেও এখন মনে হয় ওটা নির্ঘাত হুমায়ুনীয়।
এবং "আজ জোছনা রাতে সবাই গেছে বনে" এই গান নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর হুমায়ুনীয় প্রভাবে আচ্ছন্ন হয়েই লিখেছিলেন। আমার বড় মামার নাম চাঁন মিয়া। সেও কোনো সন্দেহ নাই হুমায়ুনীয়।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ড্রিম ভাই আপনি কবিতা বোঝেন না, তা মাইক এনে বললেও আমি বিশ্বাস করবো না। আমি যা মনে মনে ভেবেছি ঠিক তাই। সরল মানুষ সরল ভাবেই বুঝি। বুদ্ধির অলি-গলিতে হাটিনি কোনোদিন। তাই ঠিক বুঝে উঠতে পারিনি। টোনটা একবার ধরতে পারলে, অবশ্যই বুঝতে এবং বোঝাতে সুবিধা হবে। মোদ্দা কথা, খেতে বসলে আমার মাংস দরকার হলে আমি বলি, আর এক টুকরা মাংস দিনতো। অন্য কারো পাতে দিতে বলিনা। হাঃ হাঃ হাঃ
কাল দেখা হচ্ছে নিশ্চয়ই। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮
শেখ মারুফ বলেছেন: সুন্দর্।