নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক_পিয়ন

তেমন কিছু বলার নেই.........

জাহাঙ্গীর শুভ

তেমন কিছু বলার নেই..............

জাহাঙ্গীর শুভ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু এবং ফিরে আসা

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

আচ্ছা মরে যাবার পর কি আর এ জীবনে ফিরে আসা যায়? তাহলে ফিরে এসে সেখানে গিয়ে থামতাম, যেখানে আমাদের প্রথম কথা....... বেশ ভালই হতো তাই না? এ জীবনে যত ভূল কিংবা অসুন্দর সবকিছুই সুন্দর হয়ে যেতো..........



কখনও কখনও সবকিছুই মূল্যহীন মনে হয়। ভাবি যেখানে তোমার কোন অস্তিত্ব নেই সেখানে আমার সবকিছুইতো মূল্যহীন। তখন মৃত্যুকে খুব আপন মনে হয়। ভেবোনা আত্মহত্যা কিংবা নিজেকে ধ্বংশ করে দেবার মত কিছু ভাবছি। জীবনকে সুন্দর করে উপোভোগ করতে কে না চায় বল। যেমন আমি চেয়িছিলাম তোমাকে নিয়ে অন্যদিকে তুমি আমাকে বাদ দিয়ে। আলোচনা তুমি করনি। আলোচনা করলে হয়তো এমনটি হতো না।



যেখানে তোমার কোন ভালোলাগা নেই সেখানে আমার সব ভালো লাগাইতো মূল্যহীন এবং অসুন্দর। তাই আমি আমার সব ভালোলাগাকে তোমার ভালোলাগার কাছে বিসর্জন করলাম। যেন সবকিছু আরো সুন্দর হয়ে ওঠে। আমার ভালোলাগা গুলো তোমার কাছে এতো বেশি অসুন্দর, জানলে দাবি নিয়ে কখনই বলতাম না- “ভালোলাগে, ভালোবাসতে চাই”।



আমি মনে করি ভালো থাকার জন্য শুধু “ভালোআছি” এটুকু ভাবতে পারাটাই ভালোথাকার সবচেয়ে বড় উপকরন। যেমন আমি ভাবছি, ভালো আছি এবং বেশ ভালো আছি। তুমিও তাই ভেবো। শুধু শুধু কষ্টের কথা ভেবে জীবনকে আর অসুন্দর করো না।



তোমার জন্য শুভ কামনা.............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.