![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতরাতে বাংলাদেশের ভিনগ্রহের ক্রিকেট খেলা দেখে মাত্র দেড় ঘণ্টা ঘুমিয়ে কাজে যেতে হয়েছিল তাও ২৫ মিনিট লেট। সেই হ্যাংওভার এখনো কাটেনাই। গতরাত থেকে ফেসবুকের হোমপেইজ খেলা পরবর্তি প্রতিক্রিয়ায় উপচে পড়ছে যার প্রায় পুরোটাই স্যার ফরহাদ রেজার বীরত্ব গাঁথা। তার থেকে অসাধারণ কিছু বাছাই করা লাইন ঃ
Arif Jebtik
বিশ্বকাপে ধরাশায়ী হয়ে ফিরে আসা ইরাকি ফুটবল টিমের সবার মাথা নেড়া করে দিয়েছিল সাদ্দামপুত্র উদে হোসেন। এটা শুনে আমি লোকটাকে সারাজীবন ঘৃণা করেছি।
গতরাত থেকে আমি লোকটার হতাশাটা কিছুটা উপলব্ধি করতে পারছি।
মহামান্য কহেন
আইসিসি যুগে ফেরত গেছি। বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরে উল্লসিত হইতে হয়।
Rashat Rahman Zico
ফরহাদ রেজারে দল থেইকা বাদ দেওয়ার জন্য কি এখন শাহবাগ যাওয়া লাগব? হুদাই কি আমি আর আনুশকা শর্মা জিয়া জিয়া করি!
আলিম আল রাজি
ক. মুশফিকের ক্যাপ্টেনসি খালেদা জিয়ার নেতৃত্বের চেয়েও বাজে হচ্ছে ইদানিং।
খ. ফরহাদ রেজার বদলে দলে হুসাইন মুহম্মদ এরশাদকে নিলেও হতো।
অপ্রস্তুত লেনিন
এক আজব দেশ ইভা রহমানরা গায়িকা হইয়া যায় ! ফরহাদ রেজারা ক্রিকেটার হইয়া যায় !! কই যাইতাম
Imtiaz Mirza
*ফরহাদ রেজা ___ নামের প্লেয়ারটাকে পাপুয়া নিউগিনিও দলে নিবে না ।
বাংলাদেশ টিম এই বাদামী হাতি পালার মতো জমিদারী কিভাবে করে ?
*আগে মানুষ বলতো বাংলাদেশ টিম নিজেদের দিনে টপ যে কোন দলকে হারাতে পারে।
এখনো সেই কথা সত্যি । তবে সাথে যুক্ত করতে হবে বাংলাদেশ টিম নিজেদের দিনে বিশ্বের যে কোন দলের কাছে হারতে পারে।
সোহেল নূর
ফরহাদ রেজা আরেক গুপ্ত (!!) প্রতিভা যার প্রতিভা শুধু ফারুক আহমেদ কোং দেখছে।
Max Aoyon
বাংলাদেশ ক্রিকেট টিম বাকি দেশগুলোর কাছে 'গরীবের সুন্দরী বউ’।
বোহেমিয়ান টিউন
*চীনের দুঃখ হোয়াংহো। বাংলাদেশের দুঃখ বুদ্ধি প্রতিবন্ধী নির্বাচকরা। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগেও ফরহাদ রেজা মানের খেলোয়াড়রা সাইড বেঞ্চে বসে থাকতো।
*বাংলাদেশ দলে ৫০ জন খেললেও ফরহাদ রেজা টিমে চান্স পাওয়ার কথা না।
*খেলোয়াড়দের পাশাপাশি নির্বাচকদের জন্যও কোচ রাখা দরকার।নির্বাচনগিরি শিখবে।
Sudip Majumder
রাজ্জাক যদি এক্সপায়ার্ড হয়, ফরহাদ রেজা এখনো ম্যানুফ্যাকচারই হয় নাই।
Mahbub Alam Rimon
তাই বলে হংকংয়ের কাছে ইজ্জত খোয়ালি! ব্যাটারা আধা ঘন্টা প্রস্রাব চাইপা খেলা দেখার কষ্টটুকুই বৃথা!
@সবাক পাখি
ভাগ্যিস একজন দর্শক হিসেবে বুড়া হয়ে গেছি, নইলে হাউমাউ করে কাইন্দা উঠতাম।
ক্রিকেটরঙ্গ
*খাল পার হইলাম but we lost our লুঙ্গী।
*স্যার ফরহাদ রেজা সহ হংকং এর আজকে ১২ জন প্লেয়ার খেলছে
*যারা মূলত বোলিং এও একা সাকিব আল হাসানের উপর নির্ভর করে; তারা সুপার টেন ডিসার্ভ করে না!
*বাংলাদেশ যাচ্ছি! জেল হইলে হবে, আমি রেজাকে পিটায় ইনজুরড বানাবো! কেউ থাকবে আমার সাথে?
সবশেষে পুরো বাংলাদেশের হৃদয় কেড়ে নেয়া নেপালি দলকে অভিনন্দন। সেইসাথে হংকং দলকে অভিনন্দন তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ের জন্য যা কিনা সর্বকালের ক্রিকেট আপসেটের তালিকায় এখন ৯ নম্বরে।
একটা নেপালি মেয়ে বিয়ে করে পাকাপোক্ত নেপালি সমর্থক হয়ে যাওয়ার যে প্ল্যান করেছিলাম আপনাদের দোয়ায় অতিশীঘ্রই তার ফিল্ড ওয়ার্ক শুরু করা যাবে বলে আমি আশাবাদী।
সবকথার শেষ কথা, "তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। ভালোলাগার, ভালোবাসার তুমি আমার বাংলাদেশ।"
হৃদয়ে বাংলাদে
------------
২১শে মার্চ
প্রশান্তপাড়
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫
ডাকাতীয়া বলেছেন: ধন্যবাদ ভাই।
করেন ভাই যত ইচ্ছা প্রিন্ট করেন, দরকার লাগলে প্রিন্টিং খরচ মুই দিয়াম।
তয় ভাই, আপনে কি অলরেডি পাঠাই দিছেন নি কোন? জিয়া দেখলাম দলে ঢুকল।
২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪
মূর্খ রুমেল বলেছেন: Wonderful post
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬
ডাকাতীয়া বলেছেন: thanks brother
৩| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬
ডাকাতীয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
আমিনুর রহমান বলেছেন:
আপনার পোষ্ট প্রিয়তে রাখলাম। ভাবতাছি ৫ কপি প্রিন্ট কইরা পাপন, ৩ সিলেক্টর আর ফরহাদ রেজারে পাঠাইয়া দিমু :/