![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়ারইনব্লগের সকলে হয়তো জানেন, এই ব্লগারদের লেখা নিয়েই আমাদের প্রথম সাময়িকী প্রকাশ করি "সাহিত্য আড্ডা" নামে। উদ্যোগ নিতে দেরি হয়ে যাওয়ায় প্রকাশ করতেও দেরি হয়ে যায়। তাই ফেব্রুয়ারি সংখ্যা বের করতে চাইলেও সেটা বের হয় মার্চ মাসে। এখন আমাদের দ্বিতীয় সংখ্যার জন্য লেখা সংগ্রহ করার কাজ চলছে। লেখা মে'র ১৫ তারিখের মধ্যে পাঠানো জন্য আহ্বান করা হচ্ছে।
আমাদের পরিকল্পনা ছিলো, আমাদের সাহিত্য আড্ডা কেবল ঢাকা ভিত্তিক হবে এমন নয়। এটা হবে পুরো বাংলাদেশ ভিত্তিক। প্রতি মাসের শেষ শুক্রবার করে চলছে আড্ডা। যেমন, গতকাল ও আমাদের সাহিত্য আড্ডার আসর বসেছিলো 'বিশ্ব সাহিত্য কেন্দ্রে'। সেখানে উপস্থিত ছিলেন, এ, টি, এম, মোস্তফা কামাল ভাই, মাহবুবুল আজাদ, আশরাফুল ইসলাম দুর্জয়, আলাউদ্দিন আলী এবং তার বন্ধু। ও হ্যাঁ আমিও যোগ দিয় একটা সেমিনার শেষ করে সন্ধ্যা ৭ টায়। পুরো সময়ে থাকতে পারিনি বিধায় তার উপর কোনো পোস্ট দিতে পারছিনা। আশা করছি পুরো আড্ডার উপর নিশ্চয়ই একটা পোস্ট কেউ দিবেন।
সেখানে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছেঃ
১) মোস্তফা কামাল ভাই প্রস্তাব করেছেন খুব বেশি বিজ্ঞাপন না নিতে। একটা নেওয়া যেতে পারে। আর আমাদের চাঁদা দিয়েই এই সাহিত্য আড্ডার প্রকাশনা চালু থাকুক।
২) প্রথম সংখ্যায় যে সকল ভুল-ত্রুটি দেখা গেছে এর পুনরাবৃত্তি যেনো না ঘটে।
৩) লেখা সংগহের জন্য পোস্ট দেয়া হবে।
৪) লেখা কতটুকু ব্লগের আর কতটুকু নতুন (যা কোথায়ও প্রকাশিত হয়নি) হবে এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে যে এটা সমাননুপাতে হলেও চলবে।
৫) দেশের বিভাগীয় এবং দেশের বাইরের লেখকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তারা লেখা পাঠানো সময় কোন বিভাগ, কোন জেলা বা কোন দেশের কোন শহরে আছেন এগুলো অবশ্যই উল্লেখ্য করবেন। বিশেষ উদ্যোগ নিলে, আমরা দেশের বিভাগীয় পর্যায়ে আড্ডা বসাতে পারি। এক্ষেত্রে বিভাগীয় পর্যায়ের এবং জেলা পর্যায়ের লেখকদের যোগাযোগের আহ্বান করা হচ্ছে।
৬) লেখার বিষয়ঃ পূর্বের মতোই লেখার বিষয় নির্ধারিত নয়, তবে একে সাহিত্যের কোন একটি দিকের হতে হবে। 'রাজনীতি ও ধর্ম' এ দুটি বিষয় আমাদের নয়। হরপ্রসাদ শাস্ত্রীর 'তৈল' সাহিত্য বটে তবে কাউকে তৈল মর্দন করে লেখাও আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।
লেখা পাঠানোর ঠিকানাঃ
[email protected]
মুঠোফোনে যোগাযোগের ঠিকানাঃ
অলওয়েজ ড্রিমঃ ০১৯১৮৮৮৬৯৬৭
মাহবুবুল আজাদঃ ০১৯১৯৮২৯৯৫৪
মোহাম্মদ সাইফুল ইসলাম সজীবঃ ০১৬১৯৫১৮৯৩৪
এছাড়াও আমাদের কার্যক্রমের দিকনির্দেশনা সম্পর্কে জানতো সদস্য হতে পারেন ফেসবুকের এই ঠিকানায়ঃ
https://www.facebook.com/groups/sahitto.adda/
আরো কিছু জানতে মন্তব্য জিজ্ঞাস করতে পারেন, সরাসরি ফোন দিতে পারেন। আমরা মার্চের পর জুন সংখ্যার জন্য লেখা আহ্বান করছি। আশা করছি অনেকেই স্বতস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করবেন। অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেখা নির্বাচনের জন্য একটি প্যানেল কাজ করবে। এই প্যানেলের উপদেষ্টা হিসেবে আছেন, আমাদের সম্মানিত এ, টি, এম, মোস্তফা কামাল ভাই।
