![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকুপ্রেসার কী ?
কীভাবে কাজ করে ?
রোগ নিরাময়ে এর ভুমিকা কতটুকু ?
আকুপ্রেসার ব্যবহার কোথায় শেখা যায়/ প্রশিক্ষন সেন্টার আছে কী?
বিস্তারিত জানালে কৃতজ্ঘ থাকিব।
২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২২
দাদুচাচা বলেছেন:
তথ্য দেয়ার জন্য....
দি সুফি-আপনাকে অনেক ধণ্যবাদ।
৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩০
মোমেরমানুষ৭১ বলেছেন: আপনি মিরপুর ১৪ তে বা সাভারের সিআরপিতে যোগাযোগ করুন......
৪| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫
নবীউল করিম বলেছেন: ভারতে বিখ্যাত আকুপ্রসার ডাক্তার দেবেন্দ্র ভোরা। উনার এই বিষয়ে বেশ কিছু বই আছে।তার মধ্যে Health In Your Hands : Acupressure and Natural Therapies বইটা ভিশন পপুলার উনি দুই বছর আগে ৯৩ বছর বয়সে মারা গেছেন।
বাংলাদেশে আকুপ্রেসারকে পরিচিত করেছেন সাগর সগির নামে একজন সাংবাদিক। উনি আগে থাকতেন সিদ্ধেশ্বরীতে, পরবর্তীতে উনি মিরপুরের রূপনগরে একটা বাসায় থেকে প্রতি সপ্তাহে ১/২ দিন বিনা মুল্লে আকুপ্রেসার কি, কিভাবে প্রয়োগ কোরতে হয় শিখাতেন। ১/২ বছর চালানর পর উনার সাথে উনার সাথীদের ভুল বুঝাবুঝির কারনে ঐ কেন্দ্রটা বন্ধ হয়ে যায়। এখন কথাও কেউ শিখায় কি না জানা নেই।
তবে, মিরপুর রূপনগরে ডাঃ দেবেন্দ্র ভোরার একজন শিষ্য আকুপ্রেসার ট্রিটমেন্ট করে। আমি নিজে উনার কাছে আমার ট্রিটমেন্ট করিয়েছি।এটা প্রধানত শেল্ফ ট্রিটমেন্ট। আমার পায়ের পাতা থেকে কমর পর্যন্ত ২৪ ঘন্টা ব্যাথা করতো গত ১২/১৩ বছর ধরে, প্রস্টেডের সমস্যা ছিল, গ্যাসের সমস্যা ছিল প্রকট, আর বেশ কিছু সমস্যা ছিল, যেগুলো থেকে এখন আমি প্রায় ৯০% মুক্ত কনও রকম ওষুধ ছারাই!আমার একটা সুবিধা হচ্ছে, আমি নিজেই এই বিষয়ে ১২/১৩ বছর আগে পড়াশুনা করেছিলাম আর আমি নিজেও আমার ট্রিটমেন্ট প্রায় কোরতে পারি।
উনার নাম মি।মুজাহিদ, ফোনঃ ০১৭১১৪৭৮৭৫৬
আপনারা সবাই যোগাযোগ কোরতে পারেন।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৩
দি সুফি বলেছেন: আমার জানা নেই। তবে ইন্টারনেট থাকতে জানতে কতক্ষন?
এখান থেকে শুরু করুনঃ http://www.acupressure.com/
এরপরঃ http://en.wikipedia.org/wiki/Acupressure
এরপর এখানেও দেখুনঃ http://www.wikihow.com/Do-Acupressure
এটাও দেখুনঃ Click This Link
আর সবশেষে এটাও দেখুনঃ http://bit.ly/1laqkE7