![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরের টানে ছবি আঁকা
সুরের ছবি ছবির ছায়ায়,
তুলির টানে সুরের ছবি।
একলা আকাশ, মেঘের মায়া,
মায়ার টানে মেঘের দেখা।
আকাশ ডাকে মেঘের সুরে,
সুর ছুটে যায় মেঘের বাড়ি।
মেঘের বাড়ি সুরের ছায়ায়,
সুরের ছায়ায় মেঘের ছবি।
একলা আকাশ নদীর ছবি,
স্রোতের ভিরে সুরের ছুটি।
সুর চললো মেঘের বাড়ি
তাল হারিয়ে মেঘের গাড়ি।
চোখের কোনে মেঘের ছবি,
নোনা রং এ নদীর বারি।
©somewhere in net ltd.