আর সম্পাদনার কাজে সহযোগী হচ্ছেনঃ
অলওয়েজ ড্রিম, মাহবুবুল আজাদ এবং মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব।
লেখা নির্বাচনের প্রক্রিয়া বিষয়ে আমাদের গতমাসের আড্ডায় কিছু সিদ্ধান্ত ছিলো। সেটাও জানিয়ে রাখি। প্রথমে তিন জন সম্পাদকমন্ডলী লেখা বাছাইয়ের কাজ করবেন। এরপর এক সাথে বসে কোন লেখা পরবর্তী সংখ্যার জন্য নির্বাচিত হচ্ছে তা বিবেচনা করা হবে। তাই কারো একক সিদ্ধান্ত বা ভালো লাগার উপর এখানে লেখা নির্বাচিত হবে না। সম্মানিত ব্লগার এবং লেখকদের অপ্রকাশিত লেখা পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। আমাদের সাময়িকীতে প্রকাশের পর সেই লেখা যে কোনো জায়গায় প্রকাশ করতে পারবেন। আর এজন্য লেখক নিজেই সকল দায় এবং দায়িত্ব গ্রহণ করবেন। ইতিহাসের কথা মাথায় রেখে- লেখাটি প্রকাশিত না অপ্রকাশিত- লেখা পাঠানো সময় এই বিষয়টি অবশ্যই আমাদের জানাবেন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। জানি, বিদেশ বিভূইয়ে থাকলেও আমাদের সাথেই আছেন।
ভালো থাকবেন, সব সময়।
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
ক্লান্ত তীর্থ বলেছেন: মার্চের ১৫ তারিখ মানে কি ভাই??সে তো কবেই চলে গেছে!
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এটা টাইপিং ভুল, ঠিক করার আগেই আপনি মন্তব্য করেছেন। আসলে হবে মে'র ১৫ তারিখের আগে।
ধন্যবাদ ক্লান্ত তীর্থ। আশা করি সাথেই থাকবেন।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২
ডার্ক ম্যান বলেছেন: বাস্তব জীবনের ঘটনা নিয়ে লেখা কোন গল্প কি জমা দেওয়া যাবে।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার যদি মনে হয় এটা একটা গল্প হয়েছে তবে অবশ্যই জমা দিন।
গল্প কি কেউ বানিয়ে বানিয়ে লিখে? বাস্তব জীবনের সাথে একটু নিজের মত চাপিয়েই মানুষ বা গল্পকাররা গল্প লিখেন।
ধন্যবাদ ডার্ক ম্যান। সাথেই থাকুন।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১
জীয়ন আমাঞ্জা বলেছেন: তৈল সমাচার
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: Zeon Amanza ভাই, ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন। সাথেই থাকুন।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৬
অপর্ণা মম্ময় বলেছেন: শুভ কামনা রইলো ।
অপেক্ষায় আছি প্রথম সংখ্যাটা হাতে পাবার জন্য।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপু, কষ্ট করে মাহবুব ভাইকে ফোন করেন। ঠিকানা পাঠিয়ে দেন। সে পাঠিয়ে দিবে। আমাদের সমস্ত কপিই তার কাছে রয়েছে।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
শাশ্বত স্বপন বলেছেন: গল্প-কবিতা-উপন্যাস-মুক্তগদ্য একের অধিক পাঠানো যাবে?
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: উপন্যাস এখন নয়। উপন্যাস ছাপানোর জন্য আমরা এখনো প্রস্তত নই। অন্য যেগুলো পাঠাতে চান পাঠাতে পারেন। একের অধিক ও পাঠাতে পারেন। সেখান থেকে আমরা বাছাই করে নিবো।
ধন্যবাদ শাশ্বত স্বপন। সাথেই থাকুন।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: গল্প পাঠানো যাবে ?? শেষ তারিখ কবে জমা দেয়ার ??
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: গল্প অবশ্যই পাঠানো যাবে। শেষ তারিখ ১৫/০৫/২০১৪।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ব্লগে প্রকাশিত লেখা দেয়া যাবে?
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ব্লগে প্রকাশিত লেখা দিতে পারেন। তবে আমরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো। এ বিষয়ে যদিও একটা দিক নির্দেশনা দেয়া আছে। তবুও আমরা নতুন এবং অপ্রকাশিত লেখাকেই বেশি প্রাধান্য দিতে চাচ্ছি।
ধন্যবাদ রিয়াদ ভাই। ভালো থাকুন। সাথে থাকুন।
৯| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
মাহমুদ০০৭ বলেছেন: চেষ্টা করব নতুন লেখা দিতে ।
ভাল থাকুন সজীব ভাই ।
শুভকামনা রইল আপনার প্রতি ।
০২ রা মে, ২০১৪ রাত ৮:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের উৎসাহেই আমাদের সকলের পথ এগিয়ে যাওয়া।
ভালো থাকুন, মাহমুদ ভাই। সব সময়।
১০| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৪৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
লিখতে পারিনা কিছু। কিন্তু লিখা দেবার ইচ্ছেও আছে।
কি যে অবস্থা
০৬ ই মে, ২০১৪ রাত ১১:৩৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একটা সূত্র দিচ্ছি, দেখুন কাজে দেয় কিনা-
লিখতে পারিনা কোনোগান আর তুমি ছাড়া
ভাবতে পারিনা কোনো কিছু আর তুমি ছাড়া
কি যে যন্ত্রণা
এই পথ চলা,
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানোনা।
হারানো দিনগুলোতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিলো সুখ ছড়িয়ে
আকাশে চাঁদ ছিলো একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিলো কিনা বুঝিনি
সে ব্যথা বোঝার আগে
হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে এ হৃদয়ে
কি যে বেদনা
তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনোদিন বুঝি হলোনা।
জেমস এর এই গানটা মনে পড়ে গেল। হারানো সুখ, হারানো স্মৃতি, হারানো কিছু নিয়ে কিছু করা যায় কিনা? হাঃ হাঃ হাঃ
১১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫
অলওয়েজ ড্রিম বলেছেন: সাড়া কেমন পেলেন সজীব ভাই?
আমি অনেক দিন থেকেই সবকিছু থেকে একটু দূরে আছি। আপনাদের খবরও নিতে পারছি না। কিন্তু সকলের জন্য আমার শুভ কামনা আছে। ভাল থাকবেন। ফোন দিয়েন।
০৭ ই মে, ২০১৪ রাত ১০:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নিজেকে দূরে রেখে, দোয়া আছে, ভালো থাকবেন এই সব মানিনা।
যে লেখাগুলো পেয়েছি, তা মেইল করে দিবো। আর আমার মনে হয়, ব্যক্তিগত যোগাযোগ বাড়াতে হবে, এই সংখ্যার জন্য। যাই হোক, সাক্ষাতে কথা হবে।
ভালো থাকবেন, সব সময়।
১২| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৪০
সাদরিল বলেছেন: সাহিত্য আড্ডার পরবর্তী সংখ্যার জন্য লেখা মেইল করেছি। ভালো থাকবেন।
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৩৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সাদরিল। ভালো থাকবেন। সব সময়।
১৩| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগের কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা নিয়ে একটা পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করবে। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।
ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।
শুভেচ্ছা।
২৫ শে মে, ২০১৪ রাত ১:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, অনেক ধন্যবাদ।
স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা!? আমি যা লিখি তা আদৌ কবিতা হয় কিনা এ নিয়ে আমার নিজের অনেক সংশয় আছে। তাই সেগুলো থেকে আবার শ্রেষ্ঠ এ বড় হাঙ্গামার কাজ (নিজের প্রতিটি কাজকেই ভালো লাগে। বেশি ভালো কোনটাকেই লাগে না। আসলে যা লিখতে চাই তা আজো লিখতে পারিনি, হয়তো পারবোও না।)। তবুও ফেইস বুকে দেখবো বিষয়টি।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: দারুন উদ্যোগ ।খুব ভাল লাগছে দ্বিতীয় সংখ্যা প্রকাশের উদ্যোগ চলছে বলে ।ভার্চুয়ালী আছি আপনাদের সঙ্গে